নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সচলের (সচলায়তন ব্লগ ) অচল হয়ে যাওয়াটই স্বাভাবিক

২২ শে মে, ২০২৪ বিকাল ৫:২৬



যেকোন ব্লগ বন্ধ হয়ে যাওয়ার খবর, একটি ভয়ংকর খারাপ খবর; ইহা দেশের লেখকদের অদক্ষতা, অপ্রয়োজনীয় ও নীচু মানের লেখার সরাসরি প্রমাণ।

সচল নাকি অচল হয়ে গেছে; এতে সামুর অনেক ব্লগার সামুর ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। সামু প্রাইভেট বিজনেস, ইহা কিভাবে চালু আছে, মালিকানা/সামুটিমের বাহিরে কারো জানার কথা নয়। সামুটিমের লোকজন যদি কারো কারো সাথে আলাপ করে থাকে, তারা হয়তো সামুর ভেতরের কথা জানতে পারেন।

সামুর লোকজন বলেছেন যে, সচলে ভালো ভালো লেখা আসতো! আমার মতে, ইহা সঠিক ষ্টেইটমেন্ট নয়, ভালো লেখা এলে, সচলের জনপ্রিয়তা থাকতো, উহা সহজেই বন্ধ হতো না। সামুর লেখার জনপ্রিয়তা কমে আসছে ক্রমেই; এখন গড়ে ৩০ জন ব্লগার সক্রিয়; এঁদের লেখা সবার কাছে পরিচিত, এঁদের মন্তব্য পরিচিত; এবং এগুলো উৎসাহজনক নয়।

২/৪ জনকে বলতে শুনলাম সচলে নাকি সামু থেকেও ভালো লেখা আসতো? সচলে কি আমাদের বাংগালীরা লিখতেন, নাকি ওখানে ঢাকার বিদেশী দুতাবাসের লোকজন ( যারা বাংলা জানেন ) লিখতেন? আমার ধারণা সচলেও আমাদের মতো ( আমি, রিয়াজুল-১, জটিল ভাই, জিকো ব্লগ, না'হল তরকারী, মলাসইলমুইনা, প্রমুখরা ) লোকজন লিখতেন! ওখানে ব্লগার সাড়ে চুয়াত্তরের জ্বীনেরা লিখতো না।

সচলে আমার যাওয়া হয়নি; সামুতে আছি, বেশ ভালোই আছি! সচলের লোকজনও বাংগালী, ওখানে হঠাৎ করে দুনিয়ার পন্ডিতেরা জড়ো হয়নি। সচলের লেখাগুলো না'দেখেও আমি বলতে পারবো যে, সেগুলো সামুর মতোই ছিলো, ৯০ ভাগ অপ্রয়োজনীয়! অপ্রয়োজনীয় লেখা কখনো কোন ব্লগকে জীবিত রাখতে পারার কথা নয়।



মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সচলায়তন ব্লগটা সম্ভবত কুলিন লোকদের জন্য ছিল। ওনারা নাকি সব লেখা ব্লগে আসতে দিতেন না। বেশী জাত পাতের কথা চিন্তা করতে গিয়ে বন্ধ হয়ে গেছে মনে হয়। তবে আমার মনে হয় ওনাদের উদ্যোক্তাদের মধ্যে একতার অভাব ছিল। যার কারণে অনেকে মিলে আর্থিক সাহায্য দিয়েও টিকিয়ে রাখা যায়নি। আমার মনে টাকার সমস্যা না, আসল সমস্যা ব্লগটা দেখার কেউ ছিল না। সামু ব্লগে সেই রকম হবে না বলা আমার মনে হয়। জানা আপা যতদিন এটাকে চালু রাখবেন এই ব্লগে লেখালেখি চলবে। জানা আপা বড় লোক এবং সাহসী মানুষ সামু চালাতে ওনার কষ্ট হবে বলে মনে হয় না। জাদিদ ভাই ব্লগটা দেখে রাখছেন। যদিও মাঝে মাঝে আপনাকে ব্যান/জেনারেল করেন। তারপরেও সবাই বললে আবার ছেড়ে দেন। এটা ওনার একটা ভালো গুণ।

২২ শে মে, ২০২৪ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে ব্লগ টিকবে না, যেসব বিষয় নিয়ে বাংগালীরা লিখেন, এগুলোর মাঝে ৯০ ভাগই অপ্রয়োজনীয় গার্বেজ নিয়ে লিখেন। খায়রুল আহসান সাহেব জীবনে সরকারী চাকুরী করেছেন: জাতি, সরকার, বিশ্ব নিয়ে অনেক অভিজ্ঞতা আছে, সেসব না'লিখে লেখেন নিউইয়র্ক যাচ্ছেন, কানাডা যাচ্ছেন, ব্লা ব্লা।

২| ২২ শে মে, ২০২৪ রাত ৮:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: কোন ব্লগই অচল হওয়া ঠিক না। প্রতিটি ব্লগ সচল থাকুক। শুধু জামায়াত শিবির ও জঙ্গি দের হুশিয়ারির সাথে দমন করতে হবে।

২২ শে মে, ২০২৪ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:



লেখক নেই, কোন ব্লগই টিকার কথা নয়।

৩| ২২ শে মে, ২০২৪ রাত ১০:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগ চালু থাকাটা ব্লগার ও সমসাময়িক ঘটনা প্রবাহর উপর
অনেকটাই নির্ভশীল ।

..............................................................................
এছাড়াও আমি মনেকরি কালের গর্ভে সবকিছুই একদিন
বিলীন হবে ।
আমরা যারা ব্লগ ভালবাসি বা লেখালেখি করি,
আমাদের করনীয় টুকু করলে , আশা করি ব্লগ
দীর্ঘায়ু পাবে ।

২২ শে মে, ২০২৪ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ অপ্রয়োজনীয়, পুরাতন ধারণাকে ভিত্তি করা লেখা আসে; লোকজন জাতির দরকারী বিষয়গুলোর উপর লিখার মত দক্ষ নন।

৪| ২৩ শে মে, ২০২৪ ভোর ৫:৫০

কামাল১৮ বলেছেন: আপনি যখন পড়েন নাই।ভালো খারাপ বলার এখতিয়ার আপনার নাই।

২৩ শে মে, ২০২৪ সকাল ৮:২৬

সোনাগাজী বলেছেন:



এখতিয়ার আছে, ওখানে লেখার বাংগালীগুলো আমেরিকা থেকে আসেনি।

২৩ শে মে, ২০২৪ সকাল ৮:২৭

সোনাগাজী বলেছেন:



আমি আরও ৩টি ব্লগে ব্লগিং করেছি, সব বাংগালী একই রকম লেখেন।

৫| ২৩ শে মে, ২০২৪ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: নতুন কোন ব্লগ কি নতুন করে জনপ্রিয় হওয়ার সম্ভাবনা আছে ?

২৩ শে মে, ২০২৪ বিকাল ৩:০৩

সোনাগাজী বলেছেন:



মনে হয় না, সামুতে কেহ দেশ/জাতি, অর্থনীতি, শিক্ষা, টেকনোলোজী, জীবনের অভিজ্ঞতা, সরকার, মানুষের জীবন, ইত্যাদি নিয়ে লেখেন না; এসব বিষয়ে লেখার মত দক্ষ লোকজন নেই, পাঠকও নেই; ফলর, এই পরিবেশে ব্লগিং জমবে না।

৬| ২৪ শে মে, ২০২৪ ভোর ৬:৩৪

কামাল১৮ বলেছেন: মুক্তমনা কখনো পড়ে দেখেছেন অথবা ইস্টিশন ব্লগ।কোথায় ব্লগিং করেছেন জানি না।
আমি এখানেও ব্লগিং করি না অন্য কোথাও করিনাই তবে কিছু ব্লগ পড়েছি।আমার ধারনা, এই গুলি আজাইরা মানুষের কাজ।

২৪ শে মে, ২০২৪ সকাল ৮:১৪

সোনাগাজী বলেছেন:


, খেলাঘর,
মুক্তমনা পড়েছিলাম।
আমি সামুর আগে অন্য ২ টি ব্লগে ব্লগিং করেছিলাম; ওরাও আমাকে ( চাঁদগাজী, খেলাঘর, ফারমার, ...।) সামুর মতোই সুলেমানীি ব্যান করেছিলো; পড়ালেখা বাংগালীদের জন্য নয়, তাদের জন্য আরবে চাকুরী/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.