নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কুমীরের কাছে শিয়ালের আলু ও ধান চাষের গল্প।

১৭ ই মে, ২০২৪ বিকাল ৩:৪০



ইহা নিউইয়র্কের ১জন মোটামুটি বড় বাংগালী ব্যবসায়ীর নিজমুখে বলা কাহিনী। আমি উনাকে ঘনিষ্টভাবে জানতাম; উনি ইমোশানেল হয়ে মাঝেমাঝে নিজকে নিয়ে ও নিজের পরিবারকে নিয়ে রূপকথা বলে বেড়াতেন। তিনি মাদ্রাসা থেকে গ্রেজুয়েশন করার পর, পলিটেকনিকে পড়ালেখা করেছিলেন।

উনি আমার এলাকার মানুষ, নিউইয়র্কে ব্যবসা করতেন, নাম ছিলো রানাভাই, এখন জীবিত নেই; আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিলো; পারিবারিকভাবে আমাদের যাওয়া আসা ছিলো।

রানা ভাইয়ের বাবার অনেক বয়স হয়েছে, দেশে থাকেন, এক সময় মসজিদের ইমাম ছিলেন। বাবা চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে; উনারা ২ ভাই দেশে গেলেন; ১ সপ্তাহের মাঝে বাবার মৃত্যু হলো; ২ ভাই ফিরে এসেছেন, আমি দেখা করতে গেছি, আরো অনেকে এসেছেন। বিকেলে খাবার টেবিলে ১৫/১৬ জন মানুষ খাচ্ছেন, রানাভাই উনার বাবার মৃত্যুর সময়টা নিয়ে কথা বলছেন:

বাবা হাসপাতালের ৪ তলায় এক কেবিনে, আমরা ২ ভাই প্রায় সময়ে বাবার কেবিনে; বাবার তেমন হুঁশ নেই। মৃত্যুর আগের রাতে, আনুমানিক ২টার দিকে বাবার হুঁশ এলো, তিনি উঠে বসলেন, এবং আমাদের ২ ভাইয়ের দিকে তাকিয়ে বললেন:
-বাবারা, দরজায় ১ জন মানুষ এসেছেন, তিনি কাজে এসেছেন, উনাকে ভেতরে আন, তোমরা বাহিরে গিয়ে অপেক্ষা কর।

রানা ভাই'এর ছোটভাই (অবসর প্রাপ্ত মেজর ) দরজা খুলে দেখেন একজন লোক দাঁড়িয়ে আছে; মেজর দৌঁড়ে রুমে এসে বাবার ব্যবহারের কাঠের লাঠি নিয়ে দ্রুত বেরুলো। লম্বা করিডোরে দৌঁড়ের শব্দে রানা বাহিভাই বাইরে গিয়ে দেখেন মেজর একজন লোককে তাড়া করছে, লোকটা অনেক লম্বা, ধবধবে সাদা জোব্বা-পরা, নিমেষে সিঁড়ি দিয়ে পালিয়ে গেলো। মেজর ফিরে এসে বললো:
-ইহা ছিলো আজরাইল ফেরেশতা।

বাবা বললেন,
-তোমরা ভালো কাজ করনি, উনি দায়িত্ব পালন করতে এসেছিলেন, তোমরা অকারণ বাধা দিয়েছ।

পরেরদিন বাবার অবস্হা অনেক ভালো, পরিবারের লোকজন সারাদিন উনার সাথে; আমরা ২ ভাই বাবার সাথে কেবিনে থাকার জন্য রাত ১১'টায় রওয়ানা দিলাম গাড়ীতে; হাসপাতালে পৌঁছতে ১২/১৩ মিনিট সময় লাগে। রাস্তা ফাঁকা, ড্রাইবার নীরবে গাড়ী চালাচ্ছে, ছোট ভাই ঝিমাচ্ছে; নিউইয়র্ক থেকে আমার ম্যানেজার কল দিয়েছে, ব্যবসা সংক্রান্ত কথা হলো ৫ মিনিট। বাবার কেবিনে গিয়ে দেখি, আমাদের পরিচিত ডাক্তার ও নার্স মা'কে শান্ত্বনা দিচ্ছেন; মা কাঁদছেন নীরবে; ছোট বোন নীরব হয়ে বসে আছে। বাবাকে ঢেকে দিয়েছে চাদর দিয়ে। ডাক্তার বললো যে, রাত ১'টার দিকে বাবার মৃত্যু হয়েছে, সবাই আমাদের ২ ভাইকে ফোন করেছেন, টেলিফোন বন্ধ পেয়েছেন। আমি টেলিফোনে সময় দেখলাম, রাত ২টা ২০ মিনিটের দিকে আমরা কেবিনে ঢুকেছি।


মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: মেজর সাহেব গালগল্প ফেঁদেছেন মনে হলো। অথবা উনি ঘোরের মধ্যে ছিলেন।

১৭ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:



আপনিও তো আজরাইলের গল্প শুনে ঘোরের মাঝে চলে যান, দেখছি। গাল্পিক বাংগালীরা বাকী বাংগালীদ্বের বেকুব হিসেবে নেয়।

আপনি ১ লাইনে বলতে পারবেন, দেশে লাখ লাখ ছেলের চাকুরী না'হওয়ার পেছনে কি কারণ?

২| ১৭ ই মে, ২০২৪ রাত ১১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:



মুত্যুর ফেরেশতা দেখা যায়? কত জনই কত কথা বলে...

১৮ ই মে, ২০২৪ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:



মিথ্যুকেরা সবই দেখে, এবং কিছুই দেখে না।

৩| ১৮ ই মে, ২০২৪ রাত ১২:৪৬

আরোগ্য বলেছেন: কি খবর মুরুব্বি? কেমন চলে দিন কাল?

ব্লগে এতো কম পাবলিক কেন এখন? মাত্র চারজন দেখে লগইন করলাম।

১৮ ই মে, ২০২৪ রাত ১২:৫৪

সোনাগাজী বলেছেন:



ইহা সামুটিমের বিজনেস প্ল্যানের অংশ: ১৯ কোটীর মাঝে ৪ জন লগিন করা আছেন; আপনিসহ ৫ জন হলো!

সরকারী ব্যবসার মতো চলছে।

৪| ১৮ ই মে, ২০২৪ রাত ১২:৫৭

আরোগ্য বলেছেন: ব্লগের উন্নয়নের জন্য কি কোন ঊদ্যোগ নেয়া হচ্ছে? সব তো দেখি ব্লগ থেকে আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। আমরা যারা ফেবু চালাই না, তাদের কী হবে ব্লগের কিছু হলে :( ?

১৮ ই মে, ২০২৪ রাত ৩:৫৫

সোনাগাজী বলেছেন:


রাজিবও নেই ব্লগে, আমাকে টেকনিক্যালী বাইরে রাখা হয়েছে। তবে, সামুতে থাকাটা গৌরবের ব্যাপার, ১৯ কোটীর মাঝে ৩০ জন সুপার ব্লগার।

বিজনেস হিসেব হয়তো ভালো করছে।

৫| ১৮ ই মে, ২০২৪ সকাল ৯:৪৭

নূর আলম হিরণ বলেছেন: বাংগালিদের দ্বারাই আজরাইলকে লাঠি দিয়ে পিঠানো সম্ভব :)

১৮ ই মে, ২০২৪ সকাল ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



বাংগালী ব্যুরোক্রেট ব্যতিত, অন্য কোন জাতির ব্যুরোক্রেট আজরাইল নিয়ে ১ লাইনও লিখবে না; শেখ হাসিনা দেশের সেরা জোকারদের সেক্রেটারিয়েটে নিয়ে এসেছেন, উনার সার্কাস!

৬| ১৮ ই মে, ২০২৪ দুপুর ২:৩৯

বিষাদ সময় বলেছেন: যার যার ব্যাক্তিগত বিশ্বাস, সন্তুষ্টি, অসন্তুষ্টি নিয়ে সে তার মত থাকুক।

১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:১১

সোনাগাজী বলেছেন:



ভুল ভাবানার লোকজনের সাথে সঠিক ভাবনার লোকজনের মিল নেই, ঐক্য হয় না; এজন্য আমাদের জাতীয় ওক্য নেই।

৭| ১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:১০

নতুন বলেছেন: মানুষ একটু বয়স হলে এইসব আজগুবী গল্প বলে নিজেকে বা তার মুরুব্বীদের আধ্যাতিক ক্ষমতাবান বলে গল্পকরতে পছন্দ করে।

১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



শিক্ষিত ( মাদ্রাসা ও পলিটেকনিকের গ্রেজুয়েট, সেনাবাহিনীর মেজর ) বাংগালীরা অশিক্ষিতের মতো আচরণ করে আমাদের সমাজে; শিক্ষা আমাদের জাতিকে ভালোর দিকে নিতে পারেনি।

শেখ হাসিনার ব্যুরোক্রেটরা ব্লগে পোষ্ট দেয়ার সময় হাদিস দিয়ে শুরু করেছে, শাসনতন্ত্র ও আইনের কথা উল্লাখ নেই।

৮| ১৮ ই মে, ২০২৪ রাত ৯:১৯

কামাল১৮ বলেছেন: অনেক আগেই দেশ চলেগেছে নষ্টদের দখলে।

১৮ ই মে, ২০২৪ রাত ৯:২৮

সোনাগাজী বলেছেন:



স্বাধীনতার পক্ষের লোকজন আশা করেছিলেন, শেখ হাসিনা দেশকে কক্ষে আনবেন; তিনি এমন গোলমাল করে দিয়েছেন যে, উনার বাবা থাকলেও দেশকে আর সঠিক পথে আনতে পারতেন না; সরকারের উঁচু পদগুলো, ব্যাংকের উঁচু পদগুলো ও দেশের বড় ব্যবসাগুলো ডাকাতদের দখলে।

৯| ২০ শে মে, ২০২৪ ভোর ৫:৩৭

ঢাকার লোক বলেছেন: আপনার দেশের লোক, ভালো গল্প বলতে পারেন ! তা , আপনার পোস্টের শিরোনামের সাথে এ গল্পের কি সম্পর্ক বুঝতে পারলাম না ! একটু যদি আলোকপাত করতেন। বহুদিন আগে মনে পড়ে আপনার একটা শেয়ারে শিয়ালের আলু ও ধান চাষের গল্প পড়েছিলাম।

২০ শে মে, ২০২৪ সকাল ৭:৩৫

সোনাগাজী বলেছেন:


এই ব্লগে একজন সচীব নিজের কর্মজীবন থেকে কিছু না'লিখে, দুনিয়ার অপ্রয়োজনীয় বিয়ষয় নিয়ে লিখছেন; উনি আমাদেরকে কুমীরের মত বোকা চাষী পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.