নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নফাঁস থেকে কি রুমি আর ওমর খৈয়াম পাওয়া যায়?

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৯



আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া ও আরবের ব্লগারদের থেকে একটু বেশী ভালো ব্লগিং আশা করা সম্ভব; কারণ, এঁরা মিশ্র সংস্কৃতিতে বাস করেন। সহব্লগার হিসেবে মিররের সাথে আমার সুসম্পর্ক ছিলো ও আছে। উনার সমস্যা হলো, উনি সহজে অপব্লগারদের চিনতে পারেন না।

"রুমীয় পর্ণকবি" জন্ম নিয়েই সোনাগাজীর বিপক্ষে জ্বিহাদ শুরু করেন; আমি উনার ১টি পোষ্ট পড়ে বুঝলাম যে, ইহা "প্রশ্নফাঁস জেনারেশনের" মানুষ, পর্ণ কবিতার মেশিন।

জন্ম নিয়েই বিক্ষুব্ধ "রুমীয় পর্ণকবি" সোনাগাজীকে লক্ষ্য করে পঁচা ১ পোষ্ট ছেড়েছিলেন, বুঝলাম উনার ছুটি দরকার; আমি উহাকে একটু ধরার চেষ্টা করলাম; দেখি, মিরর উহার চারিদিকে "হিউম্যান শিল্ড" তৈরি করেছেন। আমি ভাবলাম, অষ্ট্রিলিয়ায় থেকেও যদি মিরর ব্লগার না'চেনেন, আমার করার কিছু নেই।

আমি প্রায়ই ব্যানে পড়ি ( ৭টি নিক ব্যানে বিলুপ্ত হয়ে ), ব্লগিং'এর ৫০ ভাগ সময় জেনারেল, সেমিব্যান, ফ্রন্টপেইজব্যান, কমেন্টব্যানে কেটে গেছে; এই মহুর্তে ফ্রন্টপেইজব্যান, কমেন্টব্যানে আছি। আমার ব্যাপার নিয়ে কিছু বিখ্যাত ব্লগার বলেন যে, আমি ব্লগের নিয়ম ভংগ করে থাকি, আমার অবস্হা এই রকমই হওয়া উচিত। আসলে, আমি ঠিক আছি!

যারা আমাকে এই দোষটি দেন, আমি জানি যে, এঁদের অনেকেরই ব্লগিংএর প্রতি কোন ধরণের সন্মান নেই, ব্লগিং নিয়ে কোন সঠিক ধারণা নেই; এরা লেখক হিসেবে খুবই নগণ্য, বেদরকারী বিষয়ে ভুল ধারণার উপর ভিত্তি করে দুনিয়ার হাবিজাবি লেখেন, আড্ডা জমান; তারপর, এক সময় মান অভিমান করে, এঁরা সবাই পরস্পরকে দোষারোপ করার জন্য গড়ে ৫০/৬০ লাইনের চেয়ে বড় কমেন্ট করেন, মাফ চান, দুনিয়ার ফাজি লজিক দিয়ে প্রমাণ করতে চান যে, শুধুমাত্র উনি নির্দোষ।

আজকে, ব্লগে ব্লগার মিরোরডডল'এর পোষ্ট পড়লাম; উনার পোষ্টে হাজারখানেক মন্তব্য দেখলাম; উনি এসব মন্তব্যগুলোকে পড়লে বুঝতে পারবেন, কাদের ব্লগিং নিয়ে অকারণে সময় ব্যয় করা ঠিক হবে না।





মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:১১

শ্রাবণধারা বলেছেন: আপনার এই পোস্টের শিরোনামটাও কিন্তু বেশ আক্রমনাত্বক হয়ে গেল।

আপনি জানেন যে প্রশ্নফাঁস কেন, খুব কঠিন পরীক্ষা সঠিক ভাবে পাস দিয়েও রুমি বা ওমর খৈয়াম পাওয়া সম্ভব নয়। অতএব প্রশ্নফাঁস বিষয়টি এখানে প্রাসঙ্গিক নয়।

আমার যতটুকু মনে পরে আপনি ছেলেটিকে ক্রমাগত খোচাঁ মারার ফলে আপনার উপর সে এক সময় ক্ষেপে ওঠে।

২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:২৩

সোনাগাজী বলেছেন:



স্যরি, আপনার তথ্য সামান্য সভুল আছে, আমি উহাকে প্রথমে কিছু বলিনি; উহা জন্মেই সোনাগাজীকে নিয়ে বেকুবী কথা বলার পর, বুঝলাম যে, ইহা নিজেই ১টি সমস্যা।

২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:২৪

সোনাগাজী বলেছেন:



এসব পর্ণ মর্ণ, কামসুত্র পদাবলির রচনাকারীরা স্বরচিত রুবাইয়াত'এ ওমর খাইয়াম রচনা করে আমাদের সাহিত্যে জীবাণুর চায় করছ। ভালো দিক হলো, এরা মুখ খুললে আমি এদের মগজ অবধি দেখতে পাই।

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সেই উত্তম মানুষ যার জ্বিহবার আঘাত থেকে অন্যেরা নিরাপদ থাকে । ভালো থাকুন ....।

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৮

সোনাগাজী বলেছেন:



লিখলে মানুষ পড়ে, পড়লে আলোচনা, তর্ক-বিতর্ক হবে। কিছু লোকজন না'লিখলেই ভালো হতো।

৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

রানার ব্লগ বলেছেন: মহিষ প্যাকে নামলো বলে আপনি নামবেন?

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

সোনাগাজী বলেছেন:



মহিষ সামুতে আসে, আমিও সামুতে আছি; দেখা হয়, ইন্টারএকশন হয়।

৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০

আঁধারের যুবরাজ বলেছেন: অনেক দিন যাবৎ আপনি স্মৃতিমূলক লেখা লিখছেন না। "জোৎস্না " কে নিয়ে পোস্টে বলেছিলেন যে, বই লিখবেন। সেটা কি লেখা হয়েছিল ? ৭১ নিয়েও লেখা উচিত।

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:


না, বই লেখা হচ্ছে না; সময় চলে যাচ্ছে। সময় করে '৭১ নিয়ে লিখবো।

৫| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

বাউন্ডেলে বলেছেন: ভার্চুয়াল ঝগড়া-ঝাটি এতো মজার হতে পারে - আগে জানলে ৯ বছর ব্লগে এবসেন্ট থাকতাম না । ব্লগের পাতা কামড়ে পরে থাকতাম। উল্টো-পাল্টা ইট-পাটকেলের ঢিল খাওয়ারও সম্ভাবনা নাই। আমাদের গ্রামের ঝগড়াগুলি কমপক্ষে হালকা রক্তপাত, অশ্রুপাতের মধ্যে দিয়ে শেষ হয়। দর্শক-শ্রোতাদেরও সমুহ ক্ষতির সম্ভাবনা থাকে । নেট দুনিয়ায় এসবের বালাই নাই। ঢাউস ব্লগ, ঢাউস-ঢাউস কমেন্ট পড়ে প্রানটা জুড়িয়ে গেলো। ধন্যবাদ সবাইকে । মিরোরডলকে অবশ্যই বেশী। তেনাকে আমি বেশ পছন্দ করি ।

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:


বিশাল বিশাল কমেন্ট করে থাকেন কামারুজ্জমান, নীল আকাশ, সোনাবীজ, শায়মা, নিনি, জিকো ব্লগ, জটিল ভাই, শেরজা, সোহানী, সাড়ে চুয়াত্তর ও আরো ১৫/২০ জন; এদের মন্ত্ব্য পড়লে মনে হয় গরুর রচনা; এরা এত অপ্রয়োজনীয় কথা বলেন যে, উহার শেষ নেই।

৬| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: মিররডল কে নিয়ে অনেকেই পোষ্ট দিয়েছেন।
সবচেয়ে সুন্দর পোষ্ট টি আপনি করেছেন। সবচেয়ে বড় কথা আপনি নিরপেক্ষ থাকতে পেরেছেন।

আমি আপনার সাথে একমত মিররডল দুষ্ট ব্লগারদের চিনতে পারেন না।

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:



মিরোরডডল ব্লগে ১টা বানর পালন করছিলেন।

৭| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

ঢাবিয়ান বলেছেন: লিখেন দেখি রুমি আর ওমর খৈয়ামকে নিয়ে একটা পোস্ট বা একটা অনুবাদকৃত রুবাই । সমালোচনা করতে হলে সে বিষয়ে আগে যোগ্যতা থাকা লাগে ।

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

সোনাগাজী বলেছেন:


আমি স্কুলেই খাইয়ামের রুবাইয়াত ( ইংরাজী অনুবাদ ) পড়ছি ও ভালোবেসেছি; আপনি বানরের মুখে রুমীর জীবন-করিতাকে পর্ণাকারে পড়েছেন।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৭

মিরোরডডল বলেছেন:




খেলাঘরের সাথে আমি এই বিষয়ে কোন আর্গুমেন্টে এখন যাবো না, আমাদের বন্ধুত্বের সুইটনেসটা নষ্ট করতে চাই না।
এমনিতেই খেলাঘরের কারণে শুরু থেকে এখন পর্যন্ত ব্লগে আমার খুব কাছের একাধিক ফ্রেন্ডকে হারাতে হয়েছে।

নির্ব বয়সে আমাদের জুনিয়র, সে ছিলো আমার একজন স্নেহভাজন, খেলাঘরের কাছে রাজীব যেরকম।
খেলাঘর হচ্ছে ব্লগের আরেক শিশু, আমার অনেক শ্রদ্ধেয় এবং প্রিয় একজন ব্লগার।

সেদিন খেলাঘর এক পোষ্টে লিখেছে, তাকে দেখে কেউ ব্লগিং করতে আসেনি।
কথাটা ঠিক না, আমি প্রথম ব্লগে লগিং করি খেলাঘরকে কন্টাক্ট করতে, অফলাইন থেকে প্রায়ই কমেন্ট পড়তাম, সেন্স অভ হিউমারকে এপ্রিশিয়েট করি।
তবে এটা অনেকেই বোঝে না বলে কনফ্লিক্ট হয়।


০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:২৮

সোনাগাজী বলেছেন:



এই ব্লগার নিশ্চয় আমার কারণে ব্লগ ছাড়েনি

৯| ০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২০

মিরোরডডল বলেছেন:

টাইপো ****লগ-ইন**** হবে।

১০| ০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন:
মিরোরডডল ব্লগে ১টা বানর পালন করছিলেন।


আমার বানর পালতে ভালো লাগে, তাতে কার কি!! :)

খেলাঘরও একটা বানর পালে, আমি সেটা নিয়ে কখনও কিছু বলেছি????

চিরিয়াখানা বানালেও কিছু বলবো না।
যার যেটা ভালো লাগে, সে সেটা করবে।
ভালো থাকা দিয়ে কথা।


নির্ব অনেক ভালো লেখে, আমি তার লেখা পছন্দ করি। খেলাঘরের ভালো নাই লাগতে পারে, এটা যার যার অভিরুচি।

থাক এসব নিয়ে আমরা কথা না বলি, তবে I have to say sorry to you.
গত কয়দিন যা হয়েছে, সেখানে খেলাঘরের কোন ভুমিকাই ছিলো না, তারপরও অনেকে নানারকম বাজে কথা বলেছে।
আমার কারণে এসব শুনতে হয়েছে বলে আমি স্যরি।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



এই ছেলে ব্লগে আবর্জনা ছড়ায়ে উহাতে ডুবে গেছে; ডুবার সময় আমাকে কি জন্য দোষারোপ করলো?

১১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি এ ব্লক পরিত্যাগ করে ফেসবুকে একটা পাতা খুলেন । দেখবেন অসংখ্য পাঠক আপনার লেখা পড়বে ।

এখানে কোন পাঠক নাই । অযথাই ক্যাচাল লেগে থাকে সারাক্ষণ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৩৬

সোনাগাজী বলেছেন:



আমি ফেইসবুক শুরু করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.