নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

১ জন ফিলিস্তিনীও হামাসকে দায়ী করেনি

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৫৫



১ জন ফিলিস্তিনীিও হামাসকে দায়ী করেনি; ইহার কোন ভালো দিক আছে বলে আমার জানা নেই; কিন্তু খারাপ দিক হলো, এবারের ইসরায়েলী ভয়ংকর গণহত্যার কারণে ফিলিস্তিনের স্বাধীনতা যদি এগিয়ে আসে, হামাসই ফিলিস্তিন চালানোর দায়িত্ব দখল করবে; তখন ফিলিস্তিন হবে আরেক লেবানন, কিংবা অন্য এক ইয়েমেন; ইসরায়েলের লোকজন অনেক বছর ঘুমাতে পারবে না, বিশ্বের জন্য আরেক সমস্যা সৃষ্টি হতে পারে।

বিশ্বব্যাপী ফিলিস্তিনীদের প্রতি যেই সহানুভুতি গড়ে উঠেছে, উহা হামাসের অবদান নয়, উহা হচ্ছে, ইসরায়েলের হিটলারী-ষ্টাইল গণহত্যা; মাত্র ৭৫ দিনে ২০ হাজার নিরীহ সিভিলিয়ানকে কেহ কোনদিন টার্গেট করে হত্যা করেনি, এবং একটি নগরীকে কেহ এভাবে মুছে দেয়নি। হতে পারে, ইহুদীরা নিজেদের পতন নিজেরা ডেকে এনেছে।

যত শিশু প্রাণ হারায়েছে, যত শিশু পংগু হয়েছে; তাদের মাতারা গর্বিত হবে যে, তাদের সন্তান শহীদ হয়েছে, গাজী হয়েছে, এবার নবীর (স: ) শত্রুদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছে। ফলে, তারা যেই বেদুইন আরব ছিলো, সেটাই তারা থাকছে।

আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, ১ নং সেক্টরের কিছু 'কম অভিজ্ঞ গেরিলাদের' কিছু ভুলের জন্য বেশ কিছু মানুষকে অকারণে মৃত্যু বরণ করতে হয়েছে; অকারণে, দরকারী অভিজ্ঞ মুক্তিযোদ্ধা সৈনিকদের প্রাণ গেছে। জুন মাসের দিকে (১৯৭১ সাল ) উত্তর চট্টগ্রামের ১টি গ্রাম থেকে ৫/৬ জন রাজাকার ২টি ছাগল ধরে নিয়ে যাচ্ছিলো। ১টি গেরিলা গ্রুপ খুবই কম রেন্জের SMG ব্যবহার করে ১ জন রাজাকারকে হত্যা করে। ঘন্টা'খানকের মাঝে পাকিস্তানী সৈন্যরা এসে এলাকা ঘেরাও করে ১৮টি বাড়ি পোড়ায়ে দেয়, ৪/৫ জন নিরীহ মানুষকে হত্যা করে ও ২ জন গেরিলাকে ধরে ফেলতে সমর্থ হয়। পরে, গ্রামাবাসী আক্রমণকারী গেরিলাগ্রুপকে অকারণ যুদ্ধের জন্য দায়ী করেন; আমাকে গ্রামবাসীদের সাথে এই নিয়ে কাজ করতে হয়েছিলো; কারণ, সেই এলাকয় আমাদের লোকজনও ছিলো।

সামান্য ১৮টি বাড়ীর জন্য গ্রামবাসীরা মুক্তিযোদ্ধাদেরকে অকারণ যুদ্ধের জন্য দায়ী করেছিলেন; কিন্তু গাজায়, ১ পরিবারের ৬২ জনের মৃ্ত্যুর পরও হামাসের পক্ষে তারা সমর্থন আদায়ের জন্য আমেরিকায় কাজ করছে।

মন্তব্য ৮৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ওয়েলকাম ব্যাক।
খুব ভাল লাগছে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
মনে হয়, এডমিন সাহেবের কাজ বেড়ে গেলো; ব্লগে সময় দিতে হবে, ফেইসবুকে পড়ে ঘুম দিতে পারবেন না।

২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৭

মিরোরডডল বলেছেন:




ওয়েলকাম ব্যাক খেলাঘর।
প্রথম পাতায় দেখে ভালো লাগলো।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
ব্লগার শায়মা নাকি এডমিন গ্রুপে আছেন?

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৪

নূর আলম হিরণ বলেছেন: স্বাগতম প্রিয় ব্লগার। এডমিনকে ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৪

সোনাগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ।
এডমিন সাহবেকেও ধন্যবাদ; উনার টিম মেম্বারদের ভেতর কিছু অনপযুক্ত লোকজন আছেন।

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০২

ডার্ক ম্যান বলেছেন: ওয়েলকাম ব্যাক ।
ইসরায়েল এখন সবদিক থেকে চাপে। হামাস তো মনে হয় আমেরিকার পারপাস সার্ভ করে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
হামাস কিভাবে আমেরিকার পারপাস সার্ভ করে বলে আপনার ধারণা? ইহা কি টং দোকানের আন্তর্জাতিক রাজনীতির এনালিষ্টদের রিপোর্টে পেয়েছেন?

৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৯

মিরোরডডল বলেছেন:




I have no idea খেলাঘর।
আমি জানিও না, জানার আগ্রহও হয়নি কখনো।

You don't need to know either.
It makes no difference.

আনন্দের সাথে ব্লগিং করবে।
আমরা সাথেই আছি।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৬

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে।

৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৪

শূন্য সারমর্ম বলেছেন:



হামাস ও বাঙালীদের যুদ্ধ লাগালে কে জিতবে?

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৮

সোনাগাজী বলেছেন:



বর্তমান বাংগালীরা নিজের জাতির জন্য যুদ্ধ করবে না; ১৯৭১ সালের বাংগালীরা একটু আলাদা ছিলেন।

৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৫

বিষন্ন পথিক বলেছেন: স্বাগত প্রথম পাতায়, আপনার এইবারের পথচলা মসৃন হোক
সব যুদ্ধের অবসান হওয়া জরুরী, কি পৃথিবী ছিলো ভাইরাসের আগে! আর কি হয়ে গেলো

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২০

সোনাগাজী বলেছেন:


ধন্যাদ।
কোভিড-১৯ ভাইরাস মানুষের মগজ ও ভাবনাকে ইনফেকটেড করে দিয়েছে।

৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২০

শূন্য সারমর্ম বলেছেন:



ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিশ্বের সকল মুসলিমদের ডাক দিয়ে দেখতে পারে ফিলিস্তিনী।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৮

সোনাগাজী বলেছেন:



১৯৪৮ সালে যু্দঃ করাতে ফিলিস্তিন স্বাধীনতা পেলো না।
১৯৪৮ থেকে ১৯৭৩ সাল অবধি যু্দ্ধ করে মুসলমানেরা প্রতিবারেই পরাজিত হয়েছে।

৯| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২১

ডার্ক ম্যান বলেছেন: ইহা কি টং দোকানের আন্তর্জাতিক রাজনীতির এনালিষ্টদের রিপোর্টে পেয়েছেন?

এজেন্সির তো দেশে দেশে টং দোকান থাকে । সেইরকম একটা টং দোকান থেকে শুনেছি ।
বাংলাদেশে যেমন জামায়াত ওদের পারপাস সার্ভ করে ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩২

সোনাগাজী বলেছেন:



জামাত, হেফাজত, বিএনপি, হেজবুল্লাহ, হামাস, ইসলামিক জ্বিহাদ, শিয়া মিলিশিয়া, আলকায়েদা, হুতি, ইত্যাদিদের নিয়ে আমেরিকা বিপাকে আছে।

১০| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আফসোস!

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩২

সোনাগাজী বলেছেন:


আপনার স্বাস্হ্য কেমন?

১১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৩

ডার্ক ম্যান বলেছেন: লেখক বলেছেন: বর্তমান বাংগালীরা নিজের জাতির জন্য যুদ্ধ করবে না; ১৯৭১ সালের বাংগালীরা একটু আলাদা ছিলেন।

সব জেনারেশন মনে করে , তারাই দেশকে ভালবাসে । অন্য জেনারেশন পারে না।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৪

সোনাগাজী বলেছেন:


১৯৭১ সালের জেনারেশন শুধু মনে করেনি, প্রমাণও করেছে।

১২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩০

বাকপ্রবাস বলেছেন: আপনাকে স্বাগতম এবং অভিনন্দন।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৭

ডার্ক ম্যান বলেছেন: লেখক বলেছেন: ১৯৭১ সালের জেনারেশন শুধু মনে করেনি, প্রমাণও করেছে।

ঐ ধরণের পরিস্থিতির উদ্ভভ হলে আমরাও প্রমাণ করবো । সব জেনারেশন করবে । এটা আপনি নিশ্চিত থাকেন ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৬

সোনাগাজী বলেছেন:


তখন দরকার ছিলো যুদ্ধ করা, আজকের দরকার হলো পড়ালেখা করা, চাষীদের ও শিশুদের সাহায্য করা।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩

কালো যাদুকর বলেছেন: ওয়েলকাম ব্যাক।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোজা উচিৎ। ব্লগার ভার্চুয়াল তাসনিমকে ধন্যবাদ কিন্তু উনি কমেন্ট অপশন বন্ধ রেখেছেন তাই কিছু বলা যাচ্ছেনা।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

সোনাগাজী বলেছেন:


ব্লগার ভার্চুয়াল তাসনিম ক্যাচাল নিয়ে ডিল করতে চাননি, মনে হয়।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৯

সোনাগাজী বলেছেন:



যুদ্ধ বন্ধ করতে হলে, শক্তিশালী হতে হয়।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এখন ব্লগিং হয় নাকি ? ব্লগার কোথায় ?
হাতে গোনা কয়েক'জন ছাড়া সব তো দেখি চটি ব্লগার । আধা ল্যাংটা মাইয়া মাইনষের ছবি পোষ্ট দিয়ে ভাবে কত বড় লেখা লিখে ফেলেছি ।
তাই কাউকে ব্যান করে রাখলে কেউ খোজ রাখে না। দু একজন অপরিচিত মাঝে মধ্যে ব্লগে লগইন করে এর তার সাথে ক্যাচাল লাগিয়ে কেটে পড়ে । এরা হচ্ছে বুস্টার ব্লগার ঝিমিয়ে পড়া ব্লগে অক্সিজেন সাপলাই দিয়ে দম টিকিয়ে রাখে আর কি ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

সোনাগাজী বলেছেন:



কয়েকজন তরুণ ও মধ্যবয়সী রুমীয় পর্ণ কবি/লেখক মিলে ব্লগের বুড়োদের ইলেকট্টরিফাইড করে গেলো; যাবার সময় গালি দিয়ে গেলো আমাকে! চলে যাবার কারণ দেখছি, আপনি ছিলেন

১৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ কামনা
আশাকরি কাউকে জ্বালাবেন না তিতা মন্তব্য করে

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯

সোনাগাজী বলেছেন:




কবিরা কি মরা হাতীর পিঠে উঠেন?

১৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


শরীর তেমন ভালো নেই।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০০

সোনাগাজী বলেছেন:



ওজন বাড়েনি?

১৯| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৬

শ্রাবণধারা বলেছেন: লেখাটির প্রথম দুটি প্যারায় আপনার পর্যবেক্ষণ এবং অনুমানের সাথে অনেকটা একমত। হামাস ক্ষমতায় গেলে হয়তো ফিলিস্তিন তালেবানি আফগানিস্তানের চাইতেও নিকৃষ্ট একটি দেশ হবে (যদিও হামাস ক্ষমতায় যাবে এটা বিশ্বাস করতে ইচ্ছা করেনা)।

তবে কী কারনে ফিলিস্তিনিরা হামাসের বিরুদ্ধে একটাও কথা বললো না- এই প্রশ্নটা বা এই ভাবনার জায়গাটা কিন্তু আপনি ব্যাখ্যা করেননি। আমার ধারনা যুগে যুগে ইসরাইলি অপতৎপরতা ফিলিস্তিনিদের সবগুলো প্রতিরোধ শক্তি, সুষ্ঠ রাজনৈতিক মতাদর্শকে ভেঙ্গে দিয়েছে। ঠিক এখন যেভাবে তারা গাজা গুড়িয়ে, পুড়ে ধ্বংস করছে ঠিক একই কাজ তারা ফিলিস্তিনিদের রাজনৈতিক শক্তিকে খর্ব করার জন্য করেছে। খুব সম্ভব, এই ধ্বংসের ছাই থেকে হামাসের নবজন্ম। যেখানে ছাই থেকে ফিনিক্স পাখির জন্ম নেবার কথা দুঃখের বিষয় সেখানে বিকৃতবুদ্ধির একটি মৌলবাদী দল শাখা প্রশাখায় নতুন করে বেড়ে উঠছে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

সোনাগাজী বলেছেন:



১৯৪৮ সালে ইহুদীরা একই কাজ করেছিলো; কিন্তু তখন যুদ্ধটা লাগিয়ে ছিলো বাহিরের লোকজন ( মিশর, জর্ডান, সিরিয়া ও লেবানন )। হামাস যদি বাধা না'দিতো, বিনা রক্তপাতে ১৯৯৩'এর পর দেশ হয়ে যেতো; তখন শক্তিশালী ফিনিক্স হতো।

২০| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

কামাল১৮ বলেছেন: হামাস হলো সহী জিহাদী দল।প্রতিটা মুসলমান হামাসকে সমর্থন করবে। বিবেকবানরা হয়তো করবে না।
যুদ্ধ সহসা বন্ধ হবে না।যুদ্ধের সুফল আমেরিকা পাইতেছ,রাশিয়াও পাওয়ার রাস্তা করে ফেলেছে।ইউক্রেনের মতো এখানেও প্রক্সি যুদ্ধ হবে।দিন দিন যুদ্ধের পরিধি বাড়ছে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

সোনাগাজী বলেছেন:



আমেরিকান মানুষজন বলছে, যুদ্ধের কারণে আমেরিকার অবস্হা ইউক্রেন থেকেও খারাপ'; আপনি বলেন ওরা লাভবান হচ্ছে! আপনি কোন গণিতের অংক করেন!

২১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

শাহ আজিজ বলেছেন: আমি বেশ অবাক আপনার প্রথম পাতায় প্রত্যাবর্তন দেখে । চালিয়ে যান বীর মুক্তিযোদ্ধা ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

সোনাগাজী বলেছেন:



বালির বাঁধ কতক্ষণ টিকে!

২২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪১

শেরজা তপন বলেছেন: প্রথম পাতায় এর আগে বহুবারের মত এবারও স্বাগতম!!

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

মনে হয়, সামুর বিজনেস প্ল্যানের অংশ হয়ে গেছি আমি।

২৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩

শাহ আজিজ বলেছেন: ফিলিস্তিনিদের জন্য বেশ দুর্ভোগ পোহাতে হবে আসন্ন দিনগুলোতে । আমার মনে হচ্ছে যুদ্ধ ছড়িয়ে পড়বে লেবানন , সিরিয়া এবং জর্ডানে । ইরানের শক্তি খর্ব করবে আমেরিকা । সউদ রাজপরিবারে ক্ষমতার বিকেন্দ্রিকরন হবে । এই দীর্ঘস্থায়ী যুদ্ধে আমরা শুধু নিরব দর্শক হয়ে থাকব ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

সোনাগাজী বলেছেন:


বাইডেন ও নেতানিয়াহুর ভুলের কারণে জর্ডান, মিশরে হামাস জন্ম নিবে; সৌদীরা আরব, তারা আরবদের বুঝে, ইসলামের নামে রক্ষা করবে নিজেদের।

২৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি কী কবি?
তবে আমি হাতীর পিঠে উঠিনি এখনো

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১১

সোনাগাজী বলেছেন:



আমি তো ভেবেছিলাম সিলেটের লোকজন হাতীর পিঠে করে চলাফেরা করেন।

২৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২২

সেতু আমিন বলেছেন: প্রথম পাতায় দেখে ভালো লাগছে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১২

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, আমি লেগে আছি।

২৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



হামাসের বিষয়টি আপনার অজানা। বিস্তারিত লিখতে গেলে প্রচুর সময় দরকার। তাছাড়া অনেক মন্তব্য আছে যার উত্তর দিতে ক্লান্তি লাগে।

আর ১৯৭১ এর বিষয়টি সঠিক। পর্যাপ্ত পরিমান রেশন ছাড়া মুক্তিযোদ্ধারা অনেক আক্রমণ করেছেন যার ফলাফল ভালো হয়নি। আর থ্রি নট থ্রি নিয়ে ঝাপিয়ে পড়া বা ভুল সময়ে ভুল আক্রমণ করার বহু ঘটনা কেউ মনে হয় লিখনে নি।

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১০

সোনাগাজী বলেছেন:




হামাস নিয়ে ১০/২০ লাইন করে আমি লিখে যাচ্ছি; সবই তো আমাদের চোখের সামনে ঘটছে।

২৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৬

প্রামানিক বলেছেন: অভিনন্দ জানাই

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।

২৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

আঁধারের যুবরাজ বলেছেন: ওয়েলকাম ব্যাক , এডমিনকে ধন্যবাদ।যেসব ক্ষেত্রে ঝামেলা এড়ানো যাবে ,আশা করছি আপনি এড়িয়ে যাবেন।

@বর্তমান বাংগালীরা নিজের জাতির জন্য যুদ্ধ করবে না; ১৯৭১ সালের বাংগালীরা একটু আলাদা ছিলেন।

- ৭১ এর প্রজন্ম ছিল অনন্য। তবে যে কোনো দুর্যোগে দেশের জন্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মও এগিয়ে আসবে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



ঐক্যের জন্য একটি "কমন গ্রাউন্ড" থাকটে হয়; এখন বসুন্ধরা, আলম ব্রাদার্স, ফখরুল ও ওয়াদুল কাদেরের মাঝে কি কমন গ্রাউন্ড থাকতে পরে, তা আমার কাছে পরিস্কার নয়।

২৯| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: আশা করি আগামী বছর থেকে সামু আপনার আথে সৎ আচরন করবে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

সোনাগাজী বলেছেন:



সামুর টিমে সমস্যা আছে।

৩০| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

করুণাধারা বলেছেন: ওয়েলকাম ব্যাক! ভালো লাগছে আপনি ফিরেছেন দেখে।

আমার পোস্টে মন্তব্য করে আপনি ব্যানড হয়েছিলেন এজন্য আমি দুঃখিত। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভবিষ্যতে এমন কিছু যাতে না হয় সেটাই চাই।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ,

এই ধরণের ব্যাপার স্যাপার ঘটা স্বাভাবিক।

৩১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অন্য কোন পোস্টের ব্যাপারে আপনার মন্তব্য আপনার পোস্টের শুরুতে যদি ** চিহ্নিত করে উল্লেখ্য করে দিন, তাহলে প্রথম পাতায় আপনার পোস্ট প্রকাশের সুবিধাটি বন্ধ হবে। - যা আমরা চাই না। অনুগ্রহ করে নীতিমালাকে সম্মান প্রদর্শন করুন।

নীতিমালা অনুসরণ করলে আপনি স্বাভাবিক ব্লগিং সুবিধা দ্রুত ফিরে পাবেন।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২

সোনাগাজী বলেছেন:



আমি অবশ্যই নীতিমালা মেনে চলবো। আমার জন্য প্রতিদিন নতুন নতুন নীতিমালা চালু করতে গিয়ে টিমের কষ্ট হবে না?

৩২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। ধন্যবাদ।
এই যে আপনি কোন কটু কথা না বলেও বুদ্ধিদীপ্ত ও সুক্ষ রসবোধের মাধ্যমে ব্লগটিমকে সমালোচনা করলেন, যেটা আপনার সামহোয়্যারইন ব্লগিং ক্যারিয়ারের শুরুর দিকে করতেন, তেমন ভাবে যদি নীতিমালা অনুসরন করে, তাহলে কোন সমস্যা হবে না।

মনে রাখবেন প্রয়োজনে সংবিধানও সংশোধন করা যায়, প্রয়োজনে নিত্য নতুন ধারা যুক্ত করা যায়। আপনাকে দিয়ে আমাদের নীতিমালাটি আরো সমৃদ্ধ হচ্ছে, নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হচ্ছি সেই জন্য আপনাকে ধন্যবাদ দিলেও আসলেও ছোট করা হবে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

সোনাগাজী বলেছেন:


আমি এখানে ব্লগিং করি, আমি নিজের মাথার উপরের ছাদে আগুন দেবো না।

৩৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তবে ব্লগ নীতিমালার অনুসরণ গুরুত্ব না বুঝলে - ক্ষতি আপনারই। আমরা চাই আপনি এই গুরুত্বটি বুঝুন। কারণ আমরা চাই আপনার বর্তমান নিকটির ব্যাপারে চাঁদগাজী নিকের মত কঠোর হতে।

শুভেচ্ছা রইল।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৭

সোনাগাজী বলেছেন:




আপনার জন্যও শুভেছা রলো; সামু আমকে কথা বলার মতো স্হান দিয়েছে, ইহা আমার জন্য বড় প্রিভিলীজ।

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি কোন রাজাকারকে হত্যা করেছিলেন??
আপনি কি মুক্তিযুদ্ধের জন্য কোন খেতাব পেয়েছিলেন।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:




আমি কোন খেতাব পাইনি।
যুদ্ধে সৈনিকদের মৃত্যু হয়, ইহা নিয়ে আলোচনা করার মতো কিছু নেই।

৩৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

পবন সরকার বলেছেন: চাঁদগাজী ভাই কেমন আছেন?

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



ভালো আছি, ধন্যবাদ; অনেকদিন পরে এলেন!

৩৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এডমিনের পরামর্শ মেনে চলুন। ফ্রন্ট পেজে স্বাগত।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, এডমিনের রীতিনীতি মেনে চলবো।

৩৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৯

জুন বলেছেন: ইসরায়েলের মানুষ রাতে ঘুমাতে না পারা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি চাই দেশটা তেমন স্বাধীন হোক যাতে ফিলিস্তিনের জনগণ নির্ভয়ে জীবন কাটাতে পারে। আপনি কি এবার সত্যি ব্যান মুক্ত হয়েছেন? আসলে এই জিনিসগুলো আমার কাছে খুব বিভ্রান্তিকর। আপনাকে অভিনন্দন। আর আক্রমনাত্মক হয়েন না। আপনার লেখা পছন্দ করি কারন এতে ভাবনার খোরাক থাকে। অনেক সময় আপনার ব্লগে এসে লেখা খুঁজে বের করতে কষ্ট হয়।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



ফিলিস্তিনীরা নিজ জন্মস্হানে দেশ পায়নি; ইহা ভয়ংকর ঘটনা। ইসরায়েল হচ্ছে বিশ্বের সৃষ্টি, ওখানে সমস্যা হলে, বিশ্বে আবার উথালপাথাল শুরু হবে।

৩৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আর বিশেষ কিছু বলব না। শুধু চাইব আপনি আর যেন ফ্রন্ট পেজ ব্যানে না পড়েন।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:




আপনাকে ধন্যবাদ।
আর ব্যানে পড়ার সম্ভাবনা নেই।

৩৯| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: স্বাগতম।
ভাল আছেন আশা করি।

ব্লগিং করুন আপনার মতো।

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ভালো আছি।

আমি সবার কথা শুনি, বলার সময় নিজের কথাই বলি।

৪০| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

কথামৃত বলেছেন: স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের এলাকায় মুক্তিযুদ্ধারা একটি ছোট ব্রীজ গুড়িয়ে দিয়ে পাকি বাহিনির ৪ টি গাড়ি আটকে দিয়েছিল। তখন পাকিরা পুরো গ্রামের মানুষকে বন্দি বানিয়ে এক জায়গায় জড়ো করে দুই জনকে মেরে ফেলে। আমি তার নাম নেবো না, এলাকার এক প্রভাবশালী ব্যক্তি এসে পাকিদের অনুরোধ করে এলাকার সবাইকে নিয়ে কয়েক ঘন্টার মধ্যে মাটি দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছিল। সম্প্রতি উনাকে রাজাকারের তালিকায় রাজাকার ঘোষণা করা হয়েছে। এখন জেলে আছেন

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৯

সোনাগাজী বলেছেন:



এসব ঘটনা ঘটেছে; দেখতে হবে, এসব বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত কে দিয়েছে!

আমাদের গ্রুপ যুদ্ধের ভেতরে, ঈদের রাতে ১টি রাজাকারকে ধরেছিলো দেশের বেশ অভ্যন্তরে; আমাদের দরকার ছিলো বর্ডারের দিকে যাওয়া; তাকে সাথে নেয়া সম্ভব ছিলো না; কয়েকজন বলছিলো শুট কররে দিতে। আমি প্রশ্ন করলাম, তার অপরাধের পরিমান কে সঠিকভাবে নির্ণয় করতে পারবে? সবাই চুপ।

৪১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাগত: প্রথম পাতায় বিচরন /মুক্তবাকের জন্য
.....................................................................
আমার এই দেরীর জন্য অপরাধ নেবেন না ।
আসলে আমি ১৭ তারিখের পর কুইন্সল্যানড ভিজিটে ছিলাম
তাই সামুতে ঠিক মত আসতে পারি নাই ।
আজ সময় নিয়ে আপনার অনেক গুলো লেখার ব্লগিং করলাম ।
সামুর অন্য সহ-ব্লগারদের মতো আমিও আশা করব,
আপনার লেখা সবার পূর্বে পড়ি কোন কোন ক্ষেত্রে সহমত হইনা ।
কমেন্টে তীর্যক মন্তব্য গুলো পরিহার করবেন ।
আপনাকে ব্যান করার সময় আমি বারবার বলেছি প্রথম পাতায় ব্যান
করার যুক্তিকতা নেই । সামু মডারেট সত্যতা অনুভব করেছেন
এজন্য অশেষ ধন্যবাদ ।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১১

সোনাগাজী বলেছেন:



সামুর এডমিন একজন ষোলকলা বাংগালী; উনি সামান্য ব্যতিক্রম হচ্ছেন টেকনিক্যাক দক্ষ্তার দিক দিয়ে।

আমার কমেন্টের দরকার হচ্ছে, কারণ, ক্যাডেট কলেজে পড়ে এক লেখক লিখেছেন যে, উনার ভগ্নিপতিকে পরী নিয়ে গেিয়েছিলেো একবার। আরেক ব্লগারকে জ্বীন 'আছাড় মেরেছিলো", এসব অথর্বদের পোষ্ট আমার কমেন্ট দরকার আছে।

৪২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি বোধহয় জ্বীন-ভূত বিশ্বাস করেন না ।
........................................................................
আমার এক বন্ধু আছে ,
তিনি বলেন তার স্ত্রীর কাছে জ্বীন দেখা করে ,
স্ত্রীর সাথে একবার দুর্ব্যবহার করাতে , খাট থেকে আছাড় মেরে ফেলে দিয়েছিলো
আবার ঘরে বিদুৎ না থাকলে ও মাঝে মাঝে তার ঘড়ের পাখা ঘুরে ।
........................................................................................
আমি কোন প্রত্যক্ষদর্শী নই , কিভাবে বিশ্বাস করব ???

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৬

সোনাগাজী বলেছেন:



ওরা মিথ্যুক, কিংবা ইডিয়ট।

৪৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

রানার ব্লগ বলেছেন: আমি বা আমরা সকলেই চাই ফিলিস্থিন স্বাধীন হোক । কিন্তু স্বাধীনতার নামে যা হচ্ছে তা বন্ধ হোক । ইসরায়েল দুষ্ট গ্রহের চক্করে আছে , আদৌ সেই চক্কর থেকে বের হতে পারবে বলে মনে হয় না ।

আপনাকে সুস্বাগত । দয়া করে আবার ঝামেলায় জড়াবেন না ।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:



এডমিন টিমে শায়মা নাকি আছেন, সঠিক নাকি?

৪৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

রানার ব্লগ বলেছেন: মিরোরডলের মতো আমার উত্তর একি। জানা নাই।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:



অসুবিধা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.