নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সামুর সামনের পাতার ৯টি পোষ্টে শুন্য (০ ) মন্তব্য।

২৫ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০০



আজকে সকালে একটু দেরীতে ( নিউইয়র্ক সময়, সকাল ৮:২১ ) সামুতে লগিন করলাম; লগিন করে আজকাল প্রথমে নিজের লগিন স্ট্যাটাস পরীক্ষা করি: এখনো সেমিব্যানে আছি। মোট ২১ জন ব্লগার লগিন করা আছেন; ঢাকা সময় বিকেল ৬:২১; বেশীরভাগ ব্লগার এখনো ঘরের বাইরে, কাজে কর্মে আছেন।

সামনের পাতার ১৪টি পোষ্টের মাঝে ৯টি পোষ্টে শুন্য (০) মন্তব্য; সর্বশেষ পোষ্ট করেছেন ব্লগার না'হলে তরকারী, ২ ঘন্টা আগে, ৩৬ জন ব্লগার পোষ্টটি ক্লিক করেছেন; কিন্তু কেহ কমেন্ট করেননি; লেখাটা নীচু মানের; তবুও লাইক দিলাম; আমি সেমিব্যানে থাকায় শুধু লাইক দিতে পারি, কমেন্ট করতে পারি না।

ইচ্ছা ছিলো, কবি নজরুল ইসলামকে নিয়ে লেখা পোষ্টগুলো পড়ার; সামনের পাতায় কবিকে নিয়ে ৩টি পোষ্ট আছে: ১ম'টি কবিতা, তেমন ভালো হয়নি, শুন্য মন্তব্য পেয়েছে; আমি লাইক দিলাম। ২য় পোষ্ট লিখেছেন, আমাদের সুপরিচিত ব্লগার সোনাবীজ, ৫ম শ্রেণীর বাচ্চার গরুর রচনার মতো করে; উহাতে ২ জন ব্লগার মন্তব্য করেছেন, আমি লাইক দিলাম। ৩য়'টি যিনি লিখেছেন, উনি সামান্য ভালো লিখেছেন; কিন্তু তিনি কবি নজরুলকে পছন্দ করেন না, কবিতা পছন্দ করেন না, ধর্মীয় মানুষ; তাই লাইক দিইনি; আশাকরি, কবি কিছু মনে করবেন না।

সামনের পাতায় সবচেয়ে বেশী মন্তব্য পেয়েছে যেই পোষ্টটি, উহা পোষ্ট করা হয়েছিলো ৯ ঘন্টা আগে; ৯ ঘন্টায় ব্লগে সবচেয়ে বেশী মন্তব্য পাওয়া পোষ্টে মন্তব্যের সংখ্যা ৬টি? এরা কি লিখেছেন, আর লগিন-করা ব্লগারেরা ব্লগে কি করছেন, ভাবনার বিষয়!

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৪ রাত ৮:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালো,
ব্লগে ব্লগারদের নিয়ে সমালোচনা করা ভালো
তাতে আত্নশুদ্ধি হতে পারে ।

.............................................................................
তবে তা যেন কাউকে হার্ট না করে
তাহলে আবারও ক্যাচাল শুরু হবে ।

২৫ শে মে, ২০২৪ রাত ৯:০৭

সোনাগাজী বলেছেন:



বাংগালীর চামড়া পাতলা ও মেজাজ ক্ষিপ্ত যাঁড়ের মতো, ওরা বউকেও পিটায়, এদের বউ আবার ব্লগিং পছন্দ করে না; এদের সাথে ব্লগিং করা বেশ কষ্টকর।

২| ২৫ শে মে, ২০২৪ রাত ১১:১৭

শূন্য সারমর্ম বলেছেন:



কমেন্টশুন্য পোস্ট প্রসবকারীদের তেমন পাত্তা নেই, এ ব্যাপারে।

২৫ শে মে, ২০২৪ রাত ১১:৩৭

সোনাগাজী বলেছেন:



শুন্য আইডিয়ার পোষ্টগুলো শুন্য মন্তব্য পেয়ে থাকে।

৩| ২৬ শে মে, ২০২৪ ভোর ৫:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্য না পেয়ে তারা এমনিতেই দুঃখে আছে। আপনি তাদের দূঃখ আরো বাড়িয়ে দিচ্ছেন। তাদের বিষয়ে সমানুভূতির চেষ্টা করুন।

২৬ শে মে, ২০২৪ সকাল ৭:৫৪

সোনাগাজী বলেছেন:


ভিডিওতে আপনাকে দেখলাম, স্বাস্হ্য ও সবকিছু মিলেই বেশ ভালো দেখাচ্ছে।

মানুষ ব্লগে নতুন ও আধুনিক চিন্তাভাবনার কথা শুনতে চান; সেটা মনে রেখে পোষ্ট দিতে হবে। হাজার হাজার ব্লগার ব্লগিং ছেড়েছেন; কারণ, তাদের ভাবনাচিন্তাতে নতুন কোন কিছু নেই।

৪| ২৬ শে মে, ২০২৪ ভোর ৫:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: অতি উত্তম পোষ্ট বলে ব্লগারগণ কি মন্তব্য করবেন ভেবে পাচ্ছেন না, সেজন্যই পোষ্টগুলোতে মন্তব্য নাই। ভুল-ভাল পোষ্টের বুল দেখাতে দেখাতেই মন্তব্য বেশী হয়ে যায়।

২৬ শে মে, ২০২৪ সকাল ৮:০১

সোনাগাজী বলেছেন:




ব্লগার জলদস্যু যদি হুমায়ুন আহমদের বই'এর উপর পোষ্ট দেন, তিনি মন্তব্য পাবেন না; তিনি যদি উনার খামারে নিজের পরিবারকে নিয়ে বেড়াতে যান ও মাছ ধরেন; বাচ্চারা সেখানে খেলাধুলা করে, শতশত পাঠক সেগুলো পড়বেন। মানুষ জীবনের ইন্টারেষ্টিং কিছু পড়তে ভালোবাসে। নজরুল ইসলামকে নিয়ে গরুর রচনা কেহ পড়বেন না, উনার বৃটিশ-বিরোধী মনোভাব পড়ার পাঠক পাওয়া যাবে।

৫| ২৬ শে মে, ২০২৪ সকাল ৯:০৮

নতুন নকিব বলেছেন:



ব্লগের এমন রিক্ত অবস্থার জন্য আপনার কাছে কোন কোন বিষয়গুলোকে দায়ী বলে মনে হয়?

২৬ শে মে, ২০২৪ সকাল ১১:৩২

সোনাগাজী বলেছেন:



সামুটিমের নিজস্ব এজেন্ডা মুলত দায়ী, টিম কিছু একটা প্ল্যান করে পাঠক কমাচ্ছে।

বাংগালীরা ব্লগকে নিজেদের বেকুবী ভাবনাচিন্তার রাফখাতা হিসেবে ব্যবহার করছে; না'হল তরকারীর কাছে বিয়ের বাড়ীতে "থেতে" ভালো লাগে; খায়রুল আহসান সাহেব সবাইকে জানায় কখন উনি কানাডা যান, কখন উনি নিউইয়র্ক যান; ঢাবিয়ান বলেন যে, "দেশ প্রেমিক সেনাবাহিনী কেন দেশের ক্ষমতা নিচ্ছে না"; ১ সচীব লিখছেন Gender ও Sex'এর পার্থক্য কেন ইউনিভার্সিটির গ্রেজুয়েটরা বুঝে না, এসব গার্বেজ পড়ার জন্য পাঠক কোথায় পাওয়া যাবে?

ব্লগ হলো দেশ/জাতি ও বিশ্বের চলমান বিষয়/সমস্যা/সংস্কৃতি নিয়ে দরকারী আলোচনার যায়গা।

৬| ২৬ শে মে, ২০২৪ সকাল ১১:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি আমার ভিডিও দেখেছেন, ভাবতেই ভালো লাগে। ভাবছি আমার কম্পিউটার ক্লাশের ভিডিও দেব।

২৬ শে মে, ২০২৪ সকাল ১১:৩৪

সোনাগাজী বলেছেন:



দিলে ভালো হবে, ইহা আপনার জীবিকার জন্য পেশা, যেটা থেকে মানুষ উপকৃত হচ্ছে।

৭| ২৬ শে মে, ২০২৪ সকাল ১১:৫৩

নতুন নকিব বলেছেন:



আপনার মতে, বর্তমান অবস্থা থেকে সামুর উত্তরণের উপায়গুলো কী কী হতে পারে?

আমার কাছে প্রথম এবং অন্যতম একটি সমস্যা হচ্ছে, জিপি নেট থেকে সামুতে একসেস করতে না পারা।

২৬ শে মে, ২০২৪ দুপুর ১২:১৯

সোনাগাজী বলেছেন:



সেই টেকনিক্যালিটি সম্পর্কে আমার ধারণা নে.

কোন ১টা কারণে, সামুতে লেখকের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়নি সামু কর্পোরেশন থেকে; লেখার মান ধরে রাখার জন্য কিছু নিয়ম-কানুন করার দরকার ছিল. সিন্ডিকেটবাজদের নিরুসাহিত করা হয়নি, এতে বিরক্ত হয়ে অনেকেই ব্ব্লগিং পছন্দ করে না; রাজিবের মতো ব্লগারকে দুরে রাখার মতো মনোভাব; জিকোব্লগ, রিয়াজুল-১ থেকে রিয়াজুল-৯৬'দের লালন পালন, আমকে ৯০ দিন করে বারবার সেমিব্যানে রাখার ফলে, লোকজনের টিমের উপর আস্হা কমে গেছে।

৮| ২৬ শে মে, ২০২৪ সকাল ১১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভিজিটর কমবে, ব্লগার কমবে আর তাই পোস্ট ও মন্তব্য শূণ্য থাকবে। খারাপ লক্ষণ।

২৬ শে মে, ২০২৪ দুপুর ১২:২১

সোনাগাজী বলেছেন:


গত কয়েক মাসে সামুটিমের কাজের মাঝে বড় কাজ ছিলো রাজিবকে ও আমাকে ব্লগিং'এর বাইরে রাখার প্রচেষ্টা; ভালো লেখক আনার ও লেখার মন উন্নয়নের জন্য কোন চেষ্টা আমার চোখে পড়েনি।

৯| ২৬ শে মে, ২০২৪ বিকাল ৩:১১

রানার ব্লগ বলেছেন: মন্তব্যকারীরা মন্তব্য লিখতে লজ্জা পায় । আমার কথা হলো ভালো লাগলে লিখুন ভালো , মন্দ লাগলে মন্দ লিখুন । তারপরেও লিখুন !! লজ্জা পেলে চলবে ????

২৬ শে মে, ২০২৪ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা ২৫/২৬ বছর ব্লগিং করার পর, সামুতে যা দেখেছেন, অনেকেই তা পড়েন না।

১০| ২৬ শে মে, ২০২৪ বিকাল ৪:১৬

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেই ব্লগে খরা চলছে ।

২৬ শে মে, ২০২৪ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



সামুটিম চাচ্ছে ব্লগার কমাতে।

১১| ২৬ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

কামাল১৮ বলেছেন: শূন্য গোয়াল ভালো নীতিতে বিশ্বাসী সামু।

২৭ শে মে, ২০২৪ ভোর ৬:২৬

সোনাগাজী বলেছেন:



সামিটিম বাংলাদেশ সরকারের অফিসারদের মতো, উনাদের উদ্দেশ্য ও আদর্শ অন্যেরা বুঝতে পারার কথা নয়।

১২| ২৬ শে মে, ২০২৪ রাত ৮:৩২

বিউটিফুল ইউ বলেছেন: ব্লগ জমজমাট করবার লাইগা ব্লগার অপু তানভীর উদ্যোগ গ্রহণ করেছিলেন ইতোমধ্যে। তিনি সামুর হিট ব্লগারগো তালিকা প্রকাশ করেছিলেন। যুগ শ্রেষ্ঠ ব্লগারের ইন্টারভিউ প্রকাশ করিলেন। কিন্তু বড়ই আচানক এর সহিত আফসোস কোন লাভ হইলনা।

২৭ শে মে, ২০২৪ ভোর ৬:২৯

সোনাগাজী বলেছেন:



বাংগালীদের ইন্টারভিউ নেয়ার সময়, "লাই-ডিটেকটর" যোগ করে ইন্টারভিউ নেয়ার দরকার আছে।

১৩| ২৭ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৫

বিষাদ সময় বলেছেন: কতই রঙ্গ দেখি দূনিয়ায়
ও ভাইরে, ওভাই...


গানটা শুনেছেন কি?

২৭ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:



না, মনে হয় শুনিনি।

১৪| ২৮ শে মে, ২০২৪ রাত ১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজিবের মতো ব্লগারকে দুরে রাখার কারন কি ??? জানি না ।
..........................................................................................
আসলে ব্লগে কোন অপরাধ করলে কতটুকু শাস্তি হবে আমাদের সবাইর
জানা উচিৎ । যেহেতু ব্লগাররা এই ফোরামে আসে নিজস্ব চিন্তা চেতনা
, ভাবনা প্রকাশের জন্য । তাই তাদের সেই অধিকার থাকা উচিৎ ।
যদি তিনি আলোচনার অংশে নীতিমালা ভঙ্গ করেন তবে তার সেই টুকু
ক্ষমতা রহিত করা কর্তব্য এবং ঘোষনা দিয়ে জানান দেয়া উচিৎ
কেন তিনি এই শাস্তি পাচ্ছেন ।
...........................................................................................
রাজীবের সব লেখাই যে প্রানবন্ত বা সুলেখা তা আমি বলবনা,
ফলে সব লেখায় কমেন্ট ও করিনা । তবে প্রতিদিনই তার লেখা
আসে এটা একটা পজিটিভ দিক ছিল ।
আমার কোন এক লেখায় সে বলেছিলো সকলকে শুভেচ্ছা না জানাতে
কিন্ত আমি তার সাথে ঐ বিযয়ে একমত হতে পারি নাই ।

২৮ শে মে, ২০২৪ রাত ১:৪৮

সোনাগাজী বলেছেন:



রাজিবের লেখায় ঢাকার মানুষের জীবনকে কিছুটা আঁচ করা যেতো; সে ছিলো বড় পাঠক, মন্তব্য করতো। সে অন্ধভাবে আমাকে সাপোর্ট করতে গিয়ে সামুটিম ও কিছু অদক্ষ ব্লগারের রোষানলে পড়েছে।

১৫| ২৮ শে মে, ২০২৪ দুপুর ১:৪২

জ্যাক স্মিথ বলেছেন: আসলে মানুষ ইদানিং পড়তে চায় না, মানুষ আছে সোশ্যাল মিডিয়ার ১০/২০ সেকেন্ডের রিল নিয়ে, এই রিলস গুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার নতুন আরেকটি ফন্দি মানুষের মনোযোগ ধরে রাখার জন্য, এগুলো ড্রাগসের মতই কাজ করে, আপনি যদি একবার দেখা শুরু করেন তাহলে সারা রাত পার হয়ে যাবে কিন্তু আপনার মনে হবে সবেমাত্র তো দেখা শুরু করলাম।

আমাদের দেশের বাংলা ব্লগের মৃত্যু হয়েছে অনেক আগেই এই ব্লগটিও কোন মতে টিকে রয়েছে এক সময় এটিও হয়তো বন্ধ হয়ে যাবে। অর্থনৈতিক লাভ না থাকলে কোন প্রতিষ্ঠান/সংগঠন বেশিদিন টিকে থাকতে পারে না। সামুটিম হয়তো ব্লগটিকে শখের বশেই এতদিন চালিয়ে আসছে।

২৮ শে মে, ২০২৪ দুপুর ২:৩৪

সোনাগাজী বলেছেন:



সামুটিম ইহাকে সরকারী কর্মচারীদের মতোই চালাচ্ছেন। সামুটিমের দক্ষতা আমার চোখে পড়েনি।

বাংগালীদের মগজে রিলস মিলস ও আবর্জনার জন্য যায়গা আছে, বুদ্ধিমত্তার জন্য যায়গা নেই।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.