নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার নূর মোহাম্মদ নূরু স্মরণে

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯



ব্লগার নূর মোহাম্মদ নূরু সাহেব সামু ব্লগের খুবই পরিচিত একজন ব্লগার ছিলেন; তিনি গত বছর এইদিনে ( ১০/২৯/২০২২ ) পরলোক গমন করেন; যথাসম্ভব, উনার বয়স ৬৮ বছরের মতো হয়েছিলো। উনার জন্য অনেক অনেক শ্রদ্ধা রলো; উনার পরিবারের জন্য সহমর্মিতা। ভাবনাচিন্তা, ধারণা, শিক্ষাদীক্ষার দিক থেকে তিনি একজন আধুনিক মানুষ ছিলেন।

তিনি ৮ বছরের মতো এই নিকে ব্লগিং করেছেন, খুবই এ্যাকটিভ ব্লগার ছিলেন। এর আগে তিনি অন্য নিকেও ব্লগিং করেছিলেন। তিনি সমসাময়িক বিষয়ের উপর লিখতেন; শেষের ২/৩ বছর তিনি দেশ, জাতি ও সামাজিক বিষয়ের উপর ছড়া লিখতেন; ইহাতে উনার ভালো দক্ষতা ছিলো, উনার ছড়াগুলো খুবই পপুলার ছিলো।

তিনি জাতির স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধ দেখেছিলেন; জাতির বিবর্তন দেখেছিলেন; তিনি আমাদের দেশ ও বিশ্বের রাজনীতি, সামাজিক সমস্যা নিয়ে লিখতেন; লেখায় উনার ধারণা, ভাবনাচিন্তা ছিলো সঠিক, উদার ও সৎ। তিনি এক সময় ধর্মীয় বিষয় নিয়েও লিখতেন. অবশ্য পরে তিনি ধর্মীয় বিষয় নিয়ে তেমন সময় ব্যয় করেননি। ধর্ম নিয়ে লিখতেন, কিন্তু খুবই খোলা মনের মানুষ ছিলেন।

ব্লগে অনেকের সাথে উনার ঘনিষ্টতা ছিলো, আমার সাথেও ছিলো। স্বাধীনতার জেনারেশনের কেহ ধর্ম মর্ম নিয়ে লিখে সময় নষ্ট করলে আমার মনে হতো যে, এগুলো সময় ও মেধার অপচয়; বাংলাদেশে লেখার হাজার বিষয় আছে। আমার ধারণা, আমি উনার উপর কিছুটা প্রভাব রাখতে পেরেছিলাম; তিনি ধর্মীয় পোষ্ট লিখে সময় নষ্ট না'করে জাতীয় ও সমাজিক বিষয়ের উপর লেখার শুরু করেন।

এই ব্লগে যাঁরা আমার লেখার সমালোচনা করতেন, তাঁদের মাঝে তিনি ছিলেন সবচেয়ে শক্তিশালী সমালোচক; আমি সব সময় উনার উপদেশকে মুল্যায়ন করেছি। ধর্মীয় বিষয় উনার সাথে আমার অনেক তর্ক, বিতর্ক হতো, কিন্তু আমরা পরস্পরকে সন্মান করে, খুবই বন্ধুত্বপুর্ন পরিবেশে ব্লগিং করেছি। সামুতে উনার অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। উনার জন্য অনেক অনেক শ্রদ্ধা রলো।


মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

দি এমপেরর বলেছেন: মৃত মানুষকে শ্রদ্ধা না দিয়ে দোয়া দিন। মৃত্যুর পর শ্রদ্ধা তেমন কোনো কাজে আসে না।

আপনার বাংলা টাইপিং কিছুটা ইমপ্রুভ করেছে। চেষ্টা করলে আর লেগে থাকলে লিলিপুটিয়ান পরিচয় থেকে বের হয়ে আসতে পারবেন।

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

সোনাগাজী বলেছেন:




আমি মোল্লাদেরকে জ্ঞানী মনে করি না।

২| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

বাকপ্রবাস বলেছেন: দোয়া রইল, পরকালটা যেন শান্তিময় হয়

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

সোনাগাজী বলেছেন:




উনার অবর্তমানে উনার পরিবার কিভাবে চলছে, সেটা জানা হয়নি।

৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

মিরোরডডল বলেছেন:




পারফেক্ট টাইম। আমি পোষ্ট লিখে জাস্ট সাবমিট করবো এই সময় এটা দেখলাম।
তা নাহলে কয়েক মিনিটের মাঝে দুটো পোষ্ট হতো।

এটাই বলতে চেয়েছিলাম, সারাদিন চলে গেলো কেনো কেউ ওনাকে মনে করলো না।
সবার ক্ষেত্রে তাহলে তাই হবে, ব্লগাররা আসবে যাবে, মরেও যাবে, কেউ মনেও রাখবে না।
এটাই বাস্তবতা।

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্টও দেন, ইহা উনাকে বুঝতে সাহায্য করবে।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

দি এমপেরর বলেছেন: লেখক বলেছেন:




আমি মোল্লাদেরকে জ্ঞানী মনে করি না।

তাঁরা অতটা জ্ঞানী না হোক অন্তত এতটুকু জ্ঞান রাখে যে, মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানোতে তার কোনো উপকার হয় না। আপনার তো এইটুকু জ্ঞানও নেই।

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

সোনাগাজী বলেছেন:



ইহা আপনার এলাকা নয়, এখানে মন্তব্য করার মতো মগজ আপনার নেই।

৫| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

মিরোরডডল বলেছেন:



কিছুক্ষণ আগেই আমি ভাবছিলাম, যে মানুষ বেঁচে থাকতে সবার জন্মদিন মৃত্যুদিন নিয়ে পোষ্ট দিতেন, আজ এক বছর উনি চলে গেছেন, এই দিনটাতে কেউ ওনাকে মনেও করলো না। একটাও পোষ্ট আসলো না। থ্যাংকস খেলাঘর।

ওনাকে আমি খুব বেশি জানিনা কারণ ওনার সাথে সেরকম ইন্টার‍্যাকশন ছিলো না।
মন্তব্য প্রতিমন্তব্য হয়েছে কিন্তু খুব কম। ব্লগডের ছবিতে দেখেছি।
শেষের দিকে উনি সেরকম পোষ্ট আর লিখতেন না। কিন্তু রেগুলার ছিলেন।
মাঝে মাঝে মজার কমেন্ট করতেন।
চলে যাবার কিছুদিন আগে একটা মাল্টি নিক থেকেও লগিন করতেন।

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:




উনি খুবই ইন্টারেষ্টিং মানুষ ছিলেন; অনেক বিষয়ের উপর ধারণা রাখতেন। আপনার লেখাটা প্রকাশ করেন।

৬| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

কামাল১৮ বলেছেন:
ঠিক ঠাক চিকিৎ হলে আরো কিছু দিন বাচতেন।বেশ কিছু দিন থেকেই তার ভিতর হতাশা কাজ করছিলো।হতাশা নিয়েই চলে গেলেন।আপনাকে সমর্থন করায় কিছু ব্লগার তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলো।

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

সোনাগাজী বলেছেন:



যারা উনাকে বিরক্ত করেছিলো, ওরা অসৎ ছিলো।

৭| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৩

শাহ আজিজ বলেছেন: নুরু ভাইয়ের জন্য দোয়া । মেয়ের বিয়ের সময় ফোনে সন্দেহ পোষণ করেছিলেন যে ওনার সময় আগত কিনা । নুরু ভাই মারা যাবার বেশ কিছুকাল পরে একজন আমার কাছে ফোন করে আর্থিক সাহায্য চেয়েছিলেন । তিনি নুরু ভাইয়ের পুত্র বলে পরিচয় দিয়েছিলেন । আমি তাকে অস্বীকার করে ফোন কেটে দিয়েছিলাম ।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৬

সোনাগাজী বলেছেন:



আমি উনার পরিবারের খোঁজ নিইনি, ইহা সঠিক হয়নি। দেখি, আমি খোঁজ নেবো।

৮| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার জন্য দোয়া।

মিরোরডডলের পোস্ট তৈরি থাকলে সেটা প্রকাশ করা হউক।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৮

সোনাগাজী বলেছেন:



মিরোরডডলের পোস্ট প্রকাশ করলে ভালো হবে; কারণ, অনেকই আমার পোষ্টে আসে না।

৯| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৫

মিরোরডডল বলেছেন:




নাহ আমি আর দিচ্ছি না, ওয়ান পোষ্ট ইজ এনাফ।

ওনার লাস্ট কমেন্ট ছিলো ২৯ সেপ্টেম্বর।
২৯ অক্টোবর উনি চলে গেলেন।
এই এক মাস উনি অসুস্থ ছিলেন, ব্লগে কেউ সেটা জানতো না।

একইভাবে এখনও হয়তো অনেক মিসিং ব্লগার ভালো নেই, যেটা আমরা জানি না।
করোনার সময় থেকে অনেক ব্লগার আর আগের মতো আসে না।
হয়তো বেঁচে আছে অথবা নেই, কে জানে!

কঠিন হলেও এটাই সত্যি, এটাই জীবন।
যে যায় চলে যায়, তাতে পৃথিবীর কোনকিছু থেমে থাকে না, থেমে থাকতে নেই।


২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



উনার খোঁজ নেয়ার জন্য আমি ব্লগে পোষ্ট দেয়ার পর, উনার মৃত্যুর খবর বেরিয়ে এসেছিলো।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২০

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্ট দিলে আরো অনেকেই উনার সম্পর্কে আলাপ করার সুযোগ পেতো; আজকাল অনেকেই আমার পোষ্টে আসে না।

১০| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন:



প্রয়াত ব্লগার নূর মোহ্ম্মদ নুরুকে স্মরণ করে পোষ্ট দিয়েছেন দেখে ভাল লাগল ।
নূরের অনেক অনেক কৃতির সাথে আরো একটি উল্লেখযোগ্য কর্ম ছিল, আর সেটা
ছিল তিনি দেশ ও বিদেশের গুণী ও বরনীয় ব্যক্তিত্বদের জন্ম ,মৃত্যু ও তাঁদের কর্মের
উল্লেখযোগ্য বিষয় সমুহ নিয়ে নিয়মিত পোষ্ট দিতেন , তাঁদেরকে আমাদের স্মরণে
নিয়ে আসতেন । গুণীজনদেরকে স্মরনের সংস্কৃতি এই ব্লগে নিয়মিত চালু রাখার জন্য
নূর মোহাম্মদ নূর অবিস্মরণীয় অবদান রেখে গেছেন ।

গুণীজনদেরকে মরণের পরেও জাতীয় পর্যায়ে মরনোত্তর সম্মামনা ও পুরস্কার দেয়া হয়,
এর উদাহরণ রয়ে গেছে ভুরি ভুরি। আমরা তাঁর স্মরণে শ্রদ্ধাটুকুতো জানাতেই পারি,
এ শ্রদ্ধা তিনি দেখে যেতে না পারলেও তাঁর জিবীত উত্তরসুরীগন তো জানতে পারবেন।
তারা সহ সকলেই জানতে পারবেন গুণী ব্যক্তিত্ব জীবন ও মরণে সমভাবে শ্রদ্ধার পাত্র ।

প্রয়াত নূর মোহাম্মদ নূরের স্মরণেও রইল তার প্রতি শ্রদ্ধাঞ্জলী ও ভালবাসা ।
আল্লাহ পরকালে তাঁকে পুরস্কুত করুন এই দোয়াও রইল এ সাথে ।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২১

সোনাগাজী বলেছেন:




উনার সাথে আপনার চিন্তাভাবনার কিছু কিছু মিল ছিলো; আপনি উনাকে নিয়ে লিখলে ভালো হবে।

১১| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২০

মিরোরডডল বলেছেন:




শাহ আজিজ বলেছেন: নুরু ভাই মারা যাবার বেশ কিছুকাল পরে একজন আমার কাছে ফোন করে আর্থিক সাহায্য চেয়েছিলেন । তিনি নুরু ভাইয়ের পুত্র বলে পরিচয় দিয়েছিলেন । আমি তাকে অস্বীকার করে ফোন কেটে দিয়েছিলাম ।

বিষয়টা নিয়ে তখন ব্লগারদের সাথে শেয়ার করলে ভালো হতো। হয়তো সত্যিই তাদের সাপোর্ট দরকার ছিলো।

১২| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩০

রানার ব্লগ বলেছেন: নুরু ভাইয়ের পরিবারের খোজ নেয়া উচিত। জীবনের অনেক বড় একটা সময় তিনি আমাদের দান করেছেন। আমরা কি সেই দানের সামান্যতম মর্যাদা দিতে পারি না?!!!

ভালো থাকুন নুরু ভাই।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩২

সোনাগাজী বলেছেন:



আমি খবর নেবো, ধন্যবাদ

১৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: নূরু ভাই গুণীজনগণের স্মরণে পোষ্ট দিতেন, আপনি তাঁর স্মরণে পোষ্ট দিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪০

সোনাগাজী বলেছেন:




আপনি উনাকে নিয়ে সনেট লিখেছিলেন, এখন উনাকে নিয়ে কিছু বললে ভালো হতো।

১৪| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৮

ঢাবিয়ান বলেছেন: দোয়া রইল। এভাবেই একদিন আমরাও হারিয়ে যাব এবং এটাই বাস্তবতা।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৫

সোনাগাজী বলেছেন:



প্রকৃতি তার নিয়মে চলে।

১৫| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আল্লাহ নুরু ভাইকে জান্নাত দান করুন- আমিন।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:



আপনার দোয়ার জন্য কৃতজ্ঞ

১৬| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার অনেক লেখায় উনাকে খোচা দিয়েছেন, উনি তা উপভোগ করতেন।
ওপারে ভালো থাকুন প্রিয় নুরু ভাই।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:




উনি শক্ত জেনারেশনের মানুষ ছিলেন, উনাকে কিছু বললে, উনি আমাকে ছেড়ে দিতেন না;উনি জাতিকে বুঝতেন।

১৭| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


উনার ছড়া পোস্টে কমেন্ট করলে উনি মজা করে রিপ্লাই দিতেন।পোস্টের জন্য ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৯

সোনাগাজী বলেছেন:



উনি আধুনিক মানুষ ছিলেন, সততার সাথে ব্লগিং করতেন।

১৮| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১০

কাছের-মানুষ বলেছেন: আমি উনাকে প্রথম আলো ব্লগ থেকে চিনতাম! তখন তিনি বেশীরভাগ বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন-মৃত্যূ দিবস নিয়েই বেশীর-ভাগ পোষ্ট দিতেন। তবে সামুতে তার লেখার পরিধি বেড়েছিল।

তার শেষের সময় আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল বোধ হয়, তিনি নিজেও জানাননি ব্লগে।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫০

সোনাগাজী বলেছেন:



উনি যে আর্থিক সমস্যায় ছিলেন, ইহা নিজের মাঝে রেখে ভয়ংকর ভুল করে গেছেন; খুবই দু:খের বিষয়।

১৯| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: তার মৃত্যুর এক বছর আগে তার সাথে আমার খুবই সুসম্পর্ক গড়ে উঠেছিলো।
সামুতে কিছু ঘটলে, উনি আমাকে সাথে সাথে সেটা জানাতেন। সাবধান করতেন। সর্তক করতেন।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫২

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতিকে সঠিকভাবে বুঝতেন, ভালো আচরণের মানুষ ছিলেন।

২০| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ফেসবুকে উনি আমার সাথে যুক্ত ছিলেন। কখনও চ্যাট হয়নি। যদিও ব্লগে উনার সাথে ইন্টারেকশন হতো। উনি শেষদিকে দুরবস্থায় ছিলেন; এটা ভেবে অস্বস্তিতে ভুগি।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৮

সোনাগাজী বলেছেন:




উনি মহা ভুল করেছেন আমাকে না'জানতে দিয়ে।

২১| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সালাম জানবেন। উনি ওনার মেয়ের বিয়ের কিছু ছবি আমাকে পাঠিয়েছিলেন আর মেয়ের জন্যে দোয়া চেয়েছিলেন। সাদা মনের সহজ মানুষ ছিলেন। ওনার পরকাল শান্তির হোক।

৩০ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:১৪

সোনাগাজী বলেছেন:



তিনি স্বাধীনতার জেনারেশনের মানুষ ছিলেন, জাতীকে বুঝতেন।

২২| ৩০ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:১৫

শ্রাবণধারা বলেছেন: নূরু ভাইয়ের জন্য দোয়া এবং শ্রদ্ধা রইলো। নূরু ভাই বেশ দীর্ঘ সময় প্রায় রোজই বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন। প্রচুর ছড়া, কবিতা লিখেছেন এবং যতদূর মনে পড়ে বিখ্যাত মনীষীদের জীবনী নিয়ে লিখতেন।

দিনটিকে মনে রাখার জন্য এবং মনে করিয়ে দেবার জন্য আপনার এবং মিরোরডডল কে অনেক ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:১৭

সোনাগাজী বলেছেন:



খোলামনের মানুষ ছিলেন; জাতিকে বুঝতেন।

২৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার নূর মোহাম্মদ নূরু সাহেব একজন ভালো মানুষ ছিলেন।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৪

সোনাগাজী বলেছেন:


উনি এক সময় শুধু ধর্মীয় পোষ্ট দিতেন; পরে তিনি চলমান বিষয় নিয়ে লিখতেন। উনার মাঝে এই পরিবর্তন কেন আসলো?

২৪| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তখন হয়তো বাস্তবতাকে উপলব্ধি করেছিলেন।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৪

সোনাগাজী বলেছেন:



সঠিক, উনি ব্লগিং'এর বিষয় নিয়ে ভেবেছিলেন, এবং প্রয়োজনীয় বিষয়ে কথা বলতে ও শুনতে চেয়েছিলেন; কিন্তু একই সময়ে, শতশত ব্লগারেরা অপ্রয়োজনীয় গার্বেজ নিয়ে ব্লগিং করে চলেছেন।

২৫| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


উনি ফুলেল শুভেচ্ছা দিয়ে অনেক পোস্ট দিয়েছিলেন। যা আজ প্রাসঙ্গিক।
তার প্রতি বিনম্র শ্রদ্ধা।

৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



তিনি বাংগালী বিখ্যাত মানুষের জীবনী লিখেছিলেন, পোষ্টগুলো দরকারী ছিলো।

২৬| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরকাল শান্তিময় হোক। ওনাকে মিস করছি।

৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



উনার ব্লগিং এ অনেক দরকারী বিষয়ের উপর আলোচনা হতো

২৭| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: উনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন; ওনার লেখায় কখনো শিষ্টাচার লঙ্ঘিত হতে দেখিনি। পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন, তাই সমসাময়িক বিশ্ব পরিস্থি্তি সম্পর্কে অবহিত ছিলেন।
ওনার পারলৌকিক কল্যাণ এবং ওনার পরিবারের সদস্যদের ইহলৌকিক সুরক্ষা কামনা করছি।

৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:



মিডিয়ার সাথে যুক্ত থাকায় দেশ সম্পর্কে উনার সঠিক ধারণা ছিলো।

২৮| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই কখনোই আক্রমনাত্মক মন্তব্য করতেন না । যুক্তি দিয়ে বুঝিয়ে দিতেন। তিনি ব্লগারদের সম্মান করতেন। এটা আমার সবচেয়ে ভালো লাগতো। আসলে তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন।
মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। সেইসাথে তার পরিবারের জন্য শুভকামনা রইলো।

৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:



আমি উনাকে আক্রমণ করতাম, সেইজন্য উনার সাথে আমার ভালো মিল ছিলো।

২৯| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪০

নজসু বলেছেন:



আমাকে খুব কম মানুষই ভালোবাসেন। যারা ভালোবাসেন তাদের মধ্যে একজন ছিলেন শ্রদ্ধেয় নূর মোহাম্মদ নূরু।
উনার মৃত্যুর সংবাদ শুনে মনে হয়েছিলো আমার নিজের কেউ মারা গেছেন। অন্য সবার মতো উনার প্রতি আমার ছিলো অগাধ শ্রদ্ধা। প্রতিটা কমেন্ট উনি মজা করে উত্তর দিতেন। উনাকে আমি সবসময় মনে রাখবো।

যেখানেই থাকুন উনি যেন ভালো থাকেন।

৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:



উনি আদর্শ ও আধুনিক বাংগালী ছিলেন।

৩০| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৭

এম ডি মুসা বলেছেন: আমি দীর্ঘ দিন নিয়মিত আসি না এখানে ,,এসে আজ দেখলাম নুরু ভাই নাই! তবে নরু ভাই গঠন মূলক ব্লগ দিতেন এবং তার মন্তব্য আমি ও পেতাম ! কি বলব ভাষা হারিয়ে ফেলেছি! তার আত্নার মাগফিরাত জানাই,,

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



উনি ভালো ব্লগার ছিলেন; আমি উনার অভাব করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.