নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গাজা গণহত্যায় AI ব্যবহৃত হচ্ছে

০২ রা ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৫০



গতকাল ( শুক্রবার ) সকালে যুদ্ধ-বিরতির অবসান ঘটেছে; ইসরায়েল বলেছে যে, হামাস ১টি রকেট ছুঁড়েছিলো; ইসরায়েল রকেট টিকে আকাশে ধ্ংস করেছে; তারপর ২০০ টার্গেটের উপর আক্রমণ চলায়েছে ইসরায়েল; ১০৯ জন ফিলিস্তিনীর মৃত্যু হয়েছে।

কোন ব্লগারকে যদি ইসরায়েল দায়িত্ব দেয় যে, ১২ ঘন্টায় গাজার ২০০ টার্গেটের উপর বিমান আক্রমণ চালাতে হবে, ব্লগার কিভাবে ২০০টি স্হান বের করবেন, যেখানে কমপক্ষে ১ জন হলেও হামাস সদস্য আছে। আমার মনে হয়, একমাত্র ব্লগার 'ভুয়া মফিজ' ছাড়া অন্য কেহ এই কাজ করতে সমর্থ হবেন না।

আমাদের মুক্তিযুদ্ধের সময়, ১ নং সেক্ররের কোথায়ও ( ভারত-বাংলাদেশ সীমান্তে ) যাতে পাকিস্তানী মিলিটারী বাংকার ও ট্রেন্চ খনন করে, স্হায়ী পজিশন তৈরি করতে না পারে, সেজন্য ত্রিপুরার ভেতর থেকে আর্টিলারী ব্যবহার করা হতো; ১টি টার্গেট নির্ধারণ করতে কয়েকদিন লেগে যেতো; ২০/২৫ মিটিটের মাঝে টার্গেটকে আংশিক বা পুরোপুরি ধ্বংস করা হতো। এরপর, নতুন টার্গেট নির্ধারণ করা হতো, সময় লাগতো কয়েক দিন।

তা'হলে, গাজায় কিভাবে ইসরায়েল গড়ে প্রতিদিন ৪০০/৫০০ টার্গেটেও বিমান আক্রমণ করেছিলো? তারা AI ব্যভার করেছিলো। আমি ঠিক জানি না, তারা কোন পজিশনে কিভবে হামাস সদস্যের অবস্হান নির্ণয় করেছিলো! আমার ধারণা, তারা Big Data ও Face Recognition টেকনোলোজী ব্যব হার করেছিলো।






মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


AI ব্যবহার করে দেশ পাওয়া যায় না? আবার ঠিক কত হাজারের মৃত্যুর পর যুদ্ধবিরতিতে উৎসব চলবে বলে মনে হয়?

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৪

সোনাগাজী বলেছেন:




আমি ভেবেছিলাম, নেতানিয়াহু নতুন করে যু্ধ শুরু করবে না; কিন্তু সে ঠিকই শুরু করলো।

২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৩

কামাল১৮ বলেছেন: এখন প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে।তার অনেকগুলির মালিক ইসরায়েল।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১২

সোনাগাজী বলেছেন:



আমেরিকার সব টেকনোলোজী ইসরায়েলের কাছে আছে।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: ভূয়া মফিজ!!!! রাইট।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:



খাঁটি, কোন ভেজাল নেই।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২২

আমি নই বলেছেন: নিউজটা আমিও দেখেছি, তবে আমার কাছে বোগাস মনে হয়েছে। গাজার বিল্ডিং ধংশের ড্রোন ভিডিও গুলোতো মনে হয় দেখেছেন, ওরা একের পর এক বিল্ডিং নির্বিচারে ধংশ করেছে। সত্যি কোনো টার্গেট থাকলে এমনটা হওয়ার কথা নয়। গাইডেড মিসাইল কখনই লক্ষ ভুল করেনা।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৭

সোনাগাজী বলেছেন:



উঁচু বিল্ডিংগুলো নির্বিচারে ভেংগেছে।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

আমি নই বলেছেন: খান ইউনিসে একটা আক্রমনের ভিডিও, জায়ানিস্ট নাৎসিরা একের পর এক বিল্ডিং ধংশ করতেছে। টার্গেটেড হলে এরকম হওয়ার কথা নয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩১

সোনাগাজী বলেছেন:



একাধারে আক্রমণ ঠিক করেনি, কিছু প্রাইওরিটি ছিলো

৬| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

নূর আলম হিরণ বলেছেন: মনে হয় না এআই দিয়ে টার্গেট সেট করা হয়। তাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে হয়তো টার্গেট সেট করে আক্রমণ করে। এআই দিয়ে এখনো সেভাবে টার্গেট ডিটেক্ট করার মত অবস্থান নেই গাজায়। ব্লগাররা প্রতিদিন ২শ কেনো ২ হাজার টার্গেটেও আক্রমণ করতে পারবে যদি তার যুদ্ধ অপরাধ নিয়ে চিন্তা না থাকে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩৮

সোনাগাজী বলেছেন:



যুদ্ধাপরাধ তারা করেছে, হয়তো বিচার হবে না; কিন্তু এন্টিসেমিটেজম ভয়ংকর লেভেলে পৌঁছেছে।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা জায়গায় হামলা হবে, সেখানে শুধু হামাস থাকবে, অন্যরা থাকবে না - এরকম বিচার করে আক্রমণ করা যায় না...

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩৫

সোনাগাজী বলেছেন:



১ জায়গায় যেখানে শুঢু হামাস ছিলো, উহা ছিলো টানেল

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রযুক্তির কারণে ইসরাইল এগিয়ে আছে। হামাসের হাতে ভালো প্রযুক্তি থাকলে সমানে সমানে যুদ্ধ হতো। বর্তমান বিশ্বে জ্ঞান বিজ্ঞান আর অর্থনীতিতে যারা এগিয়ে থাকবে তারাই বিশ্বের নেতৃত্ব দিবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩৩

সোনাগাজী বলেছেন:



হামাসের যেই জ্ঞান, ইহা প্রযুক্তির জন্য যথেষ্ট নয়

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন আপনি।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো আছি।

ব্লগে লোকজন কিসব গার্বেজ পোষ্ট টোষ্ট লিখছে, এগোলো পড়ে পড়ে লিলিপুটিয়ানে পরিণত হচ্ছি। ঢাবিয়ান বেশ কয়রকবার শিক্ষার উপর গার্বেজ পোষ্ট দিয়েছেন; এগুলো পড়ছি আর পড়ছি; ভালো লাগছে না, মনে হচ্ছে উনি আমাদেরকে পিগমি ভাবেন মনে হচ্ছে।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: ভবিষ্যতে বিজ্ঞানের আবিস্কার গুলো আমাদের জন্য ভোগান্তির কারন হবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

সোনাগাজী বলেছেন:



বিজ্ঞান বাংলাদেশের মানুষ/ছাত্রদের জন্য শাস্তির মতো।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন একথা সোচ্চার হচ্ছে যে,
ইসরাঈল সমানে নির্বিচারে হত্যা করে যাবে,

...................................................................................
তাদের বিশ্বাস, এই নারী শিশু থেকে আরও হামাস জম্ম নেবে ।
তাই গাজায় যত দ্রুত জনসংখ্যা কমানো যায় , ততই তাদের জন্য ভালো ।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩১

সোনাগাজী বলেছেন:



গাজায় মানুষ কমাতে গিয়ে তারা কি নিজদেরকে বিপদে ফেলবে?

১২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
স্থানীয় বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলা হয়েছিল। এবার সেই দক্ষিণে অভিযান শুরু করেছে ইসরায়েলিরা।
সেখান থেকেও বাসিন্দাদের সরে যেতে বলা হচ্ছে। আকাশ থেকে বৃষ্টির মত বোমা ফেলছে ইসরায়েল।

সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর রেডিওতে দেশটির ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম ঘোষণা দেন, ‘উত্তর গাজায় আমাদের লক্ষ্য প্রায় পূরণ হয়েছে। আমরা এখন অন্যান্য এলাকায় স্থল অভিযান শুরু করেছি। লক্ষ্য একটাই—হামাসকে সম্পুর্ন নির্মূল করা।’

দক্ষিণ গাজায় অভিযান শুরু হওয়ার কথা নিশ্চিত করেছেন ইসরায়েল সেনাবাহিনীর প্রধান হেরজল হালেভি।
এ ছাড়া একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। তাতে দেশটির সেনা ও ট্যাংকগুলোকে গাজার শহরাঞ্চল ছাড়াও অন্যান্য এলাকায় টহল দিতে দেখা গেছে। ট্যাংক ও বিভিন্ন সমরাস্ত্র থেকে গোলাবারুদ ছুড়তেও দেখা গেছে।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৯

সোনাগাজী বলেছেন:



যুদ্ধের পর, ইহুদীরা ইুরোপে থাকার মতো অবস্হা কি থাকবে?

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:

যুদ্ধের পর, ইহুদীরা ইুরোপে বা ইসরাইলে থাকার কোন সমস্যা দেখি না।
ইভেন আমেরিকাতেও সমস্যা নেই। ইহুদি কারো কপালে লেখা থাকে না।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২১

সোনাগাজী বলেছেন:



ইহুদীরা আওয়ামী লীগ করে, মনে হয়। ইউরোপ আমেরিকার লোকেরা দেখলে বলতে পারে কোনটা ইহুদী।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৫

আঁধারের যুবরাজ বলেছেন: ইউরোপে থাকতে সমস্যা হবে না। সরকারে এদের প্রতিনিধি রয়েছে ,সাধারণ মানুষ যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে বেশি। নিরাপত্তা খুবই ভালো। তবু হয়তো নানা জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা হবে। সম্প্রতি আইফেল টাওয়ারের কাছে ,এক জার্মান দম্পত্তি হামলার শিকার হয়েছিল।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১০

সোনাগাজী বলেছেন:


১৯০০ সালের আগে, ইউরোপে ওদেরকে খুবই নীচু চোখে দেখা হতো; সেটা ফিরে আসছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.