নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নেতানিয়েহু কি আমেরিকার কথাও শুনছে না?

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৬



বাইডেন সরাসরি "যুদ্ধবিরতি"শব্দটা উচ্চারণ করেনি, সে "হিুমেনিটেরিয়ান পঅজ" করার জন্য ফরেন সেক্রেটারী ব্লিংকেনকে ইসরায়েল পাঠায়েছে। নেতনিয়েহু কোনভাবে ইহাকে পাত্তা দিয়েছে বলে মনে হলো না। এখন কি কারণে ব্লিংকেন জর্ডান ও মিশরের সাথে কথা বলছে, উহা পরিস্কার নয়। জর্ডান ও মিশরের কথা কে শুনবে? বাইডেন যদি শুধু উত্তর গাজায় খাবার পাঠানোর জন্য "হিুমেনিটেরিয়ান পঅজ" চায়, ইহার অর্থ হচ্ছে, উত্তর গাজার লোকজন মরার আগে যেন কিছুটা খেতে পায়!

মনে হচ্ছে, আমেরিকা কোনভাবে হেজবুল্লাকে থামায়েছে; গত পরশু আমি ভেবেছিলাম, হেজবুল্লার মুল সন্ত্রাসী ( নাসারুল্লাহ ) তার বাহিনীকে যুদ্ধে পাঠাবে; কিন্তু তার বক্তব্যে সে যুদ্ধের অর্ডার দেয়নি। হতে পারে, আমেরিকা কোন চ্যানেল দিয়ে উহাকে আপাতত থামায়েছে; কিংবা শিয়া হেজবুল্লাহ সুন্নী হামাসের জন্য কয়েকটা রকেট ছাড়া ব্যতিত আর অন্য কিছু করতে চাচ্ছে না।

বাইডেন নিজের থেকে "যুদ্ধবিরতি"র কথা না'বললেও, ডেমোক্রেটদের থেকে যুদ্ধবিরতির পক্ষে প্রস্তব এসেছে; যদিও মাত্র ৭ জন কংগ্রেসম্যান যুদ্ধবিরতির কথা বলছে, ইহাতে অনেকের সন্মতি আছে। বাইডেন অবশ্য ভালো মেসেজ পেয়েছে কংগ্রেস থেকে, ইসরায়েলের জন্য ৪০ বিলিয়ন সাহায্য চেয়ে মাত্র সাড়ে ১৪ বিলিয়ন পেয়েছে। অবশ্য ইসরায়েলের টাকার অভাব হবে না, আমেরিকারন ইহুদীরা ২/১ বছর যুদ্ধ চালানোর মতো ডলারের যোগান দিতে পারবে।

নেতানিয়াহু চেয়েছিলো যান্ত্রিক যুদ্ধ করে, লোকবল না'হারায়ে, দুরত্ব রেখে, লম্বা সময় ধরে যুদ্ধ করবে; কিন্তু সে বুঝার শুরু করেছে, বিশ্ব তার বিপক্ষে চলে যাচ্ছে প্রতিদিন, এখন সে যুদ্ধের গতি বাড়িয়ে দেবে, মনে হচ্ছে! বাইডেন কি, নেতানিয়াহু'র "না"কে আপাতত হজম করে বসে থাকবে?


মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

বাকপ্রবাস বলেছেন: মিশর তার সীমান্তে সৈন্য জড় করার কারন কী? ইজরাইলের সাথে মিশরের চুক্তি আছে রাফা সীমান্তে মিশর কখনো সৈন্য সমাবেশ করবেনা। কাল একজনের তথ্য মতে মিশর ইজরাইলের সাপোর্টে সৈন্য সমাবেশ করেছে।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

সোনাগাজী বলেছেন:


যেইজনের থেকে তথ্য পেয়েছেন, সে ফেইসবুকের ফিল্ডমার্শাল। মিশর কিছু সোন্য এনেছে খাবার ট্রাক ও ইউএন রিলিফের লোকজনের সিকিউরিটির জন্য

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭

নতুন বলেছেন: সর্প হইয়া দংষন করে ওঝা হইয়া ঝাড়ে...

আমেরিকার কথা না শোনার মতন ক্ষমতা কি ইসরাইলের আছে?

আরো কয়েকদিন সময় দরকার সেটা নিয়ে তারপরে আমেরিকার কথা মেনে নেবে ইসরাইল। :|

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৬

সোনাগাজী বলেছেন:



বাইডেন ঠিক উহা নয়, আমেরিকায় ইহদীদের বিশাল লবিং আছে; কি হচ্ছে বলা মুশকিল। নেতানিয়াহু থেকে বাইডেন ভালো বুঝে।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:২৪

কালো যাদুকর বলেছেন: নতুনের কথা ঠিক। পুরাশেষ করার জন্য আরো ক্যেক দিন দরকার।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:


গতকাল হামাসের এক মুখপাত্র লেবাননে বলেছে, ৭ই অক্টোবরের মত আক্রমণ এখন থেকে বারবার করা হবে; যুদ্ধ বিরতির জন্য এগুলোর দরকার?

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৫

কামাল১৮ বলেছেন: কোনটা যে তার মুখের কথা কোনটা যে তার মনের কথা বোঝা মুশকিল।হিজবুল্লা অংশ নিলে যুদ্ধ অনেক দিন চলবে।

০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:



হিজবুল্লাহ গত পরশু বড় ধরণের রকেট আক্রমণ চালানোর পর থেমে গেছে। তাদের নেতা যুদ্ধের অর্ডার দেয়নি।

বাইডেন জোর পাচ্ছে না, গাজার কোন ১ জন নেতাও বলেনি যে, হামাস অন্যায় করেছে, জিম্মিদের ছেড়ে দেয়া উচিত। গাজার পিএলও নেতারা যুদ্ধের অবসান চায়, কিন্তু জিম্মদের ছেড়ে দেয়ার জন্য ষ্টেইটমেন্ট দেয়নি।

৫| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: যুদ্ধের শুরুতে পুতিনের বিরুদ্ধেও জনমত তুঙ্গে উঠেছিল কিন্তু বিশ্ব তাকে থামাতে পারেনি। আমার মনে হয় এক্ষেত্রেও তাই ঘটবে। তাছাড়া বিতারিত ১০ লাখ রোহিঙ্গার কোন ব্যবস্থাও বিশ্ব করতে পারে নি।

হামাস বাহিনী খুবই ধুরন্দর তরা হাসপাতাল, স্কুল, মসজিদ এসব পাবলিক স্থাপনাকে মিলিটারী ক্যম্প হিসেবে ব্যবহার করছে, যে কারণে যুদ্ধে সাধারণ নাগরিকগণ হতাহতের শিকার হচ্ছে। হামাস বাহিনী নির্মূল অথবা জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত নেতানিয়েহু থামবে বলে মনে হচ্ছে না, যদিও কাজটা মোটেও সহজ হবে না।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:৪৫

সোনাগাজী বলেছেন:



পুটিনের চারিদিকে আছে, তারা পুটিনকে বাদ দিয়ে কিছু করতে পারবে না; কিন্তু ইসরায়েলের চারপাশে যারা আছে, এদের ভয়ে ইসরায়েলের লোকজন কাজে মন বসাতে পারবে না।

৬| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ২:০৭

জ্যাক স্মিথ বলেছেন: যুদ্ধ বাঁধিয়ে দিয়ে এখন কান্নাকাটি, ইমোশনাল ব্ল্যাক মেইল করলে তো হলো না। হয় ইসরাইল বহিনীকে প্রতিহত করার ক্ষমতা থাকতে হবে, না হয় জিম্মিদের মুক্তি দিতে হবে। ফিলিস্তিনের জনগণের উচিৎ অতি শীঘ্রই হামাসদের সারেন্ডার করার ব্যবস্থা করা তা না হলে নিজেদর দুর্ভোগ আরবো বাড়বে।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:০৪

সোনাগাজী বলেছেন:



গত ২ দিনে ৪০০ ফিলিস্তিনী ( বর্তমানে পশ্চিমের নাগরিক ) মিশরে গেছে; ১ জনও বলেনি যে, বর্তমান অবস্হার শুরুটা করেছে হামাস।

০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩০

সোনাগাজী বলেছেন:



হামাস নিয়ে সাধারণ ফিলিস্তিনীদের করার কিছু আছে বলে মনে হয় না; কোন ফিলিস্তিনী কিন্তু হামাসের বিপক্ষে ১টি শব্দ বলেনি।

৭| ০৫ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:২৪

কামাল১৮ বলেছেন: এটাকেই বলে ধর্মের ভাইরাস।যুক্তিদিয়ে বিচার করার ক্ষমতা তারা হারিয়ে ফেলে।ধর্মে যা আছে সেটাই সত্য।ইয়াহুদীদের কোন রাষ্ট্র থাকবে না।তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে পৃথিবীর দেশে দেশে।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:০৬

সোনাগাজী বলেছেন:


ইহুদী ধর্ম ও রাষ্ট্রকে ১০০ ভাগ আলাডাভাবে দেখে।

৮| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৭

চারাগাছ বলেছেন:

ফিলিস্তিনী বাপ-মাহারা শিশুরা আলহামুলিল্লাহ বলছে।
অতএব এতো বিচলিত হবার কিছু নেই।

০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৬

সোনাগাজী বলেছেন:



ফিলিস্তিনের কেহ এখনো বলেনি যে, এই ভয়ংকর হত্যাকান্ডকে ডেকে এনেছে হামাস।

৯| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১১

নতুন বলেছেন: আরেকটা মজার জিনিস দেখলে হাসি পায়।

যারা বর্তমানে রাস্ট ক্ষমতায় আছে, তারা কতটুকু র্ধামিক যে ধর্মের জন্য এতো বড় ঝামেলা করছে?

এরা করছে অস্র বিক্রির জন্য, প্রভাব বিস্তারের জন্য, ভয় তৌরির জন্য, নিয়ন্ত্রন বাড়ানোর জন্য....

এরা সাধারন মানুষের অন্ধবিশ্বাসকে পুজি করে ধর্মের রং দিয়ে সমস্যাকে জিইয়ে রেখে নিজেদের ফয়দা লুটছে...

০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৮

সোনাগাজী বলেছেন:




আমেরিকা দামী অস্ত্র বিক্রয় করে, কিন্তু ধর্ম নিয়ে মাথা ঘামায় না। আমি কি আপনার মন্তব্য বুঝতে পারিনি?

১০| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমেরিকা চাইলে যুদ্ধ থামবে কিন্তু ওরাই থামাতে চাচ্ছেনা; উল্টো সর্বাত্নক সমর্থন দিচ্ছে।

০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২

সোনাগাজী বলেছেন:


বাইডেন তো জিম্মিদের ফ্রি করতে পারেনি, এটা নিয়ে আপনার ধারণা কি?

১১| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩১

জুন বলেছেন: অপেক্ষা এই ফ্রানকেন্সটাইন যদি একদিন তার স্রস্টার ধ্বংসের কারন হয়।

০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৪

সোনাগাজী বলেছেন:



ইহুদীরা মুসলমানদের মত ধর্ম পালন করে না; ওরা ধর্মকে ব্যবহার করে নিজেদের ভেতর ঐক্য রাখার জন্য; ফলে,স্রষ্টা সম্পর্কে ওদের ভাবনা ও মুসলিমদের ধারণা এখ ধরণের হওয়ার কথা নয়।

১২| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি- আমেরিকা ছাড়া বিশ্বের গতি নাই।
এখন আমেরিকার উচিত মুসলিম বিশ্বের সমস্ত জঙ্গী সংগঠন গুলো একদম ধ্বংস করে দেওয়া। আবার নতুন করে জঙ্গী হবে, আবার ধ্বংস করে দিবে। এরকম চালিয়ে গেলেই বিশ্বে শান্তি আসবে।

০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকা যদি জংগী ধ্বংসে নামে, একটি মুসলিম দেশও থাকবে না; ভারতের একাংশও ধ্ংস হয়ে যাবে; স্বয়ং মোদী জীবিত থাকবে না।

১৩| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পৃথিবীতে এই যুদ্ধ যুদ্ধ খেলা চলতেই থাকবে ।
.........................................................................
রাজনীতি আর ব্যবসা না হলে জীবন অচল ।

০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

সোনাগাজী বলেছেন:


বিশ্বের বিবিধ জাতির জীবনধারা ও জীবনের মান কাছাকাছি যাচ্ছে না, ইহাই বেশী সমস্যার সৃষ্টি করছে!

১৪| ০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

জুন বলেছেন: আমি সেই স্রস্টার কথা মিন করিনি। আমি মিন করেছি যারা দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপ আমেরিকায় না নিয়ে ইসরায়েলে তাদের বসতি গড়ে তাদের দিয়ে সারা দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে রেখেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.