নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার ফ্রন্টপেইজ ও কমেন্টব্যান তুলে নিলে ব্লগ কি খালি হয়ে যাবে?

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪



দেশের ইলেকশান প্রসেস শুরু হয়েছে, বিএনপি ইলেকশানে অংশ নিচ্ছে না, একই সাথে তারা হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে; বেশকিছু পরিমাণ নাশকতাও করেছে। ইলেকশান প্রসেস, শেখ হাসিনার সাদামটা কৌশল, বিএনপি'র নেতৃত্বের অভাব ও রাজনৈতিক বুদ্ধিহীনতা, এনার্খিজম নিয়ে অনেক কিছু লেখার আছে। ইসরায়েল-হামাস যুদ্ধ ২য় দফায় চলছে, গণহত্যা আবার চালু করা হয়েছে; ইহা নিয়েও লিখা আসার কথা। কিন্তু মোটামুটি এই বিষয় ২টির উপর কোন এনালাইটিক্যাল লেখা নেই!

দুনিয়ার যত লেজ ওমাথাহীন কবিতা, দেশের শিক্ষা ব্যবস্হা নিয়ে ভুল, স্হুল ও অপরিস্কার সমালোচনা আসছে বার বার; অনেকের বিশাল বিশাল মন্তব্য পড়ে মনে হচ্ছে যে, বিষয়টা প্রশ্নফাঁস করে পরীক্ষা দেয়ার মতো সোজা ও গরুর রচনার মতো প্রানবন্ত। এসব পড়ে সময় নষ্ট করছি।

মনে হয়, সবাই ক্যচালের অপেক্ষায় বসে থাকেন, যদি ২/১টা ক্যাচাল আসে, ব্লগে জীবনের সন্চার হবে। গত ক্যাচালের লোকজন কাউকে ব্লগে দেখছি না; নতুন ক্যাচালের মাল মসলা যোগাড় করা নিয়ে ফেইসবুকে ব্যস্ত! এখন ব্লগের জন্য স্যালাইন হচ্ছে ক্যাচাল।

আমেরিকান ভীসানীতির কি হলো? শেখ হাসিনা তো কোনভাবে রিএ্যাক্ট করছেন না! মিডি্যাতে কিছু আছে টাছে নাকি? ব্লগারগণ উহা নিয়ে কিছু বলছেন না। ভিসানীতির সম্পর্কে মিডিয়াতে আসার পর, শুরুতে সবাই ধরে নিয়েছিলেন যে, শেখ হাসিনা আর নেই; এখন সবাই চুপ!

আমেরিকান রাষ্ট্রদুত বিএনপি'র আন্দোলন ও ভিসানীতি চুপ আছে, নাকি কিছু বলছে? ভোট যেভাবে এগুচ্ছে, ইহা কি এভাবেই শেষ হবে, নাকি ভিসার জন্য মার্কিন দুতাবসে যাবে?






মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশের মানুষ নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে না। কারণ, সবাই জানে 'তিনি' থাকলে আর কিছু করার নেই। আপনার দেশীরা কিছু করলে বিএনপি ক্ষমতায় যাবে - এই স্বপ্নে বিভোর বিএনপি সমর্থকরা...

০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



বিএনপি উহার সৃষ্টিকর্তার সাথে কবরে চলে গেছে; সামান্য যা চালু আছে, উহার কাজ হলো শেখ হাসিনার মিশন পুরণ করা,

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

আঁধারের যুবরাজ বলেছেন: আপনার ফ্রন্টপেইজ ও কমেন্টব্যান আশা করছি কর্তৃপক্ষ তুলে নেবেন। আপনিও উনাদেরকে একটা ইমেইল করে দেখতে পারেন।
দেশের রাজনীনিতি এবং বর্তমান অর্থনীতির অবস্থা নিয়ে আপাতত আপনার নিজের ব্লগেই লিখতে থাকুন।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:



ব্লগে সমকালীন বিষয়গুলোর উপর লেখা আসছে না;

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

আঁধারের যুবরাজ বলেছেন: কিছু ইমেজ & টেক্সটস একাধিকবার এসেছে ,ডিলিট করে দেবার অনুরোধ রইলো।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:




উনার সাথে কি কথা হচ্ছে আমেরিকার, উহা কখনো জানা যাবে না।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৭

কামাল১৮ বলেছেন: ভিসানীতি বাদ।এখন আসছে শ্রমনীতি।কোন নীতিতে কাজ না হলে তখন নিষেধাজ্ঞা।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪২

সোনাগাজী বলেছেন:



যদি আমেরিকা "এমপি নীতি" ঘোষণা করতো, তা'হলে জাতি সামান্য হলেও উপকৃত হতো; এমপি নীতি হতে পারতো, দেশে প্রাইমারী ভোট করতে হবে, দল কিংবা দলের চেয়ারম্যান এমপি পদে মনোয়ন ীতে পারবে না।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: আপনি প্রথম পাতায় নেই। মন্তব্যও করতে পারছেন না।
এই সুযোগে কতিপয় ব্লগার যা খুশি তাই লিখে বেড়াচ্ছে। তাদের ভুল ভ্রান্তি ধরিয়ে দেবার কেউ নেই।

আমাদের দেশে কিছু বাড়িওলা আছে। সে ভাড়াটিয়াদের অযথাই কষ্ট দিয়ে আনন্দ পায়। গ্যাস লাইন বন্ধ করে দেয়, পানির মটর ছাড়ে না। রাত ১১ টা বাজার আগেই নিচের গেটে তালা লাগিয়ে দেয়।
সামু আপনাকে অযথা যন্ত্রনা দিয়ে (ব্যান, কমেন্ট ব্যান, ফ্রন্ট পেজ ব্যান) দিয়ে আনন্দ পাচ্ছে।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

সোনাগাজী বলেছেন:



সামুর শতকরা ৮০ ভাগ লেখাই গড়ে গার্বেজ

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

নূর আলম হিরণ বলেছেন: আমেরিকার বাংলাদেশ দূতাবাস বাণিজ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে। বাণিজ্য নিষেধাজ্ঞার জন্য সরকারকে সতর্ক থাকতে বলেছে। আমেরিকা এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

সোনাগাজী বলেছেন:



তা'হলে, মনে হচ্ছে, বর্তমান সরকার ভয়ংকর কিছু একটা করেছে, যা আমেরিকা জানে; কিন্তু মানুষ জানে না।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

মিরোরডডল বলেছেন:




কমেন্টব্যান মনে হয়না এখনই তুলে নিবে।
কিন্তু খেলাঘর এডমিনকে ইমেইল করতে পারে ফ্রন্টপেইজে পোষ্টের জন্য।

সামনে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস আছে, মুক্তির আনন্দের দিন।
সেইদিন থেকে ফ্রন্টপেইজে এক্সেস যেনো দিয়ে দেয়।
বিনয়ের সাথে ইমেইল লিখবে, কাজ হতেও পারে।



০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, আরো কিছুদিন অপেক্ষা করে দেখি।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

ঢাবিয়ান বলেছেন: আপনার জাজমেন্টাল স্বভাব পরিবর্তন করতে হবে আগে ।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



কাজ করতে পশ্চিম দিকে যেতে হয়; আপনি ১ ভুল দেশ থেকে অন্য ভুল দেশে গেছেন; সুযোগ পেলে ইউরোপ গিয়ে কিছুদিন কাজ করেন।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নির্বাচন নিয়ে কথা বলা যায়,
সবাই ভীত আছে আমেরিকার স্যাংশন নিয়ে ।
আর আমরা থাকি
দেশের চোরা গুপ্তা মাইরের ভয়ে ।

...........................................................................
সুতরাং যা কিছু লেখা হয় ইশারা ঈঙ্গিতে ।
তবে যে টুকু তথ্য পাওয়া যায়, যারাই প্রার্থী হবে , লডাই ভালই হবে ,যথেষ্ট স্বচ্ছ করার
চেষ্টা হবে । এতে ৪/৫ জন হেভীওয়েট প্রার্থী ধরাশায়ী হতে পারে ।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:২০

সোনাগাজী বলেছেন:



আওয়ামী প্রার্থী ও বিরোধী প্রার্থীর নেত্রী হচ্ছেন শেখ হাসিনা। হেভিওয়েট ও চুনোপুটি, সবাই শেখ হাসিনার কাছে কলাগাছ; তবে, তিনি জাতিকে এমন যায়গায় নিয়ে গেছে যে, পার্লামেন্ট হবে গাধার ফার্ম সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.