নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রজন্ম সম্পর্কে আপনার ধারণা কি সক্রেটিস, প্লেটো ও এরিষ্টেটল\'এর মতো?

০৩ রা জুন, ২০২৪ দুপুর ১২:৩৬



আমাদের একজন বড় মাপের ( চাকুরীর পদবী ও লেখার দিক থেকে ) ব্লগার আজকে নতুন প্রজন্মের আচরণ সম্পর্কে লিখতে গিয়ে, তেমন কিছু লিখেননি; তিনি ধরে নিয়েছেন যে, আগের সব প্রজন্মই তাদের নতুন প্রজন্ম সম্পর্কে অভিযোগ করেছেন; ফলে, ইহা সভ্যতাগত অভ্যাস, ইহা নতুন কিছু নয়, ইহা নিয়ে লেখার তেমন কিছু নেই। আসলে লেখার অনেক কিছুই আছে:

ব্লগে বেশী বয়সের যেই কয়জন ব্লগার আছেন, তাদের মাঝে আমি, শাহ আজিজ, কামাল১৮, ড: এম আলী, খায়রুল আহসান, আহমেদ জিএস, প্রমুখ ব্লগিং'এ বেশ একটিভ; এঁদের মাঝে ব্লগের নতুন জেনারেশন সম্পর্কে (অপু, ভুয়া মফিজ, শেরজা, না'হল তরকারী, সোনালী কাবিন, শায়মা, ঢাবিয়ান, জিকো ব্লগার, আর ইউ, জাদিদ, জটিলভাই, আরোগ্য, সোহানী, নীল আকাশ, হাসান কাল বৈশাখী, এমডি মুসা, করুণা ধারা, রেজাউল৯৬, পদাতিক চৌ:, স্প্যানকড, এমজেডএফ, প্রমুখ ) অনেকের তেমন অভিযোগ নেই; কিন্তু আমার সিরিয়াাস অভিযোগ আছে।

নতুন প্রজন্মের প্রায় ১০০ ভাগই খায়রুল আহসান সাহেবকে "স্যার" ডেকে থাকে, ড: আলীকে পিএইডি হিসেবে বিশেষভাবে সন্মান করে, আহমেদ জিএস'এর সাথে সম্পর্ক ভালো; কিন্তু শাহ আজিজ সহজে মিশলেও শাহ আজিজকে অভিযোগ করতে আমি দেখেছি; কামাল১৮'এর অভিযোগ থেকে, বরং উনার সম্পর্কে নতুনদের অভিযোগ বেশী।

নতুন প্রজন্ম সম্পর্কে আমার যেই কয়টি অভিযোগ আছে, সব কয়টিকে আমি লম্বা না'করে বাগধারা দিয়ে প্রকাশ করে আসছি; আমি মনে করি, এদের মাঝে "প্রশ্নফাঁস জেনারেশন", "ফেইসবুক গ্রেজুয়েট" ও অনেক ডোডো আছে। উনাদের অনেকের অভিযোগ হলো, আমি (ফারমার, ..., খেলাঘর, চাঁদগাজী, সোনাগাজী ) একজন "ব্যক্তি আক্রমণকারী" ব্লগার।

সক্রেটিস, প্লেটো ও এরিষ্টেটল নতুন প্রজন্ম নিয়ে অভিযোগ করেছিলেন, আমাদের বড় মাপের ব্লগার অভিযোগ করতে গিয়ে থেমে গেছেন; উনি সভ্যতাগত আচরণকে রিপিট করেননি; কিন্তু উনার প্রতি আমার প্রশ্ন: সক্রেটিস, প্লেটো ও এরিষ্টেটল ( এরা সবাই ফিলোসোফার ) যা দেখেছিলেন, তিনি কি তা দেখতে সক্ষম?


মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৪ দুপুর ১:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: হা হা আপনার ভয়ে তো সে ব্লগ ছেড়েই পালাবে দেখা যাচ্ছে।

ব্যক্তিগতভাবে আমি মনে করি নতুন আর পুরাতনদের মধ্যে মানসিক একটা দূরত্ব চিরকালই থাকবে, যদি না থাকে তাহলে ওটাই হবে অস্বাভাবিক। তবে, বেয়াদবী গ্রহনযোগ্য নয়।

আমি আপনাকে এটা গোপন খবর দিয়ে যাই- সারাজীবনে আমি সচেয়ে বেশি মানসিক নির্যাতনের স্বীকার হইছি আমার চেয়ে বয়সে বড় যারা তাদের দ্বারা, তবে আজ পর্যন্ত আমাকে কেউ বেয়াদব খেতাব দেয়নি।

০৩ রা জুন, ২০২৪ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



স্হান, সভ্যতা ও সংস্কেৃতি অনুসারে, নতুনরা বেশী জানার কথা; ফলে, আগের জেনারেশন থেকে তারা ভালো করার কথা; সাম্প্রতিক বাংলাদেশ, আফগানিস্তান, রাশিয়া ও আরবদের ( কিছু দেশের ) নতুনেরা বিশালভাবে অজ্ঞ হয়েছে।

২| ০৩ রা জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

জ্যাক স্মিথ বলেছেন: নতুন জেনারেশনদের মধ্যে যখন আমি মান্ধাত্বা আমলের চিন্তা ভাবনা দেখি তখন আমার গা রি রি করে, আমাদের দেশে ২০/২৫ বছরের বুড়োর অভাব নেই। অপরদিকে অনেক বয়স্ক মানুষের মাঝেও আমি আধুনিক চিন্তাভাবনা দেখেছি।

০৩ রা জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



বাংগালীদের কথা বলতে গেলে, ১৯৭১ সালের জেনারেশন ছিলো সীমিত জ্ঞানে আলোকিত; এরপরের জেনারেশনটা রাজাকরের বাচ্চাদের কাছাকাছি।

৩| ০৩ রা জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

কামাল১৮ বলেছেন: নতুনদের পুরনোরাই শিক্ষাদেয়।সেই শিক্ষা ব্যবস্থাই যদি থাকে ভুল তবে তারা কোথা থেকে শিখবে।সাত বছরের মধ্যে সে অনেক কিছু শিখে ফেলে।আর এই সাত বছরই সে ভুল শিখে।সেখান থেকে সে আর সারা জীবনেও বেরোতে পারে।এই কারনেই আমাদের দেশে জ্ঞানীর জন্ম হয় না।বেশির ভাগ হয় মোল্লার জন্ম।

০৩ রা জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

সোনাগাজী বলেছেন:



সঠিক।
মোল্লারা ও আমাদের বেকুব সমাজ তাদের নতুন প্রজন্মকে ইডিয়টে পরিণত করে।

৪| ০৩ রা জুন, ২০২৪ রাত ১০:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

প্রজন্ম খারাপ ভালো বুঝার ইনডেক্স কি কি?

০৩ রা জুন, ২০২৪ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



ইনডেক্স ১টা আছে, উহা জাতির জন্য, জেনারেশনের জন্য নয়; সেই ইনডেক্স'এর নাম HDI

আমি টের পাই পোষ্ট পড়ে; জটিল ভাই, নীল আকাশের ২/৪টা পোষ্ট পড়লে বুঝতে পারবেন।

৫| ০৩ রা জুন, ২০২৪ রাত ১১:০২

কামাল১৮ বলেছেন: সক্রেটিস,প্লেটো,আবং এরিস্টোটলের ধারনাগুলো সেকেলে।সেই সকল ধারনার আরো সুনিদৃষ্ট ধারনা আজকের জগতে বর্তমান ।তাদের ধারনার আর দরকার নাই।একাডেমিক আলোচনায় ঠিক আছে কিন্তু প্রয়োগিক অর্থে ঠিক নাই।
সক্রেটিস যে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন,সেটা বাস্তবে সম্ভব না।দাস প্রথা বিলুপ্তের কতো সে বলে নাই।এটা কল্পনা করা তার ধারনার বাইরে ছিলো।কোন ধর্মযাজকও বলে নাই।গড নিজেও জানতো যে এটা খারাপ।অনেক পরে এসে মানুষ সেটা বুঝতে পেরেছে।

০৩ রা জুন, ২০২৪ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



আধুনিক যুগের ফিলোসোফারগণ মানব সমাজর বিবর্তনকে বুঝার চেষ্টা করছেন ও সেই অনুসারে সমাজকে গড়ার জন্য রূপরেখা দিচ্ছেন; তবে, এগুলো বুঝার জন্য জাতিকে শিক্ষিত হতে হবে।

৬| ০৪ ঠা জুন, ২০২৪ রাত ১:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের নুতন প্রজন্মের ছেলে মেয়েরা
আসলেই ট্যালেন্ট,
তার সবসময় আমাদের থেকে এক ধাপ
এগিয়ে আছে ।

০৪ ঠা জুন, ২০২৪ রাত ২:০২

সোনাগাজী বলেছেন:


শহরের কিছু ছেলেমেয়ে ভালো করছে, এদের সংখ্যা শতকরা ১০ ভাগের নীচে; বড় অংশের অবস্হা ভয়ংকর খারাপ।

৭| ০৪ ঠা জুন, ২০২৪ রাত ১:২৫

নতুন বলেছেন: যদিও দেশের নতুন পযন্মের ভবিষ্যত অন্ধকার বলা চলে। কারন বর্তমান মুরুব্বি পযন্ম নিজেরাই দূনিতিবাজ।

ভন্ড মুরুব্বিদের পরামর্শে নতুন পযন্ম ভালো হবেনা।

তবে দেশের ভালো যা হচ্ছে তার পেছনে নতুনরাই থাকবে...

আশা করি দেশের প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা দেয়া যাবে, নতুন প্রজন্ম বিশ্ব সাহিত্য, বিজ্ঞান, দর্শন শিখবে...

জানিনা শুরুটা কিভাবে হবে.. তবে আশা করি শুরুটা দেখে যেতে পারবো আমরা।

০৪ ঠা জুন, ২০২৪ রাত ২:০৫

সোনাগাজী বলেছেন:



তরুণদের সামনে সবকিছুই হচ্ছে, চুরি, ডাকাতী, অসততার উদাহরণ; কিভাবে ইহার পরিবর্তন হবে, বলা কঠিন।

৮| ০৪ ঠা জুন, ২০২৪ সকাল ৯:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:




এই বিষয়ে আমার কিছু ভাবনার কথা এখানে লেখতে গিয়ে দেখি তা আকারে বেশ বড় হয়ে গেছে ।
তাই নতুন প্রজন্মের বিষয়ে আমার ভাবনার কথাগুলি নিয়ে পৃথক একটি পোষ্ট দিয়েছি ।
ইচ্ছে হলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন ।

০৪ ঠা জুন, ২০২৪ বিকাল ৩:১৯

সোনাগাজী বলেছেন:



আপনার লেখা ঠিক আছে।
আমাদের সচীব ব্লগার প্রশ্নফাঁস করে বিসিএস পাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.