নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলা ব্লগের প্রায় সব ব্লগারের লেখা পড়েছি, মনে হয়।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯



বাংলা ব্লগে যাঁরা লিখেছেন, আমার ধারণা, আমি তাঁদের প্রায় সবার লেখা পড়েছি; কিছু কিছু ব্লগারের লেখায় হয়তো মন্তব্য করার দরকার হয়নি; তবে, বেশীরভাগ ব্লগারের লেখায় আমি মন্তব্য করেছি। সব সময়, গড়ে ২০/২৫ ভাগ ব্লগার আমাকে কমেন্ট ব্যান করে রাখতেন, এঁদের লেখায় মন্তব্য করা হয়নি, এখনো সেই অবস্হা বিদ্যমান আছে। আগে ব্লগারদের সংখ্যা খুবই বেশী থাকায়, কমেন্ট-ব্যানের ফলে সমস্যা হতো না, এখন ব্লগারের সংখ্যা কম হওয়ায়, ইহা মোটামুটি সমস্যায় পরিণত হয়েছে। যেসব ব্লগারের লেখায় 'সিমানটিক' ভুল ও ধারণাগত ভুল থাকতো, তাঁরা আমাকে সব সময় ব্যান করে রাখতেন।

যেসব ব্লগার কোন না কোন কারণে, লেখা বন্ধ করে দিয়েছেন, তাঁদের অভাব আমি খুব একটা অনুভব করি না, ১ জন শক্ত ব্লগার ব্লগ ফেলে ফেইসবুকে যাবার কথা নয়; ব্লগিং ছাড়ার কারণ, ব্লগিং কষ্টকর ব্যাপার, ইহা চাকুরী থেকে কোনভাবে সহজ কিছু নয়; শুধু পার্থক্য হলো, এখানে লেখার জন্য বেতন দেয়া হয় না, সময় সময় গালমন্দ শুনতে হয়, মনে খারাপ হওয়ার উপক্রম। আমাকে যাঁরা গালি দিয়েছেন, তাঁদের মনের দু:খ মনেই রয়ে গেছে।

আমি ব্লগিং'এর পুরো সময়টাই ব্লগে ছিলাম; কেহ কেহ যে, ব্লগের 'সোনালী দিন'এর কথা বলেন, উহা ভুল কথা; ব্লগের শুরুতে যে বিস্ফোরণটা হয়েছিলো, সেটা নতুন টেকনোলিজীর কারণে, এবং লিখা প্রকাশ করতে পারার আনন্দের কারণে। লেখা যখন পাঠকের সমালোচনার সন্মুখীন হয়েছে, তখন অনেকেই হতাশ হয়েছেন।

আমি যেদিন থেকে ব্লগিং করেছি, সেদিন থেকে প্রতিদিনই ব্লগে ছিলাম, কখনো থামিনি; ফলে, ফিরে আসা নিয়ে কোন পোষ্ট দিতে হয়নি; একমাত্র ভ্রমণের সময় মাঝে মাঝে ২/৪ দিন ব্লগে আসিনি। আমি যখন ব্লগে লিখতে পারিনি, বা কমেন্ট করতে পারিনি, তার ৯৯ ভাগ কারণ ছিলো, আমি ব্যানে, সাময়িক-ব্যানে, কিংবা জেনারেল হয়ে ছিলাম।

থেমে যাওয়া ব্লগারেরা ব্লগে ফিরে এলে, খুব একটা ভালো করতে পারেন না; কারণ, নতুন ব্লগারেরা উনাকে চেনেন না; এরপরও, কেহ ব্লগে ফিরে এলে সবাই খুশী হন ও "স্বাগত জানান"। এই নিকে আমি ৯০ দিন সেমিব্যানে ছিলাম, সেমিব্যানে থাকলেও আমি ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করেছি; কেহ কেহ রিস্ক নিয়ে, আমার ফেরত আসা নিয়ে কথা বলেছেন; একই সময়ে, অনেক ব্লগার চেষ্টা করছিলেন, যাতে আমাকে পুরোপুরিভাবে ব্যান করা হয়; কিছু ব্লগার আমার লেখা আসলেই পছন্দ করেন না।

ব্লগিং এ রকমই, অন্ততপক্ষে ইহা আমার জন্য সব সময়, সব ব্লগে এই রকমই ছিলো। এখনো আমি সবার লেখাই পড়ি; তবে, চাপের কারণে সবার পোষ্টে কমেন্ট করতে পারছি না।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

নতুন বলেছেন: যেসব ব্লগারের লেখায় 'সিমানটিক' ভুল ও ধারণাগত ভুল থাকতো, তাঁরা আমাকে সব সময় ব্যান করে রাখতেন।

যাদের ধারনাগত ভুল থাকে তারা নতুন কিছু শিখতে চায় না, নিজেস্ব চিন্তাধারনা নাই। যারা সমালোচনা নিতে পারেনা, তারাই কমেন্ট ব্যন করে রাখে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:


লেখার সমালোচনা শব্দটার প্রতিশব্দ হচ্ছে, "ব্যক্তি আক্রমণ" ( বাংলা অভিধানে )।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৪

নতুন বলেছেন: বেশির ভাগ মানুষই গঠন মুলক সমালোচনা করেনা এবং বেশির ভাগ মানুষই সমালোচনাকে আক্রমন মনে করে এবং ভালো ভাবে নেয় না।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৪

সোনাগাজী বলেছেন:



৮০ ভাগ ব্লগার লেখার বিষয় ও ধারণা ঠিক আছে কিনা, সেটা নিয়ে মাথা ঘামান না; পরিচিত ব্লগার লিখলে, গড়ে ৭/৮লাইন মন্তব্য লিখে উৎসাহ দেন।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪২

কামাল১৮ বলেছেন: যারা সহ ব্লগারের বিরুদ্ধে রিপোর্ট করে তারা নিম্ন মানের ব্লগার।রিপোর্ট না করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করুন।আর যারা কমেন্ট ব্যান করে তারা যুক্তি দিয়ে আলোচনা করতে ভয় পায়।এই বিষয় গুলো কতৃপক্ষ করবে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



ব্লগে অনেক চিছকাঁদুনে আছেন।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০১

অনল চৌধুরী বলেছেন: আপনি এবং আরো কয়েকটা লোক যুক্তি দিয়ে কথা না বলে লিলিপুট পিগমি, তেষের ড্রাম এবং শ্রমজীবি বদ্ধ উন্মাদের মতো অন্যদের মানসিক রোগী বলবে আর আপনাদেকে ব্লক না করে এসব বলার জন্য ছেড়ে দেবে?
যুক্তি দিয়ে কিভাবে কথা বলতে এবং বিতর্ক করতে হয়, সেটা আপনি এবং উপরের কয়েকজনের আগে শেখা উচিত।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৮

সোনাগাজী বলেছেন:



আমার লেখায় যুক্তি থাকে, আমার যুক্তিগুলো ১ লাইন, আধা লাইন; আমি গরুর রচনা লিখি না।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: শৈশবে ব্লগাররা যে ইচ্ছাগুলি বেছে নিয়েছেন, এখন সেগুলোই তাদের নিয়তি দিকে নিয়ে গেছে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



ব্লগিং কঠিন বিষয়, ইহা সবার জন্য নয়, সবাই টিকে থাকার কথা ছিলো না; সর্বোপরি, বাংগালীরা তেলের ড্রামের ভেতরে ঘুমাতে চান।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার সমস্যা কোথায় জানেন৷? আপনার সমস্যা হচ্ছে,আপনি মনে করেন আপনি নিজে সব জানেন অন্যরা কিছু জানে না। এ কারণে নিজের অজান্তেই আপনি, সব সময় অন্যদের সাথে এক ধরনের প্রতিযোগিতা লিপ্ত থাকেন। যা অন্যরা পছন্দ করে না। এ কারণে আপনাকে ব্যান করে।

তবে বাস্তবিক অর্থে অ্যাপনার জ্ঞান মধ্যম স্তরের আর অন্যকে শেখাবার যোগ্যতা প্রায় শূন্যের কোঠায়। শুভ ব্লগিং, ভাল থাকুবেন৷

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



ব্লগ প্রাইমারী স্কুল নয় যে, এখানে গরুর রচনা লেখা শিখাতে হবে। আমি অবশ্যই "বাপা পিঠা" বানানো শিখার জন্য ব্লগে আসি না।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৪

সোহানী বলেছেন: গাজি ভাই, সমস্যা কি জানেন, শিখাতে আসাটা!! কাউকে জোর করে কিছু শেখাতে আসাটা যে ভালো কিছু নয় তা আপনি কোনভাবেই বুঝেন না।

ব্লগ মানে কোন এ্যাকাডেমিক প্লাটফর্ম না যে সব ভালো ভালো বিষয় থাকতে হবে। সেখানে কেউ পিঠা বানানো শেখাবে কেউ বাংলা বানান নিয়ে লিখবে। আপনার ভালো লাগলে পড়বেন না লাগলে এড়িয়ে যাবেন্ কিন্তু সমস্যা হলো আপনি তাকে জোর করে আপনার ফর্মেটে আনতে চান। সেটা যে ভালো কিছু না তা আপনাকে বলতে সবাই ব্যার্থ হয়েছে কারন কি জানেন? কিছু তোষামোদকারী বা তেলের ড্রামের কারনে আপনি মনে করেন আপনি অন্য লেবেলের কেউ।

আবারো অনুরোধ, আপনার চিন্তা ভাবনার বাইরে একটু বেরিয়ে আসুন। দেখবেন, যে যাই লিখছে সেটা তার নিজস্ব অনুভূতি। সেখানে এক ধরনের মায়া আছে। সেটা অনুভব করার চেস্টা করুন।

অনেক ভালো থাকুন। আর এ সামারে আবারো নিউইয়র্কে যাবার ইচ্ছে আছে, একটা গেট টুগেদার আছে। যদি ঠিকানাটা দেন তাহলে দেখা করার ইচ্ছে আছে।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৫

সোনাগাজী বলেছেন:




আসার সময় হলে, আমার পোষ্টে একটা কমেন্ট করবেন; আমি টেলিফোন নম্বর ও ঠিকানা দেবো; ধন্যবাদ।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৪২

সোনাগাজী বলেছেন:



আমি আশাকরি যে, আমাদের শিক্ষিতরা ভুল ধারণা কম প্রচার করুক।

ভারতের রোহিংগা শিবিরে, ৫/৭ বছরের ছোট বাচ্ছাদের মক্তবে আরবী ও ধর্ম শেখাচ্ছে, এটা অপ্রয়োজনীয়; আমার ধারণা, তাদেরকে কিন্ডারগার্টেন/প্রাইমারী টাইপের কিছু, বা ইংরেজী/হিন্দি শেখালে ভারতের প্রশাসন ভালো চোখে দেখতো। ইহা লেখাতে, আমাকে ১ জন "ইসলাম বিদ্বেষী" ডেকেছে; এদের সাথে ব্লগিং করার সময় একটু কঠিন কথা বলতে হয় মাঝে মাঝে।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:২৪

অনল চৌধুরী বলেছেন: ভারতের রোহিংগা শিবিরে, ৫/৭ বছরের ছোট বাচ্ছাদের মক্তবে আরবী ও ধর্ম শেখাচ্ছে - গণতান্ত্রিক দেশ ভারতের সংবিধান অনুযাযী এতে কোনো সমস্যা নাই।
সমস্যা আপনার কাছে।
গীতা না পড়ে যদি ভারত নাট্যম, কত্থক বা মণিপুরি নাচ শেখে এবং পাঞ্জাবী ভাংড়া গায়, তাহলে কি উপকার হবে বিস্তারিত বলেন।
পাকিস্তানীদের চলচ্চিত্র বানিয়ে মুক্তিযুদ্ধকে হেয় করা নিয়ে আমার শেষ লেখায় মন্তব্য করলেন না কেনো বুঝলাম না !!!!
আপনি সারাদিন পড়েন ।
ওই লেখা পড়তে আপনার খুব বেশি হলে ৩০ মিনিট লাগতো।

২৮ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৫১

সোনাগাজী বলেছেন:



আপনার লেখাটা পড়ে দেখবো; সম্প্রতি চোখের সমস্যা একটু বেড়েছে; তাই, কম পড়ছি।

প্রত্যেক জাতি চায়, যারা বাহির হতে আসে, তারা যেন স্হানীয় সংস্কৃতির বিপক্ষে না'যায়। মুসলমানেরা যেখানে যায়, তারা স্হানীয় সংস্কৃতিকে সমালোচনা করে।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:২৮

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: লেখার সমালোচনা শব্দটার প্রতিশব্দ হচ্ছে, "ব্যক্তি আক্রমণ" ( বাংলা অভিধানে )।
এটা কোন ব্যাকরণ বইয়ে আছে সবাইকে দেখান।
সমালোচনা করে শিক্ষিত লোকজন। আর নোংরামি -ঝগড়া-ব্যক্তিগত আক্রমণকরে অশিক্ষিত টোকাই শ্রেণীর লোকজন।

২৮ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৫৩

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা সমালোচনা পছন্দ করে না; সেই কারণে, তাদের ভুল, আজীবনের জন্য ভুল হয়েই থেকে যায়।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১১

ডঃ এম এ আলী বলেছেন:


ভাল লেখক কিংবা ব্লগার হওয়ার জন্য আলোচিত ও সমালোচিত দুটুই প্রয়োজনীয় বিষয়

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে; ওরা পাকিস্তান, আরব, মধ্যপ্রাচ্যের সাথে যুক্ত হচ্ছে ক্রমেই। মানুষের ধারণা, চিন্তাধারা পেছনের দিকে যাচ্ছে; ফলে, সোস্যাল মিডিয়া, ব্লগিং ইত্যাদি এদেরকে কিভাবে সাহায্য করবে, বলা কঠিন।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৯

সোনাগাজী বলেছেন:




আপনি লন্ডন ও ইউরোপ নিয়ে লিখলে ভালো হতো; কোভিড ও যুদ্ধের কি কি প্রভাব দেখতে পাচ্ছেন। আমেরিকা রিসেশানের মাঝে প্রবেশ করছে।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫২

নতুন নকিব বলেছেন:



গাজী ভাই,
চোখের সমস্যাটা না কি ইদানিং আবার বেড়েছে। ভালো কোনো ডাক্তার দেখানোর চেষ্টা করতেন যদি।

শুভকামনা।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, দেখাচ্ছি। চোখের ফিজিওলোজী কিছুটা বদলে গেছে।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৬

নীল আকাশ বলেছেন: আমার লেখায় যুক্তি থাকে, আমার যুক্তিগুলো ১ লাইন, আধা লাইন; আমি গরুর রচনা লিখি না।
আপনি গরু না যে গরুর রচনা লিখবেন। আপনি লিখেন নির্বোধের রচনা। ব্লগের সবার বিরক্তিকর অনুভূতি সৃষ্টির রচনা।
অসভ্য আচরনের জন্য এই পর্যন্ত কতগুলো আইডি হারিয়েছেন হিসাব করুন। আপনার জায়গায় অন্য কেউ হলে এত অপমানে কলা গাছে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তো।

ব্লগের সবাইকে নিজের মতো নিন্মস্তরে নামিয়ে আনার চেষ্টা না করে, বাকি সবার মতো উঁচুস্তরে উঠে আসার চেষ্টা করুন।
সভ্য হওয়ার চেষ্টা করুন। মানুষকে গালি দেওয়া কিংবা নোংরা কথা বলা অসভ্যতার কাজ।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



আপনি বই লিখেছেন; বইয়ের লেখকের কমেন্ট (কথা ), ব্যক্তিত্ব, ধারণা, ভাবনাচিন্তা, আচরণ, ইত্যাদি কবি রবী ঠাকুর, কবি নজরুল ইসলাম, মধুসুদন দত্ত, শরৎ বাবু, কবি শামসুর রহমানের কাছাকাছি হওয়ার দরকার।

আপনি আমাকে যেসব খারাপ কথা আসছেন সব সময়, আপনি গালি/খারাপ কথার বই করতে পারবেন।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি সবচেয়ে বেশি সমালোচনাকারী, কটুভাষী ব্লগে সেটা ধরে রাখবেন।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:




আমার ব্লগিং ঠিক আছে।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমি সামুর সোনালী অতীত বা সুবর্ণ সময় কিংবা স্বর্ণ যুগ দেখিনি তবে দেখেছি ব্লগার চাঁদগাজীকে, চাঁদগাজী থেকে সোনাগাজীতে রূপান্তর হতে।

আমার এই দেখার মাঝে যতটুকু বুঝেছি, পাঠক হিসাবে আপনি প্রথম শ্রেণীর। আপনার অবসরের অফুরন্ত সময় যা আপনি সামুতেই ব্যয় করেন। মোটামুটি সবার লেখাই পড়তে চেষ্টা করেন এবং অকৃপণ ভাবে আপনি মন্তব্য করেন যদিও হয়ত সেই মন্তব্য কারো কারো নিকট ভালো লাগেনা।আর তাইতো লেখকদের এই চাওয়ার পরিণতিই আপনার মন্তব্য রোধের এই চেষ্টা। এ যেন অনেকটা সিনেমার আগে " ১৮ বছরের নীচের বয়সের জন্য প্রযোজ্য নয় " - এর সাবধান বাণীর মত। অর্থ্যাৎ, তাদের লেখা সব শ্রেণীর পাঠকের জন্য নয়। এ লেখা শুধু তাদের জন্য যা আপনার ভাষায় " চমতকার-সুন্দর" এই পর্যন্ত। কোন বিশ্লেষণাত্মক মন্তব্য কিংবা সামলোচনা গ্রহনযোগ্য নয় ।

তবে সমালোচক হিসাবে আপনি কাঠ-খোট্টা । মানে হলো যা সত্যি এবং সঠিক বলে মনে হয় আপনার নিকট তা আপনি বলে ফেলেন অবলীলায় , যা হজম করা আমাদের অনেকের পক্ষেই মুশকিল হয়ে পড়ে। কারন, অন্যের কাছ থেকে আমরা সবাই ভালটাই শুনতে চাই , সত্যিটা নয়। সমস্যাটা এখানেই হয়।

সমালোচনাকে পজেটিভলি নিলে আখেরে আমাদেরই লাভ । সমালোচনা যে অন্যের চোখে নিজেকে জানার সবচেয়ে ভাল একটা সুযোগ তাই আমরা বুঝতে চাইনা।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:



সামুতে ব্লগিং আমাদের জাতির শিক্ষিতদের শিক্ষা, সংস্কৃতি, ভাবনাচিন্তার ও আচরণের প্রতিফলন।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: আমি ব্লগে প্রায় প্রতিদিনই আসি।
বহু বছর ধরে আপনাকে চিনি। আমি আজ পর্যন্ত দেখিনি আপনি কাউকে গালি দিয়েছেন। তুই তুকারি করেছেন। বা কাউকে আক্রমণ করেছেন। অথচ আপনার উপর আক্রমণ হয়েছে অহরহ। এবং অন্যায় ভাবে আপনাকেই বারবার ফ্রন্ট পেজ ব্যান, কমেন্ট ব্যান, ব্যান হতে হয়েছে। ইহা দুঃখজনক।

এই দেখুন আপনার এই পোষ্টে 'নীল আকাশ' নামে এক কম বুদ্ধির লোক হুট করে এসে আপনাকে উলটা পালটা কথা বলে গেলো। যা সম্পূর্ন ভুল। এডমিনের উচিৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এরকম বহু ব্লগার আছে, সারা বছর কোনো খোজ খবর নাই। হুট করে এক আধদিন এসে আপনাকে 'হেয়' করে চলে যাবে। এই সব বসন্তের পাখিরা ব্লগের জন্য ক্ষতিকর।

যেমন ধরুন অনেকে বলে শেখ মুজিব খারাপ। সেদিন এক চ্যাংড়া পোলাকে দেখেছি, সে বলছে শেখ মুজিব খারাপ। আমি বললাম, তোমার তো অল্প বয়স, তুমি শেখ মুজিবকে দেখোনি। তাহলে খারাপ বলছো কেন? সেই চ্যাংড়া বলল, আমার বাপে কইছে শেখ মুজিব খারাপ। আমার চাচায় কইছে, আমার মায়েও কইছে। জিয়া ভালো।
চ্যাংড়াকে বললাম, কাউকে খারাপ বলার আগে তাকে জানো। বুঝো। তার সম্পর্কে পড়ো, সত্যটা জানো।

কতিপয় ব্লগাদের অবস্থা হয়েছে সেই চ্যাংড়া পোলার মতোন। তাঁরা শুনেছে চাঁদগাজী খারাপ, কটু মন্তব্য করে চাঁদগাজী, গালি দেয়। ইত্য্যাদি। এসব শুনে শুনে তাঁরা সেই একই গান গেয়ে চলেছে আজীবন। মানে সেই চিলের অবস্থা হয়েছে। একবার কানটা ধরে দেখে না, কানটা সত্যিই আছে না চিলে নিয়ে গেছে। ওদের ভাবা উচিৎ, তারপর চিলের পেছনে দৌড় দেওয়া উচিৎ।

কেউ যদি একটা প্রামন দিতে পারে চাঁদগাজী কাউকে গালি দিয়েছে। তুই তুকারী করেছে। তাহলে আমি সামু ছেড়ে চলে যাবো। কথা দিলাম।

কেউ কেউ হয়তো ভাবে আমি চাঁদগাজীকে তেল দিচ্ছি। ভাইসাহেব ও বোনেরা আমি তেলের ধারধারি না। আমি তেলের কারবারি না। আমার স্বভাব হচ্ছে আমি ভালোকে ভালো বলবো। মন্দ কে মন্দ বলবো। ব্যস। সামুতে চাঁদগাজীর ভুল দেখলে, অন্যায় দেখলে আমিই সবার আগে চিৎকার দিবো। তাকে থামাবো।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩১

সোনাগাজী বলেছেন:



নীল আকাশ উনার বইয়ের নাম "শবনম" দিয়েছেন; ইহা ঠিক হয়নি; কারণ, "শবনম" বাংলা সাহিত্যের খুবই প্রতাপশালী একজন লেখকের বই'এর নাম। কোন বাংগালী নিশ্চয় নিজের কোন বইয়ের নাম "সোনার তরী" দিবেন বলে মনে হয় না।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০০

নতুন নকিব বলেছেন:



গাজী ভাই,
আমি চাই, আল্লাহ তাআলা আপনাকে এমন জীবন দান করুন যাতে করে আপনি আপনার বয়সের ১০০ বছরের মাইলফলক পার করেও ব্লগিংয়ে একটিভ থাকতে সক্ষম হন। এই চাওয়াটা কি খুব বেশি কিছু?

২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ। আমি দীর্ঘ সময় শিক্ষিত মানুষদের সাথে থাকতে চাই।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১০

নীল আকাশ বলেছেন: জনাব তৈলবাজ ব্লগার,
নিচে এই ব্লগারের একটা মন্তব্য দিলাম। এইরকম অসংখ্য মন্তব্য আছে। আপনার মতো অন্ধ লোকের এইসব চোখে পড়বে না।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৫০

সোনাগাজী বলেছেন:



আপনার বই বেরিয়েছে, আপনাকে কবি নজরুল ইসলাম, কবি শামসুর রহমান, রবীঠাকুরের মতো ব্যক্তিত্বের অধিকারী হতে হবে; প্রেকটিস করার শুরু করেন।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:০৯

কবিতা ক্থ্য বলেছেন: লিখার চাইতে পড়তে বেশী ভালো লাগে।
ব্লগে লিখার জন্য যে পরিমান নলেজ এবং সাহিত্য বোধ থাকা দরকার, আমার মনে হয় সেটা আমার নাই।

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:০৭

সোনাগাজী বলেছেন:



আপনি লিখতে পারার কথা; আপনি লিখতে পারেন, ইহার পক্ষে আমি আপনাকে একখানা সার্টিফিকেট দিয়ে দেবো; দেখবেন, লেখা কোন সমস্যাই নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.