নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জিম্মিরা ছাড়া পায়নি এখনো, যুদ্ধ-বিরতি এখনো অনিশ্চিত

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪



যুদ্ধবিরতি মানেই হামাসের বিজয়; যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথে হামাস "বিজয় মিছিল" বের করবে স্বয়ং উত্তর গাজায়; মনে হয়, নেতানিয়াহু ভাবছে, যুদ্ধবিরতি হলে, আবার যুদ্ধ শুরু করা সম্ভব হবে না, বিশ্ব ইসরায়েলকে লক্ষ্য করে জুতা ছুঁড়বে।

এই মহুর্ত অবধি হামাস কোন জিম্মিকে ছাড়েনি; হামাসকে যারা বুদ্ধি দিচ্ছে, তারা নেতানিয়াহু'র ভয়ংকর খারাপ অবস্হাকে কাজে লাগিয়ে তার চাকুরীর অবসান ঘটানোর ব্যবস্হা করছে। এদিকে আমেরিকা মনে করছে যে, যুদ্ধবিরতি দেয়া মানে "হামাস জয়ী"; তা'হলে, যুদ্ধ শেষের পর, হামাসই অন্য নামে গাজায় ও ওয়েষ্ট ব্যাংকে ক্ষমতায় এসে যাবে।

নেতানিয়াহু ও ইসরায়েলী বাহিনী সঠিকভাবে যুদ্ধ করেনি; তারা গাজার সব মানুষকে হামাসের অংশ হিসেবে ধরে নিয়ে "দুর থেকে টেকনিক্যাল হত্যাকান্ড চালায়েছে, যাতে ওদের সৈন্য ক্ষয় না'হয়; ফলাফল, নারী-শিশু মিলে প্রায় ১৩ হাজার সিভিলিয়ান মৃত্যু"। হামাসের ক্ষয়ক্ষতি তুলামুলকভাবে কম।

এখন নেতানিয়াহু পুরো বিশ্বের সামনে অপরাধী ছাড়া অন্য কিছু নয়; ইসরায়েলের ভেতরে তার পক্ষে কেহ নেই; সৈন্য বাহিনীও প্রমাদ গুনছে। বিশ্ব স্বাস্হ্য সংস্হা এসে আল শিফা দেখে গেছে; ইসরায়েলের বাহিনী ওখানে যা করেছে, ইহার ফলে ইসরায়েল সরকার একা হয়ে পড়বে।

যুদ্ধ শুরু করতে দিয়ে বাইডেনও দেশের ভেতরে ও নিজ দলের কাছে বেকুব হিসেবে পরিগণিত হয়েছে, জনপ্রিয়তা হারায়েছে; ট্রাম্প আজকে বাইডেনকে অসুস্হ নেতা আখ্যা দিয়েছে; ২/৪টা রাজ্য যদি ব্যালেট থেকে ট্রাম্পের নাম না'মুছে দেয়, সে আগামী প্রেসিডেন্ট হয়ে গেছে।

মনে হয়, হামাস সময় নিচ্ছে, তারা ফিলিস্তিনীদের মৃত্যু নিয়ে মোটেই বিচলিত নয়।



মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

আমি নই বলেছেন: এহুদ ওলমার্টের সাক্ষাতকারটা দেখেছেন? সে দাবী করেছে খান ইউনিসে হামাসের হেডকোয়ার্টার!!!

হুথিরা নাকি একটা ইসরাইলি মালিকানাধীন শিপ হাইজ্যাক করেছে? যুদ্ধ মনে হয় ছড়িয়ে পড়বে এখন।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫০

সোনাগাজী বলেছেন:



না, সাক্ষাতকারটি দেখিনি।

আমার মনে হয়, ইসরায়েল হামাসের কিছুই করতে পারেনি, সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করে এমন বিপদে পড়েছে যে, ইসরায়েলের সাধারণ মানুষ ভীত হয়ে গেছে। হয়তো, যুদ্ধের মাঝখানে নেতানিয়াহুকে সরায়ে কোনভাবে মুখ রক্ষা করবে।

২| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আজ সবাই অস্ট্রেলিয়া ভারত ফাইনাল ম্যাচ নিয়ে ব্যস্ত। কেউ আপনার ব্লগে ঢু মারেনি

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:২৮

সোনাগাজী বলেছেন:



আমি যেবিষয়ে লিখছি, ইহাতে বাংগালীদের অনেকেরই ইন্টারেষ্ট দীর্ঘ সময় থাকবে না।

৩| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: হামাসকে আমেরিকা ধ্বংস করে দিচ্ছে না?
তাহলে ফিলিস্তিনিরা বেঁচে যেতো। এদিকে এরদোয়ান আসলে কি চাচ্ছে? সেটা পরিস্কার বুঝা যাচ্ছে না।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:২২

সোনাগাজী বলেছেন:



এখন ফিলিস্তিনের প্রতিটি মানুষ হামাসের সাপোর্টার; ওয়েষ্ট ব্যাংকে আগে পিএলও ছিলো, যুদ্ধের পর,কেহ পিএলও'কে মানবে না।

এরদেগান আসলে জামাতী।

৪| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:০১

শ্রাবণধারা বলেছেন: আপনার ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক পোস্টগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে চোখ রাখছি এবং পড়ছি।

বিগত দেড় মাসের এই গণহত্যার বীভৎসতা এবং পাশ্চাত্য নেতৃত্বের নির্লজ্জ পক্ষপাতিত্ব দেখে ইদানীং আমার দুটি বিষয় মনে হচ্ছে। প্রথমটি সন্দেহ আর দ্বিতীয়টি সম্পর্কে আমি অনেকটা নিশ্চিত।

প্রথম সন্দেহ এই যে আমার মনে হচ্ছে, হামাসের উত্থানের পিছনে ইসরাইলের বড় ভূমিকা আছে। আপনি আপনার প্রথমদিকের পোস্টে এমন একটি সন্দেহ করেছিলেন। তখন আমার কাছে বিষয়টা নেহায়েত ষড়যন্ত্রতত্ত্বের মত মনে হয়েছিলো। এখন মনে হচ্ছে পিএলওর মত অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিকে খর্ব করার জন্যই ইসরাইলিরা হামাসের মৌলবাদী সন্ত্রাসী দলকে কাজে লাগিয়েছে।

আমার দ্বিতীয় ধারনা এই যে এখন পাশ্চাত্য নেতৃত্বে একটা নৈতিক খরা চলছে। মনোযোগের সাথে আমেরিকার ক্ষমতা সম্পন্ন সিনেট সদস্যদের ইন্টারভিউ, সিনেটে প্রদত্ত বক্তৃতা দেখে আমার মনে হল যে, নৈতিক ভাবে অত্যন্ত নিম্নমানের লোকেরা আমেরিকাকে এবং পশ্চিমা দেশগুলোকে নেতৃত্ব দিচ্ছে। স্পিকার Mike Johnson এর কথাই ধরুন। কি নিদারুন রূঢ়, নিচু নৈতিকতা সম্পন্ন একটা লোককে House of Representatives এর স্পিকার বানানো হয়েছে! আমেরিকার রাজনীতির ময়দানে যতদিন এই নিম্ন নৈতিকতার বড় অফিসিয়ালরা আছে ততদিন গণহত্যার মত, যুদ্ধোপরাধের মত ঘটনা ঘটতেই থাকবে।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৩৬

সোনাগাজী বলেছেন:


হামাসের সাথে সময় সময় মোসাদের যোগাযোগ ছিলো; ট্রাম্পের সময় নেতানিয়াহু "১ দেশ, ১ ইসরায়েল"এ যাওয়ার চেষ্টা করেছিলো; হামাস ও মোসাদ কছু একটা করছিলো; কিন্তু ব্যাপারটা ওদের কন্ট্রোলের বাহিরে গিয়া ভয়ংকর কিছু ঘটেছে; কারণ, আরবদের মাঝে অনেকই মোসাদের মতোই ধুর্ত।

আমেরিকায় যা ঘটছে, ইহা ট্রাম্পের "সাদা সুপেরিওর" বিভক্তির ফলাফল; ইউরোপে ফ্রান্স ব্যতিত সব দেশে ভয়ংকর ডানপন্হীরা ক্ষমতায়। ইহা যে বিশ্বকে ক্রমেই ভয়ংকর সংঘাতের দিকে নিচ্ছে, আমেরিকার ডেমিক্রেটিক দল বুঝার শুরু করেছে।

৫| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমেরিকা ইসরায়েল - ফিলিস্তিন সংলগ্ন সাগরে জাহাজ আর সাবমেরিন পাঠিয়েছিলো। সেগুলোর গতিবিধি লক্ষ্য করে দেখেন কি? সেগুলো থেকে হামাসের উপরে কোন আক্রমণ হয়েছে কি?

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৩৯

সোনাগাজী বলেছেন:



হামাস থাকে মাটির নীচে; হাজার হাজার বাড়ী পড়ে যত মানুষ প্রাণ হারায়েছে এগুলো সিভিলিয়ান, কিন্তু হামাসের সাপোর্টার। হামাসেরা কোন বাড়ীর ১তলায়ও থাকে না; তারা কমপক্ষে বেইসমেন্টে থাকে।

২ হাজার হামাস প্রাণ হারায়েছে কিনা সন্দেহ আছে।

৬| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মাটির নিচে ওরা মনে হয় একটা শহর বানিয়েছে! তুরস্ক আর ইরানের সহায়তায়।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪৬

সোনাগাজী বলেছেন:



হামাস অনেক ধরণের দাতাদের থেকে টাকা পায়; যথাসম্ভব বিবিধ আরবদেশে ওদের বিনিয়োগও আছে। ওরা টানেল করানোর জন্য অনেক মানুষকে কাজে লাগায়েছে।

৭| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ২:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
হামাস অনেক ধরণের দাতাদের থেকে টাকা পায়; যথাসম্ভব বিবিধ আরবদেশে ওদের বিনিয়োগও আছে। ওরা টানেল করানোর জন্য অনেক মানুষকে কাজে লাগায়েছে।
==================================

হামাসের ইনভেস্টমেন্ট আমাদের দেশে আছে কি?

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ২:০৯

সোনাগাজী বলেছেন:




সেটা আমি জানি না; তবে, নিউইয়র্কে মসজিদগুলো থেকে ফিলিস্তিনকে সাহায্য করার নামে কিছু মানুষ টাকা তুলছেসব সময়।

৮| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৩:১৩

আঁধারের যুবরাজ বলেছেন: কাতার চেষ্টা করছে যুদ্ধ থামানোর জন্য। তবে যুদ্ধ ( ? ) কখন থামবে সেটা বুঝা যাচ্ছে না ,কিন্তু নেতানিয়াহুর রাজনৈতিক বিপর্যয় হবে। তার নিজের রাজনৈতিক দলের ভিতরেই কোন্দল শুরু হয়েছে তাকে নিয়ে। ইসরায়েলের মধ্যে যেমন তার বন্ধু রয়েছে ,তেমনি শক্তিশালী বিরোধীও রয়েছে।

২০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:১৫

সোনাগাজী বলেছেন:




ফিলিস্তিন হয়তো আগামী কয়েক বছরের মাঝে স্বাধীন হয়ে যাবে; তবে, ইহা ইয়েমেন কিংবা লেবাননের মতো হবে; ফিলিস্তিন জর্ডানকেও অশান্তির মাঝে টেনে নেবে।

৯| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: আমি আপনাকে (ব্যান করা) নিয়ে একটা প্রতিবাদী পোষ্ট লিখতে চাই। আপনার অনুমতি প্রার্থনা করছি।

২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৩

সোনাগাজী বলেছেন:



কোন অবস্হায় লিখবেন না; আপনাকে নজরে রেখেছে অসতরা; জাদিদ সাহেবও সুযোগ পেয়ে ১খানা পোষ্ট লিখে ফেলবেন।

১০| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

মিরোরডডল বলেছেন:




১৩ হাজার সিভিলিয়ান মৃত্যু

সংখ্যাটা হিউজ!!!
এরা সবাই সাধারণ নিরীহ মানুষ।

যত দ্রুত যুদ্ধের নিষ্পত্তি হয়, ততই মঙ্গল।


১১| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

বাউন্ডেলে বলেছেন: নেতানেয়াহু যুদ্ধ বিরতী চায় না। কারনঃ শত শত ইসরাইলী সৈন্যর মৃত্যুর খবর এখনি প্রকাশ হয়ে যেতে পারে। সেই সাথে গনহত্যার অনেক কিছু এবং হামাস পাকড়াও ব্যার্থতা। সব মিলিয়ে গ্যাড়াকলে যুদ্ধাপরাধীরা।

১২| ২০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নেতানিয়াহু পুরো বিশ্বের সামনে অপরাধী ছাড়া অন্য কিছু নয়;
...........................................................................................
তারপরও আমেরিকা তাকে সহায়তা করবে এবং অস্ত্র দেবে ।
বিচারের সময় তাদের পক্ষ নেবে ।
আসলে আরব বিশ্বে এই খেলা চলুক তা ইউরোপ সহ অনেকে চায় ।
যেমন মিয়ানমার , ইউক্রেন যুদ্ধ চলুক তাও অনেকে চায় ।

১৩| ২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০১

শ্রাবণধারা বলেছেন: আশাব্যঞ্জক ধারণাগুলো সঠিক নয় বলে মনে হচ্ছে। ইসরাইল আরো বেশি আক্রমণাত্মক আচরণ করছে। পরিস্থিতি দিনের পর দিন আরো বেশি খারাপ হচ্ছে।

১৪| ২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৬

কামাল১৮ বলেছেন: হামাস ধ্বংস না হওয়া পর্য্ন্ত যুদ্ধ বন্ধ করা ভুল হব।
অনুসরন করা ছিলো কাজ করছে না।বুঝতে পারলাম না।

১৫| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৬

শাহ আজিজ বলেছেন: এই যে হাজার হাজার ফিলিস্তিনি মারা যাচ্ছে তাতে হামাসের কিছু আসে যায় না । ইসরায়েলের আচরন দেখে বোঝা যাচ্ছে তারা হামাসহীন ফিলিস্তিন চাইছে । আমরাও তাই চাই ।

১৬| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাইডেন একজন অযোগ্য প্রেসিডেন্ট।

১৭| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৫

মিরোরডডল বলেছেন:




আই হোপ ইউ আর ওকে।
ব্লগে দেখছি নাহ যে!!

২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ভালো আছি।

১৮| ২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭

মিরোরডডল বলেছেন:




good to see you খেলাঘর।

২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.