নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মানুষ শেখ হাসিনার বিজয়ের জন্য অপেক্ষা করছেন, নাকি সময়টা পার করতে চাচ্ছেন?

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯



শেখ হাসিনার পক্ষের লোকজন কি উনার বিজয়ের জন্য অপেক্ষা করছেন, নাকি উনার বিজয়টা এখন বিরক্তিকর হয়ে গেছে, সময়টা পার করতে চাচ্ছেন লোকজন? উনি বিএনপি'কে পরাজয় করার নামে যেই ধরণের ভোট করে সরকার গঠন করছেন, ইহাতে উনার রাজনৈতিক প্রজ্ঞার কোন চিহ্নও আমি দেখতে পাচ্ছি না।

উনি বিবিধ কৌশল প্রয়োগ করে যেভাবে দলকে জয়ী করছেন করছেন, এতে দলের লোকজন ব্যতিত সাধারণ মানুষ কোনভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা নেই; কারণ, এভাবে যারা জয়ী হচ্ছে, এদের মাথায় কোন মগজ থাকার দরকার হচ্ছে না; সবাই জয়ের জন্য শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে।

বিএনপি প্রতিপক্ষ চিরদিন থাকবে না; এই ধরণের কৌশলও উনার পরে কাজ করবে না, ইহা হয়তো শেষবারের মতো কাজ করছে। এবার আওয়ামী লীগের অনেকই ভাবার সুযোগ পাবে; মানুষ অপরের উপর নির্ভরশীল হয়ে জয়ী হতে হতে এক সময় বিরক্ত হয়ে যাওয়ার ক্থা। আওয়ামী লীগের লোকজনও দেখছেন, এমপি'রা কি করে বেড়াচ্ছে!

শেখ হাসিনার সাপোর্ট ব্যতিত ১ জন আওয়ামী লীগারও সঠিকভাবে ভোট করে জয়ী হওয়ার মতো রাজনীতি জানে না, কোন রাজনৈতিক অবদান নেই! এরা বুঝতেছে যে মানুষ এদের সন্মান করে না।

দেশের মানুষ রাজনীতি-বিমুখ হয়ে গেছেন; এরা রাজনীতিবিদদের সন্মান করেন না; এমপি'রা বুঝেন যে, মানুষ এদের সামনে মুখ খোলে না; কিন্তু এদেরকে ১ পয়সার সন্মানও করেন না। আসলে, শেখ হাসিনার অবস্হাও ভালো না; মানুষ এখন ঊনার কথার মুল্য দিচ্ছে না খুব একটা; উনার থেকে নতুন কিছু আশা করছে না; আশা না'থাকলে বিজয় অর্থহীন হয়ে যায়।

,


মন্তব্য ৫০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৮

বিজন রয় বলেছেন: দুটোই।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৬

সোনাগাজী বলেছেন:



আমি মানুষের মাঝে উৎসাহ দেখছি না; মানুষ আওয়ামী লীগের ভয়েই আছে।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: স্যার দেখুন,
ক্ষমতা এমন এক জিনিস, যার জন্য পুরা দুনিয়া পাগল। ক্ষমতার অপব্যবহার করেনা এমন কেউই নেই। সিন্ডিকেট করে ডিমান্ড ইনক্রিজ করেনা এমনও কেউ নেই। ডিসেম্বরে বিয়ে বেশী তাই সিনেমাটোগ্রাফাররা সিন্ডিকেট করে পেমেন্ট বাড়াইছে। দেখুন বিএনপি জামাত ক্ষমতাই নেই এতেই তারা ফেবু - ব্লগ এগুলোকে মাদ্রাসা বানিয়েছে।ক্ষমতায় গেলে তো পুরা বাংলাদেশকে পাকিস্তান বানাবে।তারচেয়ে আওয়ামী লীগ থাকুক। দেশে জঙ্গি বোমাবাজরা অন্তত নেতৃত্বে আসবেনা। দুর্নীতির ক্ষেত্রে দুইদল সমান।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩০

সোনাগাজী বলেছেন:



শিক্ষা ব্যবস্হায় গরীবদের জন্য প্রয়োজনীয় সুযোগের সৃষ্টি না করায়, গরীবের বাচ্চারা সব মাদ্রাসায় চলে গেছে।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১২

কামাল১৮ বলেছেন: শেখ হাসিনা কি করলে ঠিক হতো বলে আপনি মনে করেন।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:২৩

সোনাগাজী বলেছেন:



দলকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য ও মানুষের সাথে সম্পর্ক করার জন্য দরকার ছিলো 'প্রাইমারী'।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৪

আঁধারের যুবরাজ বলেছেন: @সবাই জয়ের জন্য শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে।

- আজকাল শেখ হাসিনারও দেখা যাচ্ছে দরকার হয় না ! ভারতের প্রার্থীও রয়েছে মাঠে। ‘আমি ভারতের প্রার্থী, হারার জন্য আসিনি’

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:২৫

সোনাগাজী বলেছেন:



কেহ কেহ স্হানীয় প্রশাসন'এর ( পুলিশ, ইলেকশানের কর্মকর্তা ) সাহাক্য্যও পাবে।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: যারা আওয়ামীলীগের ঘোর সমর্থক তারা শেখ হাছিনার বিজয়ের অপেক্ষায় আছে। অন্যরা তার উল্টো। এর একটা উত্তর নির্বাচনের ফলফলে কিছুটা বুঝা যাবে। শতকরা কয়ভাগ মানুষ কি চায়।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:২৭

সোনাগাজী বলেছেন:



শতকরা বড় অংশ আওয়ামী লীগের পরাজয় চায়, কিন্তু খালিস্হান পুরণ করার জন্য কেহ নেই।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: এসব মাদ্রসা যারা বানান তারা সবাই উচ্চ শিক্ষিত। বিষয়টি শিক্ষার নয়। রুচির। বুয়েটকে নাকি জামাতিরা মাদ্রাসায় রূপান্তর করেছে।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:২৮

সোনাগাজী বলেছেন:


বুয়েট অনেক আগের থেকেই ধর্মপ্রচারকদের হেডকোয়ার্টার।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৫

এস.এম.সাগর বলেছেন: আমরা বিএনপি ও আওয়ামীলীগ বুঝিনা, কিন্তু মাফিয়া, স্বৈারাচার, গুম, খুন এগুলিও চাইনা। মাফিয়া ও স্বৈরাচার এর পতন হওয়া দরকার।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:২৯

সোনাগাজী বলেছেন:


আপনি জিয়ার সৈনিক হলে, অনেক কিছু না'চাইতেই পেয়ে যাবেন।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আহ!! আপনি আবার মুক্তি পেয়েছেন দেখে ভালো লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩০

সোনাগাজী বলেছেন:



আমাকে মুক্ত না'করলে, সামু ডেইটিং সাইটে পরিণত হবে।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৯

জগতারন বলেছেন:
আপনি 'সামু' ব্লগে ফিরে এসছেন, দেখে ভালো লাগলো।

আমি 'সামু' ব্লগে আর সময় দেই না।
একপ্রকার ছেড়েই দিয়েছি।
করন; এখানে স্বেচ্ছাচারিতা প্রকট।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩২

সোনাগাজী বলেছেন:



সামু বাংগালীদের সোস্যাল মিডিয়া; বাংগালী গণতন্ত্রের মতো।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশে রাজনীতি এখন আর নাই। এক ধরণের সন্ত্রাস চলছে। শেখ হাসিনা ক্ষমতায় আসবে এটা একটা বাচ্চা ছেলেও জানে। তাই সেটা নিয়ে কারও কোন আগ্রহ নাই। নির্বাচনের কারণে সহিংসতা ঘটছে। সাধারণ জনগণ এই সময়টা পার হওয়ার জন্য অপেক্ষা করছে।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩৩

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগে রাজনীতিবিদ ১ জনেই আছেন; বাকীরা লাঠিয়াল।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি স্বতন্ত্র আর দলীয় মনোনীতদের লড়াই দেখতে উদগ্রীব হয়ে আছি। গত দু'টার্মের চেয়ে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে আশা করি।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



নৌকার সব প্রার্থী পরাজিত হলেও, শেখ হাসিনা জয়ী হবেন; তিনি ৩ মুখী ফাঁদ বসায়েছেন।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কে জয়ী হবে ফলাফল আগেই নির্ধারিত থাকলে যে নির্বাচনে জনগণের আগ্রহ থাকার কথা নয়।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩৭

সোনাগাজী বলেছেন:



১৯৭৭ সালে ( জিয়ার রেফেরেন্ডাম ) ১৯৭৯ সালের ভোটের ফলালফ "জিয়ার সৈনিকরা" জানতো না?

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৯

জ্যাক স্মিথ বলেছেন: কি ঘটে তা দেখার জন্য আমি বসে আছি। :-B

দুঃখজনক হলেও সত্য যে এই ১৮ কোটি জনগণকে পরিচালনা করার মত কোন যোগ্য ব্যক্তি অথবা রাজনৈতিক দল এই দেশে নেই। দেশের একটি রাজনৈতিক দলকেও আমার পছন্দ হয় না তাই বাধ্য হয়ে আমি নৌকাতেই সওয়ার হয়েছি, আমি চাই আওয়ামিলীগই ক্ষমতায় থাকুক। গণতন্ত্র এমন কোন বাইবেলের বাণী নয় যে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাছাড়া তৃতীয় বিশ্বে গণতন্ত্র মূলহীন, মানুষকে ভুলভাল বুঝিয়ে আজেবাজে লোক ক্ষমতায় আসে।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৪০

সোনাগাজী বলেছেন:



২০০৯ সাল থেকে দেশে রাজনীতি একেবারেই মুছে গেছে; সবাকে চেষ্টা করতে হবে, শেখ হাসিনা যেন ২০০ বছর বেঁচে থাকেন।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩৮

আঁধারের যুবরাজ বলেছেন: @জ্যাক স্মিথ ১৯৭১ এ এই ধরণের কথা পাকিরা বলেছিলো। বাঙালিরা কালো ,অশিক্ষিত। এদের কাছে ক্ষমতা গেলে দেশ ইন্ডিয়া নিয়ে নেবে। এই দেশের মানুষ আসলে সব হিন্দুই এবং নাম মুসলমান ইত্যাদি ইত্যাদি। আপনাদের লেখায় পাকি সুর ধ্বনিত হয়।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৪২

সোনাগাজী বলেছেন:



মানুষকে রাজনীতিতে আনার জন্য, প্রার্থী নির্বাচন দলের লোকদের হাতে দিতে হবে ( প্রাইমারী )।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতির মাঠে খেলতে হলে দক্ষ পক্ষ দরকার
যেখানে দক্ষ খেলোয়ার থাকবে ।

.....................................................................
'৯৬ সাল পর্যন্ত আওয়ামী বিরোধী পক্ষ ভালো খেলেছে
এখন আওয়ামী পক্ষ ভালো খেলছে ।
এদেশের রাজনীতিতে ধোঁকাবাজি, ডিগবাজী, এর ক্ষমতাবাজীর
এখন জয়-জয়কার ।
সুতরাং কোন ভালো কিছুর আশা করতে পারিনা ।
যদি শক্তিশালী বিরােধী দলও থাকত তাহলে আশাবাদী হতে পারতাম ।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



এই দেশের রাজনীতবিদদের প্রজ্ঞার কারণে ৫২ বছরে ৪/৫ কোটী কিশোরীকে চাকরাণী হতে হতে হয়েছে; ৬/৭ কোটী মানুষ বউ রাখে আরব, মালয়েশোয়া ও বিনা ভিসায় ইউরোপ গেছে; এদের স্ত্রীরা বছরের পর বছর স্বামীর সংঘে রাতে একই বিছানায় ঘুমাতে পারেনি, একই সময়ে ব্যবসায়ীরা ইউনিভার্সিটি ও কর্মস্হলের নারীকে নিয়ে বিদেশে গিয়ে মৌজ-মাস্তি করেছে।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৩

ডার্ক ম্যান বলেছেন: কেন জানি মনে হচ্ছে, শেখ হাসিনা এই টার্ম কমপ্লিট করতে পারবেন না ।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

সোনাগাজী বলেছেন:




উনি অসুস্হ না'হলে, কেহ উনাকে সরানোর কথা চিন্তা করার সুযোগ পাবে না।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু কাজ আটকে গিয়েছে কোম্পানীর। সবাই অপেক্ষা করছে ৭ জানুয়ারী পার হোক। তারপর আবার শেখ হাসিনা থাকুক। কারো কোন say নাই...

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে খারাপের শুরুটা করেছিলো জেনারেল জিয়া ও এরশাদ; কিন্তু সব দোষ বর্তাবে শেখ হাসিনার ঘাঁড়ে।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৫

মোগল সম্রাট বলেছেন:


প্রধানমন্ত্রী জনগন নিয়া হুদাই টেনশন কেন করবে? যেখানে স্যুটওয়ালা, বুটওয়ালা আর গ্যারা বাহিনী দিয়াই ১৫ বচ্ছর আরামসে কাটছে।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৮

সোনাগাজী বলেছেন:



উনি নিজের দলকে রাজনীতি থেকে দুরে সরায়ে, মানুষকে অসৎ ব্যবসায়ী ও লা ঠিয়ালে পরিণত করেছেন।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

শাহ আজিজ বলেছেন: আমি অনেক মানুষের সাথে আলাপ করেছি , সবার ভাষ্য নির্বাচন তো হয়েই গেছে । আর মিছিলের মানুষরা ভাড়াটে বটে । জানুয়ারির ৭ তারিখ না গেলে টেনশন কমছে না ।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯

সোনাগাজী বলেছেন:



যে যেখানে ইচ্ছা ভোট দিক, যারা জয়ী হবে, ওরা উনার লোকজন।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৮

জুন বলেছেন: নির্বাচন নিয়ে কোন আগ্রহ নেই। ফলাফল পুর্ব নির্ধারিত। সাকিব আল হাসান, মাহিয়া মাহি এরা শুদ্ধভাবে নির্বাচন বানান করতে পাতে কি না সন্দেহ। তারপর ও তারা বিপুল ভোটে জয়লাভ করবে। তাই সময় পার করছি।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০০

সোনাগাজী বলেছেন:



উনি পার্লেমেন্টকে চিড়িয়াখানায় পরিণত করার চেষ্টা করছেন।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমাদের এক জন দেশনায়ক আছে যিনি বিদেশে থাকেন।
তিনি দেশে আসেন না।
আফসোস!

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

সোনাগাজী বলেছেন:


জিয়ার ২ ছেলেই ডাকাত ছিলো।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩২

প্রামানিক বলেছেন: ভোট দিলেও পাশ না দিলেও পাশ অতএব নির্বাচন নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



উনি যেই রাজনৈতিক অবস্হার মাঝে দেশকে রেখে যাবেন, উহা জাতির জন্য হবে ভয়ংকর।

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: নির্বাচন নিয়ে দেশের মানুষের আগ্রহ নেই।
মানুষ জানে কি হবে, কি ঘটবে। লোকজন আগ্রহ নিয়ে ভোটও দিতে যাবে না।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:


অবস্হানুসারে এবার ভোটার হবে; আওয়ামী বিদ্রোহী প্রার্থীকে ভোট দিবে অন্যান্য দলের লোকেরা।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

কথামৃত বলেছেন: আমি ২০১৫ সালে ভোটার হয়েছি। এর মাঝে কতো গুলা নির্বাচন হয়ে গেল, জাতীয় থেকে শুরু করে কাউন্সিলর পর্যন্ত। একটা ভোট ও দিতে পারিনি। ব্লগার @নূর_আলম_হিরণ, বলেছেন, আপনাকে ভোট দিতে দেওয়া হবে না কারণ সুযোগ পেলে আপনি বিএনপি কে ভোট দিবেন।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:



বিএনপি'র অনেকে ভয়ে ভোট কেন্দ্রে যাবে না; যারা যাবে ( নারী ), তারা শেখ হাসিনার বিদ্রোহী প্রার্থীকে ভোট দিবে।

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:

বিএনপি না আসায় আওয়ামী লীগের জন্য নির্বাচনটি খুব সহজ হয়ে গেছে।
বিএনপির নির্বুদ্ধিতা দেখে আমেরিকা পর্যন্ত অবাক হয়ে গেছে।
বিএনপি নির্বাচনে আসলে কিছু একটা হয়তো করতে পারতো আমেরিকা।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫০

সোনাগাজী বলেছেন:




বিএনপি ও আওয়ামী লীগে চোরডাকাত ব্যতিত রাজনীতিবিদ নেই; আওয়ামী লীগে চলছে ব্যুরোক্রেট ও সরকারী কর্মচারীদের শক্তিতে; মিলিটারী না'থাকলে বিএনপিনেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.