নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রামরাজ্য হচ্ছে না, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র সঠিক পথে আছে।

০৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪৯



লোকসভার ভোটের ফলাফল:

বিজেপি: ২৩২ সীট
বিজেপি'র পক্ষের অন্য দলগুলো: ৫৩

কংগ্রেস: ৯৯
কংগ্রেসের পক্ষর অন্য দলগুলো: ১৩০

সরকার গঠনের জন্য দরকার: ২৭২ সীট

১৪০ কোটী মানুষের দেশে ১০০ কোটীর কাছাকাছি ভোটার ছিলো; এদের মধ্য থেকে প্রায় ৭০ কোটী ভোট দিয়েছে।

মোদী আশা করেছিলো যে, এইবার তার আশাপুর্ণ হবে, সে ভারতকে রামরাজ্যে ( হনুমান রাজ্য ) পরিণত করতে সমর্থ হবে, সে নির্বাচনে ৪০০ বা ইহার চেয়ে কিছু বেশী সীট পাবে আশা করেছিলো; সেই আশা পুর্ণ হয়নি। গুজরাট হত্যার ঘৃনিত জল্লাদ ৩য় বারের জন্য প্রাইম মিনিষ্টার হতে যাচ্ছে; সে ভারতের জন্য ভালো প্রাইম মিনিষ্টার।

রামরাজ্য একটি কল্পনা: আরো বেশী হিন্দু সংস্কৃতি, অন্য ধর্মীয়দের অধিকার কেড়ে নেয়া, উচ্চ বর্ণের মানুষদের জন্য একটু বেশী সুযোগ, ধর্মের আড়ালে লাগামছাড়া ক্যাপিটেলিজম। মোদী ভারতের সংবিধান বদলাতে চেয়েছিলো; ভারতের মানুষ তা পছন্দ করেনি; এবার, তার দল গত নির্বাচন থেকে খারাপ করেছে, পেয়েছে ২৩২ সীট। সংবিধান বদলাতে দরকার ৩ ভাগের ২ ভাগ ( ২/৩ )।

মোদীর ধর্মীয় উন্মাদনা কমে আসবে। ভারতের মুল সমস্যা ধর্ম নয়, বেকারত্বই ভারতের মুল সমস্যা।

ভারতের ৩০ কোটী মানুষ খুবই গরীব, এদের মাঝে মুসলমান বেশী। ভারতের মুল সমস্যা বেকারত্ব। ভারত ২০২৭ সালের মাঝে বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ভারতের লোকজন ঢাকায় কাজ করে ৪ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে।





মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: কংগ্রেস বলতে গেলে ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠেছে। সামনে হয়তো আরও ভালো করবে। বিজেপি জোট সরকার গঠন করলেও গতবারের তুলনায় চাপে থাকবে।

০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৪২

সোনাগাজী বলেছেন:



চাপে থাকার মানে কি?

২| ০৭ ই জুন, ২০২৪ রাত ৮:০৫

কামাল১৮ বলেছেন: শাসন ব্যবস্থা বা পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না।সরকার স্থিতিশীল হবে না।পল্টিবাজ দুটি দল আছে সরকারের সাথে।

০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৪৪

সোনাগাজী বলেছেন:



পল্টিবাজ হলে, মোদীর অসুবিধা নেই; পল্টিবাজেরা নিজেরা কারো সাথে সরকার গঠন করতে পারবে না; ওখানে এরশাদ হয়ে লাভ নেই, কেহ টাকার বস্তা দিবে না।

৩| ০৮ ই জুন, ২০২৪ রাত ১২:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখক বলেছেন: চাপে থাকার মানে কি? একক সংখ্যাগরিষ্ঠতা পেলে সংবিধান সংশোধন করে রামরাজ্য প্রতিষ্ঠার প্রয়াস চালাতে পারত। এখন চাইলেই অনেককিছু করতে পারবে না। গতবারের তুলনায় আসন অনেক কমেছে।

০৮ ই জুন, ২০২৪ রাত ২:১৯

সোনাগাজী বলেছেন:




সংবিধান বদলাতে ২/৩ ভাগ ( ৫৪৩ সীট থেকে ) সীট থাকতে হয়; উহা তো হচ্ছে না; সরকার গঠন করে দেশ চালাবে; আপনি কথার কথা বলেছেন চাপে থাকতে হবে। ভারতে প্ল্যান করে দেশে চালায় সরকার ও ব্যুরিক্রেটরা মিলে; নতুন বিলের জন্য বসে থাকে না; ফলে, কোন সমস্যা নেই।

৪| ০৮ ই জুন, ২০২৪ সকাল ৯:৩৭

বিষাদ সময় বলেছেন: মোদি তাহলে গদিতে বসলেন। কিন্তু আপনি তার নাম "ী" দিয়ে লিখে কি তার গুরুত্ব বাড়ালেন?
এ নির্বাচনের ফলাফলে বাংলদেশে কি ইমপ‌্যাক্ট হতে পারে?

০৮ ই জুন, ২০২৪ সকাল ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের কেহ সঠিক ভোটের গুরুত্ব বুঝে না; কারণ, বাংলাদেশে ১২ শ্রেণী অবধি পড়ে, শতকরা ৯৮ জন গণতন্ত্রের ২ লাইন সংজ্ঞা কিছুতেই মনে রাখতে পারে না। ফলে, এদের লিলিপুটিয়ান মাথায় ঢুকে না, ভারত এত ভালো করছে, বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেনের অবস্হা আফ্রিকার মতো কেন?

বাংলাদেশের মানুষ ভারতের উন্নয়নের "উ"টা বুঝতে পারে না; ফলে, তেমন ইমপ্যাক্ট হবে না।

৫| ০৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের ভোটের ফল ঠিক আছে।

০৮ ই জুন, ২০২৪ বিকাল ৩:২৮

সোনাগাজী বলেছেন:



ভারতের ভোট আমেরিকা ও ইউরোপ থকে আকারে অনেক বড় ও মানসম্পন্ন; যেসব জাতির ভোট নষ্ট, ও ভিখারীতে পরিণত হয়েছে।

৬| ০৮ ই জুন, ২০২৪ দুপুর ১:৫৭

নতুন বলেছেন: কবে আমাদের দেশের জনগন ভোট কেন্দ্রে গিয়ে নিজে ভোট দিয়ে পছন্দমতন নেতা নির্বাচিত করে সংসদে পাঠাবে?

০৮ ই জুন, ২০২৪ বিকাল ৩:২৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা সরে যাবার পর ভোট বন্ধ থাকবে কিছু সময়, তারপর সঠিক ভোট হবে।

৭| ০৮ ই জুন, ২০২৪ দুপুর ২:০২

আঁধারের যুবরাজ বলেছেন: ক্ষমতা গ্রহণের পর থেকে মোদী চেষ্টা করবে অন্য দল থেকে সংসদ সদস্য ভাগাতে।যাতে ভবিষ্যতে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু বিপদে ফেলতে না পারে। টাকা কোনো সমস্যা না তার বা বিজেপি জন্য।

০৮ ই জুন, ২০২৪ বিকাল ৩:৩৩

সোনাগাজী বলেছেন:



মোদি ভারতীয় রাজনীতিবিদদের কিছু অংশকে হনুমানে পরিণত করেছে, কিন্তু মানুষ মোদির অন্যায়গুলোকে অনুধাবন করার শুরু করেছে। বিজেপি ভারতের জন্য কাজ করছে; ফলে, সমস্যা হওয়ার কথা নয়।

৮| ০৮ ই জুন, ২০২৪ বিকাল ৪:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভারতের ভোটের ফলাফল বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলবে?

০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ ও পাকিস্তানে ইহা বড় ধরণের প্রভাব ফেলেছে, তদের ভোট তাদের উন্নয়নের প্রতীক; আমাদের জন্য হুশিয়ারী, যারা যারা খারাপ ভোট করবে, তারা ক্রমেই ভিখরিতে পরিণত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.