নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার কমেন্ট পেলে ব্লগে একটু প্রাণ আসতো

২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫০



ইসিয়াক সাহেবের গল্পটা ( মায়ের স্পর্শ ) আমার পোষ্টের আগে সামনের পাতায় ছিলো; তিনি গল্পকে সরায়ে, আবার প্রকাশ করেছেন; এখন উহা আমার মাথার উপর ঝুলছে।

গল্পকার ব্লগার ইসিয়াক একটা গল্প পোষ্ট করেছেন আমার এই পোষ্টের ৭০ মিনিট আগে; ব্লগে আমিসহ ১৬ জন ব্লগার লগিন-করা আছি; পোষ্টে ১৯ বার ক্লিক করা হয়েছে, কিন্তু কোন মন্তব্য নেই। আমি গল্পটা পড়েছি, ইহা আমার জন্য নতুন নয়, এই প্লট দিয়ে উনি ৪/৫টা কিংবা তার বেশী গল্প লিখেছেন; প্লটটি বেশ করুণ; তবুও বারবার পড়াতে আমার চোখে পানি আসেনি। একবার কোথায় যেন উনি বলেছিলেন, ইহা আসলে যথাসম্ভব উনার জীবনের কাহিনী, কিংবা কাছাকাছি।

আমার খুবই ইচ্ছা ছিলো মন্তব্য করার; কিন্তু আমি ডবল কমেন্টব্যানে আছি: এডমিন সাহেব পুরো ব্লগের জন্য কমেন্টব্যান করেছেন, এবং লেখক ইসিয়াক সাহেবও আমাকে কমেন্ট ব্লকে রেখেছেন। ইসিয়াক সাহেব আমার বিপক্ষে অনেক অভিযোগ করেছেন ও অনেকটা উনার ব্লগিং'এর শুরুতে আমাকে কমেন্ট ব্লক করেছেন। শুরুতে উনার লেখা পড়ার মতো ছিলো না। আজকাল কিছুটা ভালোর দিকে। এখানেই থিতু হয়ে যাবে উনার লেখার লেভেল; কারণ, এখন যারা উনার লেখায় মন্তব্য করেন, ওরা সমালোচক নয়, তেল ঢালার লোকজন।

১৬ জন লগিনকরা ব্লগারের মাঝে আমার মন্তব্য করার ১০০ ভাগ সম্ভাবনা ছিলো; কিন্তু এডমিন সাহেব ও স্বয়ং লেখকের ভুলের কারণে লেখাটা মেলাশেষে পরিত্যক্ত মাঠের মতো খাঁ খাঁ করছে। আমার লেখায় যদি ৭০ মিনিটে কোন কমেন্ট না'আসে, আমার মাথা খারাপ হয়ে যাবে।

গত রাতেও এই ধরণের একটা পোষ্ট লিখেছিলাম; তখন ব্লগে আরেকটা পোষ্টে ( নাম: অনুসংহার ) ৬ ঘন্টায় ১৮ টি ক্লিক পেয়েছিলো; আমি রেগেমেগে পোষ্ট লিখেছিলাম, কিন্তু পোষ্ট করা হয়নি; এই ধরণের পোষ্ট আমি বেশী লিখে ফেলছি, লোকজন বিরক্ত হচ্ছেন; বেশ কয়েকজন বলেই ফেলেছেন যে, কমেন্টব্যানে থাকাই আমার জন্য ভালো ( অথবা উচিত )। রাগটা জেনারেল জিয়ার উপর ঝাড়লাম, উনাকে নিয়ে একটি পোষ্ট ছাড়লাম কয়েক মিনিট পরে। আমার পোষ্টও তেমনভাবে পঠিত হয়নি।

আমার ধারণা, এডমিন সাহবে আমার থেকে সামুকে বেশী শাস্তি দিচ্ছেন; মনে হয়, সামুর উপর উনার মন খারাপ।


মন্তব্য ৬৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
আমার ধারণা, এডমিন সাহবে আমার থেকে সামুকে বেশী শাস্তি দিচ্ছেন।

..................................................................................................
শাস্তি প তে দ ন,
এরপর খাঁটি সোনা হয়ে বেরুবে ।

২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:



আমি ব্লগে আসার অনেক আগের থেকেই খাঁটি ছিলাম; আমাকে আমার শিক্ষকেরা ও সহপাঠিরা ভালো জানতেন।

২| ২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

কামাল১৮ বলেছেন: ব্লগের খাঁটি হওয়া আর ব্যক্তি আপনার খাঁটি হওয়া এক জিনিস না।

২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:


আমার আত্মবিশ্বাস আছে।

৩| ২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা রকেট যুগ পার হয়ে এখন ৫জি গতিতে চলছি
...............................................................................
আপনার যুগটা ছিল , যখন আমরা মুড়ির টিন বাস চিনতাম ।
তাই এডজাস্টমেন্ট , এই আর কি !!!

২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

সোনাগাজী বলেছেন:



তা ঠিক বলেছেন, আমরা মুড়ির টিনের বাসের সময়ের মানুষ। তখন বাংগালী বেশ শক্ত জাতি ছিলো।

৪| ২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

আরোগ্য বলেছেন: বাহ্ কি শিরোনাম =p~৷ আপনে নিজেরে ব্যাটারী ভাবেন আজকে জানলাম। :P

সব দুই নাম্বার ব্যবসায়ীরা কয়, আমগো কাছে কোন ভেজাল পাইবেন না, সব এক নম্বর, পুরা খাটি। ;)


আপনের আত্মবিশ্বাসের ডায়লগ পইড়া আমার কেন জানি চোরে গো কথা মনে পড়লো। তারা ফুল কনফিডেন্সে চুরি করে :`>

কিছু মনে কইরেন না আমি কিন্তু আপনেরে কিছু কইনি। এমনি একটু টাইম পাস করলাম। B-)

২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

সোনাগাজী বলেছেন:




আপনার কাজ কারবার সব অসৎ ব্যবসায়ীদের সাথে, আমার কাজ কারবার ব্লগারেদের সাথে।

৫| ২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

আরোগ্য বলেছেন: ব্লগাররাও ব্লগে ব্যবসা শুরু করসে তাও আবার আপনার লাগে। =p~

২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

সোনাগাজী বলেছেন:



ব্লগারদের সম্পর্কে আপনার ধারণা পরিস্কার নয়। ব্লগে আসেন পড়েন, লেখেন।
৫ বছরে ৩টা পোষ্ট দিয়ে ব্লগার হওয়া যায় না।

৬| ২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

আরোগ্য বলেছেন: আপনের বয়স হইসে, সেই সাথে স্মৃতি শক্তিও দুর্বল হইসে। আপনে আমার নানির বয়সের হইবেন?? 8-|


এই তিনটা পোস্ট আমার নতুন আঙ্গিকের ব্লগিং। মাল্টি দিয়া কাল্টি মারি নাই। মাঝে একটু ব্রেকে আছিলাম। ব্রেকের আগের সব পোস্ট ডিলিট মারসি। থাউক আর ব্রেনে চাপ দিয়েন না, বয়স হইসে মাথা ঘুরাইবো। :P

২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

সোনাগাজী বলেছেন:



আপনার নানীর জন্য শুভেচ্ছা রলো, নানীকে মান্য করে চলবেন।

৭| ২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

মোগল সম্রাট বলেছেন:



গাজী ভাই, উকিল ধরার ব্যবস্থা নাই? থাকলে ধরেন। ব্যন মুক্তির জন্য।

২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



না, ঐ পথে যাওয়ার দরকার নেই; এডমিন সাহেব ভারত গেছেন, অনেক কিছু দেখে আসবেন, বদলে যাবেন।

৮| ২২ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পোস্টের প্রচ্ছদে ফুলের ছবি দেয়ার পরেও মডারেটর সাহেবের মন গলছে না। পরিস্থিতি খুব গুরুতর মনে হচ্ছে। আপনার মানসিক অবস্থা আমি কিছুটা বুঝতে পাড়ছি।

২২ শে জুলাই, ২০২৩ রাত ৮:০০

সোনাগাজী বলেছেন:



আমি মোটামুটি অনেক পোষ্ট লিখি; ফলে, আমার মানসিক অবস্হা লুকায়ে রাখা সম্ভব নয়। মডারেটর সাহেব এখনো ছাত্র মানুষ, আস্তে আস্তে শিখছেন।

৯| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৮:০১

ঢাবিয়ান বলেছেন: আপনারতো খুশি হওয়া উচিত। আর সবার পোস্টে কোণ পাঠক নাই, কমেন্ট নাই একেবারে খালি মাঠে ঘুঘু চড়ছে। কিন্ত আপনার সব পোস্ট দারুন হিট। কমেন্টের কোন কমতি নাই। এরপরতো আর অভিযোগের কোন কারন দেখি না।

আর এই হারে ব্লগারদের নাম ধরে ফিডব্যক দিলে , কমেন্টসুবিধা কোণভাবেই ফিরে পাবেন না।

২২ শে জুলাই, ২০২৩ রাত ৮:০৪

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, সবই এডমিন সাহেবের অবদান; আমি খুব একটা অভিযোগ করছি না, অভিযোগ অভিযোগ ভাব বজায় রাখছি।

২২ শে জুলাই, ২০২৩ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:



ভালো পাঠক পাওয়ার পেছনে আপনারও কিছু অবদান আছে, ধন্যবাদ

১০| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৮:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: মডারেটর সাহেবের ফোন নাম্বার জানা থাকলে একটা ফোন দিয়ে দেখেন। কাজ হওয়ার সম্ভবনা আছে। আমি ওনাকে চিনি না নাম্বারও জানি না।

২২ শে জুলাই, ২০২৩ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, এই অবস্হায় আমি আপাতত যোগাযোগ করতে চাচ্ছি না।

১১| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:০৪

ফেনা বলেছেন: আলোচনা বা সমালোচনা না হলে কোনা লেখকের লেখার মান বাড়ে না। যা ব্যক্তি এই কাজটা ভাল ভাবে করে থাকেন তাকে ব্যান করে রাখা ঠিক নয়।
সামুর মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।

২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:১৩

সোনাগাজী বলেছেন:


শুধু সামু নয়, এর আগে আমি ব্লগেও ছিলাম; ৯৫ ভাগ বাংগালী কোন ধরণের সমালোচনা নিতে পারেন না।

১২| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার পোস্টে প্রায়ই কিছু না কিছু মন্তব্য আসে, যা পড়ে খুব সহজে বোঝা যায় মন্তব্যকারী খুবই যাতনায় আছে, অসুখে আছে! অসুখী মানুষ খুব সহজে দেন দরবারে জড়িয়ে পড়ে।

২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:২৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ প্রতি পদে পদে অবিচার, অনাচার, অত্যাচার'এর শিকার হয়ে থাকেন; মানুষ প্রায়ই ক্ষিপ্ত থাকেন।

১৩| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার কমেন্টের বেলায় তারা বিভিন্ন প্রবাদ-প্রবচনে বিশ্বাস করে।

২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:




আমি কখনো অপ্রয়োজনীয় ও বেকুবী কমেন্ট করিনি; চেষ্টা করতাম হিউমার যোগ করতে, যাতে সহজে হজম হয়।

১৪| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


বাঙালীদের হিউমারে আপনি দশে কত দিবেন?

২২ শে জুলাই, ২০২৩ রাত ১১:৩৬

সোনাগাজী বলেছেন:



শতকরা ৫/৭ জন আলোচনার সময় হিউমার যোগ করতে পারেন মাত্র। আলোচনার সময় ভদ্র হওয়ার ব্যাপারে বাংগালীদের কোন ধরণের সুনাম নেই।

১৫| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক মানুষ তাঁর কথা শুনেছিলো।

তবে, তিনি বঙ্গবন্ধু মানের নেতা ছিলেন না।

২২ শে জুলাই, ২০২৩ রাত ১১:৩৯

সোনাগাজী বলেছেন:



তিনি কোন ধরণের নেতা ছিলেন না; তিনি যুদ্ধের সময় ভালো কমান্ডার ছিলেন; ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত দেশকে তিনি পুনরায় পাকিস্তানে পরিণত করেছিলেন। আমার খেয়াল আছে, ১৯৫৮ সালে আইয়ুব খান ক্যু করার পর,৮০ ভাগ বাংগালী খুশী হয়েছিলো; কারণ,মানুষের শিক্ষা ছিলো না।

১৬| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১২:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেখক বলেছেন:
তিনি কোন ধরণের নেতা ছিলেন না; তিনি যুদ্ধের সময় ভালো কমান্ডার ছিলেন;
===================================

কমান্ডারশিপও এক ধরণের লিডারশীপ কোয়ালিটি।

শেখ বন্দি হওয়ার পরে তাঁর আওয়াজ বাঙ্গালীকে সাহস যুগিয়েছিলো বলেি জানি। আমার চাচা একজন মুক্তিযোদ্ধা। ক্র্যাক পাল্টুনে ছিলেন। তাঁর কাছে শুনেছি।

২৩ শে জুলাই, ২০২৩ রাত ১২:৪১

সোনাগাজী বলেছেন:



১ নং সেক্টরের লোকজন নিজের থেকে যুদ্ধ গেছেন; ২নং সেক্টরে (কুমিল্লা-ঢাকা ) লোকজন তেমন ছিলো না; পশ্চিম পাশ খুলনা ও যশোরের মানুষ ঝাপিয়ে পড়েছিলো।

১৭| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১২:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
তিনি কোন ধরণের নেতা ছিলেন না; তিনি যুদ্ধের সময় ভালো কমান্ডার ছিলেন;
===================================

কমান্ডারশিপও এক ধরণের লিডারশীপ কোয়ালিটি।

শেখ বন্দি হওয়ার পরে জেনারেল জিয়ার আওয়াজ বাঙ্গালীকে সাহস যুগিয়েছিলো বলেই জানি। আমার চাচা একজন মুক্তিযোদ্ধা। ক্র্যাক পাল্টুনে ছিলেন। তাঁর কাছে শুনেছি।

২৩ শে জুলাই, ২০২৩ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



আজকে যেসব কারণে পুরো জাতি ভয়ংকর সমস্যার মাঝে, আমাদেরকে এই পথে এনেছে জিয়া; বিশ্ব ও মানুষের ঐক্য সম্পর্কে উনার কোন ধারণা ছিলো না। উনি ক্যু করার কিছু সময় পরে বুঝেছিলেন যে, উনার রক্ষা নেই।

১৮| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১২:৪৬

অহরহ বলেছেন: Embargo তুলে নেয়া হোক।

By the way, @ দাদা...... আপনি কী ৭১ এর মুক্তিযোদ্ধা? এমনি যানতে চাই, আপনি progressive কথাা বলেন তো, তাই।

২৩ শে জুলাই, ২০২৩ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:


হ্যাঁ, আমি ১৯৭১ সালে দেশের হয়ে ১নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেছি।

১৯| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১:১৬

জাহিদ অনিক বলেছেন: জানি না আপনাকে কেন কমেন্ট ব্যান করা হয়েছে। আপনার লেখা পড়ে মনে হলো আপনি এই বন্দিদশায় বেশ ছটফট করছেন।
আমার খারাপ লাগছে। আপনার মন্তব্য আমার ভালোই লাগে।

আশা করছি আপনার কমেন্ট ব্যান খুলে যাক।

যেসব কারনে আপনার কমেন্ট ব্যান হয়েছে সেগুলো আপ্নিই ভালো জানবেন। আপনি মুক্তিযোদ্ধা, মুক্তি আন্দোলন আর আপনাকে কী বলব!

২৩ শে জুলাই, ২০২৩ রাত ১:৩৩

সোনাগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ, আপনি বেশ বিরতির পর ব্লগে আসছেন আজকাল, ভালো হলো।

ব্লগে কিছু লোকজন ছিলেন, যারা মনে করতেন যে, তারা বড় বড় লেখক; কিন্তু এদের ধারণাগত সমস্যা সব সময় ছিলো; এদের লেখার সমালোচনা করলে এরা ক্ষেপে যায়। এখন সমস্যা কমে এসেছে; এসব লেখকেরা তেমন লেখেন না। আমার বর্তমান নিকের ১৭ মাসের ভেতরে ৭ মাসই কমেন্ট ব্যান করে রাখা হয়েছে; এগুলো সরকারী চাকুরীজীবিদের মতো সিদ্ধান্ত।

২০| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ৩:১৭

অহরহ বলেছেন: ধন্যবাদ দাদা, আমার বড় চাচা মুক্তিযোদ্ধা ছিলেন........

২৩ শে জুলাই, ২০২৩ ভোর ৪:২২

সোনাগাজী বলেছেন:



উনার জন্য শুভেচ্ছা রলো; তিনি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?

২১| ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ৯:০৯

অহরহ বলেছেন: বীর মুক্তিযোদ্ধা @ সোনাগাজী :- আপনাকে স্যালুট।

চাচা আজ জীবিত নেই। কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন ঠিক জানিনা।

২২| ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৪০

নজসু বলেছেন:



আপনার প্রতি এই নিষেধাজ্ঞা কতো দিন চলবে শ্রদ্ধেয়?

২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:




আনুমান করা অসম্ভব, এডমিন সাহেব কোন নিয়ম অনুসরণ করেন বলে মনে হয় না।

২৩| ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু মডু মনে করে আপনি কমেন্ট করতে পারলে ব্লগে ক্যাচাল সৃষ্টি হবে। জুন ‍নিজেকে কেন গুণাহহার মনে করলেন, সেইটা নিয়ে আপনার প্রশ্ন করার দরকার ছিলো কি? এ ধরনের প্রশ্নে ব্লগারগণ বিব্রত বোধ করেন। পোষ্ট দেওয়ার সময় জুন এধরণের প্রশ্নের কথা মাথায় রেখে পোষ্ট প্রদান করেননি। তাঁর বিষয় ছিলো হজ্জ্বের অভিজ্ঞতা। তিনি মনে করেছেন প্রশ্নটা তাঁর হজ্জ্বের অভিজ্ঞতা সংক্রান্ত হবে। কিন্তু আপনি বিষয়ের বাইরে গিয়ে প্রশ্ন করলেন। এতে জুন এবং মডু উভয়ে বিরক্ত হয়েছেন। আপনি এধরণের প্রশ্ন করা থেকে খান্ত হবেন না মনে করলে মডু আপনার কমেন্ট ব্যান নাও তুলতে পারেন। আপনি ব্লগিং করবেন ভাওলো কথা। তাই বলে আপনি ব্লগারগণকে বিরক্ত করবেন মডু আপনাকে সে অধিকার দিবে না। মন্তব্য করার ক্ষেত্রে আপনি ব্লগের রীতি ভঙ্গ করেন বিধায় সম্ভবত মডু আপনার কমেন্ট ব্যান তুলবেন না। এখন আপনি যদি মডুকে বলেন আপনি আর অপ্রাসঙ্গিক কমেন্ট করবেন না, তাহলে হয়ত মডু আপনার বিষয়টি সুবিবেচনায় নিতে পারেন।

২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



মড়ু টেকনিক্যাল মানুষ, ব্লগিং'এ ভালো করেছেন বলে মনে হয় না; উনি লন্ডনের ব্লগার "আবদুল হাক"কে এমন মন্দ কথা বলেছেন যে, উনার বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন উঠার দরকার ছিলো।

জুন তার পোষ্টর শিরোনামের ভেতরে বলেছিলেন যে, তিনি "গুণাহগার"; ইহা ভুল ধারণা।

২৪| ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৪

ধুলো মেঘ বলেছেন: কমেন্ট ব্যান করলে ব্লগে থাকা মূল্যহীন হয়ে যায়।

২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:



আমি যে ব্লগে টিকে আছি, ইহা ব্লগটিমের জন্য এক ধরণের অপমানকর পরিস্হিতি।

২৫| ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৫

রানার ব্লগ বলেছেন: একজন লেখকের জন্য সমালোচনা জরুরী । সম্ভাবত আপনার সমালোচনার ধরন কিছু লেখকের সহ্য সিমায় অবস্থান করে না । তাই তারা আপনাকে কমেন্ট ব্লক করে রেখেছে । তবে সমালচনা জরুরী । কিন্তু তা হার্ড না করে সফট কোমল ভাবে করা যায় ।

২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



আপনার মনে আছে, ইসিয়াক কবিতা লিখতেন, দাঁড়ি কমা'ও ঠিক মতো জানতেন না; আমি সেটা নিয়ে উনাকে বলতাম, অন্যেরা এসব মুখে আনতো না।

২৬| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: ইসিয়াক সাহেবের মধ্যে ঘাপলা আছে। উনি মানুষ সুবিধার না।

সামু আপনার সাথে অন্যায় করছে। এজন্য তাকে কোনো একদিন শাস্তি পেতে হয়।
দেরী হোক যায়নি সময়।

২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



যাদের লেখায় ও মনের মাঝে সমস্যা আছে, এরা সবাই আমেকে কমেন্ট ব্যান করেছে।

২৭| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ৮:১৪

ঢাবিয়ান বলেছেন: আপনার কমেন্ট ব্যানের জন্য আপনি ৫০% দায়ী এবং রাজীব নুর ৫০% দায়ী। আপনি কখনই লেখার সমালোচনা করেন না, আপনি যেটা করেন তা হচ্ছে ব্যক্তি আক্রমন। আপনার আক্রমনের পরপরই আপনার সমর্থনে এসে হাজির হয় রাজীব নুর। আপনার এই পোস্টই তার প্রমান। ব্লগার ইসিয়াকের লেখা নিয়ে আপনি যে ফিডব্য্যক দিয়েছেন, তা অনেকাংশেই আক্রমনাত্মক। দেখুন যে , আপনার সমর্থনে রাজীব নুর এসে কি ধরনের মন্তব্য করেছে। এসবের নাম যদি লেখার সমালোচনা হয়, তাহলে বলতেই হবে যে, আপনারা ক্রিটিক কি বা লেখার ক্রিটিসিজম কিভাবে করতে হত , সে সম্পর্কে বেসিক কোন ধারনাই আপনাদের নাই।

মডারেটর আর কত আপনাদের বোঝাবেন ? তাই কমেন্টব্যাানে থাকাই ব্লগের জন্য্ মঙ্গল।

২৩ শে জুলাই, ২০২৩ রাত ৮:৫৪

সোনাগাজী বলেছেন:



বইমেলায় ৯০ ভাগ গার্বেজ আসার কারণ কি? কারণ, আপনাদের মতো পাঠক ও সমালোচকের সংখ্যা বেড়েছে দেশে। আমার ফিডব্যাকে ইসিয়াকের লেখা ভালোর দিকে গেছে।

রাজিবের সাথে আমার পরিচয় হয়েছিলো অন্য ব্লগে; উনি শুধুমাত্র রবি ঠাকুরকে নিয়ে লিখতেন; ফলে, পাঠকের সংখ্যা ছিলো সীমিত। উনার লেখার হাত ছিলো, আমি উনাকে বললাম ঢাকার সাধারণ মানুষের কথা লিখতে; সেটাতে উনি ভালো করেছেন।

২৩ শে জুলাই, ২০২৩ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:



ব্লগার সোহানী ১টা বই লিখেছেন; উনি আমার বিপক্ষে ইন্ধন যোগান দেখে উনার বইয়ের থেকে ব্লগে দেয়া লেখার উপর মন্তব্য করিনি; কিন্তু নীল আকাশ, পদাতিক চৌধুরী, জটিল, ভুয়া, ইত্যাদি তেল ঢেলেছে। ঐ বই পাঠক পাবার কোন সম্ভাবনা ছিলো না; আমি বললে সেটাই বলতাম; তখন ভুয়ারা বলতো যে, আমি আমি "ব্যক্তি আক্রমণ" করেছি।

২৮| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিও নিজেকে গুণাহগার ভাবতে পারি। আমি দেখলাম অন্যায় হচ্ছে, কিন্তু নিজের ক্ষতি হবে ভেবে আমি অন্যায়ের প্রতিবাদ করলাম না। সেজন্য আমি নিজেকে গুণাহগার ভাবলাম। আপনি এসে বললেন, আপনি তো গুণাহগার নন। আমার বিষয়ে আমার বিরুদ্ধে গিয়ে আপনি আমার সাফাই গাইলেন, এতে আমি আপনার প্রতি বিরক্ত হলাম। জুনের ক্ষেত্রে বিষয়টা সেরকম হয়েছে। জুন বলছেন তিনি গুণাহগার। আপনি বলছেন, এটা ভুল? এটা কিভাবে ভুল? তার সব বিষয় কি আপনি জানেন? আপনার এমন কান্ডজ্ঞানহীন মন্তব্য কেউ আশা করে না। তথাপিও আপনি বলবেন আপনি ঠিক। তাহলে আপনার ঠিক কাজ নিয়ে আপনি থাকুন কমান্ড ব্যানে। মডু আপনাকে কমান্ড ব্যান থেকে মুক্তি না দিলে আপনি কি করতে পারবেন? মাঝে মাঝে এমন সাময়িক পোষ্ট দিবেন। মডু দেখেও না দেখার ভান করে থাকবে। ওদিকে আপনাকে কমান্ড ব্যান মৃুক্তও করবে না।

২৩ শে জুলাই, ২০২৩ রাত ৮:৫৮

সোনাগাজী বলেছেন:



মানুষ যখন অপরাধ করে, সেটার বিচার হয়, এটাই আজকের নিয়ম। নিজকে গুণাহগার বলাটা অপ্রয়োজনীয় বিনয়ি ভাব প্রকাশ করা মাত্র।

২৯| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ৯:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: নিজেকে গুণাহগার মনে হলে ভিতর থেকে নেক কাজের তাড়না আসে। এটা মুমিনদের বিষয়, এটা আপনার বিষয় নয়। তথাপি আপনি অহেতুক মুমিনদের ব্যক্তিগত বিষয়ে নাগ গলান। এটা বড়ই বিরক্তি কর। এ সহজ বিষয়টা আপনার বোধগম্য না হলে খুব সহজে মডু আপনাকে কমান্ড ব্যান মুক্ত করবে বলে মনে হয় না।

২৫ শে জুলাই, ২০২৩ রাত ২:৩৯

সোনাগাজী বলেছেন:



মুমিনরা ছিলেন আদি যুগের মানুষ; আজকের মানুষ অনেক শিক্ষিত, এদেরকে সুনাগরিক হতে হবে; না'হয় আমরা আফগান ও ইয়েমেনীদের মতো আজীবন কষ্টে থাকবো।

৩০| ২৫ শে জুলাই, ২০২৩ রাত ২:২৫

চারাগাছ বলেছেন:
আপনি কমেন্ট করতে পারছেন। প্রতিদিন যেসব পোষ্টে কমেন্ট করতে চাইছেন সেগুলো নিয়ে একটা পোষ্ট দিতে পারেন।
এটা মনে হয় মন্দ হবে না।

যেমন ধরুন নিচের ৬টা পোষ্ট পড়ে একটা মন্তব্য পোষ্ট দিতে পারেন প্রতিদিন। দেখবেন জমে যাবে।

রাজীব নুরের -আমি নাস্তিক নই।
সত্যপথিকের - এবারের মহররমের তাজিয়া মিছিলে যাবো বলে ঠিক করেছি।
সারমর্মের - বিশুদ্ধ সত্তায় আবর্জনা প্রবেশ করলেই শেষ?
ঠাকুর সাহেবের- একজন জিয়া।
স্বপ্নবাজের - প্রতিদিন একটা করে গল্প হতে পারতো.......।
আলী আকন্দের - ইউক্রেন যুদ্ধে চীনের লাভ।

২৫ শে জুলাই, ২০২৩ রাত ২:৪২

সোনাগাজী বলেছেন:




সম্ভব, ধন্যাদ; আমি তা' করবো এক সময়। আমি এডমিন সাহবেকে জানাতে চাচ্ছি যে, উনি ব্লগকে মাছের বাজারের মতো চালাচ্ছেন, উনি নিয়ম কানুন মানেন না।

৩১| ২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২৪

অক্পটে বলেছেন: আসলে আপনি সমালোচনা করলে লেখকদের তো কোন ক্ষতি হওয়ার কথা নয়, অন্যান্যেরা আপনার সাথে এত রাগ করে কেন বুঝিনা। সমালোচনা লেখার মান ভাল করে। লেখায় সমালোচনা না থাকলে মানুষ বুঝবে কি করে লেখার ভালো খারাপ দিক গুলো।
যাক আপনি ভালো থাকুন সুস্থ্য থাকুন, লিখে যান মনে যা আসে।

২৫ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:



আমার সমালোচনা লেখার স্টাইল ইত্যাদি থেকে লেখার ধারণার উপর থাকে; যেমন, একজন লিখলেন যে, জিয়া বিএনপি সৃষ্টি করেছিলো জাতিকে "বহুদলীয় গণতন্ত্র" দিতে; আমার ধারণা, জিয়া গণতন্ত্র বুঝার মতো জ্ঞানী ছিলো না; এখানেই সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.