নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের মাঝে কে কে গাড়ী চালান না?

০৫ ই জুন, ২০২৪ রাত ৯:০৭



হর্ণ না'থাকলে, সেই গাড়ী কি ইনস্পেকশান পাবে? হর্ণ ব্যতিত গাড়ী চালানো মানে মানুষর জীবন বিপন্ন করা।

মনে হয়, ব্লগার রূপক, এমডি মুসা ও কামাল১৮ গাড়ী চালান না; উত্তর আমেরিকা, ইউরোপ ও আরবের সবাই গাড়ী চালান, কিংবা কমপক্ষে ড্রাইভিং লাইসেন্স আছে! ভুয়া মফিজ একবার বলেছিলেন যে, উনার BMW চুরি হয়ে গিয়েছিল, এরপরে কি গাড়ী কিনেছিলেন, নাকি সাবওয়েতে চড়েন, আমি জানি না।

উনার গাড়ী চুরি যাওয়া নিয়ে পোষ্টে, আমি তখন কমেন্ট করেছিলাম যে, উনার লেখা থেকে বুঝা গিয়েছিলো যে, উনার গাড়ী চুরি হয়নি; উনি ব্লগারদের শুনাতে চেয়েছিলেন যে, তিনি BMW চালান। উনার আরো সমস্যা আছে, উনি যথাসম্ভব বৃটেনে চাকুরী করেন না; উনার কথাবার্তা থেকে বুঝা যায় যে, উনি আরব দেশে আছেন।

যারা গাড়ী চালান, তাদেরকে প্রতি বছর গাড়ী ইন্সপেকশান করাতে হয়; গাড়ীর হর্ণ খুলে ফেললে/না'থাকলে বিশ্বের কোন দেশে সেই গাড়ী ইনস্পেকশান পাশ করবে? আমাদের সচীব ব্লগার কিভাবে সাজেশান দিচ্ছে যে, বাংলাদেশের গাড়ীগুলো থেকে হর্ন খুলে ফেললে, সমস্যার সমাধান হবে? তিনি নাকি হর্ণ টাচ না'করে ( না'বাজিয়ে ) বাংলাদেশের মতো দেশে ৬ মাস গাড়ী চালায়েছেন? আপনি ইহা বিশ্বাস করবেন? আমি কোন সচীবকে বিশ্বাস করি না।

সামান্য হর্ণ সমস্যা সমাধানে হবুরাজ্যের গবু আমীর, ওমরাহদের বুদ্ধির ঢেঁকি দেখছেন? আমেরিকায় সব ধরণের ট্রাফিক সমস্যা সমধানের জন্য ২/১ ঘন্টার ট্রেনিং/ওয়ার্কশপের ব্যবস্হা করা হয়; বাংলাদেশের ড্রাইভারদের ১ ঘন্টার একটা ক্লাশ করায়ে, ওটার উপর সার্টিফিকেট দিলে হবে। যেই ড্রাইভারের বেশী "সেইফটি সার্টিফিকেট" থাকবে, সে তত অভিজ্ঞ বলে গণ্য হবে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৪ রাত ১:১৪

কামাল১৮ বলেছেন: ডাক্তারের বারন আছে,তাই গাড়ী চালাই না।

০৬ ই জুন, ২০২৪ রাত ১:৫৫

সোনাগাজী বলেছেন:



আমারো একই অবস্হা, শুধু ডাক্তার নয়, স্ত্রীও মানা করে; তবে, আমার স্ত্রী গাড়ী চালালে, আমি গাড়ীতে বসে ভয়ে কাঁপতে থাকি; সেই কারণে আমাকেই চালাতে হয়।

আমাদের সেক্রেটারী সাহেব বলেছেন, দেশে হর্ন বাজানো বন্ধ করার জন্য গাড়ী থেকে হর্ণ নিয়ে নিতে হবে; দেখছেন, এরা কিভাবে দেশ চালাচ্ছে? এসব লিলিপুটিয়ানরা কি আফ্রিকা থেকে এসেছে?

২| ০৬ ই জুন, ২০২৪ রাত ১:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গাড়ীর হর্ণ ছাড়া কি অবস্হা হবে তা ঐ ব্লগে বলেছি ।
...............................................................................
উনি সিঙ্গাপুরের উদহারন দিয়েছেন, আমি সেখানে দেখেছি তাদের
অনেক ধৈর্য্য আর প্রতি ১০০ গজের মধ্যে সি.সি ক্যামেরা আর কড়াকড়ি
আইন । উপরন্ত সেখানে গাড়ীর মধ্যে কোন কিছু খাওয়া নিষেধ ।
বাঙ্গালী কি তা মানে ???????
.........................................................................................
গাড়ী চালাতে গেলে ঘুম আসে আই লাইসেন্স রিনিউ করাইনি ।
ছেলে চালায় প্রয়োজনে উবার একমাত্র সহকারী ।

০৬ ই জুন, ২০২৪ রাত ১:৫৮

সোনাগাজী বলেছেন:



উনি হর্ণ বন্ধ করার জন্য ২টি সাজেশান দিয়েছেন; সাজেশান ২টার জন্য উনাকে ঢাকা চিড়িয়া খানায় শিম্পান্জীর পাশের রুমে স্হান করে দেয়ার দরকার।

৩| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৬

কালো যাদুকর বলেছেন: কেমন আছেন?
আগে ভাল লাগত, এখন চালাতে ভাল লাগে না।

ঢাকার গাড়ির হর্নের একটা ব্যবস্থা হওয়া দরকার।

০৬ ই জুন, ২০২৪ বিকাল ৪:০২

সোনাগাজী বলেছেন:


ঢাকাতে দরকারী কাজ করার মতো সরকারী মানুষ নেই। যোগাযোগ/ট্রাফিক'এর মন্ত্রী/সেক্রেটারী ব্যবস্হা নিলে অকারণ হর্ণ বন্ধ হয়ে যেতো।

দেখেছেন, ১ সচীব ব্লগারের সমাধান? গারীতে নাকি হর্ন থাকতে পারবে না, এসব গবুরা দেশ চালাচ্ছে?

৪| ০৬ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

কালো যাদুকর বলেছেন: এরকম আজব সমাধান শুনিনি কখনও। পড়তে হবে।

০৬ ই জুন, ২০২৪ রাত ৮:৩৩

সোনাগাজী বলেছেন:




এই লোক এখন সেক্রেটারী হিসেবে কাজ করছেন, দেশ টিকবে কি করে?

৫| ০৭ ই জুন, ২০২৪ রাত ১:১৭

নতুন বলেছেন: অনেক ট্রাক, বাসে হাড্রোলিক হর্ণ ব্যবহার করে। সেটা খুলে ফেলা দরকার।

দেশে হুদাই হর্ন বাজায়। মনের অস্থিরতার প্রকাশ করে সবাই।

০৭ ই জুন, ২০২৪ রাত ১:৪৯

সোনাগাজী বলেছেন:


সব ধরণের হর্ণ ( এয়ার হর্ণ, ইলেকট্রো-ম্যাক, হাইড্রো ) বাংগালীরা টিপতে থাকে; কারণ তাদের মেজেজ খারাপ থাকে; এজন্য ড্রািভারদের সেইফটি ট্রেনিং দরকার ( ৩০ থেকে ৬০ মিনিট )।

৬| ০৭ ই জুন, ২০২৪ রাত ২:৩০

মামুinসামু বলেছেন: দেশের প্রত্যেকটা হাসপাতালে গেলে দেখবেন দর্শনার্থীরা চিল্লাচিল্লি করছে, উচ্চস্বরে আড্ডা, অট্টহাসি ... এদের কত ট্রেইনিং দিবেন?

০৭ ই জুন, ২০২৪ রাত ২:৪৪

সোনাগাজী বলেছেন:



এটা জাতীর চরিত্র; সামাজিক ও সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে জাতিক সভ্য করে তোলা সম্ভব।

৭| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ঢাকায় আসার আগে মোটরসাইকেল চালানো শিখে এসেছিলাম; এখন প্র্যাকটিস নেই। গাড়ি চালানো শেখা হয়নি এখনও। পরিবারের ঘোর আপত্তি।

০৭ ই জুন, ২০২৪ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



গাড়ী চালানো শিখে, লাইসেন্স করায়ে রাখেন।

৮| ০৮ ই জুন, ২০২৪ বিকাল ৪:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ড্রাইভিং করা পারি।

কিন্তু, আমার গাড়ির ড্রাইভার আছে। তাই, অনেক দিন চালাইনি।

০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের অর্থনীতি: যার গাড়ী আছে, সে ১ জন ড্রাইভার রাখতে পারে; আমেরিকা। ও ইউরোপে ৯৫ ভাগ মানুষের সেই সাধ্য নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.