নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার কমেন্টব্যানের বিপক্ষে প্রতিবাদ করতে চাই!

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০০



আমার কমেন্টব্যানের ৬ষ্ঠ মাস চলছে, আমি মহা বিরক্ত, আমি প্রতিবাদ করতে চাই! আমি কমেন্টকে 'ফিডব্যাক' হিসেবে ও 'সমালোচনা' হিসেবে ব্যবহার করি; যারা আমার কমেন্ট পছন্দ করেন না, "তারা আমাকে কমেন্টব্যান করে" রেখেছেন।

যাঁরা আসল লেখক, তাঁরা আমাকে কখনো কমেন্টব্যান করেননি, যারা আমাকে কমেন্টব্যান করেছে, তাদের প্রায় সবাই হতাশ হয়ে ব্লগ ছেড়েছে, কিংবা তাদের লেখায় ঘুঘু চরছে, ডোডো পাখী ডিম পাড়ছে।

ব্লগারেরা আমাকে কমেন্টব্যান করার পর, সামুটিম আমাকে ব্যান করার কোন দরকার ছিলো না; টিমের কমেন্টব্যান কিভাবে কাজ করছে? উত্তর হলো, যেসব ভালো ব্লগার আমার ফিডব্যাক চান, তাঁদের পোষ্টে আমাকে কমেন্ট করতে দিচ্ছেন না, ইহা কোন ধরণের লজিক?

আমার ব্যান তুলে নেয়ার জন্য অনেক অনেক পোষ্ট এসেছে, আমি নিজেও অনেক পোষ্ট দিয়েছি; সামুটিম মাঝে মাঝে এসব পোষ্ট সরায়ে দিয়েছেন, কমেন্টব্যান তুলে নেননি; উনারা আমাদের দেশের সরকারী কর্মচারীদের মতো চুপ করে থাকেন, মাঝে মাঝে ১ খানা পোষ্ট ছেড়ে দুনিয়ার অপ্রয়োজনীয় কথা লিখেন, কিন্তু কি কারণে আমাকে কমেন্টব্যান করে রেখেছেন, তার সঠিক কারণ তুলে ধরতে ব্যর্থ হয়েছেন।

উনারা আমাকে অকারণে যে কমেন্ট ব্যান করেছেন, সেটা আমার ব্লগিং প্রমাণ করছে প্রতিদিন; সেটা উনারা বুঝতেছেন বলে মনে হয় না।

আমি ভাবছি, আমি প্রতিবাদ করবো; আমি লেখা বন্ধ করবো না, ব্লগও ছাড়বো না; এবং ব্লগের যাতে কোন রকম ক্ষতি না'হয়, সেই রকম পন্হায় প্রতিবাদ করতে চাই! আমি সেটা নিয়ে ভাবছি, আপনারাও আমাকে পরামর্শ দিতে পারেন। আমি মনে করি, আমাকে কমেন্টব্যান করার ফলে ভালো ব্লগারেরা আমার ফিডব্যাক থেকে বন্চিত হচ্ছেন; ইহা সোস্যাল মিডিয়ার দিক থেকে ভাবলে নাগরিক অধিকার হরণের একটি বড় ধরণের উদাহরণ; ইহার সুরাহা হওয়া দরকার!


মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

রানার ব্লগ বলেছেন: আপনি আপনার পক্ষ থেকে প্রতিবাদ করতেই পারেন । এটা আপনার অধিকার ।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০

সোনাগাজী বলেছেন:



টিমকে ভাবার সুযোগ দিচ্ছি

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

ভুয়া মফিজ বলেছেন: আপনে নিউইয়র্কের জাতিসংঘের হেডকোয়ার্টারের সামনে লুঙ্গি পইড়া আমরণ অনশনে বসেন। সেই ছবি ব্লগে পোষ্ট দিবেন। তাইলে আমি আইসা আপনের লগে একাত্মতা প্রকাশ করমু। কথা দিলাম। =p~

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

সোনাগাজী বলেছেন:


আপনি একাত্নতা ঘোষনা করার পর, ব্লগ আমাকে সোলেমানী ব্যানের ব্যবস্হা করবে।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৭

ভুয়া মফিজ বলেছেন: আরে না, কি কন!!! ........আর সোলেমানী ব্যান করলেই কি? লালগাজী আছে না!!! :P

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

সোনাগাজী বলেছেন:


গাজী শব্দটা দেখলে সামুটিম ভয় পায়।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: আপনি যদি আপনার বিপক্ষ ব্লগারদের পোস্টে কমেন্ট না করেন তাহলে আর কোন সমস্যা দেখি না। তাছাড়া যারা আপনাকে সহ্য করতে পারে না তারা আপনাকে ব্যান করে দিলেই ঝামেলা শেষ। তবে এবার যদি আপনি ব্যানমুক্ত হন তাহলে বিপক্ষ ব্লগারদের সাথে ঝগড়া ঝাটিতে জাড়বেন না, তারা যতই গার্বেজ লেখুক ওসব পোস্টে কমেন্টাই করবেন না।

৬ মাস দীর্ঘ একটি সময়, আশা করি মডারেটরগণ এবার আপনার প্রতি একটু সদয় হবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

সোনাগাজী বলেছেন:



মনে হয়, সামুটিম সরকারী বেতনে চলেন।

আমাকে যারা কমেন্টব্যানে রেখেছেন, তাদের বিদায় সম্পন্ন হলে টিমের টনক নড়বে।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে সম্পূর্ন একমত।
তবে আমি স্পষ্ট বলতে চাই সামু আপনার সাথে অন্যায় করেছে। এবং আমি আশ্চর্য হই- সামু বুঝতেই পারছে না কাজটা তাঁরা অন্যায় করছে। উলটা মজা করে তাঁরা বলে- আপনার কমেন্ট ব্যান থেকে মুক্তি আপনার হাতে!!!! কি রসিকতা!!!

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



টিমের কাজকর্ম সরকারী কর্মচারীদের মতো

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রত্যেকটা মানুষের সুবিচার পাওয়ার অধিকার আছে। আপনার ক্ষেত্রে বিচার নিয়ে ধোঁয়াশা আছে মনে হচ্ছে। ব্লগ কর্তৃপক্ষ আপনার ব্যাপারে গত পোস্টে কি বলতে চেয়েছে সেটা আমার বোধগম্য হয় নাই। কোন মানুষের শাস্তি অনির্দিষ্ট কালের জন্য হতে পারে না। এটা এক ধরণের মানসিক পীড়ন তৈরি করছে আপনার উপর। আপনার অপরাধ কি, কবে এই শাস্তি শেষ হবে এই ব্যাপারগুলি পরিষ্কার করে জানানো উচিত। ৬ মাস পার হওয়ার পরেও কেন আপনাকে ব্যান মুক্ত করা যাচ্ছে না সেটাও খোলাসা করে বলা উচিত। আপনাকে নিয়ে অকারণেই দীর্ঘসূত্রিতা ঘটছে বলে আমার মনে হয়।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:



আমার কমেন্টব্যান নিয়ে টিমের কথাবার্তা শুনে টিমের দক্ষতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

ফেনা বলেছেন: আমি মনে করি আমার একটা লেখায় যদি সবরকম সমালোচনা না আসে তাহলে আমার লেখার উন্নতি হবে না। আর একটা লেখা বা মন্তব্যে যদি মুক্ত আলোচনার পরিবেশ না থাকে তাহলে এইটাকে কণ ভাবেই ভাল প্লাটফর্ম বলা যায় না। আর কারো লেখা বা মন্তব্য ভাল না লাগে তাহলে সেখানে মন্তব্য না করাই ভাল। আর কারো মন্তব্য আমার ভাল না লাগলে আমি নিজে ব্যক্তিগত ভাবে তাকে ব্যন করে দিব তাতেই ত মামলা চুকে যায়।
কিন্তু এখানে কর্তিপক্ষ সরকমের মন্তব্য ব্যন করে রাখছে যা সত্যি অবাক হয়ার মত, তাও দীর্ঘ সময় ধরে। আমি মনে করি বযক্তিগত ভাবে কারো মন্তব্য ভাল না ল্গলে ঠিক তাকেই ব্যন করে রাখুন, সর্বপরি না। অন্য একজনের ভাল না লাগলেও আমার ত ভাল লাগতে পারে তাই না..

আশা করি সোনাগাজী সঠিক বিচার পাবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:



টিমের সর্বশেষ পোষ্টে বলা হয়েছে যে, কিছু লোকজন আমার ব্যান চেয়ে টিমকে "চাপ" দিয়েছিলো! টিমের এই অবস্হা কেন?

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১২

পদাতিক চৌধুরি বলেছেন: কন কি আপনে কমেন্টে ব্যান? এমা আগে বলেননি কেন আমরা সবাই মিলে আন্দোলন করতাম।যাক এখন ভূয়া ভাই যেটা বলেছেন সেটা আগে করুন আপনেকে ব্যান মুক্ত করা আমাগো প্রধান কাজ।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

সোনাগাজী বলেছেন:



আপনার সমর্থন পেয়েছি, টিমকে "চাপ" না'দিলে আমি মুক্ত হয়ে যাবো।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০০

ইফতেখার ভূইয়া বলেছেন: কমেন্ট করতে দিলে আপনার লিখার পরিমান কমে যাবে বলে আমার ধারনা :P

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



তাও ঠিক।
আমার মনে হয় এডমিন সাহেবও সেই রকম কিছু একটা ভাবছেন।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

কিরকুট বলেছেন: হিম্মতে বান্দা মদদে খোদা !
কি করবে সব হিংসুটে সব গাধা ।
চালিয়ে যান যুদ্ধ,
পথ নয় রুদ্ধ ।
আঁকড়ে ধরুন মাটি,
জানুন আপনি খাঁটি।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:


আমাকে কমেন্টব্যান করে, যেভাবে কয়েকজন ঝরার পথে আছেন, ব্লগার আরো কমে যেতে পারে; শান্তি নেই

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

কামাল১৮ বলেছেন: প্রতিবাদ করা আপনার অধিকার কিন্তু সেটা নিয়ে উপহাস করা কোন পর্যায়ে পরে আমার জানা নেই।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:


কিছু বাংগালী বিদেশে গিয়েও কিছু রপ্ত করতে পারেন না।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনাকে দীর্ঘ দিন কমেন্ট ব্যানে রাখা আমাদের দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান আইনে বৈধ।

সামহ্যোয়ার ইন একটি ব্যক্তি সম্পত্তি। ব্যক্তি সম্পত্তি রক্ষা করা বাংলাদেশের আইনে বৈধ।

আপনি বাংলাদেশের ভোক্তা অধিকার সংস্থা'র কাছে একবার অভিযোগ জানাবেন কি, প্লিজ?

এই সংস্থার ওয়েবসাইট- Click This Link

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
আমার কিছুই করা লাগবে না, টিম হতাশ হয়েই আমাকে ছেড়ে দেবেন।

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৫

কলাবাগান১ বলেছেন: চাদগাজীকে ব্যান করার প্রতিবাদ

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ; কিন্তু ইহা করা ঠিক হবে না, আপনার মেডিক্যাল ও সায়েন্টিফিক পোষ্টগুলো খুবই দরকারী; আমার কমেন্টব্যান তুললে যা, না'তুলেও কোন ক্ষতি নেই। আমি মাঝে মাঝে পোষ্ট দিই যাতে টিম বুঝতে পারে যে, এই ব্যানটার দরকার নেই।

আপনাকে ধন্যবাদ, আমি আপনার বিশাল সাপোর্ট পেয়েছি; আমি আপনার পোষ্ট পড়ে অনেক ব্যাপারে অনুসন্ধান করে থাকি; টিমের ২ পয়সাও ক্ষতি হবে না, ক্ষতি হবে আমর ও ব্লগারদের।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫২

ঋণাত্মক শূণ্য বলেছেন: এসব দেখি বাবার হাটবাজার!

বাবা বলেছেন, "যারা আমার কমেন্ট পছন্দ করেন না, "তারা আমাকে কমেন্টব্যান করে" রেখেছেন।" - আমি কবে আপনাকে ব্যান করলাম?

বাবা আরও বলেছেন, "যাঁরা আসল লেখক, তাঁরা আমাকে কখনো কমেন্টব্যান করেননি" - মানে দাড়ায় আমি আসল লেখক

------------

ভুয়া মফিজে সাথে সব সময় সহমত প্রকাশ না করলেও তার দেওয়া প্রস্তাবে আমিও রাজি! ;) :P

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:



আপনি আপনার ছাত্র জীবন থেকে কাজ করে আসছেন টেকনোলোজীতে, আপনি অভিজ্ঞ মানুষ, আসল ব্লগার।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১২

নূর আলম হিরণ বলেছেন: আপনার কমেন্ট ব্যান তুলে নিতে বলায় আমাকে ইমেল সতর্ক করা হয়ছে। তারপরও বলবো আপনার কমেন্ট ব্যান তুলে নেওয়ার কথা টিমের বিবেচনা করা উচিত?

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



এডমিন সাহেব হতাশ হয়ে গেছেন? উনার পোষ্ট টোষ্টও দেখছি না।

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনাকে আর একবার সুযোগ দেওয়ার অনুরোধ করছি।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



ভালো, ধন্যবাদ।
আশাকরি, টিম হতাশা থেকে বেরিয়ে আসবে।

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২০

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




আপনি কোনও পোস্টের বিষয় নিয়ে যতোই কঠিন সমালোচনা (সমালোচনা অর্থে) করুন না কেন, আমার মনে হয় তাতে কেউ আপত্তি করেন না। আপত্তি তখনই করা হয় যখন আপনার মন্তব্য বিষয় ভিত্তিক না হয়ে ব্যক্তি আক্রমনের পর্যায়ে চলে যায় এবং আপনাকে ব্যান করার কথা তখনই চলে আসে।
ব্লগ কর্তৃপক্ষের প্রায় সব পোস্টেই আপনাকে কমেন্ট ব্যানের জন্যে এই ব্যক্তি আক্রমনকেই দায়ী করা হয়েছে। আপনি সেটা না করলেই তো আপনার ব্যান উঠিয়ে নেয়ার কথা।
কোনও পোস্ট আপনার মতের বিরূদ্ধে গেলে বা আপনার মনঃপুত না হলে, ব্যক্তি আক্রমনজনিত কথা বাদ দিয়েও তো কঠিন সমালোচনা করা যায়। আর আপনিও তো সঠিক ব্লগিং এর জন্যে এই সমালোচনার কথাই বলেন। সেখানে আপনার কথা মতোই ব্যক্তি আক্রমনের জায়গা থাকে কি ? সমালোচনা মানে তো ব্যক্তি আক্রমন নয়!

ব্যক্তি আক্রমন নয় , সঠিক সমালোচনা করুন, ব্যক্তি আক্রমন না করার প্রত্যয় ব্যক্ত করুন; দেখবেন আপনার ব্যান উঠে গেছে। তখন কে্উ আপনাকে ব্যান করার কথা বলার যৌক্তিকতা পাবেন না।

আপনার শুভবুদ্ধির উদয় হোক, আপনার ব্যান কেটে যাক.....

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, আমার লেখার বিষয়গুলোই অনেকের জন্য সমস্যা; মনে হয়, তারা সেটা না'বলে, অন্যভাবে আমাকে চাপে রাখতে চায়। কোন কোন ব্লগার তো আমার শত্রু নয়।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার মন্তব্যের ধরন নিয়ে কম-বেশী আমারও ব্যক্তিগত অসন্তুষ্টি রয়েছে। আপনি মন্তব্যের প্রতি-উত্তরে মন্তব্য না করে অনেক সময় উপমা ব্যবহার করে ব্যক্তিগত আক্রমণ করেন, এটা অশোভন বা অগ্রহণযোগ্য বলে আমার মনে হয়েছে। যুক্তি-তর্ক বা আলোচনা-সমালোচনা হতে পারে, ব্যক্তিগত আক্রমন প্রত্যাশিত নয়। আপনি সিনিয়র ব্যক্তি, বলতে পারেন ব্লগের বেশীরভাগ ব্লগারই আপনার সন্তানের মতো বয়সী, তাদের সাথে এমন করাটা বাচ্চসুলভ বলে মনে হয়। আমার ধারনা শোধরানোর জন্য আত্মউপলব্ধির যে প্রয়োজন রয়েছে, সেটা আপনার এখনো আসে নি। হয়তো কর্তৃপক্ষ বিষয়টি নজরে রাখছেন। শুভ কামনা থাকছে। ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে।

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:০৩

নিমো বলেছেন: যেখানে লন্ডনি, ভারতীয়, সৌদি নেংটি পার্টি আপনার সাথে সংগ্রাম করতে চায়, সেখানে আপনার মুক্তি অসম্ভব। আপনি বরং ব্লগের জন্য কিছু ডলার বা নির্বোধ মডুর জন্য কিছু বই পাঠিয়ে দেখতে পারেন।

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫৩

সোনাগাজী বলেছেন:



ভালো আইডিয়া

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪৫

শ্রাবণধারা বলেছেন: আহমেদ জী এস ভাই এবং জ্যাক স্মিথ এর সাথে সহমত পোষণ করার পাশাপাশি আশা করছি আপনার ব্যান উঠিয়ে নেয়ার ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষ সদয় হোক।

আপনি লিখেছেন "আমার মনে হয়, আমার লেখার বিষয়গুলোই অনেকের জন্য সমস্যা মনে হয়, তারা সেটা না'বলে, অন্যভাবে আমাকে চাপে রাখতে চায়।"। আমার তা মনে হয়না, আপনার ব্যানের জন্য আপনার ব্যক্তি আক্রমনসুলভ মনোভাব দায়ী।

অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আপনি পোস্ট না পড়েই শুধু পোস্টে চোখ বুলিয়েই কটু মন্তব্য করেন। পোস্টটি যখন আপনার মনোযোগের পক্ষে গুরুত্বহীন, সেক্ষেত্রে আপনার মন্তব্য না করলেই মিটে যায়, কিন্তু আপনি তা করেন না। মন্তব্য আপনার করা চাইই চাই, তাও আবার কটু মন্তব্য।

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, গার্বেজে আর কমেন্ট করবো না।

২১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, গার্বেজে আর কমেন্ট করবো না।

আর সোজা হবে কবে? =p~ =p~ =p~

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

সোনাগাজী বলেছেন:


সামের পাতায় দেখেন, অনেকগুলো লেখার সিমানটিক ঠিক নেই।

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: যারা আপনার কমেন্ট পছন্দ করেননা তারা আপনাকে কমেন্ট ব্যান রেখেছে। তারপরেও ৬মাস নিরপেক্ষ ব্লগাররা আপনার মন্তব্য হতে বঞ্চিত হচ্ছে। সামুটিম নিজের অজান্তেই অপরাধ করে ফেলেছে। এখন সামুটিমের প্রায়শ্চিত্ত হিসেবে আপনাকে ব্যান মুক্ত করা উচিৎ এবং সেই সাথে যারা আপনাকে অপছন্দ করেন তাদের আপনাকে কমেন্ট ব্যান করতে বলা উচিৎ।
আর, আপনার প্রায়শ্চিত্ত হলো -
যারা আপনাকে কমেন্ট ব্যান রাখে তাদের পোস্টের জন্য কমেন্ট হিসেবে সাময়িক পোস্ট না করা। তাদের কথা আপনার পোস্টে উল্লেখ না করা। এমনকি, সাম্প্রতিক ইস্যুতে ভুলভাল লিখলেও তাদের কাউন্টার পোস্টে তাদের উল্লেখ না করে শুধু তথ্যগত বিশ্লেষণ করে সত্য প্রকাশ করা। যারা আপনাকে কমেন্ট ব্যান রাখে তারাতো চায়ওনা যে আপনি তাদের নাম আর মুখে নেন।
যেচে উলুবনে মুক্তো ছড়াতে গিয়ে কমেন্ট ব্যান দীর্ঘায়িত না করার অনুরোধ রইলো।

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০

সোনাগাজী বলেছেন:



যারা আমাকে কমেন্টব্যান করেছে, এরা গার্বেজ দিয়ে ব্লগ ভরে ফ্বেলে, পড়লে খারাপ লাগে; তাইকিছু বলা হয়ে যায়।

২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, গার্বেজে আর কমেন্ট করবো না।

যাক..........শেষ পর্যন্ত নিজমুখেই স্বীকার গেলেন যে, আপনে গার্বেজ কমেন্ট করেন!!! আপনের সাগরেদ সবার এই মন্তব্য দেখা উচিত। এক্কেরে বাধায়া রাখনের মতোন স্বীকারোক্তি!!!! =p~ =p~

যদিও এই কাম আপনে বন্ধ করতে পারবেন না, তারপরেও সত্য-কথনের জন্য অনেক ধন্যবাদ। :)

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:


বাংলায় কোনভাবে ৩৩'এর আশেপাশে ছিলেন, মনে হয়!

২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

নিমো বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, গার্বেজে আর কমেন্ট করবো না।
হা-হা! হা-হা! লিখেছেন কী, আর বাঘের ছালের গর্দভ বুঝেছে কী!

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

সোনাগাজী বলেছেন:



আমাডের সময় ছেলেরাযখন বাংলায় ফেলকরতো, আমি অবাক হতাম: নিজের মাতৃভাষায় কেন এরা পাশ করতে পারে না? ব্লগার ভুয়া মফিজেরা সব সময়ই ছিলো, এখনোআছে।

২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১৮

ভুয়া মফিজ বলেছেন: বড়ভাই............''গার্বেজে আর কমেন্ট করবো না'' ছিলো টাইপো, যা আপনে সচরাচর করেন। আসলে আপনে বুঝাইতে চাইছেন, ''গার্বেজ কমেন্ট আর করবো না''!! ঠিক না!!! ;)

আপনের এই রামপাঠা সাগরেদটারে বইলা দেন যে আঙ্গুল নিজের পশ্চাদ্দেশে দিতে। অর্ধশিক্ষিতরা ওভারস্মার্ট হইতে চাইলে যা হয় আর কি!! ঠিকমতোন পোষ্ট লিখতে পারে না, সাড়ে ছয় বছরে কুইদা-কাইদা একখানা পোষ্ট লেখার যোগ্যতা হইছে আর আইছে আমার বোঝার ভুল ধরতে!!!

অবশ্য আপনের আর আমার দীর্ঘদিনের খোচাখুচির সম্পর্কের মাজেজা এই রামপাঠার পক্ষে বোঝা ইকটু কষ্টসাধ্যই বটে!!! :-B

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬

সোনাগাজী বলেছেন:




আপনি মাঝে মাঝে পোষ্ট দিলে ২/৪টা কমেন্ট পান, উহা সিন্ডিকেটের কারণে; সেই জন্য আপনি সিন্ডিকেটের সদস্য হয়েছেন! সিন্ডিকেটে না'থাকলে আপনার লেখা কেহ পড়ে দেখতো না।

২৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

ভুয়া মফিজ বলেছেন: ২৩ নং মন্তব্যটা ঘুরায়া করছিলাম ইকটু মজা লওয়ার আশায়। আপনে কি কইবেন সেইটা তো মোটামুটি জানিই, সেইজন্য একটা প্রত্যুত্তরও রেডি কইরা রাখছিলাম মজাটারে দীর্ঘায়িত করনের লাইগা। এর মধ্যেই আমার মজা লওয়ার দফারফা কইরা রামপাঠাটা দিলো আঙ্গুল ঢুকায়া, কেমুনটা লাগে? X(

খাটি বাংলা লেখাটা আমি বুঝি নাই, এইটাই যদি পাঠাটার বুঝ হয়, তাইলে কেমুন তার বুদ্ধি-বিবেচনা? অবশ্য পাঠাদের কাছ থিকা এর বেশী কিছু আশা করাই ভুল!! আপনে বলে এতো হিউমার বুঝেন, আপনের সাগরেদের এই বেহাল দশা ক্যান? তাগোও কিছু হিউমারের উপ্রে কোচিং দ্যান, আর অন্যের মন্তব্যে আঙ্গুল ঢুকাইতে নিষেধ করেন।

আপনি মাঝে মাঝে পোষ্ট দিলে ২/৪টা কমেন্ট পান, উহা সিন্ডিকেটের কারণে; সেই জন্য আপনি সিন্ডিকেটের সদস্য হয়েছেন! সিন্ডিকেটে না'থাকলে আপনার লেখা কেহ পড়ে দেখতো না। =p~ =p~
তাইলে আপনেরটা কি? :P

যাউকগ্যা, মজার গুড়ে বালি। আপনের এই পোষ্টে আর আইসা লাভ নাই। বিদায়। B:-/

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬

সোনাগাজী বলেছেন:



আপনি বেকুবী হিউমার করলে আমিকিভাবে বুঝবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.