নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজীগিরি একটু বেশী হয়ে গিয়েছিলো?

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৪



চাকুরী করতাম লং আইল্যান্ডে, আসাযাওয়া লং আই আইল্যান্ড ট্রেনে; সন্ধ্যায় ফেরার পথে ২/১ মিনিটের জন্য ট্রেন মিস করলে, আমি একটা এক্সপ্রেস বাসে করে কুইন্সের জামাইকাতে এসে সাবওয়ে ট্রেনে ঘরে ফিরতাম। সন্ধ্যায়, জামাইকার ট্রেনগুলোর পেছনের ২/৩ বগিতে কেহ উঠতো না, লোকজন একটু ভয় পেতো; আমি জেকসন হাইটস অবধি একাকী আসতাম; একা একা ভালো লাগতো, বগিতে হাঁটতাম, ঝুলতাম, চীৎকার দিতাম। কেহ উঠার চেষ্টা করলে আমার চীৎকার শুনে ভয়ে উঠতো না। মাঝেমাঝে একটা ২৮/৩০ বছরের স্যুটপরা সুন্দরী রমনী উঠে যেতো; বুঝা যেতো বসবস টাইপের, আমি চুপ হয়ে যেতাম।

এক সন্ধ্যায় আমি ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছি, ট্রেনের দরজা বন্ধ হচ্ছে, দেখি সেই মহিলা ২ হাতে বাজারের ব্যাগ নিয়ে সিড়ি দিয়ে ঝড়ের গতিতে নামছে; আমি পা দিয়ে দরজা ঠেকায়ে দিলাম। সে উঠে ব্যাগ ট্যাগ রেখে, সীটে বসে ঠান্ডা চোখে আমার দিকে তাকালো; আমি আশা করছিলাম ধন্যবাদ টন্যবাদ পাবো, কিন্তু ঠান্ডা চোখ দেখে সামুর ব্লগারদের মতো লাগছিলো। সে আমাকে বললো,
-এভাবে আর কখনো ট্রেনের দরজা ঠেকাবে না, ইহা বেআইনী, একসিডেন্ট হতে পারে।
-আমি ভাবছিলাম ধন্যবাদ টন্যবাদ পাবো, তোমাকে তোলাটা ভুল হয়েছে; এসব বক্তৃতা বন্ধ কর; না'হয় আমি সামনের ষ্টেশনে নামিয়ে দেবো!
-আমাকে?
-হ্যাঁ, তোমাকে।
-কিভাবে?
-টেনে, হেঁছড়ে, নামিয়ে দেবো; তোমার বাজারের ব্যাগগুলো এখানে থেকে যাবে!
-তুমি আমার সাথে পারবা?
-তোমার কোন চান্সই নেই!
-তুমি আমার চেয়ে অনেক বেশী বয়স্ক, বলের দিক থেকেও তুমি আমার সাথে পারবা না, আর আমি জাতিতে ইটালিয়ান।
-দেখতে একটু মাফিয়া মাফিয়া টাইপের লাগছে, সন্দেহ নেই; তবে, আমার বলের সাথে কল-টলও আছে!
-দেখাও।
-সময় মতো দেখাবো, তখন বাবা ডাকবা।
-তোমার কাছে কিছু নেই, এখন আমারটা দেখ।

সে বাম বুকের দিক থেকে কোট সরালো, দেখি বগলের নীচে রিভলবার ঝুলছে! আমি বললাম,
-তুমি কি কর?
-পুলিশের লোক, জামাইকায় কাজ করি; তোমাকে তো আমি অনেকবার দেখছি, তুমি আমাকে দেখে বুঝতে পারোনি?
-না।
-বেকুবী করে মেয়েদের ভয় লাগাইও না, শেষে অকারণে লালঘরের ভাত খাবে কিছুদিনের জন্য। আমার ষ্টেশন এসে গেছে, আমি নেমে যাচ্ছি, দেখা হবে।
-তোমার ব্যাগ নামিয়ে দিই?
-ধন্যবাদ, লাগবে না, আমি এগুলোতে অভ্যস্ত; এখন গিয়ে আবার রান্না করতে হবে; ভালো থেকো!


মন্তব্য ৩১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:



কামাল সাহেব, আপনি লাইকের পর লাইক দিচ্ছেন; ব্যাপার কি, জেনারেল?
সামুতে আসার সময় অজু টজু করে আসিয়েন।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: চাদগাজী নিকের মায়া এখনো বেশ টানে আপনাকে।

আজকে খেলা দেখবেন? ব্রাজিল তো মাস্ট জিতবে। জিতলে ফ্রান্সের সাথে ধরা খাবে। আর্জেন্টিনা নেদারল্যান্ড এর সাথে হারবে মনে হচ্ছে।

০৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৯

সোনাগাজী বলেছেন:


আমি সব খেলা দেখছি; ব্রাজিল ও ফ্রান্স মুখোমুখি হওয়ার সম্ভাবনা।
চাঁদগাজী নিকটাকে অনেকে ভয় করেন, এরা নড়বড়ে।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১৪

কাঁউটাল বলেছেন: ব্লগের বাইরেও যে আপনি বান্দ্রামি করেন, সেইটা জানা গেল।

০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪২

সোনাগাজী বলেছেন:



আমি প্রানবন্ত মানুষ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৪

গেঁয়ো ভূত বলেছেন: খুব ছোট লেখা, সাবলীল এবং সুন্দর, তবে আর লেখার ধৈর্ঘ্য আর একটু বেশি হইলে...

০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



অকারণে শব্দগুলোকে কষ্ট দিয়ে কি লাভ?

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০১

নতুন বলেছেন: মাঝে মাঝে একটু দুস্টুমি করা ভালো, সব সময় সিরিয়াস থাকা ঠিক না।

০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৬

সোনাগাজী বলেছেন:



আমি রাশভারী বাংগালীদের দলে কখনো ছিলাম না।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুষ্টুও কম ছিলেন না হাহাহাহাহা

০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৭

সোনাগাজী বলেছেন:


রক্তমাংসের সাধারণ একজন মানুষ মাত্র।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: একই কাজ এখন ব্লগে করে যাচ্ছেন । অন্যদের ভয় দেখান । সোজা সাপটা মাস্তানি যাকে বলে ।

সারাজীবন স্বপ্ন দেখেছি , ইউরোপ, আমেরিকায় গিয়ে ভেগাবন্ড জীবন কাটাবো । কিন্তু ভাগ্যের এমন ফের বন্ধী হয়ে গেছি স্রস্টার ইশারায় । তাই আপনাদের গল্প শুনে নিজের ভেতরের সুপ্ত বাসনাগুলো টগবগিয়ে ফুটে । কোথাও গেলে টাকা খরচের সময় বুকটা পুতুপুতু করে বারবার হিসাব করি ডলার রেট কতো , কতো খরচ করলাম ।

পরিশেষে আক্ষেপ থাকলেও বলতে হয় , আলহামদুলিল্লাহ্

০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

সোনাগাজী বলেছেন:



ইউরোপ,আমেরিকায় গেলে ইমান রাখা মুশকিল, বড়মিয়া আপনাকে হারাতে চাননি।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বরাবরের মতই অসাধারণ কমিক সেন্স যুক্ত একটা আত্মজীবনী। আপনি রাজনীতি নিয়ে না লিখলে এবং দেশে লেখালেখি করলে ১ম সারির কথাসাহিত্যিক হতে পারতেন...

০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫০

সোনাগাজী বলেছেন:



দেখি, সেইদিকে মন দেবো; তখন এডমিন সাহবের সাথেও আর দেখা হবে না।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার এই লেখাটি আগেও আমি পড়েছি; পড়ে মজা লাগে।

০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫২

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, পুনরায় পড়তে কষ্ট হয়নি!

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বেঁচে গেছেন সেই যাত্রায় ! আপনার রসবোধ বেশ ধারালো।

০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



মানুষের জীবনটাই ঘটনাবহুল।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৬

রানার ব্লগ বলেছেন: হে হে !! ভুল জায়গায় মাতব্বরি করে ফেলেছেন পরবর্তিতে দেখেশুনে করবেন !! মাতব্বরি !!!

০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:




২/৪যায়গায় ধরা যে খাইনি তা নয়।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৭

নীলসাধু বলেছেন: সামুর ব্লগারদের চোখ ঠান্ডা না, প্রেমে ভরা। কিন্তু এই প্রেম অপাত্রে দেয়ার জন্য না। B-)

০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



সামুতে ৮/৯ বছর ব্লগারদের লেখা তো পড়ছি।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৫

নতুন নকিব বলেছেন:



ভাগ্যিস সে যাত্রায় রক্ষা। কাউকে না জেনে, না চিনে এমন বাড়াবাড়ি না করাই ভালো।

আচ্ছা, বাসায়, মানে ভাবীর সাথে আপনার গাটছড়াটা কেমন? তাকেও কি এমনতরো বিবিধ জ্বালাতনের ভেতর দিয়েই যেতে হয়? :)

০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



আমার স্ত্রী আমার সব পোষ্ট পড়েন; সব ব্যাপারে আমার ধারণায় বিশ্বাসী।
অনেকে লিখেন যে, ব্লগিং নিয়ে স্ত্রীর সাথে সমস্যা হয়, কিন্তু আমার স্ত্রী অপেক্ষা করেন, কখন আমি নতুন পোষ্ট দেবো।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৫

শাহ আজিজ বলেছেন: এটা আগেও পড়েছি , বেশ রস সমৃদ্ধ ।

০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:



নতুন কিছু লেখা হচ্ছে না; ভিটামিন খেতে হবে।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


মেয়ে না হলে কিছু হয়ে যেতে পারতো।

০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:



না, আমেরিকার মানুষ প্রফেশানেল, এদের আচরণ হালকা নয়।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২

নেওয়াজ আলি বলেছেন: চাঁদগাজী জায়গটা আপনাকে টানে। অনেক উন্নত ও সুন্দর হয়েছে। তবে স্কুলে লেখাপড়া কম হয় বিভিন্ন কারণে

০৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:১১

সোনাগাজী বলেছেন:



শুনে ভালো লাগলো।
প্রাইমারী স্কুলটার কি হলো? আমরা যখন ওখানে ছিলাম, গ্রামের মানুষকে দেখিনি, তাঁদেরকে সরায়ে দেয়া হয়েছিলো। আমি শীঘ্রই সেখানকার মানুষদের দেখতে যাবো, প্রাইমারী স্কুলটাকে দেখতে যাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.