নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গাজা নিয়ে আজকে আরব লীগের জরুরী সামিট

১১ ই নভেম্বর, ২০২৩ ভোর ৪:০৮



**** ফরাসী প্রেসিডেন্ট বলেছে যে, ইসরায়েল শিশু ও নারীদের হত্যা করে চলছে গাজাতে ****
**** ফিলিস্তিনের সমর্থনে কমলা হ্যারিসের পরিচিত অনেক ভারতীয় নারী হোয়াইট হাউসের দেওয়ালী অনুষ্ঠানে যাচ্ছে না ****

গাজা নিয়ে, আজ রিয়াদে আরব লীগের ( ২২ দেশ ) "জরুরী সামিট"। বুঝা যাচ্ছে যে, ইহা জরুরী ব্যাপার; ৮ই অক্টোবর থেকে ইসরায়েল গাজার উপর বোমা ফেলছে, এয়ার টু ল্যান্ড মিসাইল ব্যবহার করে আসছে; প্রতিদিন গড়ে ৫০০ টার্গেট আক্রমণ করেছে ইসরায়েলী এয়ারফোর্স; প্রতিদিন গড়ে ৩০০/৪০০ মানুষ প্রাণ হারায়েছে, আহত হচ্ছে ১৫০০ মানুষ; এই সমস্যা নিয়ে কথা বলতে আরবেরা সময় নিলো ১ মাস ৭ দিন; কারণ ইহা জরুরী! অথচ, ১ সপ্তাহ পরে বাইডেন আসতে সমর্থ হয়েছিলো; আরবদের মিটিং হচ্ছে সাড়ে ১১০০০ মানুষের মৃত্যু ও গাজা নিশ্চিহ্ন হওয়ার পর।

সামিটে অনারব থাকছে একজন, উহা পারশিক, ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্টের পে-রোলে আছে হেজবুল্লাহ, যা লেবাননের অর্ধেক দখল করে বসে আছে, দেশটাকে ১০০ ভাগ পরিত্যক্ত দেশে পরিণত করেছে; আছে হামাস, যাকে নিশ্চিহ্ন করার নামে নেতানিয়াহু গাজায় গণহত্যা চলাাচ্ছে; আরো আছে হুতি শিয়া মিলিশিয়া, ইরান ইহাকে দায়িত্ব দিয়েছে সৌদীকে ধ্বংস করার জন্য। কালকে সৌদী আরব ও ইরান ( এই ২টি মোটামুটি শক্তিশালী ) একসাথে বসে আলাপ করবে গাজা নিয়ে কি করা যায়!

আজ থেকে ৭৫ বছর পুর্বে এরাই চেষ্টা করেছিলো, যাতে ইসরায়েল হতে না'পারে! কিন্তু চেষ্টাটা আমেরিকা, বৃটেন ও পুরো ইউরোপের বিপরিতে। ২য় বিশ্বযু্দ্ধে আমেরিকা, বৃটেন ও ইউরোপ ততকালীন জার্মানী ও জাপানের বিপক্ষে জয়ী হয়ে এসেছে; তারাই তখন শক্তি; তারাই ইসরায়েল বানাচ্ছে! তখন বেশীরভাগ আরব দেশগুলোও নতুন দেশ; তাদের অবস্হাও ভালো নয়, সৈন্য বাহিনীতে কিছুই নেই; সেই বাহিনী নিয়ে মিশর, লেবানন, জর্ডান ও সিরিয়া যুদ্ধে নেমেছিলো ফিলিস্তিনকে দখলে রেখে, ইসরায়েলের হওয়াকে বাধা দিতে! ইহা সম্ভব হয়নি। যখন সম্ভব হয়নি, তখন কি করার দরকার ছিলো?

১৯৪৮ সালে ৪ আরব দেশ পরাজিত হওয়ার পর, তারা জাতিসংঘে গিয়ে আপোষ করে, ফিলিস্তিন গঠন করতে পারতো। উহাও করেনি। দেখা যাক, আগামীকাল কি করে। এবার ইসরেয়েল ফিলিস্তিনীদের উপর গণহত্যা চালিয়ে উহাকে ঢেকে রাখতে সমর্থ হয়নি, বিশ্ব দেখেছে, বিশ্ব সোচ্চার; দেখাযাক, ইহা আরব লীগকে সাহায্য করে কিনা!


মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: আমি আজই জানলাম আপনাকে কমেন্ট ব্যান ও ফ্রন্ট পেজ ব্যান করা হয়েছে।
আপনি শান্তিতে ব্লগিং করতে পারবেন না। যদি কোনো কারনে মডারেটর চেঞ্জ হয়, তখন আপনি শান্তিতে ব্লগিং করতে পারবেন।

১১ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩১

সোনাগাজী বলেছেন:



চিন্তিত হবেন না, ব্লগিং এভাবেই চলে।

২| ১১ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৯

বিষাদ সময় বলেছেন: থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়.....

১১ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:



ইহা কোন ভাষায়, অর্থ কি?

৩| ১১ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

শূন্য সারমর্ম বলেছেন:


সৌদি-ইরান আলোচনায় বসা মানে কি, আমাদের দেশের বিএনপি-আওয়ামীলীগ টাইপ আলোচনা?

১১ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৭

সোনাগাজী বলেছেন:



ইরানের ভুমিকা হচ্ছে সব সুন্নী আরব দেশগুলোকে ধ্বংস করা, সৌদীর রাজতন্ত্রের অবসান ঘটানো ও মক্কা-মদীনাকে মুক্ত করা; ওখানে তারা গিয়ে যেন তাদের মতো করে হজ্ব পালন করতে পারে।

বিএনপি হলো মিলিটারীহীন মিলিটারীর দল; আওয়ামী লীগ হলো, জাতীয় লাঠিয়াল বাহিনী

৪| ১১ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০

বিষাদ সময় বলেছেন: দুঃখ পাইলাম। কষ্ট করিয়া গুগল মামাকে জিজ্ঞেস করুন.....

১১ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:


পড়েছি। চট্টগ্রামে বড়ি বানানো হয় না; প্রবাদটা শুনে আমি মনে করেছিলাম ভারতীয় কোন এলাকার কিছু একটা। চট্টগ্রামে সেজনাকে সেজনাই বলায় হয়। থোড় বলতে কলাগাছে ফুলকে বুঝায়।

যাক, আমি এই প্রবাদ জীবনে প্রথমবার শুনলাম।

৫| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি রুহেল আহমেদ নামে কোন মুক্তিযোদ্ধাকে চিনতেন ? নিউইয়র্কে থাকতেন । আপনার বয়সী ।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:


না, আমি চিনি না; কোন এলাকার লোক?

৬| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৬

কামাল১৮ বলেছেন: আরব লীগে বসে কোন সমাধান হবে না।জাতিসংঘে বসতে হবে।সেখান থেকেই সমাধান আসতে হবে।আর সেটা সবাইকে মেনে নিবে।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১২

সোনাগাজী বলেছেন:



আরবরা এক হতে পারলে, ফিলিস্তিনের ভুমি ছেড়ে দিতে বাধ্য হবে।

৭| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরবদের মিটিং হচ্ছে সাড়ে ১১০০০ মানুষের মৃত্যু ও গাজা নিশ্চিহ্ন হওয়ার পর।
...................................................................................................................
এমনটাই হবে !
নখ দন্ত বিহীন বাঘ আরকি ,
খালি গর্জন করতে পারে
সমাধান কিছু আসবে বলে মনে হয়না ।
..............................................................
হামাস নিধন উল্লেখ করার মতো হয়ে গেছে , এখন
সমঝোতার নাটক করার সময় হয়েছে ।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১৪

সোনাগাজী বলেছেন:



আরবরা হামাস, হিজবুল্লাহ, ইসলামী জ্বিহাদ, হুতি ও অন্যান্য শিয়ামিলিশিয়া বাহিনী চেহে না নিজ দেশে; সেগুলো ইরানের ছানাপোানা।

৮| ১২ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:১৬

কলাবাগান১ বলেছেন: আবার ব্লগবিরতি দিলাম....বাংগালী তিল কে তাল করতে উস্তাদ। কথাতে মনে হয় উনারা এতই আহত, মনে হয় মেডিক্যালে ভর্তি হতে হবে। আগেই বলেছিলাম ব্লগে আক্রমন হল, কচু পাতার পানি...টোকা দিলেই পড়ে যায়... কথার উত্তর কথা দিয়ে দেন...। মডু থেকে আরম্ভ করে লগইন করা প্রায় সবাইকেই দেখি এক লাইনে কথা বলে...মডু বলে যে কাউকে নাম নিয়ে পোস্ট দেওয়া যাবে না, অথচ নিজেই অন্যকে (মানসিক রুগী) বানিয়ে পোস্ট দেয়, তখন কি নীতিমালা ভংগ হয় না???? এমন নীতিমালা মানা ওয়ালা ব্লগ, জাতিসংন্গতেও বোধ হয় এত 'কঠিন' নীতিমালা নাই...
আমাকেও ব্যান করুন কিছু আসে যায় না........

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:



মড়ু সাহেব আমাকে নিয়ে পোষ্ট দেয়ার ব্যাপারে লোভ সামলাতে পারেননি; ইহা উনার দক্ষতার আভাব ছাড়া অন্য কিছু নয়।

ব্লগে লিখুন; দেশের অনেক উচ্চশিক্ষিত মানুষ কোন বিষয়ের উপর সঠিভাবে লিখতে পারে না।

৯| ১২ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:৪৪

নূর আলম হিরণ বলেছেন: ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একমত হতে পারেনি আরব নেতারা!
আসলে তাদের পক্ষে এটা করাও সম্ভব নয়।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯

সোনাগাজী বলেছেন:



গত ৭৫ বছরে ( ১৯৪৮ সালের পর ) বেশীরভাগ আরব দেশ অনেক পেছনে চলে গেছে; ষেই তুলনায় ইসারায়ের উন্নয়ন বিশাল।

১০| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আরব নেতারা গাজার ব্যাপারে আসলে আন্তরিক না। কিন্তু সমস্যা হচ্ছে ওদের দেশগুলির অনেক মানুষ ফিলিস্তিনের সমর্থক।

এই সমস্যা শেষ হবে না। ৭৫ বছর ধরে চলছে। আরও কয়টা ৭৫ বছর চলে বলা মুশকিল। ইসরাইল নৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৮

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল সম্পর্কে বিশ্বের মানুষের ধারণা ভয়ংকরভাবে খারাপ হয়ে গেছে; মানুষ নেতানিয়াহুকে সঠিভাবে বুঝার শুরু করেছে। ইসরায়েল সরকারের জল্লাদরা ইহুদীদের জন্য ভয়ংকর সমস্যার সৃষ্টি করেছে।

১১| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: তিন বছর পর পর মডারেটর এবং ব্লগ টিম এর সদস্যদের পরিবর্তন করা বিশেষ প্রয়োজন।

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজী নিকের সময়, কিছু লোকজন আমার পোষ্টগুলো পর্ণ ছবি দিয়ে ফ্লাডিং করতো! ইহা যদি মডারেটর জেনে থাকেন, তা ব্লগারদের জানালে ভালো হয়। আর যদি উনি উহা বের কতে সক্ষম না'হয়ে থাকেন, সেটাও জামানোর দরকার।

১২| ১৪ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:৪০

শ্রাবণধারা বলেছেন: আপনার পোস্টগুলো পড়ে কিছুটা আশাবাদ পাই, যদিও সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন।

ফিলিস্তিন নিয়ে আপনার চিন্তা ভাবনা সচ্ছ।

আমার ধারনা এই যে যতদিন হামাসের মত জংগীরা ফিলিস্তিনদের প্রতিনিধি বা দলের অগ্রণী সর্দার হয়ে আছে ততদিন পর্যন্ত ফিলিস্তিনিদের মুক্তি নেই। এটা তালেবান, আই এস থেকে শুরু করে বাংলাদেশে জংগী দলগুলোর জন্যও প্রযোজ্য। ধর্মের নামে যে মিথ্যা ও নিষ্ঠুরতা তার চেয়ে ভয়ঙ্কর ক্রূর ও কুটিল মিথ্যা আর নেই।

"ইসরায়েল সম্পর্কে বিশ্বের মানুষের ধারণা ভয়ংকরভাবে খারাপ হয়ে গেছে; মানুষ নেতানিয়াহুকে সঠিভাবে বুঝার শুরু করেছে।" এটা কতটুকু সত্য বা কার্যকর তা সম্পর্কে আমি সন্দিহান, এখনও মিডিয়া ভীষণভাবে ইসরায়েলের মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ফিলিস্তিন নিয়ে সত্যিকার অর্থে কারো তেমন মাথাব্যাথা আছে বলে মনে হচ্ছে না।

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:০১

সোনাগাজী বলেছেন:


বিশ্বে এএই মহুর্তে বেশীরভাগ দেশে ডানপন্হী, দুর্বল, লতাপাতর মতো সরকার ক্ষমতায়; এরা আমেরিাকা ও ইউরোপের করুণা-প্রার্থী। তবে, ফিলিস্তিনের নারী, শিশু ও নিরাপরাধী মানুষের করুণ মৃত্যু বিশ্বকে নাড়া দিয়েছে, সাধারণ মানুষ ইহুদীদের নির্দয়তা দেখেছে; ইসরায়েল বাধ্য হবে নেতানিয়াহু ও তার জল্লাদ বন্ধুদের ক্ষমতা থেকে সরাতে। একই সময়ে, বিশ্বের প্রায় দেশ থেকে, এমন কি ইউরোপ থেকে ইহিদীরা আমেরিকা কিংবা ইসরায়েল চলে যাবে ক্রমেই।

১৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরবরা ঐক্যমতে পৌঁছতে পারবেনা।




আপনি কেমন আছে? আপনি আপনার লেখা চালিয়ে যান। বন্ধ করবেননা কোন ক্রমেই।

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০০

সোনাগাজী বলেছেন:


২২ দেশ, ১টি হামাস, ১টি হুতি, ১টি হেজবুল্লাহ, অনেক শিয়া মিলিশিয়া, বিশাল সুন্নী,কিছু শিয়া, এসব মিলে আরব।

আমার পোষ্ট লেখা বন্ধ হবে না, ধন্যবাদ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫০

শ্রাবণধারা বলেছেন: আপনার পোস্টে কমেন্ট করলেও ব্লগের "সাম্প্রতিক মন্তব্য" তে সেটা দেখা যায় না।

আপনার কটু মন্তব্যের জন্য আপনাকে শাস্তি পেতে হচ্ছে। মাঝখান থেকে আমরা আপনার বিশ্বরাজনীতি এবং ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের লেখাগুলো থেকে বঞ্চিত হচ্ছি।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৪

সোনাগাজী বলেছেন:



আমি শায়েমাকে নিয়ে ১টি মন্তব্য করেছিলাম, উহা শুনতে কটু, কিন্তু উনার সম্পর্কে আমার ধারণা ভালো না; ফলে, ভালো মন্তব্য কিছুতেই করতে পারছিলাম না, স্যরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.