নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জাতির আচরণ গড়ে উঠে সরকারের আচরণ অনুসরণ করে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩



এরশাদ যখন ক্ষমতায় আসার জন্য প্রেসিডেন্ট সাত্তারের ( ১৯৮২ সাল ) সাথে বাটপাড়ি শুরু করেছে, তখন আমি বাংলাদেশে চাকুরী করতাম; কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, এরশাদের কান্ড-কীর্তন দেখে বুঝা যাচ্ছিল যে, মিলিটারী ২ ভাগে বিভক্ত হয়েছে: জিয়া গ্রুপ ও এরশাদ গ্রুপ; এরশাদের পক্ষ বড়। এরশাদ মিডিয়ায় বিএনপি'র সরকারকে দেশ চালনায় অপারগ ঘোষণা করে চলছে, রাখাল বালকের মতো ডোডগিরি করছে, কথাবার্তা শুনলে জেনারেল তো দুরের কথা, সিপাহী বলেও মনে হতো না; তবে শিয়ালের মতো ধুর্ত ছিলো। বিএনপি'র কিছু লোকজনকে সে বাগানোর চেষ্টা করছে। অন্যদিকে, সাত্তার ( আইনবিদ ) দেশের সংবিধানের দোহাই দিচ্ছে; কিন্তু জিয়ার ভাইস প্রেসিডেন্ট হয়ে, মিলিটারীর বিপক্ষে উনার আইনী কথার শ্রোতা কোথায়?

যাক, যা হবার তাই হলো; জিয়ার পর, সাত্তার ( সিভিলিয়ান ) কেন দেশ চালাবে? মিলিটারীই দেশ চালাবে; এরশাদ শুভদিন দেখে, মার্চের ২৪ তারিখ, ১৯৮২ সালে নিজকে রাজা ঘোষণা করলো, সাত্তার সাহেব পেনসন পেলেন। আমার চলাফেরা ছিলো মুক্তিযোদ্ধাদের সাথে; তখন মুক্তিযোদ্ধারা দেশের জন্য কিছু করেছে বলে গণ্য করা হতো না; ওরা নিজেরাই নিজেদেরকে ( বেশ বড় অংশ ) "সৈনিক" মনে করে কিছুদিন জিয়াকে সাপোর্ট দিয়েছে; পরে জিয়া নেই দেখে এরশাদকে সাপোর্ট দেয়ার শুরু করলো! বেচারাদের পড়ালেখা ছিলো না, রাজনীতি বুঝতো না; বুঝতো শেখকে; শেখ যখন খোঁজ খবর নেয়নি, তারা মনে করেছিলো জিয়াই তাদের লোক হবে; তারা বুঝতো না, জিয়া কি করে বেড়াচ্ছে সেনানিবাসগুলোতে। জিয়াও যে মরণশীল প্রাণী তা বুঝতে তাদের বেশ সময় লেগেছে। এবার তারা এরশাদের সাথে।

আমি ঠিক করলাম, আমার আরেকটু পড়ালেখা করার দরকার; আমেরিকা যেতে হবে। কর্পোরেশনের হেডক্লার্ককে বললাম যে, নিজ খরচে বিদেশে পড়তে যাবো ছুটি মুটি দিয়ে কাগজপত্র তৈর করে দেন। উনি বললেন যে, সামরিক সরকার ঘোষণা করেছে যে, "সরকারী ইন্জিনিয়ারদের চাকুরী জরুরী, এরা কোথায় যেতে পারবে না"। উনি বুদ্ধি দিলেন, পাসপোর্ট বদলাতে হবে, পেশা বদলাতে হবে, মিথ্যা কোন পেশা দিয়ে নতুন পাসপোর্ট করতে হবে; এয়ারপোর্টে মিলিটারী আছে, মিলিটারীর সব লোকজন তখনো ঘুষ খায় না।

হেডক্লার্ক সরকারী চাকুরে হিসেবে দুনিয়ার খারাপ বুদ্ধির ডিকসনারী ছিলো; সেই অনুসারে লোকজনও ঠিক করে দিলো; আমার কোন ছুটি ছিলো না, ২ মাসের ছুটি নেয়ার ব্যবস্হা করে দিলো। সর্বশেষ দরকার হলো, সরকারের থেকে থেকে "নো-অবজেকশন সার্টিফিকেট" নিতে হবে; সেটা নিতে হবে স্বয়ং মিনিষ্টার থেকে। মিনিষ্টার নাকি সৎ মানুষ ও কবি; কুমড়া ফুল নিয়ে কি ১ কবিতা লিখে নাকি বিখ্যাত হয়ে গেছে; এরশাদের জন্য নাকি ফরমায়েসী ( এরশাদের কবিতা হিসেবে ) কবিতা লিখতেন। ঢাকায় কোথায় যেন উনার সরকারী বাসায় গিয়ে সাইন নিতে হবে, নিজকে যেতে হবে। সন্ধ্যায় বাসায় গেলাম; দেখি, লোকে লোকারণ্য! মিনিষ্টারের পিএ'র রুমে গিয়ে উনাকে কাজের দায়িত্বটা দিলাম; হাতে দিলাম ততকালীন সময়ের ২০০ টাকা; বয়স্ক মানুষ, নিতে চাইলেন না; আমি বললাম,

-বাসায় যেতে বাচ্ছাদের জন্য কিছু আম ও মিষ্টি নিয়েন; সন্ধ্যায় বিনা ওভারটাইমে কাজ করছেন, সামান্য টাকা আপনি পেতেই পারেন।



মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৪

রানার ব্লগ বলেছেন: এতো দিন পর একটা যুতসই ভালো কথা বললেন । আর এটাই বর্তমান যুব সমাজের অস্থিরতার কারন ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:


এখন যে ছাত্রলীগ, আওয়ামী লীগ লাঠিয়ালে পরিণত হয়েছে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করেছে, রাজনীতিবিদদের ও ব্যবসায়ীদের ছেলেমেয়ারা বিদেশে পড়ে, সবই ব্যুরোক্রেটদের ও সরকারের লোকদের কারণে ঘটছে।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

শাহ আজিজ বলেছেন: চালায়া যান গাজী সাব , এইটাই ব্লগের এক্সট্রিম পার্ট ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



জিয়া, এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা ও ব্যুরোক্রেটরা মিলে জাতির চরিত্র নষ্ট করে দিয়েছে।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৫

নয়ন বিন বাহার বলেছেন: কেমনে?

সরকার যেখানে সরকরাী চাকুরেদের বিদেশ যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিলো সেখানে আপনি মিথ্যা পরিচয়ে নাম পরিবর্তন করে ঘুষ দিয়ে বিদেশ গেলেন। এই দোষ কার? সরকার প্রধানের না আপনি জনগণের?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

সোনাগাজী বলেছেন:



প্রথমত: আমি ঘুষ দিই নাই। যেই কাজ সন্ধ্যায় লাইনে দাঁড়িয়ে আমার করার কথা, সেই কাজ একটি মানুষের দ্বারা করায়েছি, যিনি ওভারটাইম পান না।

পড়ালেখা করতে, আমি যাচ্ছিলাম নিজের খরছে; সেখানে সরকারের নিয়ম থাকার দরকার ছিলো যে, আমি যেতে পারবো।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:




পড়ালেখার জন্য কিসের নিষেদাজ্ঞা? মিলিটারীকে আপনি সরকার বলছেন কেন?

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

বাকপ্রবাস বলেছেন: পিএম কিভাবে যাবে বা যেতে পারে একটা পোষ্ট দিয়েন

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:



পিএম থাকবে; সামনের বার, উনি হয়তো নিজে সরে যাবেন।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

কামাল১৮ বলেছেন: আমরা যখন কোন অনৈতিক কাজ করি তখন সেই কাজের পক্ষে যুক্তি খুঁজি।নিজের কাছে দায়বদ্ধ থাকতে কেউ চায় না।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৮

সোনাগাজী বলেছেন:



আপনি নবী হয়ে গেলেন নাকি, কিসব বাণী দিচ্ছেন?

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

রাােসল বলেছেন: Thanks a lot to Mr Kamal18 for your ever time true statement. We always find others' fault but not me. I think, this is the main factor to be spoiled.

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৯

সোনাগাজী বলেছেন:




আমি যতটুকু জানি, আপনি সঠিকভাবে কিছুই বুঝেন না।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৪

গেঁয়ো ভূত বলেছেন: ছাপ্পান্ন হাজার বর্গমাইল বুটের নিচে পিষ্ট হওয়াটাই ছিল যার নিয়তি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫০

সোনাগাজী বলেছেন:



এরশাদের সময় পুরো বাংলাদেশ চোর ডাকাতে ভরে গেছে।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এরশাদের কৃষি এবং পানি সম্পদ মন্ত্রী কাম কবি আবু জাফর ওবায়েদুল্লাহ কুমড়া নিয়ে সুন্দর একটা কবিতা লিখেছিলেন। সেটা হোল;

কবিতার নাম 'মাগো ওরা বলে'
“কুমড়ো ফুলে-ফুলে,
নুয়ে প’ড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
খোকা তুই কবে আসবি ?
কবে ছুটি?”

চিঠিটা তার পকেটে ছিল
ছেঁড়া আর রক্তে ভেজা।

“মাগো, ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা,
তাই কি হয়?
তাইতো আমার দেরি হচ্ছে।
তোমার জন্য
কথার ঝুরি নিয়ে
তবেই না বাড়ি ফিরবো।

ল‍হ্মী মা,
রাগ ক’রো না,
মাত্রতো আর ক’টা দিন।”
“পাগল ছেলে,”
মা পরে আর হাসে,
“তোর ওপরে রাগ করতে পারি!”
নারকেলের চিড়ে কোটে,
উরকি ধানের মুড়কি ভাজে,
এটা-সেটা
আরও কত কী!
তার খোকা যে বাড়ি ফিরবে
ক্লান্ত খোকা।

কুমড়ো ফুল
শুকিয়ে গেছে,
ঝরে পরেছে ডাঁটা,
পুঁই লতাটা নেতানো।
“খোকা এলি?”
ঝাপসা চোখে মা তাকায়
উঠানে-উঠানে
যেখানে খোকার শব
শকুনীরা ব্যবচ্ছেদ করে।

এখন
মা’র চোখে চৈত্রের রোদ
পুরিয়ে দেয় শকুনীদের।
তারপর
দাওয়ায় ব’সে
মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে,
খোকা তার
কখন আসে কখন আসে।

এখন
মার চোখে শিশির-ভোর
স্নেহের রোদে ভিটে ভ’রেছে।


https://www.youtube.com/watch?v=KmGLO_iFti4
এই কবিতাটা সম্ভবত আমরাও পাঠ্য বইয়ে পড়েছি। কারণ লাইনগুলি পরিচিত মনে হচ্ছে।

এরশাদের স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঢাকা সিএমএইচের কোন ডাক্তারের জানা ছিল না। সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য ছিল এটা।

বিদিশা এরশাদের কামুকতার কিছু উদাহরণ তার বইয়ে দিয়েছে।

সেনাবাহিনীর বেশীরভাগ অফিসার এখনও এরশাদকে নিয়ে গর্ব করে। একজন ব্রিগেডিয়ারের কাছে শুনলাম যে রাজা বাদশাহদের এই ধরণের নারী ঘটিত ব্যাপার সব যুগেই ছিল। অর্থাৎ এরশাদের লুইচ্চামির সমর্থনে তিনি এই কথা বলেছেন। তার দৃষ্টিতে এরশাদ দেশের অনেক উন্নয়ন করেছেন।

এরশাদ সাহেব নাকি তার ড্রাইভারের বউকে পর্যন্ত ছাড়েন নি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪২

সোনাগাজী বলেছেন:




আমি এই লোকের কথা বলেছি। আমি যেখানে চাকুরি করতাম ওখানে উনি এসেছিলেন; কিছুই জানতেন না; মনে হয় শিক্ষক ছিলেন কোথাও।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



হাউকাউ কবিতা, খোকারা বাড়ী ফিরে পেয়েছে পোড়াবাড়ি।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:



এরশাদের শেয়ালগিরির কারণেই কি জিয়ার মত পরিণতি হয়নি?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৩

সোনাগাজী বলেছেন:




শেখ ও জিয়ার মৃত্যুর অগ্রিম বার্তা সে জানতো।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

ডার্ক ম্যান বলেছেন: @সাচু ভাই।
সাদ এরশাদের জন্ম নিয়ে বিস্তারিত লিখেছেন বিগ্রেডিয়ার শামসুদ্দিন। বইয়ের নাম "যখন বঙ্গভবনে ছিলাম"। তিনি সাবেক রাষ্ট্রপতি আহসান সাহেবের সামরিক সচিব ছিলেন।
এখন এটা নিয়ে যদি কোন পোস্ট দিই, তাহলে নির্ঘাত ডিজিটাল আইনে মামলা হয়ে যেতে পারে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৪

সোনাগাজী বলেছেন:



এরশাদ বিশ্বের সেরা জালিয়াতদের মাঝে একজন ছিলো।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

ডার্ক ম্যান বলেছেন: এরশাদের এক বান্ধবী নাকি বলেছিল, এরশাদের যদি সন্তান জন্মদানের ক্ষমতা থাকতো তাহলে দেশে কচি-কাচার আসর বসতো।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:



সে আমাদের সরকারের সবলোকদের ও দেশের সব ব্যবসায়ীদের ডাকাত বানিয়ে গেছে।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪১

কামাল১৮ বলেছেন: হতে পারলেতো ভালোই হতো।নবীদের সাত খুন মাপ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৬

সোনাগাজী বলেছেন:




আপনার বাণীতে কি ছিলো?

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেশে যখন গেলেন তখন সমস্যা হয়নি?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:


না, কোন সমস্যা হয়নি।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:০৭

রাােসল বলেছেন: It seems My comment hurt you. Thanks for your understanding.

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:২১

সোনাগাজী বলেছেন:



আপনি কি ইনংরেজী শিখছেন?

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪৫

রাােসল বলেছেন: হ্যাঁ, আমি প্রশ্নফাস প্রজন্ম। আপনাদের প্রজন্মের পাপের ফসল। অন্যের দিকে মনোযোগ দেওয়ার অংশ হিসাবে, আপনি "লালসালু" এর জনাব মজিদের মতো আচরণ করছেন।

বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ও বিচার ব্যবস্থা যথেষ্ট উন্নত নয় কেন? আমার মনে একটা প্রশ্ন সব সময়ই জাগে, আপনারা একাত্তরে সফল হলে পরবর্তী সময়ে সফল হবেন না কেন? এটা পরিষ্কার করে দেয় যে, আপনাদের সবার অন্য ইচ্ছা ছিল এবং আমি বিশ্বাস করি যে আপনি "অন্য ইচ্ছা" কি তা খুব ভাল জানেন, তাই আপনারা এই দেশের উন্নয়নের চেষ্টা করেননি। অবশ্যই, কিছু ব্যতিক্রম আছে, কিন্তু তারা সংখ্যালঘু।

আপনার মন্তব্য আবার পড়ুন, আপনি কি ব্যক্তিগত আক্রমণ করেননি?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৪

সোনাগাজী বলেছেন:


আপনার ভাবনাচিন্তাগুলো বেশ বেকুবী ধরণের।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৬

ধুলো মেঘ বলেছেন: আওয়ামী লীগ যুগে যুগে এভাবেই এরশাদ এবং তার পার্টিকে নিজের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে আসছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৬

সোনাগাজী বলেছেন:



বিএনপি-জামাত ও জাপা টিকে আছে শেখ হাসিনার বেকুবীর কারণে।

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আসলে রাজনীতিতে আসলেই বদনাম পেতে হয়।
মানুষ রাজনীতি করে কেন? দেশের মানুষের সেবা করতে না বদনাম কুড়াতে?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৭

সোনাগাজী বলেছেন:



শেরে বাংলা ও মওলানা ব্যতিত বাকী বাংগালীরা রাজনীতি করার মতো বুদ্ধিমান নন।

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯

রাােসল বলেছেন: আপনারা একাত্তরে সফল হলে পরবর্তী সময়ে সফল হবেন না কেন? এটা জানতে চাওয়া কি বেকুবী ধরণের? নাকি অন্য কিছু?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৩

সোনাগাজী বলেছেন:



না, সেটা নয়; বিবিধ সময়ে আমি আপনার মন্তব্য ইত্যাদি থেকে আপনার ভাবনার ধরণের কথা বলেছি।

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৫

রাােসল বলেছেন: মানলাম আগের মন্তব্য/ প্রশ্ন বেকুবী ধরণের। অনুগ্রহ করে আজকের প্রশ্নের উত্তর দিন, আপনারা একাত্তরে সফল হলে পরবর্তী সময়ে সফল হবেন না কেন? এটা বেকুবী ধরণের প্রশ্ন না।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২১

সোনাগাজী বলেছেন:



আমার মতে, আপনার প্রোফাইল আধুনিক সময়ের তুলনায় বেশ পেছনে।

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এরশাদের বান্ধবী জিনাত মোশাররফ বলেছিলেন যে 'এরশাদের যদি বাবা হওয়ার ক্ষমতাই থাকত তাহলে দেশ এতদিনে কচি-কাচার আসরে ভরে যেতো'। এই বান্ধবী জেনে শুনেই বলেছিলেন মনে হয়। রওশন এরশাদ এরশাদের প্রথম ছেলের পিতৃত্ব নিয়ে কোন মন্তব্য কখনও করেন নি। কিন্তু বিদিশা দাবী করেছে যে তার গর্ভে এরশাদের ঔরসে দ্বিতীয় সন্তানটির পিতা নাকি এরশাদ। এটাও সপ্তাশ্চর্যের দ্বিতীয় আশ্চর্য হবে।

আমার এক প্রতিবেশীর কাছে শুনেছি যে ১৯৭১ সালে এরশাদ এবং তার স্ত্রী পাকিস্তানে বন্দি ছিলেন। তারাও বন্দি ছিলেন একই সাথে। একই আবদ্ধ জায়গায় অনেকগুলি পরিবার ছিল। রওশন এরশাদ বাচ্চাদের পড়াতেন। কারণ স্কুল নিষিদ্ধ ছিল। তাই নিজেরা মিলে পড়ালেখার ব্যবস্থা করেছিলেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:



আমার দেখা মতে, এরশাদ ছিলো ধুর্ত, ব্যক্তিত্বহীন মানুষ, লোভী খুনী।

রওশন চোর।

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৮

বাউন্ডেলে বলেছেন: আমাদের উত্তরের মানুষের দলমত নির্বিশেষে এরশাদের প্রতি সামান্য সহানুভুতি আছে। জিয়ার মত লোক যদি ‍আর্মি অফিসার সাফা করার পরও “মিঃ প্রেসিডেন্ “ হইতে পারে, তাহলে আমাদের “প্রিন্স” কি দোষ করলো ?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:


ওদের ২ জনের দোষে জাতি মেরুদন্ডহীন জাতিতে পরিণত হয়েছে; আমাদের মাথার উপরে বসেছিলো বেগম জিয়ার মতো ইডিয়ট ও আজো আছে চোর রওশন।

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

রাােসল বলেছেন: Thanks. Already I got answer.

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.