নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি যুদ্ধে চলে গেলো; ৯ মাসে ১ লাখ ২০ হাজারের মতো যুবকেরা জাতিকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছিলেন।

মুক্তুিযোদ্ধাদের মাঝে বিবিধ গ্রুপের লোকজন ছিলেন: ইপিআর, বেংগল রেজিমেন্ট, আনসার, ছাত্র, কৃষক; এর বাইরে কিছু ছিলো না; শুনে শুনে বা বেকুবী আইডিয়া নিয়ে লেখার জন্য অনেক বিষয় আছে; কিন্তু মুক্তিযোদ্ধারা উহার মাঝে পড়েন না। জাতির সাড়ে ৭ কোটীর মাঝে সাড়ে ৬ কোটী মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন।

সাড়ে ৬ কোটী মানুষ থেকে ১ লাখ ২০ হাজার সরাসরি যুদ্ধে গেছেন; আবার মাত্র ১ কোটী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের থেকে ৫৫ হাজার রাজাকার হয়েছিলো।

রাজকার কাহারা হয়েছিলো? জাতির আবর্জনারা। ১টা ছোট উদাহরণ: ১৯৭১ সালের ঈদের ( ফিতর, ২০ শেষ নভেম্বর ) রাতে, যেড-ফোর্সের ছাত্ররা ১ জন রাজাকারকে ধরে; ২০/২২ বছরের গ্রামের ছেলে। সবাই বলছিলো, শ্যুট করে দাও; আমি না করলাম। ছেলেটি প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা বললো, সে মুক্তিযোদ্ধা। আমি কমান্ডারের নাম জানতে চাইলাম; সে যার নাম বললো, সে ছিলো সেই এলাকার কুখ্যাত রাজাকার কমান্ডার।

যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নেননি, তাঁরা এই বিষয়ে লিখতে গেলে, সব সময় উহা আবর্জনায় পরিণত হবে।


মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

শাহ আজিজ বলেছেন: ভাল লিখেছেন । কাল আপনাকে না দেখে ভাবলাম আবার ব্যান কিনা !! আপনার ছেলের কি খবর ?

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:



ছেলের কিছু সমস্যা আছে; আমার শরীর ভালো নয়।

২| ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

ঢাবিয়ান বলেছেন: মুমিন, কমিন, জমিন মুক্তিযোদ্ধা =p~ =p~ =p~ কারা করেছে এই গ্রুপিং ?

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



মহাজাগতিক চিন্তা।
জীবিত মুক্তিযোদ্ধারা ২ ভাগে বিভক্ত: মুক্তিযোদ্ধা ও ভুয়া। প্রতি ৫ জনে ৪ জন ভুয়া।

৩| ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ঐসব ম্যাওপ্যাও পোস্ট গুরুত্ব না দেয়াই বেটার।


আপনি কদিন ব্লগে ছিলেন না। অনেকেই চিন্তিত ছিলেন।

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



আমার শরীর ভালো নয়

৪| ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ওহো বিশ্রাম নিন। রুটিন, ডাইট ও ডক্টরের পরামর্শ মেনে চলুন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন প্লিজ।

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ

৫| ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মুক্তিযুদ্ধার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাসদ তো আছেই। তাহলে অযথা আমার উপর ক্ষেপে গেলেন কেন?

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:



রাজনৈতিক দলগুলো মুক্তিযোদ্ধাদের ব্যবহার করেছিলো এক সময়; এখন মুক্তিযোদ্ধারা সব দলের কাছে আবর্জনা; কারণ, তারা জানে যে, প্রতি ৫ জনে, ৪ জন ভুয়া।

৬| ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার বিষয়ে কিছু শুনতে চাই।

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

সোনাগাজী বলেছেন:


আমার কথা হলো, আমি সৌভাগ্যবান, যুদ্ধে প্রাণ হারাইনি; যাঁরা শহীদ হয়েছেন, তাণরা ভুল জাতির জন্য প্রাণ দিয়েছেন।

৭| ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

অহরহ বলেছেন: আমি মুক্তিযুদ্ধ দেখিনি। বাবার মুখে শুনেছি, ১৯৭১ এর রণাঙ্গনে আমার বড় চাচা সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করেন। সে সময় তিনি উচ্চপদস্থ সরকারি চাকরি ফেলে ভারত যেয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং নেন। এরপর ভারত থেকে বাংলাদেশে ফিরে যমুনা নদীর চর অঞ্চলে চোরাগুপ্ত হামলা চালিয়ে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীকে ব্যাতিব্যাস্ত করে তোলেন। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সরকার চাচা কে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

সোনাগাজী বলেছেন:




আপনার চাচা বিশাল ব্যতিক্রম; ১ জন সরকারী কেরাণীও যুদ্ধে যায়নি।

৮| ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





এরশাদের সময় ঢাকার বড় বড় রাস্তার মোড়ে বিশাল সাইনবোর্ডে লেখা থাকতো -মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান ।
এই কথার মানে আমি বুঝতাম না ।
তিনি কি মুক্তিযোদ্ধাদের পাম দেওয়ার চেষ্টা করতেন!?

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



এরশাদ ডাকাত ছিলো, সেই সময়, মুক্তিযোদ্ধাদের সাপোর্ট দরকার ছিলো।

৯| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ভুল জাতির বিষয়টা একটু পরিস্কার করবেন কি?

২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৫

সোনাগাজী বলেছেন:




যেই জাতি নিজ জাতির মুক্তিযোদ্ধাদের ভুমিকাকে অুধাবন করতে পারেনি, উহা ভুল জাতি।

১০| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫২

স্প্যানকড বলেছেন: আসলেই আমাদের কপালপোড়া । আমরা ভীষণ এতিম । এখন ভুয়াদের বেশ দাপট ! সে যাই হোক নিজের প্রতি যত্ন নিবেন ।ভালো থাকবেন সব সময় :)

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:০৮

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

ভুয়ারা জাতির টাকা খাচ্ছে বসে বসে।

১১| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৯:০৭

শ্রাবণধারা বলেছেন: আপনি বিষয়টি নিয়ে লিখেছেন দেখে ভালো লাগলো।

"মুক্তিযোদ্ধাদের মুমিন চেহারা" এই জাতীয় কথা ব্লগে দেখলে খুব হতাশা বোধ করি।

মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার বেশিরভাগ কথাই সংক্ষিপ্ত হলেও অতি অন্তর্দৃষ্টিপূর্ণ। এই এখানে যেমন বলেছেন "রাজনৈতিক দলগুলো মুক্তিযোদ্ধাদের ব্যবহার করেছিলো এক সময়; এখন মুক্তিযোদ্ধারা সব দলের কাছে আবর্জনা; কারণ, তারা জানে যে, প্রতি ৫ জনে, ৪ জন ভুয়া।"

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:১২

সোনাগাজী বলেছেন:



দলে মুক্তিযোদ্ধা বাড়ানোর জন্য, বিএনপি ১ লাখ, আওয়ামীরা ১ লাখ যোগ করেছে ভুয়া; একা কাদেব সিদ্দিকী যোগ করেছে ১৫ হাজারের মতো; মনে হয়, তোফায়েল আহমদও যোগ করে ১০/১২ হাজার।

১২| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৭

আলামিন১০৪ বলেছেন: আপনি মুক্তি যোদ্ধা হলে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে লিখুন। মুক্তিযোদ্ধা ভাতা কি পাচ্ছেন?

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:



ভাতা পচ্ছি; তবে, মুক্তিযুদ্ধের অভিজ্ঞা নিয়ে ব্লগে লেখা ঠিক হবে না।

১৩| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:১২

অহরহ বলেছেন: গাজী দাদা........... আপনি মুক্তিযোদ্ধা হিসাবে কোন খেতাব পেয়েছেন?? না, মানে এমনি জানতে চাই। আমি জানি আপনি ৭১ রনাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা।

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৮

সোনাগাজী বলেছেন:


না, ষ্টুডেনট প্লাটুনের কেহ কোন খেতাব পাননি; খেতাব পেয়েছে অফিসারেরা ও বেংগলের যোয়ানরা।

১৪| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:১৫

শূন্য সারমর্ম বলেছেন:



মুক্তিযুদ্ধ ধর্মীয় বোতলে ঢুকে গেছে ; আপনার শরীরের কন্ডিশন কি এখন?

২৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:২০

সোনাগাজী বলেছেন:



শরীর ভালো নয়।
ভুয়াদের যেই কোন বোতলে রাখা সম্ভব,

১৫| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১:২৯

নূর আলম হিরণ বলেছেন: উনার পোস্টটি পড়ে মন খারাপ হয়ে গিয়েছিল। উনি একটা নতুন একটা শব্দ বের করেছেন। মুক্তিযোদ্ধাদের মাঝে মমিন মুক্তিযোদ্ধা! খুবই ব্যতিক্রম শব্দ কিন্তু ভুল ধারণা উপর লিখেছেন তিনি।
আপনি শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ১:৩৪

সোনাগাজী বলেছেন:



উনি ভাত খান কম্প্যুটার ( লজিক ) শিখায়ে;কিন্তু লেখেন অর্থহীন বিষয়ে।

১৬| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১:৩৬

কাছের-মানুষ বলেছেন:
মহাজাগতিক চিন্তক সাহেবের পোষ্টটি পড়ে এলাম, তিনি হিউমার জাতীয় কিছু একটা লেখার চেষ্টা করেছিলেন বোধ হয়!

আপনার ছেলের সমস্যা সমাধান হোক আর আপনার শরীরের সুস্থতা কামনা করছি!

আপনি পরিবার, ছেলে মেয়ের কথা খুব একটা লেখেন না ব্লগে! সবাই বোধ আমেরিকায় বেড়ে উঠেছে!

২৯ শে মার্চ, ২০২৪ রাত ৩:০৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
মুক্তিযুদ্ধটা ঠিক মতো শেখ সাহেবও অনুভব করতে পারেববি, মহাজাগতিককে কি বলবো? মুক্তিযোদ্ধাদের এতিম শিশুকে শেখ একবার কোলে নিয়েও দেখেননি।

১৭| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১:৪৭

কামাল১৮ বলেছেন: শেখের কথায় অস্ত্র জমা দেয়া ছিলো ভুল।আর দুই তিন বছর অস্ত্র হাতে থাকলে সব আগাছা শেষ হয়ে যেতো।শেখ মুজিব অবশ্য আট নয় হাজারকে আটক করে ছিলো ।জিয়া এসে সবাইকে ছেড়ে দিলো।পাকিস্তান থেকে পালের গোদাকে নিয়ে আসলো ।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ৩:০৯

সোনাগাজী বলেছেন:



শেখার সময় স্বাধিনতা আসায়, মুক্তিযুদ্ধ গুরুত্ব পায়নি; উনার বক্তব্যেই পাকীরা পরাজিত হয়ে গিয়েছিলো।

১৮| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ২:৪১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: রাজাকার তো যুগে যুগে আসে বর্তমান রাজাকার কারা?

২৯ শে মার্চ, ২০২৪ রাত ৩:১০

সোনাগাজী বলেছেন:



মুক্তিযুদ্ধের সময় ৫৫ হাজার রাজাকার ছিলো; ওরাই শেষ রাজাকার।

১৯| ২৯ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২৮

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন:
মুক্তিযুদ্ধের অভিজ্ঞা নিয়ে ব্লগে লেখা ঠিক হবে না
আসল ঘটনা জানাতে ভয় পান?

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:



না, আপনার মতো লোকদের কাছে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বলা মানে সময় নষ্ট।

২০| ২৯ শে মার্চ, ২০২৪ সকাল ১০:১২

কলাবাগান১ বলেছেন: "মুক্তিযুদ্ধের সময় ৫৫ হাজার রাজাকার ছিলো; ওরাই শেষ রাজাকার।" কিন্তু রাজাকারদের বংশধর রা ইদুর এর মত বংশ বৃদ্ধি করে এখন এই ব্লগেও মুক্তিযুদ্ধ/মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশ্ন তোলার সাহস পায়। এরা আসল রাজাকারদের চেয়েও ভয়ংকর এবং আগ্রাসী...।

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১৩

সোনাগাজী বলেছেন:



পরিস্হিতির জন্য দায়ী আওয়ামী লীগ।

২১| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৭

মিরোরডডল বলেছেন:




আমার শরীর ভালো নয়

এখন কি অবস্থা?
গুরুতর কিছু?

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১৪

সোনাগাজী বলেছেন:



বেশ বড় ধরণের সমস্যা

২২| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের লেখকেরা মুক্তি যুদ্ধ না করেই মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন। যেমন হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক সহ আরো অনেকেই।

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:



এরা বালছাল লিখেছেন।

২৩| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





রাজাকার শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ করার পরে আপনারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন আপনাদের কেমন লেগেছিল ?আপনারা কি প্রতিবাদ করেছিলেন কোন ভাবে?
এই রাজাকার ছাড়া দেশে কি প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো লোক ছিল না সেই সময়?

৩০ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



রাজাকারেরা ক্ষমতায় এসেছিলো মিলিটারী দেশ দখল করায়। ১৯৭২ সালে শেখ প্রধানম্ণ্রী হওয়াও অন্যায় ছিলো' তাজউদ্দিন সাহেব শেখ থেকে উপযুক্ত ছিলেন।

২৪| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১৯৭২ সালে শেখ প্রধানম্ণ্রী হওয়াও অন্যায় ছিলো' তাজউদ্দিন সাহেব শেখ থেকে উপযুক্ত ছিলেন।
......................................................................................................................................
বিষয়টি আপনার দৃষ্টিতে হয়তো ঠিক , কিন্ত সবাই মানে যে নেতৃত্ব দেয় সেই ই প্রধানম্ণ্রী হয়।
তবে উনার এক মুরব্বী একই কথা বলেছিলেন , কিন্ত তিনি তা মানেন নি ।
মাঝে মাঝে মনে হয় আমি এসব নিয়ে লিখি,তবে সামলাতে পারবনা বিধান চুপ থাকি ।

২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১৮

সোনাগাজী বলেছেন:



আমার চোখের সামনে এগুলো ঘটেছে; শেখ বুদ্ধিমান ছিলেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.