নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জিম্মিমুক্তি ও যুদ্ধ-কৌশলের কারণে হামাসের ইমেজ অনেকটা বদলে গেছে।

২৬ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:৪৬



**** যুদ্ধ করে ইসরায়েল ১ জন জিম্মিকেও মুক্ত করতে পারেনি; ইসরায়েলের ইমেজ ভয়ংকরভাবে নীচে চলে গেছে, ইহার রেজাল্টও ভয়ংকর হবে। ****

**** এখন থেকে হলোকাষ্টের কথা বললে মানুষ হাসবে ও বলবে যে, ইহার দরকার ছিলো ****

যুদ্ধ করে, গাজায় গণহত্যা চালিয়ে, ১৫ হাজার নিরীহ ফিলিস্তিনীকে হত্যা করে, গাজাকে মাটির সাথে মিশায়েও ১জন জিম্মিকেও মুক্ত করতে না'পেরে ইসরায়েলী রূপকথার সৈন্যবাহিনী 'লিলিপুটিয়ান বাহিনীতে' পরিণত হয়েছে; অপরদিকে, যেই কয়জন হামাস সদস্যের মৃত্যু হয়েছে ( নগণ্য পরিমাণ ) তাদেরকে সাধারণ মানুষ থেকে আলাদা করা সম্ভব হয়নি।

যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তির কারণে হামাসের ইমেজ অনেকটা বদলে গেছে; তারা যদি ইহা ধরে রাখতে পারে, এবং আগামী বছরখানেকের মাঝে যদি ফিলিস্তিন দেশ গঠিত হয়, ইসারায়েলের সাথে টেবিলে হামাসই থাকবে; আজকে সব ফিলিস্তিনী নিজকে হামাস হিসেবে ভাবছে।

ফিলিস্তিনী বন্দীদের মুক্তির সময় কোন প্রকার 'সেলিব্রেশন' করার দরকার ছিলো না; ইহা গম্ভীর পরিবেশে রাখলে বিশ্ব শোকটাকে আরো বেশী অনুধাবন করতে পারতো; তাতে নেটানিয়াহু আরো বেশী ক্ষতিগ্রস্ত হতো।

নেতানিয়াহু ইসরায়েলকে বিশ্বের সামনে একটি দানব হিসেবে উপস্হাপন করেছে। ইহা থেকে ইসরায়েল আদৌ কোন সময়ে বের হতে পারবে কিনা সন্দেহ। নেতানিয়াহুর সাথে কোলাকুলি করে আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের জন্য শহীদ হয়ে গেছে।


মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একদিন ফিলিস্তিন স্বাধীন রাস্ট্র হবে।

২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



কখন?

২| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিশ্বে ইসরাইল দানব হিসেবে পরিচিতি পাচ্ছে।

২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



১ম ও ২য় বিশ্বযুদ্ধের আগে ইহুদীদের যেভাবে নীচুমানের, লোভী ও স্বার্থপর মানুষ হিসেবে গণ্য করা হতো; এবার অবস্হা তার চেয়ে খারাপ হবে। নেতানিয়াহু এই জাতিকে ধ্বংস করে দিয়েছে।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:০১

কামাল১৮ বলেছেন: আমার মনে হয় বন্ধিরা গাজায় ছিলো না।ফিলিস্তিন স্বাধীন হয়ে শান্তিতে বসবাস করলে ইসরাইলের কোন সমস্যা নাই।সেটা হামাস বা যাঁরাই শাসন করুক না কেনো।হামাস যদি তার চরিত্র না বদলায় তবে যুদ্ধ চলবেই।

২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

সোনাগাজী বলেছেন:



গাজা সবদিক থেকে ইসরায়েলের সৈন্যাদের দ্বারা অবরুদ্ধ; বন্দীরা ভেতরে ছিলো; ওদেরকে হামাস "গাজায়" রেডক্রসকে দিয়েছে, রেডক্রস ওদেরকে মিশরে নিয়ে গিয়ে মোসাদকে দিয়েছে।

৪| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ভালো কিছু দেখার প্রতীক্ষায় মানুষ।

২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২০

সোনাগাজী বলেছেন:


গণহত্যা চালিয়ে ইসরায়েল ধরা খেয়েছে, এবার ফিলিস্তিন হয়ে যাবে।

৫| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: সামুতে আপনার পোষ্ট দেখে অনেক খুশি লাগছে।

২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪০

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ; কাজের থেকে ব্লগে আসবেন না, ইহাতে সমস্যা হবে।

৬| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ইসরাইল ধ্বংস হোক ফিলিস্তির জয় হোক - আমিন

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনার আগের দোয়া কাজ করে চলছে; উহা পুর্ণ হওয়ার পর, নতুনটা কাজ করবে।

৭| ২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ইসরাইল আসলেই একটি দানব রাস্ট্র এবং কোন একদিন ফিলিস্তিন স্বাধীন রাস্ট্র হবে হামাসের উপর ভর করেই ।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:


১ বছরের মাঝে ফিলিস্তিন দেশ হওয়ার সম্ভাবনা আছে; কমপক্ষে, কা ঠামো গড়ে উঠবে; হামাস ব্যতিত আর কেহ ( পিএলও শেষ ) নেই।

৮| ২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হামাসের সাথে যদি তাদের যুদ্ধ দক্ষতা ব্যর্থ হয়
তবে, ইরানের সৈন্যদের মনবোল ১০০ গুন বেড়ে যাবে ।

..................................................................................
ইরানকে বিভিন্ন সময়ে দেয়া হুমকি এখন
বিড়ালের ম্যাওঁ ম্যাওঁ মনে হচ্ছে ।
আমেরিকার ব্যাকআপ না থাকলে ইরানের সাথে যুদ্ধে
৭ দিন টিকবে কিনা সন্দেহ আছে ।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৫

সোনাগাজী বলেছেন:


ইরান বের হলে, আমেরিকা বের হবে।

৯| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: ফিলিস্তিনের পনেরো হাজার প্রাণ ও হাজার হাজার কোটির সম্পদ ধ্বংসস্তূপের নায়ক নেতানিয়াহু সাইলক ইমেজ গোটা বিশ্বের কাছে পরিস্ফুট। আমি অবাক হলাম যে প্রথমদিকে ভারত সরকারের ডাবল স্ট্যান্ড নীতির কারণে কিনা জানিনা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের খবর প্রিন্টেড নিউজে আসতো না। ইলেকট্রনিক্স মিডিয়াতে ইসরায়েল জয় কীর্তন দেখানো হতো। সেক্ষেত্রে ফেসবুক মিডিয়া যার সিংহভাগ ওপারের বাঙালি প্রতিবেদকের। কিন্তু শাহ আজিজ ভাই যেদিন যুদ্ববিরতি পোস্ট দিলেন সেদিন থেকে আনন্দবাজারে গাজা ভূখণ্ডের বর্তমান অবস্থা নিয়ে খবর আসছে।যেখানে একটা বিষয় লক্ষ্য করেছি খলনায়ক হিসেবে যেখানে ইসরায়েলকে দেখানো হচ্ছে।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল খল নায়ক হয়ে গেছে ৮ই অক্টোবর থেকে, ভারতীয়রা দেরীতে টের পেয়েছে।

১০| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১১

পদাতিক চৌধুরি বলেছেন: মাঝের একটা বাক্য সম্পূর্ণ হয়নি, সেক্ষেত্রে অনেকটা নিরপেক্ষ খবরের ভরসা ছিল ওপার বাংলার প্রতিবেদকের খবরগুলো লিখতে চেয়েছিলেন।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



২ বাংলায় মিলেও মিডিয়াতে কারো নাম নেই।

১১| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

আমি নই বলেছেন: গাজি ভাই, এমন কিছু জিনিষ বের হয়ে আসতেছে যেগুলো কোনো সুস্থ-সাভাবিক মানুষের পক্ষে মানা কঠিন। পশ্চিম তীর থেকে যুদ্ধ বিরতির আগে বেশ কিছু বাচ্চাকে কিডন্যাপ করেছে। ছবিটা দ্যাখেন, এই বাচ্চাটার পক্ষে কি কোনো ক্ষতি করা সম্ভব ছিল..



উত্তর গাজায় ফিলিস্তিনিদের হিউম্যান শিল্ড হিসেবেও ব্যাবহার করেছে, তা আবার ভিডিও করে সোস্যাল মিডিয়াতে ছেরেছে।



২৭ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:১৩

সোনাগাজী বলেছেন:


ঐ শিশুকে কেন এভাবে ধরছে, উহার কোন ব্যাখ্যা কোথায়ও ছিলো? ইসরায়েলী মিলিটারী কখনো "বিনা-অস্ত্রে" হামাসের স্যুটিং রেন্জে আসার কথা নয়।

১২| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৫

আমি নই বলেছেন: সোনাগাজী বলেছেন:

ঐ শিশুকে কেন এভাবে ধরছে, উহার কোন ব্যাখ্যা কোথায়ও ছিলো? ইসরায়েলী মিলিটারী কখনো হামাসের রেন্জে খুব একটা প্রবেশ করেনি।


ধরার কারন তো ভাই কমন, পাথর নিক্ষেপ। গাজা থেকে নয়, ওয়েষ্ট ব্যাংক। তারিখ সম্পর্কে এখনো কনফার্ম হতে পারি নাই, তবে বিরতির আগে আইডিএফ যখন ওয়েষ্ট ব্যাংকে গনহারে বাড়ী ঘর ভাংতেছিল তখনকার হতে পারে।

২৭ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:১৫

সোনাগাজী বলেছেন:



ঐ বাচ্চা হয়তো পাথর মেরেছিলো; তবে, বাচ্চাকে ওরা কিছু করেনি বলে আমার ধারণা।

১৩| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ২:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:

ইমেজ বাড়ুক বা কমুক, হামাসের হামাসগিড়ি শেষ।
টানেল এবং অস্ত্রসস্ত্র সব ধ্বংস করা শেষ। বাকি স্থাপনা ধ্বংস নিশ্চিত করে এরপর বাকি কাজ হবে।

২৭ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:১৯

সোনাগাজী বলেছেন:


ফিল্ড মার্শাল হাসান কালবৈশাখী সাহেব, আপনি আমাকে বলেন, ৩ লাখের বাহিনী কয়জন "জিম্মিকে" যুদ্ধ করে মুক্ত করেছে? আমেরিকানরা জানলে, আপনি ১ ফিল্ড মার্শাল, আপনাকে ইসরায়েল যুদ্ধে ভলনটিয়ার হিসেবে পাঠায়ে দিতে পারে?

১৪| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৫

আমি নই বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:

ইমেজ বাড়ুক বা কমুক, হামাসের হামাসগিড়ি শেষ।
টানেল এবং অস্ত্রসস্ত্র সব ধ্বংস করা শেষ। বাকি স্থাপনা ধ্বংস নিশ্চিত করে এরপর বাকি কাজ হবে।


আমাদের দেশে যেমন আউলা-ঝাউলা হামাস আছে যারা হামাসের চাইতেও কট্টর পন্থি, তেমনি কিছু জায়ানিস্ট আছে হাসানের মত যারা উগ্রবাদী ইসরাইলিদের চাইতেও জায়ানিষ্ট।

আইডিএফের বরাত দিয়ে গার্ডিয়ানে প্রকাশিত খবর বলতেছে ১০০০-২০০০ এর মাঝে হামাস মারা গেছে, ওরা এস্টিমেট করেছে হামাসের ৩০,০০০ যোদ্ধা আছে। আর আপনি ফিল্ড মার্শাল হাসান ঘোষনা দিলেন হামাস সব শেষ!!! =p~



খবরের লিংক Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.