নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ঢাবিয়ানের প্রশ্ন,"চাঁদের মাটিতে অবতরণ করা নভোযান বিক্রমের ছবি কে তুললো? "

২৭ শে আগস্ট, ২০২৩ ভোর ৪:৫৩



উত্তরটা হলো: এবারের অভিযানের ( Chandrayaan 3 ) Lander Module, নভোযান বিক্রম যখন চাঁদের পৃষ্টে অবতরণ করেছে, তখন তার ছবি তুলেছে Chandrayaan 2'এর একটি মডিউল, নাম: Chandrayaan 2 Orbiter; ইহা আসলে একটি লুনার স্যটেলাইট, যা আগের থেকেই চাঁদের চারিদিকে ঘুরছে। ইহা আগেরবার'এর অভিযান, Chandrayaan 2 এর ১টা মডিউল; ইহাকে গতবারই পাঠানো হয়েছিলো; ইহাতে কিছু কন্ট্রোল সিষ্টেম ও ক্যামেরা আছে। গতবারের অভিযানে Lander Module, বিক্রম ও Rover Module ( Solar Power Receiver ) বিধ্বস্ত হয়েছিলো; কিন্তু চন্দ্র থেকে ১০০ কিলোমিটার দুরে আকাশে থাকা Chandrayaan 2 Orbiter ঠিক মতো ছিলো ও চাঁদকে কেন্দ্র করে ঘুরছে; এবারের অভিযানে উহাকে কাজে লাগানো হয়েছে।

এই ধরণের যেকোন অভিযানে ৪/৫ টি মডিউলে থাকে: (১) রকেট (২) রকেটের পর, মুল নভোযানকে চালিয়ে নেয়ার জন্য প্রোপালশান মডিউল (৩) মুল নভোযান, (৪) উহাকে কন্ট্রোল করার জন্য অরবিটার ও (৫) সোলার পাওয়ারের জন্য রোভার।

আশাকরি, ঢাবিয়ান এখন বুঝতে পারবেন। প্রশ্ন থাকলে করতে পারেন। উনার পোষ্টে মন্তবকারীদের ২/১ জনও বুঝতে পারেননি ছবি কে তুললো। আশাকরি এখন পরিস্কার হবে।


মন্তব্য ৬৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টি জলবৎ তরলং

২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:০২

সোনাগাজী বলেছেন:



ভালো, এগুলো বুঝার দরকার।

২| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:৫০

খায়রুল আহসান বলেছেন: অনেকের সন্দেহ দূর হবে। ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৩

সোনাগাজী বলেছেন:




আশাকরি।

৩| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: ছবি কে তুললো
কেনো দাদা সিসিকেমরা তুলেছে
ভাল থাকবেন

২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:২১

সোনাগাজী বলেছেন:



১৯৬৮, ১৯৬৯ সালের অভিযানগুলোর ও ভারতীয় অভিযান গুলোর তথ্য অনলাইনের আছে।

৪| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৮

জ্যাক স্মিথ বলেছেন: গুজবের ডালপালা সবে মাত্র শরু হয়েছে, আমি অন্তত তিনজনের পোস্টে নিচের এই কমেন্টি করেছিলাম:

"ভবিষ্যতে বাংলাদেশ চন্দ্র বিজয় করতে পারবে কি না জানিনা, তবে একটা গুজব ঠিকই রটাবে আগামী ১০ বছর পরে।
গুজবটা হচ্ছে- ভারতের চন্দ্র অভিযান ভূয়া। পুরোটাই বলিউডে স্যুটিং করে বানানো হইসে, পতাকা বাতাসে পতপত করে উড়লো কেন? সূর্য দেখা যাচ্ছে একদিকে অথচ ছায়া পড়েছে অন্যদিকে..ইত্যাদি"
=p~

আমেরিকা চাঁদে যায়নি এটা হলিউডে স্যুট করে বানানো হইসে এই গুজবটা আমাদের দেশে বহুল প্রচলিত কিন্তু আশ্চর্য হয়ে যাই মাত্র ৩ দিন হতে চললো না আর এর মধ্যেই এরা গুজবে ঝাঁপি খুলে দিয়েছে। X((

১: প্রশ্ন করা এক বিষয় আর সন্দেহে করা, গুজব ছড়ানো আরেক বিষয়, ব্লগার ঢাবিয়ান উক্ত পোস্টে মোটেও জানার উদ্দ্যেশ্যে কোন প্রশ্ন করেনি, এটা যে একটা ফেক অভিযান সে মূলত সেদিকেই ঈঙ্গিত করেছে, কিন্তু সরাসরি বলতে পারে নাই।

২: যে কোন কিছূর প্রতি প্রশ্ন করা যেতে পারে বা সন্দেহ করা যেতে পারে এটা মোটেও দোষের কিছু নয়। কিন্তু প্রশ্ন করার ধরণ দেখে বুঝা যায় এটা কি সে আসলেই জানার উদ্দ্যেশে করেছে নাকি গুজব ছড়ানোর উদ্দ্যেশে করেছে।

সবাই নিশ্চই রকেট সাইন্টিস্ট না, আর সাবার মহাকাশ বিদ্যার সবকিছু জানারও কথা নয়। উনি যে ইঙ্গিতপূর্ণ প্রশ্নগুলো করেছেন একটু ঘাঁটাঘাটি করলেই এর উত্তর বের করা সম্ভব কিন্তু উনা তা না করে গুজবকেউ উস্কে দিয়েছেন করেছেন।

২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



পড়ালেখা না'করলে ধারণাশক্তি কমে যায়।

৫| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩০

কামাল১৮ বলেছেন: আমি ভেবেছিলাম, মুল যানের সাথে সেলফি তোলার মতো কোন কিছু সংযুক্ত থাকে।

২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫০

সোনাগাজী বলেছেন:



প্রপালশান মডিউল থেকে বিচ্ছিন্ন হওয়র পর, মুল মডিউলের ল্যান্ডিং, ইত্যাদির উপর নজর রাখার জন্য আরেকটি মডিউল দরকার।

৬| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: হুম , আমারও একই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল , পেয়ে গেলাম , ধন্যবাদ সোনাগাজী ।

২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫১

সোনাগাজী বলেছেন:


আপনাকেও ধন্যবাদ।

৭| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: এই যে দেখন উপরে একজন কমেন্ট করেছে " ছবি কে তুললো কেনো দাদা সিসিকেমরা তুলেছে? =p~

তো প্রশ্নের ধরণটা দেখে কি মনে হয়? এটা কি সে আসলেই জানার উদ্দ্যেশ্যে করেছে নাকি? নাকি সে প্রশ্নের মাধ্যমে গুবজকেই প্রতিষ্ঠিত করতে চাচ্ছে?

আর বর্তমান সময়ে প্রশ্নের উত্তর বের করা খুবই কঠিন?? =p~

২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫২

সোনাগাজী বলেছেন:



লোকজন পুরো ব্যাপারটি ধৈয্য ধরে দেখছেন/পড়ছেন বলে মনে হয় না।

৮| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: ভারতের চন্দ্র বিজয় নিয়ে আরও অনেক অনেক গুজবের ডালপালা ছাড়াবে, আপনি রেডি থাকেন এসব নিয়ে পোস্ট করার জন্য।

২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



ইহা আমাদের সম্পর্কে অনেক ধারণা দিবে।

৯| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৭

রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে আমরা হাসির খোরাকের জন্য আজগুবি প্রশ্ন করি । ইচ্ছে করেই একটু হাস্যরস করার জন্য ।

২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:০২

সোনাগাজী বলেছেন:



এপেলো-১১ নিয়েও অনেক প্রশ্ন ছিলো অনেকের।

১০| ২৭ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৯

আমি সাজিদ বলেছেন: এই যুগে চন্দ্রভিযানের নামে কোন দেশে শুটিং হবে আর অন্য দেশগুলো মোটেও রিএক্ট করবে না, এমন হওয়া সম্ভব না। ওই পোস্টটা দেখে আমিও অবাক হয়েছি।

২৭ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:



ভারত যা করেছে বাংগালীদের বুঝতে আরো ২০ বছর সময় লাগবে।

১১| ২৭ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:২১

শোভ বলেছেন: আমি কয়েক দিন আগে মহাজাগতিক চিন্তা ব্লগে একটি মন্তব্য করে ছিলাম , "সোনাগাজির মন্তব্যা করা বন্ধ থাকুক কিন্তু ওনার ব্লগে লিখা যেন বন্ধ করা না হয় ,কারণ ওনার লিখা আমার ভালো লাগে , ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে " আজকে এই লিখায় জানতে পারলাম চাদের ছবি কিভাবে তুলেছে । আমার চিন্তা ছিল এই ছবি গুলো কি নাসা থেকে তুলে ? এখন সোনাগাজি সাহেবের কাছ থেকে শিখে নিলাম । ধন্যাবাদ আমার প্রিয় ব্লাগার চাঁদগাজী/সোনাগাজী সাহেব ।

২৭ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
আমার আগের নিকটা ব্যান করা ও বর্তমান নিকটাকে কমেন্ট করার কারণ শুধু সামুটিম জানে।

১২| ২৭ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কমেন্ট ব্যানের কারণ মডু পোষ্ট দিয়ে বলেছে। সুতরাং এটা এখন সবাই জানে। আপনি না জানলে আপনি মডুর পোষ্ট আবার পড়ুন। আপনি নীতিমালা মেনে কমেন্ট করবেন এটা সামু টিমকে জানালেই তারা আপনার কমেন্ট ব্যান তুলে নিবে। এখন আপনার কমেন্ট ব্যান উঠে যাওয়া মূলত আপনার ব্যাপার। আপনাকে যেমন খুশী তেমন মন্তব্য করতে সামু টিম দিবে না। আপনি বিষয়টা বুঝার চেষ্টা করুন।

২৭ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



কমেন্টের বেলায়, আমার আচরণ সোস্যাাল মিডিয়ার নিয়মের ভেতরে আছে, সামুটিম আজগুবি আচরণ করছেন।

১৩| ২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ আপনার পোস্টের জন্য। বিষয়টা জানা ছিল না। তাই তাৎক্ষনিকভাবে যা মনে এসেছিল তাই আমার পোস্টে লিখেছি। যাই হোক আমার পোস্ট দেখে যারা অবাক হয়েছেন বা যারা আমাকে গুজব রটনাকারী বলার চেষ্টায় আছেন, তারা আসলে বাক স্বাধীনতায় বিশ্বাষী নন। মানুষের মনে প্রশ্ন আসলেও মানুষ জিজ্ঞাষা করে জানার চেষ্টা করবে না বা কোণ প্রকার সন্দেহ প্রকাশ করতে পারবে না , এমন ভাবনাটা স্বৈরতান্ত্রিক ভাবনা। গনতন্ত্রে বিশ্বাশী হলে যে কোন বিষয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারে বা সন্দেহ প্রকাশ করতেই পারে। গুগল করে দেখেন যে , অনেক ভারতীয়রাই টূইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের চন্দ্র অভিযানকে এনিমেটেড মুভি বলছে। ভারত গনতান্ত্রিক দেশ। তাই মানুষ সেখানে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারে। গুজবকারী, রটনাকারী, জামাত শিবির ইত্যাদি ট্যাগ দিয়ে সেখানে বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রয়াস হয় না।

আপনি সুন্দরভাবে বিষয়টার ব্যখ্যা দিয়েছেন বলে ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।
এই বিষয়ে কিছুদিন অনেক আলোচনা, অনেক কথা হবে।

১৪| ২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনারা কি এই ছবি নিয়ে আলোচনা করছেন?

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৮:০০

সোনাগাজী বলেছেন:



না এটা নিয়ে নয়; যেটাতে মুল নভোযানকে ( বিক্রমকে ) চাঁদের পৃষ্টে দেখা যাচ্ছে, সেটা নিয়ে।

১৫| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৮:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: এটা?

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২২

সোনাগাজী বলেছেন:



১৭ নং মন্তব্যে আমি ১টি ছবি দিয়েছি, যেখানে বিক্রম চাঁদের মাটিতে; এই ধরণের ছবি নিয়ে কথা হচ্ছে:

১৬| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৮:১৩

সোনাগাজী বলেছেন:





১৭| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ইনফরমেশান এর জন্য। রাজনীতির ক্যাচাল ছেড়ে আমাদের জ্ঞান বিজ্ঞান এর দিকে নজর দেয়া জরুরী। রাষ্ট্রিয় ভাবে আমরা সরকার ও জনগণ মিলে ক্যাচাল চর্চা করে নিজেদের নষ্ট করে যাচ্ছি

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪৬

সোনাগাজী বলেছেন:


বর্তমান বিশ্বে, সরকার যা করে, জনগণ সেইদিকে যেতে বাধ্য; আমাদের সরকারগুলো ও ব্যুরোক্রেটরা জাতিকে যাযাবর বানায়ে ফেলেছে।

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:



এই ধরণের সরকারকে এড়িয়ে ভালোভাবে থাকার পথও আছে, অনেক পথ আছে।

১৮| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৫

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশীদের মাথা ব্যাথা ভারতীয় সাফল্য দেখে কিন্তু কখনও The UAE successfully launched the Mars Hope mission to Mars on 19 July, 2020 এটা নিয়ে কিছু বলেও না বা সন্দেহ প্রকাশ করে না। চাদ তো কাছেই মংগল তো আরো দুরে ..সেখানে যাওয়া কি সম্ভব: এই প্রশ্ন কেউ করবে না
ঐ পোস্টে কিছু ব্লগার এর মন্তব্য দেখে বিমোহিত ...এরা কিসের দ্বারা অনুপ্রানিত হয়ে এমন সন্দেহ প্রকাশ করছেন, তা খুব সহজেই বুঝা যায়

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ বিশ্ব সম্পর্কে ভাসা ভাসা জ্ঞান রাখেন; কোথায় কি হচ্ছে, এই ব্যাপারে সঠিক ধারণা বেশী মানুষের নেই।

১৯| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিজ্ঞানের সাফল্যকে ছোট করে দেখার উপায় নেই ।
ভারত করেছে বলে তার কোন বেনিফিট আমরা পাব না
তা এখনই বলা যাবে না ।

............................................................................................
যে কোন সাফল্য মানব জাতির জন্য আগামী দিনের স্বপ্ন !
আমাদের আগামী প্রজন্ম এর থেকে উপকৃত হবে, এটাই আমার প্রত্যাশা !

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশীদের নিজের অবস্হা অনুধাবনের জন্য ইহা একটি বড় ঘটনা।

২০| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট ট দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



আপনাকেও ধন্যবাদ

২১| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৪

ঊণকৌটী বলেছেন: বাংলাদেশ সরকারের উচিত ভারতের এডুকেশন সিস্টেম টা একটু দেখা,কারণ এইখানে ছোট থেকেই পরিবেশ শৃঙ্খলা বিজ্ঞান এর উপরে জোর দেয়া হয় এবং সবচেয়ে আধুনিক শিক্ষার উপরে নজর দেওয়া পাশাপাশি সুষম খাদ্য যা সরকার দেবে শারীরিক ও মানসিক বিকাশ এর জন্য

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৪

সোনাগাজী বলেছেন:



ভারত, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড এসব দেশের পাঠ্যসুচী, পরীক্ষা পদ্ধতি অনুসরণ যোগ্য। কিন্তু আমাদের মুল সমস্যা অন্যত্র: আমাদের দরিদ্র শিশুদের খবর সরকার রাখে না, ওদের খবর রাখে মোল্লারা; মোল্লারা ওদেরকে মাদ্রাসায় নিয়ে যায়, ভরণ পোষণও দেয়; কিন্তু এদের ভবিষ্যত সীমিত। আমাদের সেই ধরণের মেয়েরা গত ৪০ বচর গার্মেন্টস'এ কাজ করছে, ভারতের সেই ধরণের মেয়েরা আমেরিকার আইটি সেক্টর চালাচ্ছে, আমাদের সরকারের লোকেরা ও ব্যুরোক্রেটরা অকেজো ও খারাপ প্রকৃতির লোকজন; এছাড়া কলেজ ইউনিভার্সিটির ছেলেরা রাজৈতিক দলের পান্ডা হিসেবে কাজ করতে গিয়ে পড়ালেখার পরিবেশ বিনষ্ট করে ফেলেছে; বেশীরভাগ ছেলেকে "ফেইসবুকে" ব্যাচেলর ডিগ্রি দিতে হবে।

২২| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: ১৭নং এ দেওয়া ছবিটা তৈরী করা বোধকরি।



ছবিটি এখানে পাবেন।

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



স্যরি, আমি এই ছবি দিয়ে আপনাকে কনফিউসড করে ফেলেছি; আমি ছবিটা দিয়েছিলাম সিনারিও বুঝাতে যে, এই ধরণের ছবি " স্বয়ং বিক্রম থেকে তোলা নয়, অন্য একটি মডিউল, Chandrayaan-২'এর অরবিটার থেকে তোলা"।

২৩| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি দুঃখিত, আমি মনে হয় আপনাকে বুঝাতে পারি নাই। আমি একটা-দুইটা স্যাম্পল চাচ্ছি যে আপনি আসলে কিসের কথা বলছেন।

আর আপনি ১৬ নং মন্তব্যের উত্তরে যা বলেছেন, ২৩ নং মন্তব্যের উত্তর কিন্তু তার সাথে মিলে না!

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৩:৫৮

সোনাগাজী বলেছেন:



আমি উত্তর দেবো, আমি দেখি চন্দ্রযান-৩ এর কোন ছবি পাি কিনা! একটু সময় লাগবে।

২৮ শে আগস্ট, ২০২৩ ভোর ৪:২৬

সোনাগাজী বলেছেন:



স্যরি, অনলাইনে চাঁদের বুকে বিক্রম নামার পরে তোলা কোন ছবি আমি পাইনি। আমি ১৭ মন্তব্যে দেয়া চিত্রকে ( শিল্পির অংকন করা ছবি ) ব্যবহার করে ব্যাখ্যা করছি:

বিক্রম যখন চাঁদের বুককে নেমেছে ( রোভার তখনো বিক্রমের অভ্যন্তরে ), তখন যেসব ছবি তোলা হয়েছে, ( যেগুলোতে পুরো বিক্রমকে দেখা যাচ্ছে ) সেগুলো দেখলে মনে হবে অন্য কোন মডিউল দুর থেকে সেই ছবিগুলো তুলেছে; বিক্রম থেকে তোলা হয়নি! সেই ধরণের ছবি টেলিভিশনে দেখায়েছে ভারত। অনেকে প্রশ্ন করেছে, সেই ছবিগুলো কোথা থেকে, কিভাবে তোলা হয়েছে? একই প্রশ্ন করেছেন ব্লগার ঢাবিয়ান।

আমি অনলাইন থেকে জেনেছি যে, বিক্রম চাঁদের পৃষ্ট স্পর্শ করার পর, ( রোভার তখনো বিক্রমের অভ্যন্তরে ) প্রথমে বিক্রমের ছবি তুলেছে Chandrayaan-2'এর অরবিটার, যাহা চাঁদের চারিদিকে ঘুরছে। Chandrayaan-2'এর অরবিটার ছিলো গত অসফল অভিযানের অরবিটার, ইহা এখন লুনার স্যাটেলাইট।

দেখেন, এবার পরিস্কার কিনা?

২৪| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৩:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:


পোষ্টের লেখা হতে প্রশ্নটির উত্তর অনেকের কাছেই পরিস্কার হবে ।

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৩:৫৯

সোনাগাজী বলেছেন:



আশাকরি, পরিস্কার হয়েছে। ধন্যবাদ।

২৫| ২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: ২৪ নং এর উত্তরে যা লিখেছেন, তাতে আমার কাছে আরও গোলমেলে মনে হচ্ছে। তবুও কিছু প্রশ্ন রেখে যাচ্ছি।

১. আপনি বলছেন বিক্রম নামার আগের কিছু ছবি যেগুলি "দেখলে মনে হবে অন্য কোন মডিউল দুর থেকে সেই ছবিগুলো তুলেছে"; আমি সেগুলিই দেখতে চাচ্ছি। আছে কোন?

২. আপনি আরও লিখেছেন, "আমি অনলাইন থেকে জেনেছি যে, ................প্রথমে বিক্রমের ছবি তুলেছে 'এর অরবিটার" - আমার প্রশ্ন আপনি এই লেখাটা কোথায় পড়েছেন, রেফরেন্স দিবেন প্লিজ।

৩. আপনার সম্পূর্ণ পোষ্ট যদি পড়া হয়, তাহলে মনে হবে আপনি ১০০% নিশ্চিত যে, বিক্রম বের হবার আগেই কিছু ছবি তোলা হয়েছে আর সেই ছবি গুলি Chandrayaan-2 এর অরবিটার তুলেছে। কিন্তু আমার মন্তব্যগুলির উত্তরে এখন মনে হচ্ছে আপনি অতটা শিওর না। যদি আপনি পোষ্টে লেখা সব বিষয়ে শিওর হয়েই থাকেন, দয়া করে প্রমান গুলি দিয়ে উত্তর করবেন।

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৪

সোনাগাজী বলেছেন:




১) আমি আলোচনা করেছি বিক্রম চাঁদের পৃষ্ঠে নামার পর তোলা ছবি নিয়ে।

২) চাঁদের পৃষ্টে বিক্রমের ছবি তুলেছে চন্দ্রযান-২'এর অরবিটার।
রেফারেন্স:
https://www.indiatoday.in/science/chandrayaan-3/story/chandrayaan-2-orbiter-photoshoots-chandrayaan-3-lander-2426329-2023-08-25

৩) আমি সিওর, আমি উপরে যে URL দিয়েছি, সেটাতে সব পাবেন।

২৬| ২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২২

অরণি বলেছেন: আমাদের সরকারের পদলেহী ব্যুরোক্রেটরা খারাপ প্রকৃতির লোক; এরা যে যেখানে আছে সেখানেই পদলেহন করে যাচ্ছে। এরা ১০ টাকায় চা সিংগা খাচ্ছে এবং কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে হেলমেট বাহিনী হিসেবে গড়ে তুলছে। এরা বিজ্ঞান পড়ে না এবং অন্যদের পড়তেও দেয়না। এরা ইউনিভার্সিটি উন্নয়ন বা গবেষনার বরাদ্দ থেকে পারসেনটেন্স খায়, এরা ধর্ষনের সিঞ্চুরী করে। সরকার এদেরকে সহযোগিতা করে তাহলে এরা এ্যরোনটিক্যাল ইজ্ঞিনিয়ারিং পড়বে কি করে?

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৭

সোনাগাজী বলেছেন:




সরকার, ব্যুরোক্রেটরা ও ব্যবসায়ী সিন্ডিকেটরা দেশটাকে কলোনী বানায়েছে।

২৭| ২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আবারও বলছি, আমি বিষয়গুলি ক্লিয়ার হতে চাচ্ছি। তাই মন্তব্যের পর মন্তব্য করছি।

১. আমি ১৫ নং মন্তব্যে একটা ছবি দিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি ওটার কথা বলছেন কি না। আপনি তার উত্তর হ্যাঁ বা না না বলেই অন্য একটা ছবি দিয়েছেন ও বলেছেন যে ঐ ধরণের ছবির কথা আলোচনা করছেন।

২. এর পরে আমি যখন দেখালামযে ঐ ধরণের ছবি আসলে শিল্পীর চোখে কেমন হতে পারে তার একটা প্রতিফলন, আপনি আপনি বলেছেন, আপনি ওটাও মিন করতে চান নাই, অন্য কিছু মিন করেছেন।

৩. সেটার যখন রেফরেন্স চাইলাম, আপনি একটা লিংক দিলেন, যেটা আমার ১৫নং মন্তব্যে করা ছবিই।

আসলে আপনি কোনটা কথা বলছেন আপনি ক্লিয়ার কিনা আমার সন্দেহ!

আবার আপনি যে রেফরেন্স দিয়েছেন, সেখানে স্পষ্ট করে বলা আছে যে ISRO ছবিটা পোষ্ট করবার কয়েক মিনিটের পরেই ডিলিট করে ফেলেছে। নিজে ISRO এ বিষয়ে কোন ব্যাখ্যা দিয়েছে বলে জানাও নাই। কিন্তু আপনার পোষ্ট পড়ে মনে হচ্ছে বিষয়টা একটা কনফামর্ড ব্যাপার।

আসলে কি ঘটছে?

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩১

সোনাগাজী বলেছেন:



আপনি কিছু পড়লে, উহাকে অনুভব করতে পারেন না, মনে হয়।

হ্যাঁ, দেখলাম ISRO ছবিগুলো মুছে ফেলেছে; মনে হয়, এখন ওরা হয়তো নতুন নতুন ছবি প্রসেসিং করছে। কিন্তু ওখানে লেখা আছে যে, Chandrayaan-2 orbiter'এর তোলা ছবিগুলো মুছে ফেলা হয়েছে। ঢাবিয়ানের প্রশ্ন ছিলো, বিক্রমের-৩'এর ছবি কে তুলেছে? আমার উত্তর ছিলো যে, ছবিগুলো Chandrayaan-2 orbiter তুলেছে; আপনার মাথা এই সামান্য ইরফরমেশন প্রসেসিং করতে পারছে না?

২৮| ২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি কিছু পড়লে, উহাকে অনুভব করতে পারেন না, মনে হয়।

হ্যাঁ, দেখলাম ISRO ছবিগুলো মুছে ফেলেছে; মনে হয়, এখন ওরা হয়তো নতুন নতুন ছবি প্রসেসিং করছে। কিন্তু ওখানে লেখা আছে যে, Chandrayaan-2 orbiter'এর তোলা ছবিগুলো মুছে ফেলা হয়েছে। ঢাবিয়ানের প্রশ্ন ছিলো, বিক্রমের-৩'এর ছবি কে তুলেছে? আমার উত্তর ছিলো যে, ছবিগুলো Chandrayaan-2 orbiter তুলেছে; আপনার মাথা এই সামান্য ইরফরমেশন প্রসেসিং করতে পারছে না?


আপনি কিছু পড়লে উহাকে অনুভব করতে পারেন না মনে হয়। কারণটা আগের কমেন্টে ব্যাখ্যা করেছি। আপনি অলরেডি ছবি নিয়ে পাল্টি খেয়ে ফেলেছেন। আপনি যদি আমার প্রথম কমেন্টটা পড়তে তাহাকে অনুভব করতেন, তাহলে সঠিক ছবিটা দিয়ে দিতেন। তা না করে স্কিপ করেছেন। দ্বিতীয় ছবি দিয়েছি, তখন আপনি অন্য একটা ছবি দিয়েছেন। আবার যখন প্রমান দিয়েছি যে ঐটা অন্য অরবিটারের ছবি না, তখন আপনি আবার আমার দ্বিতীয় ছবিটিতে ফিরে গেছেন!

প্রথম থেকে "কে ছবি তুলেছে" এটাই তো আমার কোন উদ্দেশ্য ছিলো না, কারণ সেটার বিষয়ে আপনি পোষ্টে বলেই দিয়েছেন। অর্থাৎ আমি যাহা পড়ি, তাহা অনুভব করি। কিন্তু আপনি যাহা পড়েন তাহা অনুভব করেন না দেখেই প্যাচ লাগায় ফেলছেন।

এরপর যখন আমি ঐ ছবিটা ISRO পোষ্ট করে ডিলিট করে ফেলেছে বললাম, এবং রেফরেন্স হিসাবে আপনারই দেওয়া লিংকের কথা বললেন, তখন আপনি নতুন করে আবার দেখে বুঝলেন, ওহ, হ্যাঁ, ডিলিট করার কথা বলা আছে। অর্থাৎ আপনি আগে যে বলছিলেন অনলাইনে পড়েছেন, অনলাইনে পড়েছেন, তখনও আপনি অনলাইনে যা পড়েছেন, তা অনুধাবন করেন নি! অনুধাবন করলে আপনার এতটুকু সৎ সাহস আছে বলে বিশ্বাস করি যে তা উল্ল্যেখ করতেন যে ওরা ছবিটা ডিলিট করেছে।

দুইটা প্রমান তো দিলাম যে আপনি যা পড়েন তা বুঝেন না, এবার আসেন তৃতীয় উদাহরণে। ফিরে যান আপনারই দেওয়া লিংকে। খুঁজে দেখেন deleted শব্দটাকে। ঐ পোষ্টেই টাইটেলে, ক্যাপশনে, permalink এ এবং লেখার ভিতরে মোট ৪বার ব্যবহার করেছে। এর একটা অর্থ দাড় করানো যায়। সেটা হচ্ছে, যারা নিউজটা করেছে, তারা ঠিক শিওর না যে ছবিটা আসলেই Chandrayaan-2 orbiter তুলেছে কি না। তারা এজন্যই বার বার বলছে যে ছবিটা ডিলিট করে ফেলা হয়েছে। আর আপনার পোষ্ট পড়ে মনে হচ্ছে বিষয়টা "প্রতিষ্ঠিত সত্য"! আপনি ঐ নিউজ লিংকে যা পড়েছেন, আপনি তা অনুধাবন করতে পারেন নি।

-----------

নিজের অপারগতা অন্যের ঘাড়ে চাপাবেন না প্লিজ। এগুলি খারাপ কাজ।

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:


ভালো।
আপনার কাছে প্রশ্ন, আপনি যতটুকু বুঝেছেন, Chandrayaan-3'এর মুল মডিউল ( বিক্রম ) যেই মহুর্তে চন্দ্রপৃষ্ঠ ছুঁয়েছে, তখন যেই ছবিগুলো নেয়া হয়েছিলো, সেগুলো কিভাবে নেয়া হয়েছে?

২৯| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৫৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার কাছে প্রশ্ন, আপনি যতটুকু বুঝেছেন, Chandrayaan-3'এর মুল মডিউল ( বিক্রম ) যেই মহুর্তে চন্দ্রপৃষ্ঠ ছুঁয়েছে, তখন যেই ছবিগুলো নেয়া হয়েছিলো, সেগুলো কিভাবে নেয়া হয়েছে?

আমার তো ভাই সেই আগের প্রশ্নই। কোন ছবির কথা বলছেন? আপনি "ছবিগুলো" বলেছেন, অর্থাৎ একাধিক ছবি তোলা হয়েছে, কিন্তু কোন গুলি? কয়েকটা দেখেন, তখন বলি।

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:




ছবি আমি টেলিভিশনে (সিএনএন ) দেখেছিলাম, অনলাইনে এখন নেই; তারা দিবে বলছে।

৩০| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১২:০৩

durnibarakash বলেছেন: বুঝলাম ভাই, ধন‌্যবাদ

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।

৩১| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৩:৪৩

কলাবাগান১ বলেছেন: মিস ইউনিভার্স ইন্ডিয়া, বিশ্ব এথেলেটিকস ৪ X ১০০ রিলে তে সিলভার ইন্ডিয়া, ওয়ার্ল্ড দাবা চ্যাম্পিয়নশীল এর ফাইনালে ইন্ডিয়া, চাদে ইন্ডিয়া, আমেরিকাতে এত সিইও এর সাথে যোগ হয়েছে ভাইস প্রেসিডেন্ট আর সাথে দুজন ইন্ডিয়া বংশভূত িরপাবলিকান প্রেসিডেন্টসিয়াল ক্যান্ডিটেড..ব্রিটেনে এর প্রাইম মিনিস্টার....পুরা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে ইন্ডিয়া..আর আমাদের বাংলাদেশীরা আছেন কন্সপিরিউসি থিয়োরী দিয়ে ইন্ডিয়া কে কাবু করতে....কোন সলিড কাজ দ্বারা না

২৯ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:০২

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা ইন্ডিয়ার বর্ডারে বাস করেও ইন্ডিয়া সম্পর্কে তেমন কিছু জানেন না। আমাদের গার্নেন্টস'এ আজ অবধি দেড় কোটী নারী কাজ করেছেন; ওদের মতো ভারতীয় নারীরা আমেরিকার আইটি চালু রেখেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.