নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় সম্প্রতি বিশাল ছাত্র আন্দোলন হলো ক্যাম্পাসের ভেতরে।

১৯ শে জুলাই, ২০২৪ রাত ১০:৪০



অধিকার আদায়ের জন্য আন্দোলনে যেতে হয়; আন্দোলনের সফলতা নির্ভার করে জনসংখ্যার সমর্থন ও সুচিন্তিত পদক্ষেপের উপর।

ফিলিস্তিনের মানুষের পক্ষে স্মরণকালের বৃহত্তম ছাত্র আন্দোলন (মে ও জুন মাসে ) হয়ে গেলো আমেরিকার বড় বড় স্কুলগুলোতে; আপনারা দেখেছেন, আন্দোলনরত ছাত্ররা আন্দোলন করেছে নিজেদের "স্কুলের ক্যাম্পাসে"; সব ক্যাম্পাসেই পুলিশ তাদেরকে ঘেরাও করে রেখেছিলো ও চেষ্টা করেছিলো ছাত্রদের ক্যাম্পাস-ছাড়া করতে। যখন পুলিশ সফল হয়নি, পুলিশ চেষ্টা করেছে, ক্যাম্পসে যাতে বাহিরের লোকজন ছাত্রদের সাথে যোগ দিতে না'পারে!

যখনই পুলিশ চেষ্টা করেছে ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিতে, ছাত্ররা যেই কোন মুল্যে ক্যাম্পাসের কোন এলাকা দখল করে, তাবু লাগিয়ে অবস্হান শক্ত করেছে। ছাত্ররা যখন নিজেদের ক্যাম্পাসে ছিলো, স্কুলের লোকজন না ডেকে আনা অবধি পুলিশ ক্যাম্পাসে আসেনি। এতে ছাত্ররা সব সময় নিরাপদ ছিলো, নিজেদের মাঝে সব সময় সলাপরামর্শ করতে পেরেছে। যখন ইউনিভার্সিটিগুলো ছাত্রদের ক্যাম্পাস-ছাড়া করতে চেয়েছে, তারা পুলিশ এনেছে ও নিজেরা উপস্হিত ছিলো, যাতে ছাত্রদের উপর বেআইনীভাবে বল প্রয়োগ না'করা হয়।

ছাত্র আন্দোলন হতে হয় ক্যাম্পাসের ভেতর, ক্যাম্পাসই হলো তাদের পড়ালেখার যায়গা, থাকার যায়গা, প্রতিবাদ করার যায়গা, আন্দোলন করার যায়গা, সফল হওয়ার যায়গা। চাকুরী নয়, কোন ভাতা নয়, সামান্য কোটা ( তাও অন্যদের কোটা ) আন্দোলন করতে গিয়ে প্রাণ হারানো ভয়ংকর ঘটনা।

আমেরিকার ছাত্র আন্দোলন হয়েছে ক্যাম্পাসের ভেতরে! এবারের ছাত্র আন্দোলন আমেরিকায় ইসরায়েলের স্বরূপ উন্মোচিত হয়েছে; আমাদের ছাত্ররা না'বুঝে আন্দোলনকে রাস্তায় নিয়ে গেছে; এতে আন্দোলন কন্ট্রোল হারায়েছে ও ছাত্ররা পুলিশের মুখোমুখি হয়ে গেছে।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:০২

নতুন বলেছেন: বন্দুক যার হাতে তার ইচ্ছার উপরে নির্ভর করে সে কাকে গুলি করবে।

ছাত্রদের হাতে লাঠি উঠেছে ছাত্রলীগের হামলার পরে।

ছাত্রদের আঘাত করলে কোনদিন তারা চুপ হয়ে যায় নাই।

আয়ামীলেগের অহংকারের কারনেই তারা এতো খুন করতে পারলো।

তারা যদি জনগনের ভোটে নিবাচিত হতো তবে কখনোই এমন আচরন করতে পারতো না। তারা বিশ্বাস করে সন্ত্রাসী দিয়ে সামনের নিবার্চনও জয়ী হয়ে ক্ষমতা থাকবে সম্পদের পাহাড় বানাবে।

শেখের বেটি এতোটা অমানুষের মতন কাজ করবে সেটা আশা করিনাই।

এখন খালেদা আর হাসিনা আমার কাছে একই পুতুলই মনে হচ্ছে।

১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনাকে ব্যুরোক্রেটরা বেগম জিয়ার থেকে আরো নীচু নামি ফেলেছে; এই ব্যুরোক্রেটরাই মিলিটারীকে ডেকে বলবে যে, তাদের হতক্ষেপ লাগবে।

২| ১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:০৮

রবিন_২০২০ বলেছেন: ছাত্ররা ক্যাম্পাস এর বাইরে গিয়ে ও তো শান্তিপূর্ণ ছিল, ছাত্রলীগ নিরীহ ছাত্রদের উপর চড়াও হবার পরই সব কিছু নিয়ন্ত্রণ এর বাইরে চলে গেছে। mob psychology বলে একটা ব্যাপার আছ।

১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩১

সোনাগাজী বলেছেন:



ছাত্ররা যদি ক্যাম্পের বাহিরে সুশৃংখল ও নিরাপদ থাকে, আপনি আন্দোলেন যোগ দিতে পারেন।

আমাদের দেশে mob আছে।

৩| ১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:১১

রবিন_২০২০ বলেছেন: আর রাজনৈতিক দল এর পা চাটা শিক্ষক সমাজ ছাত্রদের নিরাপত্তার কোনো চেষ্টাই করেনি।

১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪০

সোনাগাজী বলেছেন:



যারা শিক্ষকদের পিটায়, তারা কি আশা করতে পারে?

৪| ১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:১৩

ভুয়া মফিজ বলেছেন: অত্যন্ত শিশুসুলভ আলোচনা। আমেরিকান সিস্টেম আর বাংলাদেশ সিস্টেমের কোন তুলনা করাটাই ইম্ম্যাচিউরড ভাবনা।

শুধু সংক্ষেপে একটা উদাহরন দেই। আমেরিকান ছাত্রদের আন্দোলনে পক্ষ ছিল ২টা। ছাত্র আর পুলিশ।
বাংলাদেশের ক্ষেত্রে পক্ষ তিনটা। ছাত্র, পুলিশ আর ছাত্রলীগ!!!

১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪২

সোনাগাজী বলেছেন:



পাকিস্তানী বাসমতিতে দুষিত ষ্টার্চ আছে, ডিডিটিও থাকতে পারে।

১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



যতকিছু হোক ক্যাম্পাসই নিরাপদ যায়গা, সেখানে যুদ্ধ হলেও ৩৯ জনের প্রাণ যাবে না।

৫| ১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫৭

ভুয়া মফিজ বলেছেন: পাকিস্তানী বাসমতিতে দুষিত ষ্টার্চ আছে, ডিডিটিও থাকতে পারে। আপনে যে আবাল এইটা বারে বারে প্রমাণ দেওয়ার কিছু নাই। আমি এমনিতেই জানি।

দ্বিতীয় মন্তব্যের জন্য বলিঃ বাংলাদেশের ছাত্র আন্দোলন শুধু ক্যাম্পাস-ভিত্তিক হইলে কোন লক্ষ্যই অর্জিত হওয়ার কোন চান্সই নাই।

যাই হোক, আপনের কাছ থিকা কোন যুক্তিপূর্ণ মুল্যবান কথাবার্তা শোনার আশায় মন্তব্য করি নাই। ব্লগ একেবারেই ফাকা, মনটাও খারাপ, সেইজন্য করলাম। ভাবলাম সার্কাসের জোকারটারে একটু নাড়া দিয়া দেখি, কি বাইর হয়!!!! এই ফাকা মাঠে আরো কিছু আবালীয় পোষ্ট করার অনুরোদ কইরা বিদায় নিলাম!!!! মনটাও খানিকটা ভালো হইলো। সেইজন্য ধন্যবাদ!!!! =p~

২০ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:



আমার পোষ্টে এলে সব সময় মন ভালো হবে, বুদ্ধিমত্তাও বাড়বে।

৬| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১:১৪

শ্রাবণধারা বলেছেন: আপনার গত কদিনের পোস্ট সম্পর্কে একটা ছোট পর্যবেক্ষণ: আপনি প্রতিদিনই ছাত্রদের এই আন্দোলনের দোষ খুঁজে বের করার চেষ্টা করছেন। এটা কেন?

আপনি ছাত্রদের উপর হেলমেট-হাতুড়ি বাহিনীর আক্রমণে ভুল দেখছেন না? খুব কাছ থেকে একজন নিরস্ত্র ছাত্রের বুক বরাবর গুলি করায় ভুল দেখছেন না? দশম এবং একাদশ শ্রেণির ছাত্রদের গুলি করে মেরে ফেলায় ভুল দেখছেন না? মেয়েদের মেরে রক্তাক্ত করায় ভুল দেখছেন না? ছাত্রলীগকে যারা নিয়ন্ত্রণ করে সেইসব পালের গোদার উস্কানিমূলক কথায় ভুল দেখছেন না?

ভুল দেখছেন আন্দোলনকারী ক্যাম্পাস থেকে কেন রাজপথে বের হলো সেখানে!!!

আপনি সাধারণত যেসব বিশেষণে অন্যদের ভূষিত করেন, তাদেরই কোনো একটা এই মুহূর্তে আপনার জন্য বরাদ্দ দিলাম!

২০ শে জুলাই, ২০২৪ রাত ১:৩৪

সোনাগাজী বলেছেন:



হেলমেট বাহিনী আছে, শেখ হাসিনা আছে, ছাত্রদের সিনিয়র ভাইয়েরা সেক্রেটারিয়েটে ও পুলিশে আছে; এগুলো "সাধারণ' ছাত্ররা জানে। এসব জেনে শুনে সামান্য কোটা বদলাতে রাস্তায় গেছে তারা; কিন্তু এর থেকে বিশাল উদ্দেশ্য নিয়ে আমেরিকান ছেলেরা ক্যাম্পাসে ছিলো।

আমি আন্দোলনের ভুল পদক্ষেপগুলো দেখছি। আন্দোলনকারীরা নিশ্চয় সফলতা চেয়েছিলো?

৭| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১:১৬

আঁধারের যুবরাজ বলেছেন: শ্রাবণধারা বলেছেন:আপনি সাধারণত যেসব বিশেষণে অন্যদের ভূষিত করেন, তাদেরই কোনো একটা এই মুহূর্তে আপনার জন্য বরাদ্দ দিলাম!

২০ শে জুলাই, ২০২৪ রাত ১:৩৫

সোনাগাজী বলেছেন:



উনি যথাসম্ভব বাংগালী আন্দোলনের গুরু মওলানাকে চেনেন না।

৮| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১:৫১

শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: উনি যথাসম্ভব বাঙালি আন্দোলনের গুরু মওলানাকে চেনেন না।

হা হা :";)

সোনাগাজী ভাই, আমি মওলানা ভাষানীকে মোটামুটি ভালোভাবেই চিনি। তার জীবনী এবং রাজনীতির উপর বেশ মোটা-সোটা একটা বই পড়েছিলাম। তার উপরে নয়, কিন্তু তার প্রসঙ্গ আছে এমন বই আরও অনেকগুলো। সেই মোটা বইয়ের অনেক কিছু এখনও মনে আছে। এই যেমন, মওলানার রাজনৈতিক দীক্ষাগুরু ছিলেন চিত্তরঞ্জন দাশ, কিন্তু চিত্তরঞ্জন অকালে মারা যাওয়ায় মওলানা মুশকিলে পড়েছিলেন। তারপর যেমন ইন্দিরা গান্ধির কাছে তার লেখা চিঠির কথা মনে আছে, তার চীন ভ্রমণের কথা মনে আছে, তাদের টাঙ্গাইলের বাড়ির কাছের হিন্দু পাড়ায় সন্ধ্যা হলে যে আর আরতির ঢাক বাজে না, এটা নিয়ে মওলানার আক্ষেপের কথা মনে আছে। কোন নিম্ন বর্ণের হিন্দু তার কাছে ধর্ম পরিবর্তনের জন্য গেলে, তিনি তাদের ধর্ম পরিবর্তন না করার জন্য বুঝিয়ে ফেরত পাঠাতেন, এটা মনে আছে।

এরকম আরও অনেক কিছুই মনে আছে। :)

২০ শে জুলাই, ২০২৪ রাত ২:২৭

সোনাগাজী বলেছেন:



উনার উপর বই পড়লে, আপনি উনার উপর নতুন বই লিখতে পারবেন; আমি উনার সাথে চিটাগং পোর্ট শ্রমিকদের আন্দোলনে ছিলাম।

৯| ২০ শে জুলাই, ২০২৪ রাত ২:০১

আমি সাজিদ বলেছেন: পশ্চিমের সাথে আমাদের মিলিয়ে হত্যাকান্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করা দুঃখজনক। গুলি বের হয়ে ছাত্ররা মারা গেছে, এইটা গোটা ঘটনাপ্রবাহকে অন্য দিকে নিয়ে গেছে।

আপনার বড় বোনকে একটু ফোন টোন করে বলিয়েন স্ক্রিপ্ট ছাড়া বেতাল কথা বললে আর রিএক্টর করলে অনেক সময় উনি সহ দেশের সব স্তরের মানুষের জন্য বিপদ হতে পারে। এর প্রমাণ তো সারা পৃথিবী দেখছেই।

আপনি থাকেন এমন দেশে যেখানে সো কল্ড মতপ্রকাশের স্বাধীনতা আছে ( মানছি আছে, অন্তত স্বৈরাচারী শাসকের দেশগুলো থেকে ভালো) । কিন্তু আপনি আবার জন্মদাতা দেশের ছাত্রদের বুকে গুলি করাকে জাস্টিফাই করার জন্য কুমিরের গল্পও বলে যাচ্ছেন! ঘটনা কি? এত বছর বিদেশ করে কিছুই শেখেন নাই? জ্যাকসন হাইটসের ভাত মিষ্টির দোকানে গিয়ে খালি বাঙালি আড্ডাই দিয়েছেন?

২০ শে জুলাই, ২০২৪ রাত ২:৩০

সোনাগাজী বলেছেন:



আমার থেকে বৈধতা নেয়ার জন্য কেহ অপেক্ষা করছে না।



১০| ২০ শে জুলাই, ২০২৪ রাত ২:০১

আঁধারের যুবরাজ বলেছেন: গাজী ভাই এখন এই আন্দোলন নিয়ে খোঁচাখুঁচির সময় না। মানুষ রাগে ,দুঃখে ক্ষোভের চরমে অবস্থান করছে ! ছাত্ররা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলো শুনলাম ,উনি সম্ভবত ছাত্রদের সাথে দেখা করেন নাই। শেখ হাসিনা দেশকে এক ভয়ানক অবস্থানে নিয়ে এসেছে।

২০ শে জুলাই, ২০২৪ রাত ২:৪১

সোনাগাজী বলেছেন:



আমি খোঁচাখুঁচি করছি না; আমি ১ টি সঠিক আন্দোলনের উদাহরণ দিয়েছি, যেখানে কোন ছাত্রের প্রাণ যায়নি।

১১| ২০ শে জুলাই, ২০২৪ রাত ২:০২

আমি সাজিদ বলেছেন: * রিএক্ট

২০ শে জুলাই, ২০২৪ রাত ২:৩৩

সোনাগাজী বলেছেন:



বিবিধ পোষ্টে আমি আপনার মন্তব্য অনুসরণ করছি।

১২| ২০ শে জুলাই, ২০২৪ রাত ২:৩১

কামাল১৮ বলেছেন: প্রথম দিকে আন্দোলনের সাথে কারো দ্বিমত ছিলো না।সরকারেরো না।যেই মাত্র বিএনপি জামাত সমর্থন দিলো তখন থেকে আন্দোলন অন্যদিকে চলে গেলো।এটা নিয়ে কয়েকজন পোষ্ট দিয়েছিলো।এখন অনেকেই বিপদের মধ্যে থাকবে।তাদের সাহায্যে কেই যাবে না।
বিএনপি জামাতের অনেক ব্যর্থ আন্দোলনের মতো এটাও তেমন একটা হয়ে গেলো।এদের সমর্থনের বিরোধিতা করা দরকার ছিলো।এরা এমনিতেই চিহ্নিত সন্ত্রাসী। সেই ১৬/১৭ সাল থেকেই তাদের নামে হাজার হাজার মামলা।এখন যুক্ত হলো আরো কয়েক হাজার।
এখনো সময় আছে এদের খপ্পর থেকে বের হয়ে আসার।

২০ শে জুলাই, ২০২৪ রাত ২:৩৬

সোনাগাজী বলেছেন:



দেশ কিন্তু ভয়ংকর সমস্যার মাঝে প্রবেশ করেছে; মিলিটারী নামানোর দরকার হয়েছে। কোটার "সাধারণ ছাত্রদের সামনে রেখে, দুনিয়ার অসাধরণ ছাত্ররা সংঘর্ষে নেমেছে"।

১৩| ২০ শে জুলাই, ২০২৪ রাত ২:৫৫

আমি সাজিদ বলেছেন: আমার মন্তব্য অনুসরণ করে কি লাভ আপনার? অযথা কাজে আমরা উস্তাদ।

২০ শে জুলাই, ২০২৪ ভোর ৪:১২

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা অযথা কাজেই বেশী দক্ষ।

১৪| ২০ শে জুলাই, ২০২৪ রাত ৮:২৪

শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: আমি উনার সাথে চিটাগং পোর্ট শ্রমিকদের আন্দোলনে ছিলাম।

আমি যখন মওলানা ভাষানী সম্পর্কে উপরের কথাগুলো লিখছিলাম তখন মনে মনে এটা ভাবছিলাম যে খুব সম্ভব আপনি মওলানা কে অনেক কাছে থেকে দেখেছেন এবং তার আদর্শ দ্বারা চালিত হয়েছিলেন। যেটা আমার তাকে বই পড়ে জানার চেয়ে কয়েকগুন বেশি শক্তিশালী। :)। কমেন্ট বেশি বড় হয়ে যাচ্ছিল দেখে এটা লিখতে চেয়েও আর লিখিনি।

এখন ভেবে দেখুন এই সমস্ত হাবিজাবি লেখার পরও আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল কি না? :)

২০ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪৯

সোনাগাজী বলেছেন:



আমি আমার পর্যবেক্ষণ, ভাবনা থেকে লিখি; এটাই আমি; এবং আমি বিশ্বাস করি যে, আমি বাস্তবতার কাছাকাছি আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.