নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী ব্লগারেরা দেশ নিয়ে তেমন চিন্তিত বলে মনে হচ্ছে না।

২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৭



দেশে ইন্টারনেট নেই, দেশী ব্লগারেরা লিখতে পারছেন না। আমার ধারণা ছিলো, দেশের বর্তমান পরিস্হিতিতে প্রবাসের ব্লগারেরা অনেক চিন্তিত হবেন, অনেকভাবে উৎকন্ঠিত হবেন, অনেক কিছু লিখবেন; কিন্তু তা ঘটেনি। দেশী কয়েকজন ব্লগার এই মহুর্তে বিদেশে অবস্হান করছেন; তারা কয়েকদিন আগে ছবি ববি দিয়ে ব্লগ ভরে ফেলছিলেন; কিন্তু দেশ যখন ভয়ংকর সমস্যায়, এরা চুপ হয়ে গেছেন।

আমেরিকান ব্লগারেরাও চুপ, আমার ধারণা ছিলো, আমেরিকা থেকে বাংলাদেশকে বুঝতে একটু সহজ এবং আমেরিকায় থাকার কারণে অনেকটা নিরপেক্ষভাবে কিংবা সঠিক রাজনৈতিক অনুধাবনের মন নিয়ে লেখা সম্ভব; কিন্তু সবাই চুপ করে আছেন।

আরবের ব্লগারদের মাঝে ১ জনই এ্যাকটিভ। এক আবোল তাবোল ছড়াকার ছিলো, শেখ হাসিনার বিপক্ষে অনেক ছড়া লিখতেন, এখন একবারেই চুপ।

অষ্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপ একবারে চুপ হয়েছে গেছে; লন্ডনের তারেক জিয়া-বিপ্লবের থিংকট্যাংকও চুপচাপ; পাকি বাসমতির চাল খেয়ে ফুড পয়জনিং হলো নাকি? লন্ডনে ১ নাবিক ব্লগার ছিলেন, দারুচিনি দ্বীপে তরুণী খুঁজে বেড়াতেন, উনারও কোন খবর নেই; উনার জাহাজ মনে হয়, হুতি এলাকার সমুদ্রে আছে। দ: আমেরিকায় আমাদের ব্লগার নেই মনে হয়; ওখান হয়ে যারা আমেরিকা আসে, তাদের মাঝে ব্লগার থাকার সম্ভাবনা নেই।

নীরব হয়ে গেছে প্রবাসী ব্লগারেরা।


মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২৮

নতুন বলেছেন: প্রায় ২০০ মানুষের প্রান গেলো, তারপরেও অনেকে এখনো এই সরকারের থেকে যাবার পক্ষেই কথা বলছে।

এই সরকার চলে গেলে কি হবে সেটা কেউই জানেনা। কিন্তু ২০০ মানুষ যারা হত্যা করতে পারে তাদের হাতে রাস্টের ক্ষমতা রাখাও সমুচিন না।

এরা গেলে কে আসবে সেটা জনগনকেই ঠিক করতে দেওয়া উচিত। জনগনের হাতে ভোটের অধিকার থাকলে কোন সরকারই এমন ভাবে মানুষ মারার সাহস পায় না।

২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



ভোট সিষ্টেমকে জিয়া ও জিয়ার পরের মিলিটারী ও বিএনপি যেভাবে কলুষিত করেছিলো, সেটাকে বিশুদ্ধ করার ভার ছিলো শেখ হাসিনার উপর; কিন্তু তিনি উহাকে আরো কঠিনভাবে ব্যবহার করে, পার্লেমেন্টে নিয়ে এসেছেন ৩০০ মাফিয়াকে বারবার; এটা অপরাধ।

কিন্তু আরেকটা ব্যাপার, জামাত-শিবিরের মতো অজগরকে কিভাবে ঘরের বাইরে রাখা যায়, সেটুকু মগজ উনার ছিলো বলে মনে হয় না।

২| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৬

আঁধারের যুবরাজ বলেছেন: মানুষ স্তম্ভিত ,এতো মানুষের মৃত্যু হয়েছে ,হাজারো মানুষ মারাত্মক আহত হয়েছে। শুধু মাত্র আওয়ামীলীগের লোকদের অহংকার এবং তান্ডবের পরে। ছাত্রলীগ শুরু করেছিল ,বরাবর যা করে আসছে বিগত বছর গুলি থেকে।

কি হবে না হবে জানি না ,তবে এই সরকারের আর এই দেশের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫২

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, ব্যউরোক্রেরা, সরকারী কর্মচারীরা, পুলিশেরা, দলের লোকেরা ও ব্যবসায়ীরা যেই পরিমাণ লুট করেছে, উহা থেকে বাঁচার জন্য ওরাই সরকারের পতন ঘটায়ে সব দোষ শেখ হাসিনাকে দিয়ে, সবাই দায়মুক্ত হবে; সরকারের পায়ের তলার মাটি অনেকটাই সরে গেছে।

২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



তবে, সমস্যাও হবে, দেশ চলে যাবে হায়েনা ও অজগরদের হাতে; দেশের রাস্তায় যারা পুলিশকে তাড়াচ্ছিলো, উহাদের কোন মগজ আছে বলে আমার মনে হয় না।

৩| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৫

নতুন বলেছেন: কিন্তু আরেকটা ব্যাপার, জামাত-শিবিরের মতো অজগরকে কিভাবে ঘরের বাইরে রাখা যায়, সেটুকু মগজ উনার ছিলো বলে মনে হয় না।


দেশের মানুষকে আয়ামীলীগ বঙ্গবন্ধুকে এতো বেশি বিক্রি করেছে যে তার ফলে জনগনের কাছে মুক্তিযুদ্ধের চেতনার মুল্যহীন হে যাচ্ছে।

আর দেশের মোল্যা গোস্টি জনগনের মাঝে জামাতকে জনপ্রিয় করছে। জামাতীরা বছর ভরে ইসলামের কথা বলে শেষে এসে দেখায় যে জামাত সহী পথে আছে।

আর জনগনের সামনে কোটি কোটি টাকা লুট পাট করে চেতনার কথা যখন বলে তখন জনগনের কি মনে হয়?

দেশের জনগনকে শিক্ষিত না করতে পারলে তারা ধর্মান্ধ হবে।

২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:



ছাত্রলীগ থাকাতে শিবির ও ছাত্রদল থাকার সুযোগ হয়েছে; শেখ হাসিনার মগজ বলতে কইছু আছে বলে আমি বিশ্বাস করি না; ছাত্রলীগ এখন সরকার ও ছাত্রদের উপর লুটতরাজ করছে।

যেই ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশের পতাকা তৈরি হয়েছে, সেখানে এখন শিরিরের আবাস।

৪| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৬

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:ওরাই সরকারের পতন ঘটায়ে সব দোষ শেখ হাসিনাকে দিয়ে, সবাই দায়মুক্ত হবে

আপনি পূর্বেও এই আশংকার কথা বলেছিলেন ,সম্ভবত সেটাই হবে গাজী ভাই ! ৭৫ এর পরে আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতারাও সেটাই করেছিল।

২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:



১৯৬৮ সালে ও ১৯৭৫ সালে আমি দেখেছি আওয়ামী লীগ কি করে পালিয়ে যায়; শেখ হাসিনার বিপদের দিন দ্রুতই এগিয়ে আসছে, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

৫| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৪

নতুন বলেছেন: তবে, সমস্যাও হবে, দেশ চলে যাবে হায়েনা ও অজগরদের হাতে; দেশের রাস্তায় যারা পুলিশকে তাড়াচ্ছিলো, উহাদের কোন মগজ আছে বলে আমার মনে হয় না।


২০০ মানুষ হত্যা যে করেছে তাকে পাল্টানোর দরকার আছে।

সামনে কি হবে সেটা দেখা যাবে। পরিবর্তন আসবে। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে না দিতে পারলে এমন দানবের সৃস্টি হতেই থাকবে।

এখন সামনে যে ক্ষমতায় আসবে তাকে চাপে থাকতে হবে।

২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনাকে সরাবে মিলিটারী, কিংবা শেখ হাসিনা মিলিটারীকে দিয়ে যাবে।

জিয়া, এরশাদ ও বেগম জিয়া ( এবা সবাই ক্যন্টনমেন্টের লোকজন ) কি সঠিক ভোট করেছিলো? করেনি।
ফলে, আগামী মিলিটারীও কিছুই করবে না, লুততরাজ চালাবে।

৬| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৬

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: তবে, সমস্যাও হবে, দেশ চলে যাবে হায়েনা ও অজগরদের হাতে; দেশের রাস্তায় যারা পুলিশকে তাড়াচ্ছিলো, উহাদের কোন মগজ আছে বলে আমার মনে হয় না।

সাধারণ মানুষের কিছু করার নেই। তবে এখনই বা কি ভালো আছে ? আর কি খারাপ হবে ,এমনটাই ভাবছে সাধারণ মানুষ। অতিষ্ঠ হয়ে পড়েছে সবাই। তবে নতুন যারাই আসুক আওয়ামীলীগের মতো এতো খারাপ করতে পারবে না। সেই সুযোগ আওয়ামীলীগ করতে দেবে না। দেশের রাজনৈতিক সুযোগ কাজে লাগাতে এদের চাইতে অন্য কোনো দল এতো পারঙ্গম না।

২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:



দরকার আওয়ামী তৃণমুল ও নিরপেক্ষ শিক্ষতরা মিলে, শেখ হাসিনার বদলে একটি সর্বদলীয় সরকার গঠন করার প্রস্তাব দেয়া।

৭| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫০

নতুন বলেছেন: আমি আমার দুই ভাগিনা কে অনার্স শেষে দেশের বাইরে যেতে পরামর্শ দিবো। :|

আগে মাতৃভুমি ছেড়ে থাকার জন্য কস্ট হতো। কিন্তু এখন সব মিলিয়ে বেচে থাকার জন্য বিশ্বের ভদ্র কোন সমাজে চলে যাওয়া খারাপ মনে হয় না।

আমাদের দেশে রাজনিতিক নেতারা ৯৯% সময় মিথ্যা কথা বলে, মানুষ হত্যা করছে, দুনিতি করছে। এর থেকে যদি বিদেশে বসবাস করে সেটাও চলে।

বিশ্বের অনেক দেশেই সাভাবিক মানুষের মতন বেচে থাকার পরিবেশ আছে। সেটা আমাদের দেশে নস্ট করেছি আমরা সবাই মিলে। :|

২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:



আসলে নষ্টের সুত্রপাত ঘটায়েছে ১৯৭৫ সালে মিলিটারী; তারা দেশবিরোধীদের থেকে অভ্যর্থনা পেয়েছিলো বলে, তাদেকের ক্ষমতার অশীদার করে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে; দেশ অবশেষে বর্গিলুটেরা ব্যুরোক্রেটদের হাতে বন্দী হয়েছে।

৮| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৬

কামাল১৮ বলেছেন: লন্ডনে তারেক জিয়া কিন্তু সরব।দেশের কিভাবে আরো বারোটা বাজানো যায় তার সবক দিচ্ছেন অষ্ট প্রহর।শিবিরের সাগর,মৌলানা পিনাকি সহ অনেকেই সরব।তাদের সাথে সুর মিলিয়ে ব্লগেও কেউ কেউ বলছে।
রায়ের পরে আন্দোলন আর থাকার কথা না।কিন্তু একটা অংশ আন্দোলন চালিয়ে রাখার পক্ষে।নিত্য পন্যের দাম আরো বাড়ছে যোগাযোগ ব্যবস্থার খারাপের কারনে।তার উপর চলছে কারফিউ।পন্যবাহী যানবাহন কে নিরাপদে চলাচল করতে দেয়া সবার দায়িত্ব।নয়তো দাম আরো বেড়ে যাবে।
মিলিটারি পেলেন কোথায়।মিলিটারিকে সেধেও ক্ষমতা দেয়া যাবে না।এক এগারোর মিলিটারিদের এবস্থা তারা দেখেছে।এখনো দেশে যেতে ভয় পায়।মিলিটারিদের বিদায় খুব ভালো ভাবে হয় না।

২২ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

সোনাগাজী বলেছেন:



এবার শেখ হাসিনার সরকারের পতন ঘটেনি; এবার যদি ঘটতো, দেশ কার হাতে যেতো?

৯| ২২ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

নতুন বলেছেন: @কামাল ভাই। ২০০ মানুষ মেরে ফেলে জনগনের সরকার হয় কিভাবে?

বিএনপি তো চাইবেই সরকার হটাতে,

কিন্তু জনগন মেরে দেশের ক্ষমতায় থাকতে হবে আয়ামীলীগের?

বন্দুক যার হাতে মানুষ মারবে কিনা সিদ্ধান্ত তার কাছে।

আগে আয়ামীলিগ কে সরান, জনগনের হাতে ভোটের ক্ষমতা তুলে দিন। তখন ভোটে যে ক্ষমতায় আসবে সেটা মেনে নিতে ভয় কি?

২২ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:




রাজনৈতিক দলের বাইরে কাউকে কি ভোট দেয়া যায়? বিএনপি-জামাত-শিবিরও দেশ পাবে না, সামনে কোন এক সময় দেশ চলে যাবে মিলিটারীর হাতে; ওরা কি করবে তা পরিস্কার নয়।

১০| ২২ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

নতুন বলেছেন: বিএনপির কোমড় ভাঙ্গা, জামাতীরা ভোট পাবেনা।

আয়ামীলীগের অনেক এমপি সতন্ত্র হিসেবেও ভোটে জয়ী হবে।

জনগনের ভোটে নিবাচিত ৩০০ জনকে সংসদে পাঠান। তারা নতুন কোয়ালিসন করে সংসদ চালাক।

পরের নিবার্চনে বড় দল ক্ষমতায় আসবে।

কিন্তু ভোটের ক্ষমতা জনগনের হাতে আসলে তবেই রাজনিতিকরা এমন দানবে পরিনত হতে পারবেনা।

তারেখ জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চাই, পুতুল বা জয়কে প্রধানমন্ত্রী দেখতে চাই এমন চাটাদের টচকানা দিয়ে থামিয়ে দিতে হবে।

আয়ামীলীগের গত ১৫ বছরে কত কোটি টাকার দূনিতি হয়েছে?

এখন বাংলাদেশের ধর্ষন করছে আয়ামীলীগ, আর তার দিকে বিএনপি জামাত তাকালে চোখ উপড়ে ফলছে তারা।

২০০ মানুষ মেরে, কোটি কোটি টাকার সম্পদ বানিয়ে আর যাই হোক না কেন বিএনপি/জামাত খারাপ বলার জোকস টা খারাপ না।

২২ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১১

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগের সময়, যেই পরিমাণ বৈদেশিক ঋণ নেয়া হয়েছে, সম পরিমাণ অর্থ ডাকাতী হয়েছে।

আপনি যেই ধরণের ভোটের কথা বলছেন, উহা ঘটানোর জন্য ৩য় কোন পক্ষকে ক্ষমতায় থাকতে হবে।

১১| ২২ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

নব অভিযান বলেছেন: প্রবাসীদের ভোট দেয়ার ব্যবস্তা করা উচিত।

২২ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:



ব্যসস্হা তো আছে, এবার ট্রাম্পকে দেন।

১২| ২২ শে জুলাই, ২০২৪ রাত ৮:০৭

কামাল১৮ বলেছেন: শেখ হাসিনার পতন হলে সংসদ নির্ধারণ করবে কে প্রধান মন্ত্রী হবে।

২২ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:




আপনি কোন বাতাসে ভাসছেন, সরকারের পতন হলে সংসদ কিভাবে থাকবে? জিয়া ও এরশাদের সময় ছিলো?

১৩| ২২ শে জুলাই, ২০২৪ রাত ৮:১৬

শ্রাবণধারা বলেছেন: আপনি কেন গত ৮-১০ দিন ধরে অনবরত নির্বোধের মত একের পর এক পোস্ট দিচ্ছেন এবং এই ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছেন এর কারনটা এখন সম্ভবত কিছুটা বুঝতে পেরেছি। কারন হল ছাত্র আন্দোলনের কোন সংবাদ আপনি পাচ্ছেন না।

কোন সংবাদপত্র, নিউজ চ্যানেলেই এই খবর নেই। কেননা ইন্টারনেট ব্লাক আউট চলছে এবং সকল নিউজ চ্যানেল গুলোকে কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।

এই আলোচনাটা এই মুহূর্তে বিএনপি জামাতের প্রসংগে নয়। আপনি এবং উপরে কামাল১৮, যার বুদ্ধিবৃত্তি সম্পর্কে গত কিছুদিন থেকে আমার তীব্র সন্দেহ হতে শুরু করেছে, বিষয়টা একেবারেই বুঝতে পারছেন না।

২২ শে জুলাই, ২০২৪ রাত ১১:২২

সোনাগাজী বলেছেন:



এটা বুদ্ধিমানদের আন্দোলন নয়; চাকুরী বাকুরী নয়, সামান্য কোটা, নাকি লোটার জন্য ১৩৩ জনকে প্রান দিতে হয়েছে; আপনার ভাবনাচিন্তায় সমস্যা আছে।

এই আন্দোলন যদি ক্যাম্পাসে হতো, হয়তো ১ জন মানুষও প্রাণ হারাতো না।

১৪| ২২ শে জুলাই, ২০২৪ রাত ১১:০৮

কামাল১৮ বলেছেন: জিয়ার পতন হলে বিএনপিই ক্ষমতায় ছিলো।এরশাদের পতন হলে সব দল মিলে একটা নিয়ম বের করে,প্রধান বিচার পতিকে নিয়ে আসে।এখানে সকল দল আন্দোলন করছে না।ছাত্ররা আন্দোলন করছে আর বিএনপি জামাত নাশকতা করছে।এটা দমন করা সময়ের ব্যাপার।এবং বিএনপি আবার বিশ বছর পিছিয়ে গেলো।মিলিয়ে নিবেন।
৭১রে স্বাধিনতার জন্য আন্দোলনেও, আন্দোলন কারিরা এমন নাশকতা করে নাই।সেই সময় আন্দোলনের সাথে যুক্ত ছিলাম।আমাদের দেশপ্রেম ছিলো,বিএনপি জামাতের কোন দেশপ্রেম নাই।কোন দেশ প্রেমিক এই ভাবে দেশের সম্পদ নষ্ট করতে পারে না।

২২ শে জুলাই, ২০২৪ রাত ১১:১৫

সোনাগাজী বলেছেন:



জামাত-শিবিরের কাছে যদি দয়ামা্য়া বা বুদ্ধিমত্তা থাকতো, ১৯৭১ সালে তারা নিজ জাতির মানুষকে এভাবে হত্যা করতো না; ওরা মারে ও মরে, এই হলো ওদের রাজনীতি।

ওদের সব নেতার ফাঁসী হয়েছে, আরো অনেকের হবে।

১৫| ২২ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫৭

কাছের-মানুষ বলেছেন: প্রবাসীরা চিন্তিত! কোরিয়াতে ৫০০ মানুষের জায়গায় দেখলাম ৫,০০০ মানুষ জড়ো হয়েছে, ডেনমার্কেও প্রতিবাদ হচ্ছে! নিউইয়র্কে হয়েছে, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়েছে। ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে অনুমতি নিয়ে করছে, আজকে দেখলাম অ্যারিজোনার ফিনিক্সে হবে! সবাই আন্তজার্তিক মিডিয়াতে দৃষ্টি আকর্ষন করছে! পিটার হাস প্রতিবাদ করছেন! জাতিসংঘের লোগো ওয়ালা সরঞ্জাম, ট্যাংক ব্যবহার করায় আন্তর্জাতিকভাবে সবাই অসন্তুষ্ট হচ্ছে এবং এখনো হচ্ছে! স্বরাষ্ট্রমন্ত্রী এর উত্তর দিতে পারছেন না! সব ডিপ্লোমেটরা প্রতিবাদ করছেন! মমতা ব্যানার্জি দেখলাম বলছেন, প্রয়োজনে আবার বাংলাদেশি শরণার্থীরা ভারতে গেলে তারা আশ্রয় দিবে এই ক্রাইসিসে!

হাতেগোনা কয়েকজন ব্লগার ব্লগে! এই কয়েকজনের জন্য প্রবাসীরা পোস্ট করছে না! ফেসবুকে বৃহত্তর অডিয়েন্স রয়েছে, সেখানে প্রবাসীরা ধুমায়ে পোস্ট করছে!

২৩ শে জুলাই, ২০২৪ রাত ১২:২৬

সোনাগাজী বলেছেন:




আমারফেইসবুক নেই, ১টা একাউন্ট করা দরকার হয়ে পড়েছে।

১৬| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ১২:২৩

কামাল১৮ বলেছেন: @ শ্রাবণধারা,বুদ্ধিবৃত্তির সংজ্ঞাটা বলবেন কি?
জ্ঞানের সংজ্ঞা হলো,বস্তুর অন্তর্নিহিত সম্পর্গুলি জানা।

২৩ শে জুলাই, ২০২৪ রাত ১২:৫৫

সোনাগাজী বলেছেন:



উনি প্রবাসে দেখছেন, সরকারকে "চাকুরী সৃষ্টি করতে হয়"; নাগরিকের অধিকার আছে চাকুরী করে আয় করার; উনি কোথাকার কোটা লোটা আন্দোলনকে বিশাল কিছু মনে করছেন। চাকুরী সৃষ্টি হচ্ছে না বলেই তো লোটার দরকার।

উনি দেখছেন, ছাত্ররা আন্দোলন করে ক্যাম্পাসে, নিরাপদে!

১৭| ২৩ শে জুলাই, ২০২৪ ভোর ৪:২৩

শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: এটা বুদ্ধিমানদের আন্দোলন নয়; চাকুরী বাকুরী নয়, সামান্য কোটা, নাকি লোটার জন্য ১৩৩ জনকে প্রান দিতে হয়েছে

আপনি "কোটা" নিয়ে কেন এমন আন্দোলন হচ্ছে, সেটাই বুঝতে পারছেন না। আপনি পুলিশের নৃশংস হত্যার ক্লিপগুলো একটাও দেখেননি। এই ক্লিপগুলো রক্ত হীম করা একেকটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মত।

প্রশ্ন করুন, ৪০০ মানুষ (সঠিক সংখ্যা এর চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনা) যে মেরে ফেলা হলো, এ ঘটনা কি ৫২, ৬৯, ৯০ তেও ঘটেছিলো? পৃথিবীর আর কোন দেশে মানুষের ট্যাক্সের টাকায় পালিত পুলিশ তাদের দেশের নিরস্ত্র ছাত্রদের হত্যা করে?

প্রশ্ন করুন, কোটা ব্যবস্থার কারণে সরকার কেন এত মরিয়া হয়ে এমন নৃশংস হত্যাকান্ড ঘটালো? এই কোটাই সরকারের স্বৈরতান্ত্রিক শক্তি এবং চুরি-ডাকাতির উৎস। এই কোটা ব্যবস্থার মাধ্যমে তারা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে, সম্পূর্ণ অশিক্ষিত লোকদের নিয়োগ দিয়ে দেশটাকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে।

২৩ শে জুলাই, ২০২৪ সকাল ৭:২১

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশ সরকারের ত হবিল থেকে ১১০ বিলিয়ন ডলারের সম পরিমাণ টাকা লুট হয়েছে; সেগুলো কোটার মাধ্যমে যায়নি, সেগুলো ফ্যান্টম প্রজেক্টের মাধ্যমে গেছে।

১৮| ২৩ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:১৫

নতুন বলেছেন: ৭১রে স্বাধিনতার জন্য আন্দোলনেও, আন্দোলন কারিরা এমন নাশকতা করে নাই।সেই সময় আন্দোলনের সাথে যুক্ত ছিলাম।আমাদের দেশপ্রেম ছিলো,বিএনপি জামাতের কোন দেশপ্রেম নাই।কোন দেশ প্রেমিক এই ভাবে দেশের সম্পদ নষ্ট করতে পারে না।

কামাল ভাই। আমাদের দেশের চর দখলের সময় প্রতিপক্ষের একজন মারা গেলে নিজেদের মানুষ হত্যা করে লাস জোগাড় করতো মামলার সুবিধা হবে বলে।

এই সব হামলা আয়ামীলীগের লোকজন করছে।

* ইন্টারনেট সংযোগ নস্ট হলে উপকার কার? আয়ামীলীগের। - এটা ছাত্ররা কেন করবে? তারা তো ইন্টারনেট ব্যবহার করছিলো আন্দোহলের হাতিয়ার হিসেবে। আপনার কি মনে হচ্ছে এটাকে বিএনপি, জামাত, নস্ট করবে যাতে দেশের এই ভিডিও গুলি বাইরে না ছড়াক?????

মোবাইল ইন্টারনেট সকাল থেকেই বন্ধ ছিলো, সেটা আয়ামীলীগ করেছে তাদের বিরুদ্ধে প্রচারনা না করতে পারে। আর বিকেলে ছাত্ররা ফাইবার কেবেলে আগুন দিলো যাতে সারা দেশে যেই খুন হচ্ছে তার ভিডিও বিশ্বে প্রচারিত না হয় তাই?

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

মিথ্যাবাদী আয়ামীলীগের কোন কথা বিশ্বাস করিনা। কারন সাইকোপ্যাথেরা সত্যি বলেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.