নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নিউইয়র্কের ব্লগারেরা ক্রমেই চুপ হয়ে যাচ্ছেন।

২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩৯



প্রবাসী ব্লগারদের মাঝে নিউইয়র্ক ও আরবের ব্লগারেরা বাংলা ব্লগে খুবই সরব ছিলেন সব সময়; ২টি ব্লগের ( ই-মেলা, মুক্তমনা ) মালিকও আমেরিকান প্রবাসী ছিলেন। আমেরিকান ব্লগারেরা ক্রমেই নীরব হয়ে যাচ্ছেন? পরিচিত ব্লগারদের মাঝে রাবেয়া রাহিম, রাফা, পাভেল, ভুমিহীন জমিদার, বোমক্যাশ বাবু, শিরীন, জ্যাকব রায়হান, জাহিদ, এলিয়ানা সিম্পসন, প্রমুখ এখন পুরোপুরিই নীরব।

বর্তমানে আমি, কলাবাগান-১, হাসান কালবৈশাখী ও ইফতেখার ভুইয়া মোটামুটি একটিভ আছি; নিউইয়র্কে আরো অনেক ব্লগার আছেন, মনে হয়।

আমি "আমার ব্লগ"এ থাকাকালীন সময়ে ব্লগার শিরীন'এর সাথে পরিচিত হয়েছিলাম; ব্লগার ভুমিহীন জমিদার শিরীনদের পরিবারের সাথে পরিচিত ছিলেন, তখন এঁরা সবাই জেকসন হাইটস'এ থাকতেন। সামুতে আমরা অনেকটা এক সাথেই এসেছিলাম। শিরিন বিয়ে করে কালিফোর্নিয়া চলে গেলো; এর কিছু সময় পরে, ভুমিহীন জমিদার চলে গেলেন ডালাসে।

আমি নিউইয়র্কে চাকুরী করার সময়, জেকসন হাইটস'এ প্রায় আড্ডা হতো ভুমিহীন জমিদার, জ্যাকব রায়হান, জাহিদ ও পাভেলের সাথে; তখন আমার নিক ছিলো চাঁদগাজী। শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেবকে নিয়ে আমার মনোভাব পাভেল পছন্দ করতেন না; পাভেলের ধারণা, শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেব সমালোচনার উর্ধে ছিলেন। একদিন আড্ডার সময়, আমি তাজউদ্দিন সাহেবকে কমবুদ্ধিমান বলায় পাভেল রেগে মেগে খাবার রেখেই উঠে দাঁড়ালেন ও বিদায় বলে চলে গেলেন; সেটাই ছিলো উনার সাথে শেষ আড্ডা। পাভেলের বাড়ী ছিলো গজারিয়া, কাপাসিয়াতে।

বোমক্যাশ বাবুর সাথে এখনো প্রতি সপ্তাহে দেখা হয়; উনি এখন ব্লগে যান না, উনি চাঁদগাজী নিকের সাথে পরিচিত ছিলেন; কিন্তু জানতেন না যে, সেটা আমার নিক ছিলো। তিনি ২টি বই প্রকাশ করেছিলেন বইমেলায়; তেমন সুবিধা হয়নি। রাফা, রাবেয়া রাহিম, ইফতেখার ভুইয়া, কলাবাগান-১ ও হাসান কালবৈশাখীর সাথে কখনো দেখা হয়নি। এলিয়ানা নাকি কৌশলে আমাকে দেখেছিলেন; তিনি এখন ডাক্তার; উনাকে ২/১ বার ব্যান করা হয়েছিলো, উনি সামুটিমকে পছন্দ করেন না।


মন্তব্য ৬৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: -------- সেই আড্ডাটা আজ আর নেই!

২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১১:০৬

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে রাগে যান; যদিও আমি শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেবের অনুসারী, উনাদের ব্যাপারে আওয়ামী লীগারদের সাথে প্রায়ই মতবিরোধ হয়।

২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১১:০৮

সোনাগাজী বলেছেন:




আমার শক্ত আড্ডা আছে, সেখানে আমিই শুধু ব্লগার, এবং কেহই জানেন না যে, আমি ব্লগিং করি।

২| ২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৩

জুন বলেছেন: শুধু নিউইয়র্কের না, সব ব্লগাররাই ধীরে ধীরে চুপ হয়ে যাচ্ছে। এটা ফেসবুকের ক্ষেত্রেও প্রযোজ্য।

২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৭

সোনাগাজী বলেছেন:


বেশীরভাগ বাংগালীরা সঠিকভাবে লিখতে পারেন না; প্রথমে ঝাপিয়ে পড়েন, পরে বুঝতে পারেন যে, সুবিধা হচ্ছে না।

৩| ২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশী জ্ঞানভার হচ্ছে তো তাই
মনমানসিকতা আকাশের দিকে যাচ্ছে;

২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৪২

সোনাগাজী বলেছেন:



কিছু সময় ব্লগিং করার পর, অনেকে বুঝতে পারেন যে, ইহা সোজা ব্যাপার নয়।

৪| ২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: মন খুলে লেখার মত পরিবেশ কি এই দেশে আছে?

২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



সঠিকভাবে লিখলে সবই লেখা সম্ভব; তবে, বাংলাদেশে লেখকেরা অন্য লেখকদের বিপক্ষে লেগে থাকে।

৫| ২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


সময়ের অপচয় ভেবে ব্লগ ছাড়ে কতভাগ,কি মনে হয়?

২৬ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২৮

সোনাগাজী বলেছেন:



১৯ কোটী বাংগালীর মাঝে, সময়ের অভাব ২ জনের: ভুয়া মফিজ ও অপু তানভীরের

২৬ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:



সঠিক বিষয়ের উপর সঠিকভাবে লেখা খুবই কষ্টকর ব্যাপার; কিছু সময় ব্লগিং করার পর, ইহা অনেকেই বুঝতে পারেন; তখন অনেকই হতাশ হয়ে যান।

৬| ২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ১:২০

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: আপনারে এইভাবে এডমিনরা ব্যান করে দেন কেন? আমার ব্লগে থাকতেও আপনার একই অবস্হা।

২৬ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৩

সোনাগাজী বলেছেন:



সামুতে আপনাকে দেখে খুশী হলাম। আপনার পোষ্টে কমেন্ট করা সম্ভব হয়নি, কমেন্ট ব্লক'এ আছি।

"আমার ব্লগে"র মালিকানার সবাই ছিলো চোর, ওরা সবাই মিলে শেখ হাসিনার দোয়েল ( সস্তায় পিসি ম্যানুফেকচারিং প্রজেক্ট ) খেয়ে ফেলেছে; সামুর এডমিন সাহেব ব্লগিং শিখছেন, এক সময় ঠিক হয়ে যাবেন।

৭| ২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: কাপাসিয়াতো গাজীপুর।

২৬ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:


তাজউদ্দিন সাহেবের এলাকা।

৮| ২৬ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: ব্লগিং করলে একটা জিনিসই হয় আর তা হচ্ছে সময় অপচয় এ ছাড়া আর কিছুই হয় না ব্লগিং করে। দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাতে ব্লগিং এর জুড়ি মেলা ভার।

২৬ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৭

সোনাগাজী বলেছেন:



কিছু শিখতে সময় লাগে; ব্লগিং হচ্ছে শিখার জন্য সবচেয়ে সঠিক যায়গা; তবে, ভুয়া মুয়াদের লেখা পড়লে সময়ের অপচয়।

৯| ২৬ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:২৯

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: নিউইর্য়ক এ থাকা কালীন সময়ে আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল, এখনও আছে কিন্তু আমি চলে আসছি আটলান্টা তে। হয়ত কোন একদিন দেখা হবে আপনার সাথে।
ভালো থাকবেন।

২৬ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



আপনি কোথায় আছেন জানতাম না আগে; অবশ্যই দেখা হবে।

২৬ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:



আপনার ছবি তোলা কেমন হচ্ছে?

১০| ২৬ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: তাজউদ্দিন আহমেদকে কম বুদ্ধিমান বললে যে কেউ রেগে যাওয়ার কথা। আর পাভেল সাহেব তো কাপাসিয়ার মানুষ, একই অঞ্চলের।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:১৮

সোনাগাজী বলেছেন:




ঐ এলাকার লোকজন কমবুদ্ধিমান। মিলিটারী শেখকে মারার পর, ওদের লিষ্টে ১ নং'এ কার নাম ছিলো?

১১| ২৬ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

জ্যাক স্মিথ বলেছেন: তবে ফেসবুকের চেয়ে ব্লগ শতগুণে ভালা।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



ফেইসবুক কোম্পানী বুঝতে পারছে, বিশ্বের কোথায় সব গার্বেজ গিয়ে জমা হয়েছে।

১২| ২৬ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

মেঠোপথ২৩ বলেছেন: ্নিউইয়র্কের জ্যকসন হাইটের গল্প বলেন। সেখানকার পলটিকাল আড্ডায়তো শুনেছি মারামারি পর্যন্ত হয়।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:২১

সোনাগাজী বলেছেন:



ওরাই শেখ হাসিনাকে জুতা দেখায়; আওয়ামী লীগের মিটিং'এ সভাপতির নাক ভেংগে দেয়; তবে, এই সসব ইডিয়টগুলো একদিন আমেরিকার চিড়িয়াখানায় স্হান পাবে।

১৩| ২৬ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বর্তমানের প্রবাসী ব্লগাররা বেশীর ভাগই অনিয়মিত। ব্লগ জমজমাট রাখতে হলে ব্লগারদের নিয়মিত হওয়া প্রয়োজন। আসলে ব্যস্ততা কোন সঠিক অজুহাত না। কোন মানুষই এতো ব্যস্ত হতে পারে না যার কারণে মাসের পর মাস ব্লগে আসতে পারে না। আগ্রহ কমে যাওয়াটাই মূল কারণ।

আমাদের ব্রেইন ওয়াশ করা হয়েছে এবং বুঝানো হয়েছে যে আওয়ামীলীগ এবং তাদের বড় নেতারা সকল প্রকার ভুল ত্রুটির ঊর্ধ্বে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একমাত্র মালিক আওয়ামীলীগ। বয়স্ক মানুষরা মুলত প্রকৃত ইতিহাস জানে। তাদের অনেকেই আর এখন বেচে নেই।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:২৩

সোনাগাজী বলেছেন:




স্বাধীনতার কথা বলতে হলে মওলানা ও আওয়ামী লীগের কথাই বলতে হয়। তবে, শেখকে হত্যা করার পর, আওয়ামী লীগ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীতে পরিণত হয়েছে।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:২৭

সোনাগাজী বলেছেন:




সধারণ মানুষ ৬ দফাকে নিজেদের জন্য ম্যান্ডেট হিসেবে নিয়েছিলেন, তাঁরাই শেখকে মেনে নিয়েছিলেন।

১৪| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:০৮

ঢাকার লোক বলেছেন: আপনাকে দেখার আমার খুব ইচ্ছা!
নিউ ইয়র্কে কোনোদিন গেলে দেখা করার কোনো কায়দা আছে?

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:




অবশ্যই আছে; আপনি কোন শহরে আছেন? নিউইয়র্ক আসার আগে, আমার পোষ্টে কমেন্ট করে জানাবেন, আমি ফোন ও ইমেইল দেবো।

১৫| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: ১। তাজউদ্দিন আসলেই বোকা মানুষ। আপনি ভুল বলেননি। শেখ মুজিবের চেয়ে তার আবেগ বেশি। যাদের আবেগ বেশি তাঁরা ভুল বেশি করেন।
২। জ্যকসন হাইটের গল্প গুলো আমি কিছু কিছু জানি। কে পানের পিক ফেলে রাস্তায়, কে লুঙ্গি পড়ে আড্ডা দেয়, কে দোকানের বাইরে দোকান বসিয়ে আরেকজনের সাথে ঝগড়া করে সেগুলো আমি জানি।
৩। বর্তমান মোডারেটর/ব্লগ টিম অনেকটা ঝিমিয়ে পড়েছেন, এমনটাই বোধ করি। এই জন্যই অনেক ব্লগার হারিয়ে যাচ্ছেন।
৪। ভুমিহীন জমিদার তো আমার ব্লগেও লিখতেন। প্রথম প্রথম আমি নিজেই আপনাকে ভুমিহীন জমিদার মনে করতাম। অবশ্য কয়েক দিন পর এই ভুল আমার ভেঙ্গে যায়।
৫। আমার ব্লগের কর্তা ব্যাক্তিরা এখন বেশ ভালো অবস্থায় আছে। বেশির বাগই বিদেশে। লন্ডন, আমেরিকা আর কানাডাতে।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:২৬

সোনাগাজী বলেছেন:



"আমার ব্লগের" মালিকানা ও সাপোর্ট গ্রুপের সবাই ডাকাত ছিলো; ওরা শেখ হাসিনার "দোয়েল প্রজেক্টের" ৫০ কোটী টাকা হজম করে ফেলেছে।

১৫ আগষ্ট রাতে, শেখের মৃত্যর খবর পাওয়ার পর, তাঝউদ্দিন সাহেবের দরকার ছিলো পালিয়ে যাওয়া ও দিল্লি চলে যাওয়া। ভুমিহীন ছিলেন ১ জন মুক্তিযোদ্ধা এখনো আছেন, কিছুটা অসুস্হ

১৬| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: আমাদের কবি, সামুর ব্লগার আলমগীর সরকার লিটন এর মা কয়েকদিন আগে মারা গেছেন। তারপর উনি মাকে নিয়ে একটা কবিতাও লিখেছেন।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:২৮

সোনাগাজী বলেছেন:



আপনি উনার পোষ্টে আমার হয়ে, একটি কমেন্ট করবেন; বলবেন, শুনে আমি উনার পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেছি।

১৭| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: নিউ ইয়র্কের কোন ব্লগারের সাথেই আমার ব্যক্তিগত পরিচয় নেই, কারো সাথে কখনো কথাও হয় নি। বলতে পারেন অনেকটা ইচ্ছে করেই এক প্রকার বাঙালী কমিউনিটির লোকজন এড়িয়ে চলি। জ্যাকসন হাইটসে প্রায় প্রতিদিনই যাওয়া হয়, আড্ডা কখনোই দেয়া হয় না অবশ্য। কিছু খেতে ইচ্ছে হলে খেয়ে চলে আসি। বাংলাদেশের রাজনীতি নিয়ে কখনো এখানে কারো সাথে কোন আলোচনায় যাওয়ার ইচ্ছে নেই। দেশ প্রেমিক আর দলকানা হওয়ার মাঝে বিরাট পার্থক্য থাকলেও অনেকেই সেটা পরিপূর্ণভাবে বুঝতে অপারগ বলে আমার মনে হয়েছে। ধন্যবাদ।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:




জেকসন হাইটস'এ অনেক অনেক টাউট বাংগালী বসবাস করে; ওদের রাজনীতি হলো ইডিওটিক কান্ড। আপনি নিউ জেনারেশনের মানুষ, আপনি ওদের সাথে ১ মিনিটে হাঁপিয়ে উঠবেন।

১৮| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:৪০

কামাল১৮ বলেছেন: আমাদের সময়ে ছাত্রলীগ ও আমরা একই টেবিলে চা খেতাম ও ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম।তখন ছয় দফা তুঙ্গে।শেখ মুজিব জেলে।ছয় দফা সম্পর্কে প্রশ্ন করে দেখেছি এক দফাও বলতে পারে না।তবে এটা জানে ছয় দফা বাংগালির মুক্তি সনদ।
কে কোথাথেকে ব্লগে লেখে এটা জানার আগ্রহ আমার বিন্দু মাত্র নাই।কি লেখে সেটাই দেখি।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৫

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের ৯০ ভাগ ৬ দফা বলতে পারবে না; ৯৫ ভাগ বলতে পারবে না "বাকশাল" কি ছিলো।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



প্রবাসী বাংগালীরা অনেক কিছু দেখছেন, যা দেশের বাংগালীরা ঠিক মতো অনুধাবন করতে পারেন না; ফলে, তদের লেখা একটু আলাদা।

১৯| ২৭ শে জুলাই, ২০২৩ রাত ২:২৯

খায়রুল আহসান বলেছেন: আমেরিকা প্রবাসী যেসব ব্লগার নিরুদ্দেশ অথবা নীরব হয়ে গেছেন, তাদেরকে ব্লগে ফিরিয়ে আনার ব্যাপারে কোন উদ্যোগ নিতে পারেন কি?

২৭ শে জুলাই, ২০২৩ রাত ২:৪৬

সোনাগাজী বলেছেন:



আমার সাথে ৪ জনের যোগাযোগ আছে, আমি ফিরে আসার জন্য অনুরোধ করবো; আপনাকে ধন্যবাদ।

২০| ২৭ শে জুলাই, ২০২৩ ভোর ৬:৪৮

কাছের-মানুষ বলেছেন: আপনারা এখন যারা নিউইয়র্ক আছেন তারা একটি গেট-টুগেদার করতে পারেন!

আমি আমার প্রবাস জীবনে সব সময় বাঙ্গালী কমিউনিটির সাথে মিশে থেকেছি, এক সময় সাতজন বাঙ্গালী এক বাসায় থাকতাম, রাত বেড়াত চলত আড্ডা, আর বাঙ্গালীদের আড্ডা মানেই রাজনীতি অবশ্যই থাকত! আর ঢাকার লোক হইয়াতে দেশেও আমার বন্ধু আছে অনেক, আমাদের এলাকায় প্রায় চার /পাঁচ হাজার লোক, সবই আমরা একই বংশের আঁত্নীয়, তাই সব দলের লোকই আছে আমাদের ভিতর, তাই আড্ডা বা একসাথে থাকা রক্তে মিশে গেছে, কমিউনিটি ছাড়া আমার চলা অসম্ভব!

তবে আমার কখনও নিয়মিত ব্লগারদের ফেইসবুকে বা ব্যাক্তিগত যোগাযোগ করতে ইচ্ছে হয়নি, এতে আমার কাছে মনে হয়েছে মুখ চিনলে আমাকে মন্তব্য করতে হবে "প্রিয় ভাই " বলে,এই ধরনের ব্লগিং আমার পছন্দ না! ব্লগে নানা নানী, ভাই চাচা পাতানো আমার দ্বারা হবে না, এগুলোর জন্য ফেইসবুক আছে!

যাইহোক এটা আমার দর্শন, তবে আপনারা যারা জেকশন হাইটস এ আছেন তারা দেখা করতে পারেন! এবং অন্যরা যারা নিয়মিত নন তাদের ব্লগে আসতে বলতে পারেন পুনরায়!

২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৩১

সোনাগাজী বলেছেন:




কোভিডের আগে, একবার আমি ও রাবেয়া রাহিম চেষ্টা করেছিলাম, সম্ভব হয়ে উঠেনি। এখন আরেকবার যোগাযোগ করে দেখি। আমি আড্ডা পছন্দ করি।

ব্লগিং মানে লেখা, পড়া, আলোচনায় অংশ নেয়া; বেশীরভাগ বাংগালী অল্পতে হাঁপিয়ে উঠেন।

২১| ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৭:৩৫

কলাবাগান১ বলেছেন: ওয়াশিংটন ডিসিতে আসুন, তাহলে দেখা হবে...

২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৯:২২

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, যাওয়ার আগে যোগাযোগ করবো।

২২| ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৯:২৮

অহরহ বলেছেন: দাদা, আপনি কী নিউইয়র্কে?

২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৩৩

সোনাগাজী বলেছেন:


হ্যাঁ, আমি একজন নিউইয়র্কে; আপনি কোথায় আছেন?

২৩| ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৩২

অহরহ বলেছেন: সামু এডমিন এখনো জামিন মঞ্জুর করেন নি। আমার লেখা প্রথম পাতায় যায় না। জানিনা, কবে ওদের রাগ ভাঙাবে!!

২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৩৫

সোনাগাজী বলেছেন:




আপনি কি ব্লগার জাদিদ, কিংবা কাল্পনিক_ভালোবাসার পোষ্টে মন্তব্য করে অনুরোধ করেছিলেন?

২৪| ২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৪

অহরহ বলেছেন: জাদিদ, কাল্পনিক_ভালোবাসার....... না, আমি এদের চিনি না। মন্তব্যও করিনি......... @ দাদা।

২৭ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



জাদিদ ও কাল্পনিক_ভালোবাসা একই ব্যক্তি, এডমিন; উনাদের পোষ্টে কমেন্ট করে আপনাকে সামনের পাতায় যাবার জন্য অনুমতি দিতে অনুরোধ করেন।

২৫| ২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৭

অহরহ বলেছেন: আমি উত্তর আমারিকায় থাকি, দেখতে দেখতে ৫ বছর হয়ে গেল..... @ দাদা।

২৭ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০০

সোনাগাজী বলেছেন:



ভালো। কিন্তু লেখা তো বাংলাদেশের লোকজনের মতো

২৬| ২৭ শে জুলাই, ২০২৩ রাত ১১:২৫

অহরহ বলেছেন: বাঙালি মানুষ, লেখা আর কার মত হবে? অস্থি মজ্জায় এখনো বাঙালি............ এই তো?

২৭ শে জুলাই, ২০২৩ রাত ১১:৪৯

সোনাগাজী বলেছেন:



আমেরিকার অভিজ্ঞতা নিয়ে লিখুন।

২৭| ২৭ শে জুলাই, ২০২৩ রাত ১১:২৮

অহরহ বলেছেন: এই মাত্র জানলাম "জাদিদ ও কাল্পনিক_ভালোবাসা" সামুর এডমিন। তো, ওদের পোষ্টে যেয়ে অযাচিত কী লিখব? ফল যদি হিতে বিপরিত হয়......... দাদা।

২৭ শে জুলাই, ২০২৩ রাত ১১:৪৮

সোনাগাজী বলেছেন:



এডমিন খুশী হবে, উনাদের লেখক দরকার।

২৮| ২৮ শে জুলাই, ২০২৩ রাত ২:১৪

অহরহ বলেছেন: উত্তর আমারিকার অভিজ্ঞতা নিয়ে একটি লেখা দিয়েছি তো, তারপরও পোষ্ট প্রথম পাতায় যায় না।

২৮ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৩১

সোনাগাজী বলেছেন:



ব্লগার জাদিদ, কাল্পনিক_ভালোবাসার পোষ্টে কমেন্ট করেছেন?

২৯| ২৮ শে জুলাই, ২০২৩ সকাল ৯:১৯

অহরহ বলেছেন: এইতো করলাম, তার "নৈতিকতার মাতলামি!" পোষ্টে.............

২৮ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:




এবার অপেক্ষা করেন, কতদিনে তিনি নিজের পোষ্টে ফেরত আসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.