নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সেমি-ব্যান থেকে জেনারেল (এখন)।

০৩ রা মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



সামুর প্রতিষ্ঠাতা, ব্লগার সৈয়দা গুলশান জানার সুস্বাস্হ্য কামনা করছি; কয়েক লাখ ব্লগারের প্রার্থনা ও শুভ-কামনা রয়েছে উনার জন্য। আমাকে ১ মাসের বেশী সেমি-ব্যানে রাখা হয়েছিলো, এখন 'জেনারেল'; এই সময়ে বিশ্বে ও ব্লগে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে; ২/১ জন এসব নিয়ে লিখেছেন, সামান্য কয়েকজন মতামত জানায়েছেন; অনেকই অপ্রয়োজনীয় পোষ্ট লিখেছেন, পড়ে অনেক বিরক্ত হয়েছি।

নেতানিয়াহু ফিলিস্তিনে ভয়ংকর গণহত্যা চালিয়ে ইসরায়েলকে ভংগুর অবস্হানে নিয়ে গেছে ও বিশ্বব্যাপী অশান্তির সৃষ্টি করেছে; হিটলার যেভাবে জার্মানীকে ধ্বংস করেছিলো, নেতানিয়াহু ইসরায়েলকে ঠিক সেই রকম অবস্হানে নিয়ে গেছে! আমেরিকার চলমান ছাত্র অসন্তোষ ইহুদীদের জন্য এক ভয়ংকর অশনি-সংকেত, আমেরিকার লোকজনও ইহুদীদের জল্লাদী জীবনকে বুঝতে পেরেছে, এবং আমেরিকায়ও এখন তাদের অবস্হান আর আগের মতো নেই।

নেতানিয়াহু ইরানকে ভয় দেখাতে গিয়ে, ইরানের যেই প্রতীকি আক্রমণের সন্মুখীন হয়েছে, ইহা ইসরায়েলের পতনের জন্য বীজ বপন করেছে; সাধারণ আরবেরা ইহাই চেয়ে আসছিলো গত ৭২ বছর; আরবের সাধারণ মানুষ এখন ইহুদীদের ঘুম কেড়ে নিবে। ইসরায়েলের প্রচুর মানুষ অষ্ট্রেলিয়ায় চলে যাবে সময়ের সাথে; ইউরোপে ১ জন ইহুদীও আর বাস করতে পারবে না।

আমার স্বাস্হ্য ভালো যাচ্ছে না; স্বাস্হ্য খারাপ হলে, আমি ব্লগে পড়ে থাকি; এবার আমাকে সেমিব্যান করাতে কিছু লিখতে হয়নি, সবার লেখা পড়েছি; এত বেশী নিচু মানের লেখা এসেছে যে, এই সেম্পলগুলো থেকে বুঝা যায় যে দেশের মানুষের বিশাল অংশ বেকুব ও অকর্মণ্যে পরিণত হচ্ছে; শেষমেষ পড়ার জন্য কিছু না'পেয়ে ব্লগার না'হল তরকারীর পোষ্টও পড়েছি; ব্লগ-আসক্ত হলে মুক্তি নেই!


মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২৪ রাত ২:৪৭

আঁধারের যুবরাজ বলেছেন: ব্যান থেকে মুক্ত হয়েছেন জেনে খুশি হয়েছি। দীর্ঘদিন যাবৎ আপনি অসুস্থ ,চোখের কি অবস্থা এখন ? অহেতুক বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন আশা করি।

০৪ ঠা মে, ২০২৪ রাত ৩:২৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, চোখ এভাবেই থাকবে।

আমাদের বিখ্যাত ব্লগার "মহাজাগতিক চিন্তা"কে মনে হয়, সরকার কিছু কম্প্যুটার সফটওয়ার শিখায়েছে কোরিয়ানদের সাহায্য নিয়ে; সেটাই এখন উনার প্রফেশান, সেটাই উনি অন্যদের শেখান। আশাকরি, লোকজন কিছু শিখছেন। উনি সেটার কথা লিখেন না, লিখেন যে, "বিগ ব্যাংগের" ফলে আল্লাহের সৃষ্টি হয়েছে। এসব অমুলক কথা বলে সময় কাটাচ্ছেন; ইহা ১টি উদাহরণ; এই ধরণের ভুল ধারণার লোকদের কিছু না'বললে নিজের দায়িত্ব পালন হয় না।

২| ০৪ ঠা মে, ২০২৪ ভোর ৪:০৬

কামাল১৮ বলেছেন: অন্যের লেখার মান কেমন, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ নিজের লেখার মান উন্নত করা।
বর্তমানে বিশ্বে বেশ কিছু যুদ্ধ চলছে।এই যুদ্ধে নির্ধারণ হবে ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা কেমন হবে।আমেরিকা ইসরায়েলকে সর্বাত্তক সাহায্য করবে যাতে মধ্যপ্রাচে তার স্রেষ্টত্ব বজায় থাকে। যুদ্ধাস্ত্রে দিন দিন আমেরিকা পিছনে পিছনে পড়ে যাচ্ছে।তাতে করে কোন কিছুই ঠিক বোঝা যাচ্ছে না।

০৪ ঠা মে, ২০২৪ ভোর ৪:২২

সোনাগাজী বলেছেন:


বৃটিশ কলোনীতে জাতিসংঘের মাধ্যমে ইসরায়েল হয়েছিলো; নেটানিয়াহু উহাকে কবরের কাছাকাছি নিয়ে গেছে; এখন আরবদেশগুলো চাইলে ফিলিস্তিন হবে। তবে, ইহুদীরা মানুষ মেরে নিজ পায়ে কুড়াল মেরেছে।

৩| ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার স্বাস্থ্য ইহুদীদের মত অবস্থায় আছে।

০৪ ঠা মে, ২০২৪ সকাল ১০:০৯

সোনাগাজী বলেছেন:



ইহুদীদের জন্য ১টি জাতির ( আমেরিকানদের ) সহানুভুতি ছিলো; উহা থাকবে না।

৪| ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ২:২০

রানার ব্লগ বলেছেন: শুভ কামনা,আপনার পদন্নতির জন্য। জেনারেল পদ হিসেবে মন্দ না।

ব্লগে এখন চকলেট লোপাট কাহিনীর ডগ ফাইট চলছে।


ইরানের আক্রমনে ইসরাইলের সামান্য ছাল উঠেছে। আসলেই কি তেমন ইম্প্যাক্ট পরেছে, ইউরোপ আমেরিকায়??

০৪ ঠা মে, ২০২৪ বিকাল ৪:২৮

সোনাগাজী বলেছেন:



চকলেট কাহিনীর ২ চরিত্র: (১) ব্লগার সোহানী: উনি বাংলাদেশের বস্তির বালকদের জন্য কানাডিয়ান চকলেট এনেছিলেন; (২) নীলসাধু: উনার লেখা থেকে উনার সম্পর্কে আমার ধারণা ভালো ছিলো না; গতকাল উনি নিজেই লিখেছেন যে, উনি সাধু নন, রেগে যান; উনার কথার সাথে লেখার মিল নেই।

সামুটিম মনে করছে যে, সামুতে ব্লগারদের সংখ্যা বেশী হয়ে গেছে, কিছু কমানোর দরকার।

৫| ০৪ ঠা মে, ২০২৪ বিকাল ৫:২১

লেখার খাতা বলেছেন: আপনার সুস্বাস্থ্য কামনা করি।

০৪ ঠা মে, ২০২৪ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন; আপনার লেখা কি সামনের পাতায় যায়?

৬| ০৪ ঠা মে, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: অন্তত এখন আপনার ব্লগে আসলে আপনার নতুন পোষ্ট পাওয়া যাবে।

০৪ ঠা মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:



সামুটিমকে ধন্যবাদ, কাজ করে চলেছেন!; তবে, টিমের এজেন্ডা বুঝা মুশকিল, অনেকটা সরকারী কর্মচারীদের মতো!

৭| ০৪ ঠা মে, ২০২৪ রাত ৮:১০

নীলসাধু বলেছেন: কারেকশন
সোহানী বস্তির বালক নয় ব্লগের বালকদের জন্য কানাডিয়ান চকলেট এনেছিলেন।
অবশ্য ইদানীং বস্তি আর ব্লগ যে খুব একটা দূরে তাও নয়। আপ্র্নারা লেভেল নামিয়ে এনেছেন অনেকটা।

আমার ব্যাপারে বলা ২য় কথা সঠিক।
আমি বদরাগী মানুষ। তবে রাগ বেশিক্ষণ থাকে না।

আপনি ভালো থাকুন।

০৪ ঠা মে, ২০২৪ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



আপনি উঁচু লেভেলের মানুষ, মন্তব্যের ভয়ে পোষ্টে মন্তব্যের সুযোগ বন্ধ রাখেন।

৮| ০৫ ই মে, ২০২৪ রাত ১২:০৩

লেখার খাতা বলেছেন: জ্বি আপনার মন্তব্য পেয়ে ট্রায়াল দিলাম। দেখি প্রথম পাতায় অনুমোদন দেয়া হয়েছে।

০৫ ই মে, ২০২৪ রাত ৩:১৩

সোনাগাজী বলেছেন:


লিখুন।
বেশীরভাগ ব্লগার অপ্রয়োজনীয় বিষয়ে নীচু মানের লেখা পোষ্ট করছেন আজকাল।

৯| ০৫ ই মে, ২০২৪ রাত ১:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগ আবারও উত্তাপ ছড়াচ্ছে চকলটেের তিক্ততা নিয়ে ।
................................................................................
ভালো লেখার জন্য পরিশ্রম করতে হয়, সময় বের করতে হয়,
নিরিবিলি ঠান্ডা মাথায় লিখতে হয় । এতসব সুবিধা বাংলার জনগন পাবে কোথায়?
৪৩.৮ ডিগ্রীর তাপদাহে সবার মাথা গরম ।
তাই মাথা ঠান্ডা রেখে বিষয়টি সমাধান করা উচিৎ ।

০৫ ই মে, ২০২৪ রাত ৩:১৫

সোনাগাজী বলেছেন:



ব্লগার সোহানী ও নীলসাধু সম্পর্ক্বে আমি আগের থেকেই হতাশ ছিলাম।

গরম বাড়ছে, লোকজন বেদুইন হয়ে যাচ্ছেন।

১০| ০৫ ই মে, ২০২৪ রাত ১০:৫১

এম ডি মুসা বলেছেন: আমি নিয়মিত আসি না, এর মাঝে এসব ঘটনা ঘটে যাচ্ছে। এ ব্লক ছাড়াও কি ফেসবুকে একটা গ্রুপিং চলে নাকি।

০৫ ই মে, ২০২৪ রাত ১১:২৩

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ বাংগালীর সাথে আমার ভাবনা ও ধারণার মিল হওয়ার সম্ভাবনা কম; কারণ ৯০ ভাগ বাংগালী সৎ নন।

১১| ০৫ ই মে, ২০২৪ রাত ১১:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি আবার এখানে!
আপনাদের ওখানে ইসরাইল বিরোধীদের প্রতিবাদ কেমন চলছে?
পুলিশ কি দমিয়ে দিলো?

০৫ ই মে, ২০২৪ রাত ১১:৫৯

সোনাগাজী বলেছেন:



ছাত্রদের ইসরাইল বিরোধীদের প্রতিবাদ আমেরিকাকে নেড়ে দিয়েছে; ইহুদীদের বুঝে গেছে আমেরিকা, এখন তারা আগের মতো সাপোর্ট পাবে না। এই ছাত্ররাই শীঘ্রই দেশের সবকিছু চালাবে।

১২| ০৬ ই মে, ২০২৪ সকাল ১০:২২

এম ডি মুসা বলেছেন: আপনি আমেরিকায় আছেন ভালো আছেন তবে সেখান থেকে বসে এই দেশের গন্ধ পাচ্ছেন। আর ফিরেও পাচ্ছে না এই দেশের আচরণ।

০৬ ই মে, ২০২৪ সকাল ১০:৫১

সোনাগাজী বলেছেন:



আফ্রিকানরা আফ্রিকাকে ধ্ংস করেছে, পাকীরা পাকিস্তানকে ফেল করায়ে দিয়েছে, ইয়েমেনী ও ও সুদানীরা নিজ দেশকে মাটিতে মিশায়েছে; বাংলাদেশীও সেই কাজে বয়স্ত।

১৩| ০৭ ই মে, ২০২৪ রাত ১২:১১

অহরহ বলেছেন: আফ্রিকানরা আফ্রিকাকে ধ্ংস করেছে, পাকীরা পাকিস্তানকে ফেল করায়ে দিয়েছে, ইয়েমেনী ও ও সুদানীরা নিজ দেশকে মাটিতে মিশায়েছে; বাংলাদেশীও সেই কাজে বয়স্ত।


একদম............. দাদাভাই।

০৭ ই মে, ২০২৪ রাত ১২:২৫

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশকে সুদান বানাবে হেফাজত, জামাত, বিএনপি ও আওয়ামী লীগ মিলে।

১৪| ০৭ ই মে, ২০২৪ রাত ৮:১৮

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশকে সুদান বানাবে হেফাজত, জামাত, বিএনপি ও আওয়ামী লীগ মিলে।

খুব সত্যি কথা বলেছেন ।

০৭ ই মে, ২০২৪ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:



সবাই মিলে অপেক্ষা করছে: ব্যুরোক্রেটরা, ব্যবসায়ীরা ও অনেকগুযে, তাদের জনৈতিক দল; এরা সবাই পরিস্হিতি এমন যায়গায় নেবে, যাতে মিলিটারী আসে।

১৫| ০৯ ই মে, ২০২৪ সকাল ১০:০৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জেনারেল সাহেব আপনার পোষ্ট মানেই ব্যাপক বিনোদন । তবে কথা হচ্ছে, ভার্চুয়াল জগতে অতি প্রেম ভালো না । দূরত্ব বজায় রাখা বুদ্ধি মানের কাজ ।

০৯ ই মে, ২০২৪ দুপুর ২:১৫

সোনাগাজী বলেছেন:



আমার লেখা সামনের পাতায় যায় না, কিন্তু অনেকেই পড়েন; আপনাদের লেখা সামনের পাতায় যায়, গড়ে ৫০ জনে পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.