নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের সাধারণ ছাত্ররা একা একা আন্দোলন করার মতো দক্ষ নয়।

১৮ ই জুলাই, ২০২৪ রাত ২:৫০



পাকিস্তান আমলে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন আইয়ুব খানের বিপক্ষে কয়েকটি শক্ত আন্দোলন করেছিলো; তখন এই ২ দলের কেন্দ্রীয় কমিটি ছিলো ও উভয় দলই তাদের মুল রাজনৈতিক দল ও অংগ সংগঠন থেকে সরাসরি সাপোর্ট ও সাহায্য পেতো: ছাত্রলীগের পক্ষে শেখ থাকতেন, ইউনিয়নের পক্ষে মওলানা ও মোজাফ্ফর আহমেদ থাকতেন; আইয়ুব খানের সরকার ইহাতে অভ্যস্ত ছিলো; খানের সাথে মওলানা ও মোজাফ্ফর আহমেদের সম্পর্ক সহনশীলতার মাঝে ছিলো।

এবার সাধারণ ছাত্রদের সাথে কেহই প্রকাশ্য ছিলো না; সাধারণ ছাত্রদের স্হায়ী কোন কমিটি নেই। বিএনপি, ছাত্রদল, জামাত, শিবির কেহই সাহস করে প্রকাশ্য সাপোর্ট কিংবা সহযোগীতা করার কথা ঘোষণা করেনি; কারণ, শেখ হাসিনার সরকার তাদেরকে ১ মহুর্তের জন্য সেই চান্স দিবে না।

ছাত্ররা এবার কোটা নিয়ে আন্দোলন করেছে, "কোটা পরিবর্তনের আন্দোলন" কিন্তু একটি সার্বজনীন অধিকারের আন্দোলন নয়; কারণ, সরকার ব্যতিতও নাগরিকদের কয়েকটি শ্রেণী কোটার পরিবর্তনের বিপক্ষে; ফলে, ছাত্রদের আন্দোলন কোনভাবে সার্বজনীন সমর্থন পাচ্ছে না।

আন্দোলনটিকে ক্যাম্পাসে রাখার দরকার ছিলো; কিন্তু এই আন্দোলনটি শুরুতেই রাস্তায় চলে গেছে, রাস্তায় যাওয়ায়, ইহা আসলে আন্দোলনকারীদের আয়ত্বের বাহিরে চলে গেছে: রাস্তায় কে কি করছে, সেটাকে সেন্ট্রালী কন্ট্রোল করা অসম্ভব; কারণ, তাদের সেই ধরণের কোন অর্গেনাইজেশন নেই!

যেহেতু আন্দোলন রাস্তায় চলে গেছে ও ইহা ঠিক কোন সেন্ট্রাল কমিটি, কিংবা কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় হচ্ছে না; ইহা কোনভাবে শৃংখলা ধরে রাখতে পারার ক্থা নয়। ইহা এখন কন্ট্রোলের বাহিরে, কোন রাজনৈতিক দল সামনে এসে তাদেরকে সরাসরি সাপোর্ট করবে না, সাহায্য করবে না; মনে হয়, ইহা সফল হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই।





মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৩:৫১

কামাল১৮ বলেছেন: সেই সময় শ্রমিক সংগঠন গুলি খুবই শক্তিশালী ছিলো।ছাত্র ইউনিয়নের প্রতিটা আন্দোলনে তারা সক্রিয় ভাবে অংশগ্রহন করতো।
এই আন্দোলনে প্রথম থেকেই জামাত বিএনপি ছিলো।৫% কোটার দাবি বিএনপির পুরনো দাবি।যেটা আন্দোলন কারীরা প্রথম থেকেই বলছে।প্রথম থেকেই আন্দোলনের পক্ষে নুরু প্রকাশ্যে কথা বলে আসছে।আন্দোলন কারীরা তাকে পথকৃত বলে সম্ভোধন করতো।
এতোবড় একটা আন্দোলন করতে প্রচুর টাকার প্রয়োজন হয়।সেই টাকা কে দিতো।তারেকের বক্তব্য শুনলে এটা স্পষ্ট হয়ে যায়।তাদের দাবির বিপক্ষে কেই ছিলো না।কোটা ব্যবস্থাও ছিলো না,এখনো কোন কোটা ব্যবস্থা নাই, তবে আন্দোলন কেনো।

১৮ ই জুলাই, ২০২৪ ভোর ৪:১৭

সোনাগাজী বলেছেন:



তারা ক্যাম্পাসের ভেতরে থেকে বিবিধ প্রোগ্রামের মাধ্যমে এগুলে, মানুষ তাদের সমর্থন করতো; তারা কোনভাবে মুক্তিযোদ্ধা ও রাজাকারের মতো শব্দগুলো উচ্চারণ করা ঠিক হয়নি। শেখ হাসিনার সাথে বিএনপি-জামাত-শিবিরের সম্পর্কটা তাদের হিসেবের মাঝে রাখার দরকার ছিলো।

২| ১৮ ই জুলাই, ২০২৪ ভোর ৬:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




মিঃ মির্জা সাহেব পরিস্থিতির সুযোগটি কাজে লাগাচ্ছেন।
ছাত্রদের উচিত ছিল উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করা ।
কেননা উচ্চ আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কিছুই বলা যায় না ।
এটা নিয়মে নেই।

১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:২৫

সোনাগাজী বলেছেন:



বিএনপি-জামাত হচ্ছে বাংগালীদের ক্রিমিনাল মাইন্ডস

৩| ১৮ ই জুলাই, ২০২৪ ভোর ৬:৫৪

ঢাবিয়ান বলেছেন: আপনি ১৯৭১ এ একটি সেক্টরে যুদ্ধ করেছেন বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন। আপনার অন্তত খুব ভাল করে জানার কথা যে কোন আন্দোলনে অগ্নি স্ফুলিঙ্গের মত জ্বলে উঠা ছাত্রদের কোন রাজনৈ্তিক পরিচয় থাকে না। রুটি, হালুয়ার ভাগ পেতে এদেশে যারা ছাত্র রাজনীতি করে , তাদের কোন দর্শন নাই, কোন দেশপ্রেমতো নাইই। তাই এদের কেন আপনি খুজে বেড়াচ্ছেন ? কেন সাধারন ছাত্র জনতার শক্তিকে এত ছোট করে দেখছেন ? ১৯৭১ এ আপনিওতো তাদেরই একজন ছিলেন।

১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:২৭

সোনাগাজী বলেছেন:



১৯৭১ সালে ফেইসবুকার ছিলো না, ছিলো ছাত্র; আজকের ছাত্রদের শতকরা ১০ ভাগ পড়ালেখা করে, বাকীগুলো ফেইসবুকার।

৪| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৭:৩৮

রানার ব্লগ বলেছেন: ছাত্রদের যৌক্তিক আন্দলনের ক্রিমের স্বাদ নিচ্ছে তৃতীয় চতুর্থ ও পঞ্চম পক্ষ।

১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:২৯

সোনাগাজী বলেছেন:



ক্রিম আমি দেখছি না, আমি দেখছি দেশে ৪০ লাখ বেকার; যারা দেশ চালাচ্ছে, তাদের পরিবারগুলোতে বেকার নেই।

৫| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:১০

ধুলো মেঘ বলেছেন: অবশ্যই দক্ষ। ছাত্রলীগ নেত্রীকে কানে ধরে উঠাবসা করাচ্ছে। কোন ছাত্রদল- শিবিরের বাবার ক্ষমতা হত এটা করে দেখায়!

১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৩২

সোনাগাজী বলেছেন:



ওরা ক্যাম্পাসে থেকে "সবার জন্য চাকুরী"র আন্দোলন করলে জাতি উপকৃত হতো; এখন কিছুই পাবে না।

৬| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: কারেক্ট অবজারভেশন, দ্বীমত করার কোন সুযোগ নেই।

আসলে কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, ঝড়ে আম কুড়াতে বিম্পি-জামাত সাইড লাইন দিয়ে ঢুকার চেষ্টা করছে কিন্তু তারা তাতে সফল হবে না, ছাত্ররা নিজেদের ভুল বুঝতে শুরু করেছে।

গতরাতে দেখলাম পিনাকী মদ খেয়ে লাইভে এসে লম্ফ ঝম্ফ করছে, এই আন্দোলনের ক্রেডিট নিতে চাচ্ছে, ভাবখানা এমন আগামী কালই সরকারর পতন হবে যাবে।



এই লোকটার জীবনটাই শেষ হয়ে গেলো সারাদিন ইউটউবে হাউকাউ করতে করতে।

১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:




আন্দোলনকে রাস্তায় নেয়া টা সঠিক হয়নি।

৭| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: নেতা ছাড়া কোন আন্দোলন যে সফল হয় না এই আন্দোলন তারাই একটি প্রমাণ।

১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:



এখানে কেহ কাউকে চেনে না; ফলে, কোন কন্ট্রোল নেই, সঠিক সিদ্ধান্ত নেয়া কঠিন।

৮| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: আন্দোলন টা খুব সুন্দর ভাবে চলছিল। শিবির উহাকে নষ্ট করছে। জল ঘোলা করতে চেয়ে এখন এটা মাঠেই মারা গেসে।

১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

সোনাগাজী বলেছেন:



যাক, শেখ হাসিনা নাকি আলোচনার জন্য ডেকেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.