নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু কিছু ব্লগার আমাকে অনেক অনেক বিশ্রী গালি দিয়েছেন।

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫



ব্লগে যাঁরা সবচেয়ে ভদ্রলোক হিসেবে পরিচিত ছিলেন ও আছেন ( যেমন: জুল ভার্ণ, অপু, নীল আকাশ, জটিল ভাই, প্রমুখ ) আমাকে অনেক নিকৃষ্ট বাংগালী গালি দিয়েছেন।

বাংগালীরা যেসব নিকৃষ্ট গালি দিয়ে থাকেন, সেগুলোর সবগুলোই আমাকে দেয়া দেয়া হয়েছে; আমি কখনো গালির বিপতিতে গালি দিইনি। আমি অনেকের লেখাকে ম্যাঁওপ্যাও লেখা, গার্বেজ লেখা ও অনেকের ভাবনাকে, ধারণাকে ( লেখায় বর্ণিত ধারণা ) ডোডো ধরণের, লিলিপুটিয়ান বা পিগমী ধরণের ভাবনাচিন্তা বলেছি।

আমি এমনকি ব্লগের সর্বকালের সেরা ক্রিমিনাল মানুষ জটিল ভাইকেও গালি দিই নাই। ফলে ব্যক্তি আক্রমণ কথাটা আমার বিপক্ষে ব্যবহার করা হয়েছে বিশেষ উদ্দেশ্য নিয়ে।

সেদিন দেখলাম, জটিলভাই এডমিন সাহেবকে উদ্দেশ্য করে আরেকবার কটু কথা বলেছেন। ২০২১ সালে যখন জটিল ভাই আমাকে গালি দিয়ে ও অপদস্ত করে ২ মাসে ৭২টি পোষ্ট দিয়েছিলেন, সেখানে সামুটিমের লোকেরাও মন্তব্য করে ভাসিয়া দিয়েছিলেন।

জটিল ভাই ১০ বছর ব্লগিং করে ৪৫০টি মন্তব্য পেয়েছিলেন; তিনি আমাকে গালি দিয়ে ও অপদস্ত করে যখন পোষ্ট দেয়ার শুরু করেছিলেন, তিনি ৮/৯ মাসে ৭০০০ মন্তব্য পেয়ে যান। তখন আমি ভাবছিলাম ও অপেক্ষা করছিলাম, কখন জটিলভাই সামুটিমকে অপদস্ত করবে! তিনি ঠিক সময়ে সেটা করে নিজকে প্রমাণ করেছিলেন।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

এম ডি মুসা বলেছেন: মন্তব্য বিতর্ক এসব নিয়ে আর আলোচনা দেখতে ভালো লাগে না। কারণ ছোট একটা কথা নিয়ে েএটা যত বাড়ায় তত বাড়বে। আপনি সমাজের বা দেশের বা বিশ্বের গঠন মূলক আলোচনা করেন।

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:



আমার সব লেখা দেশ ও সামজ নিয়ে; আমাকে সেমিব্যান করার পরও আমিও দেশ, বিদেশ ও সমাজ নিয়ে লিখছি। কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, তাই প্রতিবাদ করতে হচ্ছে।

২| ০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

ডার্ক ম্যান বলেছেন: কেউ কেউ আপনাকে গালি দিয়েছে আবার কেউ কেউ সেটা দেখে তালি দিয়েছে । তারপর তারা জোড়াতালি দিয়ে একটা সিন্ডিকেট করেছে।
একটা জিনিস খেয়াল করলাম, যারা আপনাকে অপছন্দ তাদের ৬০ ভাগের মুক্তিযুদ্ধ নিয়ে এলার্জি আছে । তবে তারা স্বীকার করতে চাহে না।
তবে মাঝে মাঝে আপনিও সীমা অতিক্রম করে ফেলেন। সেটা অনেক সময় গালির চেয়ে ভয়ংকর হয়ে উঠে ।

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:



আপনার পর্যবেক্ষণ সঠিক।
সামুটিমের ২ জন সদস্য জটিল ভাইয়ের পোষ্টে দৈনিক ৫টি করেও হলেও মন্তব্য করতেন; অবশেষে জটিলভাই সামুটিম প্রধানকে অপদস্ত করেছে।

৩| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:



এভাবেই চলুক,ওরা গালি দিবে আপনি প্রতিবাদ করবেন ; সময় বয়ে বেড়াবে,সামুর বয়স বাড়বে।

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৫

সোনাগাজী বলেছেন:



সামুটিমের দক্ষতার সুনাম করতে হয় মাঝে মাঝে।

৪| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: পুরানো কাসুন্দি। কিছু না পেয়ে ম্যাওপ্যাও শুরু করেছেন.. চালিয়ে যান পোস্ট হিট হবেই :)

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৪

সোনাগাজী বলেছেন:



ঢাকায় কলকাতার কাসুন্দীর কদর কমে যাচ্ছে?

৫| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: ঢাকায় মেড ইন কলকাতার কাসুন্দির বাজার লাটে উঠলেও নিউইয়র্কের ফুটপাতে আপনার সৌজন্যে কলকাতার কাসুন্দির কদর ষোল আনাই বজায় আছে। দুদুটি কমেন্ট করে আপনার ফুটপাতের ব্যাবসার প্রচার করেছি।বাকিটা এবার নিজেই সামলাবেন :)

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:



কলকাতার শিক্ষকেরা সমাজে আবর্জনা উৎপাদন করার জন্য প্রসিদ্ধ, আপনাদের আবর্জনা ওখানেই রাখেন।

৬| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫৬

নিমো বলেছেন: @পদাতিক চৌধুরি,আচ্ছা কলিকাতার কি কোন বাংলা ব্লগ নাই ? ইনারা আমাদের দেশি ব্লগে কি মনে কইরা আসে? বয়ানে ঢাবিয়ান

০৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:১৫

সোনাগাজী বলেছেন:



পদাতিক চৌধুরী শিক্ষক; কলিকাতার শিক্ষকেরা সমাজে অনেক সমস্যার সৃষ্টি করে; এরা একটা আলাদা ক্লাশ।

৭| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫৮

নিমো বলেছেন: সামু ব্লগ কিছু ভারতীয় ছ্যাঁচড়াকে ট্রানজিট দিলে দোষ হয় না, যত দোষ হাসিনার!

০৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:১৬

সোনাগাজী বলেছেন:



জটিল ভাই যখন ব্লগে জংগী বার্তা ছাড়তো, পদাতিক সাহেব গড়ে ৪/৫টা মন্তব্য করে বাহবা দিতেন।

৮| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:০৯

এম ডি মুসা বলেছেন: এখানে আরেকটি ব্লগ সাইট করা উচিত। কতৃপক্ষকে আমি বিশ্বাস করি। তারা যতটকু বলে বিচার দেয় । ঘুরে ফিরে একই ব্যক্তি বা একই ব্যক্তির এসব কাজ। আমাকে ও বাজে এবং আক্রমন করে কথা বলছে সেসব তো কতৃপক্ষকে কিছু করতে দেখিনাই।
তার জন্য নতুন কিছু আরো সাইট থাকা উচিত ।সঠিক বিচার না পেলে েএখান থেকে চলে যাওয়া উত্তম।

যত মেঘ তত বৃষ্টি হয়না। তাই আপনাকে নিয়ে একটা গুজব সৃষ্টি করছে। এখন সামান্য বিষয়ও বড় করে দেখে জলঘোলা করার চেষ্টা। আমি ব্যপার টা লক্ষ্য করছি। আমার

০৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:



টিমের নিজস্ব আদর্শ আছে, উহা অনুসরণ করে ব্লগিং করতে হয়; ইহা সোস্যাল মিডিয়ার নামে দলাদলি।

৯| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:



@ঘুম ভাঙ্গা শহরে,

উনার নাম সরায়ে দিলাম; তবে, উনি ভয়নাক ১টা গালি দিয়েছিলেন।
আপনার মন্তব্য থেকে গেলে, অন্যেরা আপনার মন্তব্য থেকে উনার নাম দেখবেন; সেই কারণে আপনার মন্তব্য মুছে দিয়েছি।

১০| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ১২:৪৭

নতুন বলেছেন: যারা গালাগালী করে তারা সাটিফিকেট ধারী মূর্খ। আমাদের সমাজেও অনেক আছে, ব্লগেও থাকবে সেটাও সাভাবিক।

কদিন আগে আমার শহরের এক কলেজের শিক্ষকের ভারত বন্দনাতে মন্তব্য করাতে তিনি গালী দিয়েছেন। কিন্তু ব্লগে উনি এবং উনার বাবা কতবড় মানুষ প্রায়ই বলে থাকেন। উনি কলেজের শিক্ষক কিন্তু তার শিক্ষা তাকে গালী দেওয়া থেকে বিরত রাখতে পারেনাই।

উনি সাটিফিকেট পেয়েছেন কিন্তু শিক্ষা উনার ভেতরে প্রজ্ঞা তৌরি করতে পারেনাই।

এমন মূর্খদের কথায় পাগলের প্রলাপ মনে করে এড়িয়ে যাবেন।

আপনাকে ওরা রাগাতে চায় এবং আপনি যখন রেগে যান তখন তারা আনন্দ পায়, সেটা হতে দেবেন না। তখন আপনাকে নিয়ে ওরা কোন মজা পাবেনা বরং ভদ্র ভাষায় ওদের জবাবদেবেন দেখবেন ওরা রাগে তূর্কী নাচ নাচবে।

০৮ ই জুলাই, ২০২৪ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

আমি সেই বিসিএস শিক্ষককে জানি ও বুঝতে পারি; এই ধরণের শিক্ষকদের কাছে যারা পড়ছে, ওরা ভালো করার কথা নয়।

১১| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ২:২৮

আলামিন১০৪ বলেছেন: যাক চৌদ্দ শিকের ভিতর থেকে বেরিয়েই শুরু করে দিলেন?

০৮ ই জুলাই, ২০২৪ রাত ৩:৪৬

সোনাগাজী বলেছেন:




আমি যাই ব্লগের ১৪ শিকে, আপনাকে আসল ১৪ শিকের ভিতরে পাঠাবে জাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.