নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুকারদের চাকুরীর দরকার ছিলো; কিন্তু শেখ হাসিনাকে নাড়া দেয়ার কি দরকার ছিলো?

১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:১৯



ফেইসবুকারেরা কি কি করতে পারে, সেটা সারাদেশ দেখছে; আমি দেশে নেই, তাই ব্লগার তানভীর জুমারের পোষ্টের উপর নির্ভর করছি; উনর লেখা পড়ে মনে হচ্ছে যে, শেখ হাসিনার সরকারের পতন ঘটবে শীঘ্রই; সবাই অনলাইনে মিষ্টির অর্ডার দিতে পারেন!

আমরা দু:খী জাতি, লাখ লাখ মাষ্টার ডিগ্রীধারী বেকার, দিনের ২৪ ঘন্টা কোন কাজ না করে, মা-বাবার কষ্টের কারণ হয়ে দিন কাটাচ্ছে, বিয়েও করতে পারে না; অথচ, আমাদের জাতিতে উদাহরণ আছে যে, বেগম জিয়া "এনট্রেন্স পাশ না'করে ৩ বার প্রধানমন্ত্রীর চাকুরী করেছেন"।

আমি বেগম জিয়ার বক্তব্য শুনতাম, আর ভাবতাম, এই লিলিপুটিয়ান যে, ৩ বার প্রাইম মিনিষ্টার হলো, ৩৮ বছর যে, বিএনপি'র চেয়ারম্যান থাকলো, জাতি ইহার জন্য কিভাবে মুল্য দিবে? এখন আপনারা দেখছেন, কিভাবে মুল্য দিচ্ছে!

আজকে, জাতি দৈনিক ৩২০,০০০০০ ( ৪০ লাখ * ৮ ঘন্টা ) ওয়ার্কিং ঘন্টা হারাচ্ছে; ৪০ লাখ বেকার/অর্ধ-বেকার হচ্ছে জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার অবদান। রাস্তায় যে মারামারি দেখছেন, ইহার শুরু ছিলো ১৯৭৫ সালে।

যারা সম্প্রতি সরকারের লোকজন থেকে চাকুরী কিনেছেন, তারা হয়তো মা-বাবার মুখে হাসি ফুটায়েছেন; কিন্তু ব্লগার রূপক তো মা-বাবার জন্য এখনো তেমন কিছুই করতে পারছেন না; ব্লগার না'হল তরকারী মনে হয় মিছিলে গেছেন, উনাকে ব্লগে দেখছি না; ব্লগার এমডি মুসা অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতো করে চাকুরী খুঁজছেন ও ব্লগে শেখের আইডিয়াকে রক্ষার চেষ্টা করছেন।

ফেইসবুকারদের চাকুরীর দরকার ছিলো, সরকারের দা্যিত্ব হচ্ছে ওদেরকে কাজ দেয়া; কিন্তু উহারা "কোটা" শব্দটা যোগ করে কি কারণে শেখ হাসিনাকে ক্ষেপালো? উহারা কি গত ১০ বছরের ইতিহাসও মনে রাখতে পারে না? শুধু ফেইসবুক দিয়ে কতদুর যাবে বাচাধনেরা?



মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৯

নতুন বলেছেন: আমরা দু:খী জাতি, লাখ লাখ মাষ্টার ডিগ্রি দিনের ২৪ ঘন্টা কোন কাজ না করে, মা-বাবার কষ্টের কারণ হয়ে দিন কাটাচ্ছে; অথচ, আমাদের জাতিতে উদাহরণ আছে যে, বেগম জিয়া "এনট্রেন্চ পাশ না'করে ৩ বার প্রধানমন্ত্রীর চাকুরী করেছেন"।

আমি বেগম জিয়ার বক্তব্য শুনতাম, আর ভাবতাম, এই লিলিপুটিয়ান যে, ৩ বার প্রাইম মিনিষ্টার হলো, ৩৮ বছর যে, বিএনপি'র চেয়ারম্যান থাকলো, জাতি ইহার জন্য কিভাবে মুল্য দিবে? এখন আপনারা দেখছেন, কিভাবে মুল্য দিচ্ছে!


শেখ হাসিনাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা তার সাঙ্গো পাঙ্গোরা বুঝে গেছে।

তাকে এখন পুতুলের মতন প্রধানমন্ত্রী গিরি করতে দিয়ে দলের নেতারা টাকা কামাচ্ছে। তাদের তো টাকা কামানো নিয়ে কথা, শেখ হাসিনাকে ইয়েস ম্যাডাম বলে ম্যানেজ করে রাখতে পারলেই তো হলো।

শেখ হাসিনার ইগো ঠিক মতন ফিড করতে পারলেই তিনি খুশি। মাথা খাটাতে জান না তিনি।

উনি অবশ্যই গতকালের ছাত্রলিগের আক্রমনের ছবি, ভিডিও দেখেছেন।

কিন্তু তিনি আসল জিনিসটা বুঝুক বা না বুঝুক তিনি কিন্তু বলবেন যে জামাত/শিবিরের ক্যাডারেরা সাধারন ছাত্রদের সাথে মিশে ছাত্রলীগের উপরে আক্রমন করেছে এবং আত্নরক্ষাথ্যে হামলার প্রতিরোধ করেছে, এমনকি তিনি আহত ছাত্রলীগের লাঠিয়ালদের দেখতে হাসপাতালেও যেতে পারেন। :|

১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা ছিলো একটা ভরসার মতো; উনি নিজের বাবার মতো জাতিকে নিরাশ করেছেন ও বিপদের মাঝে রাখে যাবেন। ব্যুরোক্রেটরা উনাকে বেগম জিয়ার মতো করে ফেলেছে।

উনি চলে যাবার পর, স্বাধীনতার পক্ষের লোকজন অবস্হা ভয়ানক হবে।

২| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১৬

তানভির জুমার বলেছেন: আপনার নেত্রী শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে। স্বৈরাচার এত সহজে বিদায় হয় না। তবে একবার বিদায় হলে তাদের নাম নিশানা থাকেনা।

১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:



উনি লুটপাট করেন কিনা আমি তার প্রমাণ পাইনি; তবে, আপনাদের মতো লোকেরা ফেইসবুকারদের মার খাওয়াচ্ছেন; ওদের দরকার ছিলো "চাকুরী", কিন্তু আপনাদের লিলিপুটিয়ান বুদ্ধিতে ওরা জামাত-শিবিরের সন্ত্রাসীদের মতো লাথি ও মার খাচ্ছে।

৩| ১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুধু কোটা আন্দোলনকারীদের জন্য।
যদি রক্তের প্রয়োজন হয় কখনো, ঢাকার মধ্যে.!
Only For Dhaka District
(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)
A- 01933892321
A- 01844464155
A- 01676335830
A+ 01872810160
A+ 01689223789
A+ 01703268335
A+ 01875024194
A+ 01710376348
A+ 01928275633
A+ 01890372558
A+ 01911303620
A+ 01910902996
A+ 01995362098
A+ 01715323084
A+ 01701833905
A+ 01877793861
A+ 01937906789
AB+ A+ 01626804795
AB- 01913545498
AB+ 01925582350
AB+ 01790059606
AB+ 01558448484
AB+ 01919888277
AB+ 01770412286
AB+ 01925582350
Ab+ 01792208551
Ab+ 01863181279
AB+ A+ 01626804795
B- 01870435259
B- 01722414689
B+ 01967507147
B+ 0130479265
B+ 01748446523
B+ 01949315386
B+ 01703778563
B+ 01712258706
O- Negative 01643105457
O- Negative 01406310948
O+ 01302900057
O+ 01634189232
O+ 01714501929
O+ 01571024605
O+ 01736582765
O+ 01812765772
O+ 01765606433
O+ 01521467763
O+ 01626822146
O+ 01841008718
O+ 01715826941
O+ 01834878727
O+ 01920869955
O+ 01921798307
O+ 01755700448
O+ 01829665140

১৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:



রক্ত দেয়ার আগে রক্তগুলো পরীক্ষা করায়ে নিয়েন।

৪| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: শেখ হাসিনাকে নাড়া দিসে জামায়াত শিবিরের ছাগুরা। ওরা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছিল।

১৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:২৭

সোনাগাজী বলেছেন:



এখন কিছু পাবে বলে মনে হয় না; শেখ হাসিনা ভালুকের মতো বদরাগী।

৫| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৭

কামাল১৮ বলেছেন: অকারণ ডিগ্রীধারিরা সমাজের বোঝা।তাদের কারিগরি শিক্ষা দেয়া দরকার,যাতে কিছু করে খেতে পারে।

১৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:




দেয়ার তো অনেক কিছুই দরকার দেবে কে? সেক্রেটারীরা, এমপিরা, ব্যাংকের কর্মচারীচা ডাকাতী করছে; শেখ হাসিনা নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এসব ডাকাতদের পুষছেন।

৬| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫৫

কামাল১৮ বলেছেন: ৭১ আমরা রাজাকারদের কবর রচনা করতে পারি নাই।সময় এসেছে তাদের কবর দেয়ার।আশা করি নতুন প্রজন্ম স্বঘোষিত রাজাকারদের কবর রচনা করবে।আপোস করে বিজয় অর্জন করা যায় না পরাজিত করে বিজয় অর্জন করতে হয়। এটাই শেষ সময়।তার যখন ঘোষণা করেই ফেলেছ তারা রাজাকার তবে আর কিসের বিলম্ব।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:৪৫

সোনাগাজী বলেছেন:



দেশ তো চলছে না, এভাবে দেশ চলতে থাকলে, আজ না'হয় কাল দেশে বসবাসের অযোগ্য হয়ে যাবে।

৭| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩৫

শ্রাবণধারা বলেছেন: আপনি এই সাধারণ ছাত্রদের আন্দোলনটিকে একেবারেই বুঝতে পারছেন না। উল্টাপাল্টা লিখছেন।

তার সাথে প্রবল ডানপন্থী ধর্মান্ধ গোষ্ঠীর কেউ কেউ এবং বামপন্থী গোষ্ঠীর কেউ কেউ তাদের বিভ্রান্তিকর মন্তব্য দিয়ে আপনাকে আরও বিভ্রান্ত করে ফেলছেন।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:৪৬

সোনাগাজী বলেছেন:



ছাত্ররা কি বেকারত্বের অবসান চাচ্ছে, নাকি শেখ হাসিনার সরকারের পতন চাচ্ছে?

৮| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১:২৮

শ্রাবণধারা বলেছেন: ছাত্র আন্দোলনটি সর্বোতভাবেই কোটা পুনর্মূল্যায়নের আন্দোলন ছিল, যেটা আপনাকে আমি ৭-৮ দিন আগে বলেছিলাম। এই আন্দোলনের বড় কারণ হলো আওয়ামী মগেরমুল্লক তন্ত্রের বিরুদ্ধে গনমানুষের পুঞ্জিভূত ক্ষোভ।

এখন বিষয়টি সমাধান না করে হাতুড়ি-হেলমেট-ডাকাত বাহিনী এবং জনগণের ট্যাক্সের টাকায় পালিত পুলিশ বাহিনী, যা এখন সম্পূর্ণভাবে আওয়ামী ডাকাতদের নিয়ন্ত্রণে, তাদের লেলিয়ে দেওয়া হলো ছাত্রদের গুলি করার জন্য। এখন এর পরিণতি কী হওয়া উচিত বলে আপনি মনে করেন?

১৭ ই জুলাই, ২০২৪ রাত ১:৪২

সোনাগাজী বলেছেন:



আমার মতে, যেহেতু দেশে নতুন গ্রেজুয়েটরা গড়ে ৬০% ভাগ কমপক্ষে বেকার থাকে; এবং দেশে বর্তমানে প্রায় ৪০ লাখ গ্রেজুয়েট বেকার/অর্ধ বেকার আছে; সেই কারণে, ছাত্ররা "চাকুরী সৃষ্টির জন্য সমবেতভাবে সরকারের উপর চাপ দেয়ার দরকার ছিলো"; মুখে কোটা, রাজাকার এসব শব্দ আনা ঠিক হয়নি। তাদের বুঝার দরকার ছিলো, শেখ হাসিনা কিসব শব্দ পছদ করে না।

৯| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১:৫৭

রবিন_২০২০ বলেছেন: আজ যদি আপনার সন্তান ছাত্র লীগের খুনি দের শিকার হতো, তাহলে কি এভাবে ব্যাঙ্গ করে লিখতে পারতেন? এই আপনি ই তো আমেরিকার ক্যাম্পাস এর বিক্ষোভ এর সময় উচ্ছসিত ছিলেন।
দিনের পর দিন নির্যাতিত মানুষের ক্ষোভ নিয়ে আপনি এবং আপনার পোস্ট এ মন্তব্যকারীদের উপহাস ও ট্যাগিং অত্যন্ত বিরক্তিকর।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ২:১৫

সোনাগাজী বলেছেন:




আমি ব্যাঙ্গ করে লিখিনি, আপনি হয়তো ভালো ছাত্র ছিলেন না, পড়লে বুঝেন না; দেশ বেকারে ভরে গেছে, আন্দোলনের দরকার আছে; সেই আন্দোলনের শ্লোগান হবে, "সবার জন্য চাকুরী সৃষ্টি কর"।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ২:১৮

সোনাগাজী বলেছেন:



আপনি তো আসলে ব্লগারও নন, ৪+ বছরে কোন পোষ্ট লিখতে পারেননি! প্রাইমারী স্কুলে ভর্তি হয়ে লেখার অভ্যাস করেন।

১০| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ২:২১

রবিন_২০২০ বলেছেন: সঠিক। ভালো ছাত্র ছিলাম না।
ধন্যবাদ

১৭ ই জুলাই, ২০২৪ ভোর ৪:২২

সোনাগাজী বলেছেন:



এখানকার ছাত্ররা পড়ালেখা করছে না, ওরা ফেইসবুকেই ডিগ্রি নিয়ে বের হবে।

১১| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ২:৩৮

রবিন_২০২০ বলেছেন: পোস্ট লিখতে তো পারিনা। এটা আমার অক্ষমতা। কিন্তু প্রায় সব পোস্ট ই পড়ি। তুচ্ছ ডাটা দিয়েই আপনি চট করে মানুষ কে বিচার করে ফেলেন।

১৭ ই জুলাই, ২০২৪ ভোর ৪:২৩

সোনাগাজী বলেছেন:



আপনার সম্পর্কে ব্লগে এইটুকু ডাটাই আছে।

১২| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:১২

নিমো বলেছেন: শ্রাবণধারা বলেছেন: ছাত্র আন্দোলনটি সর্বোতভাবেই কোটা পুনর্মূল্যায়নের আন্দোলন ছিল
পরীক্ষা, ক্যাডার সহ পুরো বিসিএস ব্যবস্থার পুনর্মূল্যায়নের আন্দোলন না হয়ে, এটা কেবল কোটা নিয়ে কেন ? ২০ লাখ জনগোষ্ঠীর ঘুষ বাণিজ্যের অংশীদার হতে চাওয়া ছাড়া এতে আর কিই বা আপনি খুঁজে পেয়েছেন ?

১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৬

সোনাগাজী বলেছেন:



আজকের চাত্রদের ৮০ ভাগের শিক্ষাদীক্ষার অভাব আছে, এরা বিশৃংখল; এরা সফলতার মুখ দেখবে বলে মনে হয় না।

১৩| ১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আজ কোটা নিয়ে হচ্ছে কাল চাকুরী নিয়ে হবে। হতেও পারে , হওয়া উচিত।

১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৭

সোনাগাজী বলেছেন:



এরা ঠিক ছাত্র নয়, এরা ফেইসবুকার, এরা বিশৃংখল

১৪| ১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:২৬

আলামিন১০৪ বলেছেন: আর আপনে আম্রিকা গিয়ে বৃদ্ধ বয়সে ভেরেন্ডা ভাজেন

১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:




আমি সেটাই করছি, আপনি দেশকে আফগানিস্তান বানান, গাঁজার চাষ করা যাবে।

১৫| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:৪৯

দক্ষিণ মেরু বলেছেন: আপনি ছত্রদের পালস বুঝতে পারেন নাই, আবল-তাবল বলছেন। এদের ফেসবুকার বলে ব্যাঙ্গ করবেন না। এরা কোটা যুক্ত করে শেখ হাসিনা খেপায়নাই। শেখ হাসিনা নিজে থেকে চুলকিয়ে খেপেছে।

১৮ ই জুলাই, ২০২৪ রাত ২:১৩

সোনাগাজী বলেছেন:





ব্লগে ২ বছরের বেশী আছেন,পোষ্ট লেখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.