নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সরকার, ব্যুরোক্রেট ও রাজনীতিবিদদের থেকে পালিয়ে থাকা সম্ভব?

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ২:১২



আফ্রিকার লোকজন পরিবার পরিজন নিয়ে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। সমস্যা হলো, আফ্রিকার এক দেশ থেকে অন্য দেশে গেলে কপাল খোলে না, অন্য দেশ যে ভালো হবে সেটার সম্ভাবনা জিরো। এখন সুদান থেকে পালিয়ে ইথিওপিয়া ও চাদে যাচ্ছে লোকজন। সমস্যা হলো, সাথে গরু, ছাগল, যা থাকে, যেই দেশে যাবে, সেই দেশের পুলিশ কিংবা গ্যাংরা কেড়ে নিয়ে যাবে। সম্প্রতি, নাইজের থেকে পালিয়ে মালি মুলিতে যাচ্ছে, ধুলা থেকে ধুলায়।

তবে, আফ্রিকার লোকজন নৌকায় করে ইউরোপে পালিয়ে যাচ্ছে! আগামী ১০/১৫ বছর পর, মৌরিতানিয়া ও গাম্বিয়ায় কোন তরুণ ও যুবক থাকবে না, এমনকি মেয়েরাও পালিয়ে যাবে। ইউরোপিয়ানরা পালিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা চলে যাবে একদিন।

বার্মা থেকে কিছু লোকজন থাইল্যান্ডে পালিয়েছে! ওখানে নাকি কিছু পরিমাণ রোহিংগাও আছে।

আমাদের লোকজন কোথায় পালাবে? ১৯৭১ সালে ভারত যেতে দিয়েছিলো, এখন আর যেতে দেবে না, ফেলানী করে ছাড়বে! করাচী যাওয়া নাকি মোটামুটি সহজ আমাদের গ্রামের ৩/৪ জন ওখানে আছে, গিয়ে আর ফেরত আসেনি। আমাদের কিছু হুজুর টুজুর আফগানিস্তান গিয়েছিলো; ওখানে গেলে কেমন হয়?

এক সময় বার্মা ভালো ছিলো, আমাদের এলাকার লোকেরা গেলে আর ফেরত আসতো না; ২/৩টা বিয়ে করে আরাকানে জীবন কাটিয়ে দিতো; ১৯৬০ সালের দিকে একবার বাংগালী খেদাও শুরু করার পর লোকজনের যাওয়া বন্ধ হয়ে গেছে।

আমাদের যাবার উপায় নেই, ভারত যেই কাঁটা তারের বেড়া দিয়েছে, সেই পথ বন্ধ; পাকিস্তান গেলে বদনাম হয়ে যাবে। বার্মায় গেলে মনে করবে রোহিংগারা ফেরত আসছে, আস্ত রাখবে না।

একটা উপায় আছে, নিজেরা সমবায় গঠন করে, নিজেরা চলা; সরকারকে খাজনা বাজনা ও ট্যাক্স টুক্স দিলে, ওরা সমস্যা করবে না; ভোট টোট না'দিয়ে চুপ করে নিজেদের সমবায় চালিয়ে নিজেরা চললে, সরকার মনে হয় গন্ডগোল করবে না।


মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ২:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সমবায় গঠন করার কথা ভালো বলেছেন।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ২:৪২

সোনাগাজী বলেছেন:


আওয়ামী লীগ, জাপা, বিএনপি-জামাত ও ব্যুরোক্রেটরা মানুষকে দাস বানিয়ে বিক্রি করছে; ব্যবসায়ীদের সাথে মিলেমিশে দেশকে বাজার ও কলোনী হিসেবে চাচলাচ্ছে।

২| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কথার সাথে একমত। বাংলাদেশের জনগণকে মনে করতে হবে যে নামকাওয়াস্তে একটা সরকার থাকা দরকার তাই আছে। কিন্তু জনগণের নিজের উন্নতি নিজেকে করতে হবে। আসলে হচ্ছেও তাই। এই ব্যবস্থাকেই সমবায় জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে আরেকটু পোক্ত করতে হবে। এই দেশের ১ কোটির বেশী লোক বিদেশে গেছে কারণ এই দেশে তারা কোন ভবিষ্যৎ দেখে নি বা একান্ত নিরুপায় হয় জমি বেচে, ধার করে, জীবনের ঝুকি নিয়ে। আর দেশের সরকার এদের পাঠানো বৈদেশিক মুদ্রার জন্য ক্রেডিট নিচ্ছে। সাধারণ জনগণের একটা অংশ নির্বোধ প্রকৃতির তাই তারা এই নোংরা রাজনীতি নিয়ে সময় কাটায় বা সমর্থন করে। আরেকটা শ্রেণী রাজনৈতিক সুবিধাভোগী। বড় ব্যবসায়ীরা দক্ষিণ কোরিয়াকে উন্নতির দিকে নিতে কাজ করেছে ব্যবসা- বাণিজ্য করার মাধ্যমে। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা ব্যবসা না করেই জমি ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে কিংবা সরকারী দলের সাথে মিলে মিশে টাকা বানাচ্ছে। বাংলাদেশের বড় ব্যবসায়ী গ্রুপের মালিকেরা এখন ব্যবসায় আগ্রহী না। কারণ কল কাড়খানার জন্য যে অর্থ, শ্রম, সময় আর ঝুকি দিতে হয় তার চেয়ে অনেক অনেকে কম পরিশ্রমে পয়সা বানানো যায় সরকারের আশীর্বাদ পেলে। জমির ব্যবসায় যে লাভ হয় সাধারণ ব্যবসায় সেই লাভ হয় না। ফলে এই দেশে কল কাড়খানার ঝামেলায় কোন বড় ব্যবসায়ী গ্রুপ যাচ্ছে না। ফলে দেশে কর্মসংস্থান হচ্ছে না। গার্মেন্টস সেই সুদিনও এখন আর নাই।

২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:২৪

সোনাগাজী বলেছেন:



মানুষ যুদ্ধ করে নিজেদের স্বাধীন করেছিলো পাকিস্তান থেকে; কিন্তু মিলিটারী, ব্যুরোক্রেট, রাজনৈতিক ঠকবাজরা মানুষকে দাসে পরিণত করে, নিজেরা পাকীদের চেয়েও আরামে আছে।

৩| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:১৯

কামাল১৮ বলেছেন: পালিয়ে বাঁচা যায় না।সংগ্রাম করে বাঁচতে হবে।

২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:২৫

সোনাগাজী বলেছেন:




এই অক্টপাসদের সাথে পেরে উঠা সম্ভব হবে কিনা কে জানে! কারণ, এরা বারবার ফিরে আসবে।

৪| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১২

শাহ আজিজ বলেছেন: সুদানে গোলমেলে পরিস্থিতির পরে আমার চীনা ভাষা ইউনিভারসিটির সুদানি ক্লাসমেটদের খুব মনে পড়ছিল ।

২৫ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



সে যদি ধনী হয়ে থাকে, সে সৌদী আরব কিংবা মিশর যেতে পারবে; না'হয় ইথিওপিয়া।

৫| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১৬

রাােসল বলেছেন: সমবায় গঠন করা যায়। কিন্তু মানুষের নৈতিকতা কে সংশোধন করবে?

২৫ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



সমবায়ের সেই ক্ষমতা আছে।

৬| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: বার্মা, পাকিস্তান বা ভারত না গিয়ে অনেকে তো নদীপথে লিবিয়া, ইটালি যাচ্ছে।
দরিদ্র দেশে জন্মগ্রহন করাটা পাপ।

২৫ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৩

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে পাপ করেছিলো জিয়া, এরশাদ; বাকীরা তাদের অনুসরণ করে পাপী হয়েছে।

৭| ২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৪

রানার ব্লগ বলেছেন: ত্যি চিন্তার বিষয় যাবো টা কোথায় । কারন দেশ এখন ধান্দাবাজ চামার সন্ত্রাসী সিন্ডিকেট আর ভুঁইফোঁড় নেতাদের হাতে । আমরা সাধারন মানুষের বেঁচে থাকার কোন অবলম্বন নাই ।

২৫ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:




শেষ আশা ছিলো শেখ হাসিনা, উনার ভাবনাচিন্তা সমসাময়িক নয়, জমিদারী আমলের

৮| ২৫ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩০

মেঠোপথ২৩ বলেছেন: মানুষ এখন যে কোন মূল্যে দেশ ছাড়ছে। ইয়ং জেনারেশন আইইএএলটিএস কোন রকমে একটা স্কোর তুলেই দেশ ছাড়ছে। আমাদের সময়ে দেশ ছাড়ার এরকম হিড়িক ছিল না। এখন পিতা মাতারা মনে করছে ছেলেমেয়েদের বাইরে পাঠিয়ে দিলে , নিজেরা কোন রকমে বেচে বর্তে থাকতে পারবে।

২৫ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনার ছেলেমেয়ে ২টিই বিদেশে ছিলো, তিনি তাদের দেশে নিয়ে এসেছেন। আমাদের এমপি'র ছেলে বিদেশে পড়ালেখা করার পর, ছেলেকে দেশে এনেছে; দেখেছেন, এরা দেশ কিভাবে চালাচ্ছে?

৯| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৮:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটা উপায় আছে, নিজেরা সমবায় গঠন করে, নিজেরা চলা;
সরকারকে খাজনা বাজনা ও ট্যাক্স টুক্স দিলে, ওরা সমস্যা করবে না;

...............................................................................................
১৯১৫ সাল থেকে এদেশে সমবায় ধারনা নিয়ে চলা আরম্ভ হয় ।
এক পর্যায়ে সমবায় আন্দোলন এই উপ- মহাদেশে প্রচুর বেগবান ছিল ।
অনেকে তার সুফলও পেয়েছে । শুধু তাই নয় ভারতের সমবায়ীরা আমাদের ইর্ষা করত ।
আর্ন্তজাতিক অঙ্গনে যথেষ্ট সুনাম ছিল ।
ধীরে ধীরে সরকার এর মাঝে স্বার্থ খুঁজতে শুরু করল, আমলারা টাকা বানানোর ধান্দা শুরু করল,
রাজনীতিবিদরা তাদের অসৎ নেতাদের দ্বায়িত্ব দিল ।
প্রানপ্রিয় প্রতিষ্ঠানের সৎ- যোগ্য কর্মীরা অবহেলিত , অপমানিত হতে শুরু হলো, জমানো সম্পদ ভুতে
লোপাট করা শুরু করল, ফলাফল আজকের অবস্হান !!!

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৩

সোনাগাজী বলেছেন:



আমার মনে আছে, কুমিল্লা জেলায় একজন পাকিস্তানী মানুষ বিরা ট সমবায় গড়ে তুলেছিলো; ওরাই বাংলাদেশে ১ম ট্রাক্টটর এনেছিলেন।

১০| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০১

জাহিদ অনিক বলেছেন: পথ নেই পালাবার, নক্ষত্রের আনাগোনা কমে গেছে আকাশে।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:


নক্ষত্রের পতন হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.