নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা ও উনার লাঠিয়াল বাহিনী দ্রুত পতনের দিকে যাচ্ছে।

২৩ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:২৮



এবারের আক্রমণ ( তথকথিত কোটা আন্দোলন ) শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী কন্ট্রোলে আনতে পারেনি; লাঠিয়াল বাহিনীর সদস্যদের হাতে এখন অনেক টাকা; টাকা যাদের হাতে থাকে, তারা অন্যের হয়ে মারামরারি করে প্রাণ হারানোর মতো বেকুব নয়; ঢাকার বাহিরে লাঠিয়াল বাহিনী মোটেই টিকতে পারেনি, পালিয়ে গেছে।

আক্রমণের পুরোভাগে ছিলো শিবির; ওদের রাজনীতি হলো ইয়েমেনের রাজনীতি: মার ও মর; সাধারণ ছাত্ররা না'বুঝে প্রাণ হারায়েছে।

এখনো বলা যায় না, এবার কি শেষ রক্ষা হয়েছে কিনা, নাকি লোটা আন্দোলন ফিরে আসবে! তবে, এটা পরিস্কার যে, আগামীতে কোন একটা এই ধরণের কোটা আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটবে।

গত কয়েক বছর শিবির, হেফাজত ও এই ধরণের লোকেরা লো-প্রোফাইলে থেকে প্রস্তুতি নিয়েছে; তারা এখন দেখছে যে, সাধারণ মানুষ এখন আর শেখ হাসিনার সাথে নেই, তাই কোটা আন্দোলনের নামে মাঠে নেমেছিলো; কারফিউ ইহাদের সাময়িকভাবে থামায়েছে বলে মনে হয়; তবে, সামনে সময় আসবে, কারফিউ কাজ করবে না।

এখন থেকে ব্যুরোক্রেটরা ও পুলিশ তাদের পথ খুঁজবে, তারা জানে যে, তারা শেখ হাসিনার উপর দোষ দিয়ে সহজেই রক্ষা পেয়ে যাবে ও আগামীতেও রং বদলায়ে আবারো ক্ষমতার হাল ধরতে পারবে।

শেখ হাসিনা সময় ও সুযোগ পেয়েছিলেন, উহাকে কাজে লাগায়ে তিনি জাতিকে গড়ে তোলেননি; ফলে, আগাছা এত বেশী বেড়েছে যে, উহাই জাতিতে পরিণত হয়েছে; শিরির ও হেফাজতীরা ইহাকে আফগানিস্তান না'বানায়ে থামবে না; আফগান ও ইয়েমেনীরা একদিন বেহেষতে যাবেই যাবে।



মন্তব্য ৫২ টি রেটিং +০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৪

আঁধারের যুবরাজ বলেছেন: কোটা আন্দোলন সাধারণ ছাত্রদের থেকেই শুরু হয়েছিল। পরিস্থিতি এতদূর এই পর্যায় আস্ত না যদি শেখ হাসিনা "ভুল" না করতেন। উনার অহংকার উনার পতনের কারণ হবে। সাধারণ মানুষের সুপ্ত ক্ষোভ উনি অনুভবই করতে পারেন নাই।

২৩ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৩

সোনাগাজী বলেছেন:



মনে হয়, জামাত-শিরির ও বিএনপিই মুল নক্সা করেছে; ওরাই সাধারণ ছাত্রদের ইহার ভেতর আনতে সক্ষম হয়েছে; শেখ হাসিনা মনে করেছিলেন যে, উনার লোকেরা আগের মতই শক্ত আছে; উনি ভুলে গেছেন যে, উনার লাঠিয়ালরা এখন অনেক টাকার মালিক, তারা ঘরে টাকা রেখে মরতে যাবে না।

২| ২৩ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: জামাত-শিবির-বিএনপিকে বাদ দিন।তাদের আবেদন মানুষের নিকট তেমন নেই।

তবে - সবকিছুতে জামাত-শিবির-বিএনপিকে জড়ানো কিংবা যে কাউকে তুচছ-তাচছিল্য করা বা সাধারণ মানুষের শক্তিকে খাটো করে দেখার কারন তথা শাসকদলের ওভার কনফিডেন্সের কারনেই আজকে দেশের এ পরিণতি।


২৩ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা জাতিকে সাহায্য করেনি, মানুষের জন্য চাকুরীর সৃষ্টি করেনি; মানুষ ঘরে বউ রেখে বিদেশে দাসের জীবন মতো জীবন যাপন করছেন; এভাবে কোন জাতি টিকে না।

জামাত শিবির হচ্ছে জাতির পংগু সন্তানদের আস্তানা, আবর্জনা; এরা মানুষকে মারে ও নিজেরা মরে, এটাই এদের জীবনচক্র।

৩| ২৩ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৭

আঁধারের যুবরাজ বলেছেন: বিরোধী দলের লোকজন যদি এসেও থাকে ,সেটার ক্ষেত্র প্রস্তুত করেছে আওয়ামীলীগ। এই আন্দোলন শান্তিপূর্ণ এবং বৈধ আন্দোলন ছিল। যতই এখন বিরোধী দলকে দোষারোপ করা হোক না কেন ,আওয়ামীলীগের অপরাধ ভোলা যাবে না। আপনি সম্ভবত মিডিয়া তে যে নানা রকম ভিডিও রয়েছে সেগুলি খুব বেশি দেখেন নাই , অথবা দেখলেও বিশ্বাস করেন নাই !

এখন এই আন্দোলনকে কেন্দ্র করে যত বিএনপি / জামাতের নাম নেওয়া হবে , ততই হাসিনার অপরাধের পরোক্ষ সাফাই গাওয়া হবে।

২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ, ব্যুরোক্রটরা ও ব্যবসায়ীরা মিলে ডাকাতী করছে। একা বেনজীর যেই টাকা ডাকাতী করেছে তাতে ৫০ হাজার লোকের বেতন দেয়া যেতো ৩০ বছরের জন্য; এই রকম ২ লাখ পরিবার দেশের সব সম্পদ ও সুযোগ দখলে রেখেছে; শেখ হাসিনা সবচেয়ে বেশী বদনাম নিয়ে সরে যেতে বাধ্য হবেন।

২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:




আপনি কোটার মতো আন্দোলনকে "ক্যাম্পাসের বাহিরে" সাপোর্ট করেন?

৪| ২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন:আপনি কোটার মতো আন্দোলনকে "ক্যাম্পাসের বাহিরে" সাপোর্ট করেন?

ছাত্রদের আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত ,আমি এটাই মনে করি। কিন্তু পশ্চিমাদের সাথে আমাদের দেশের প্রেক্ষাপট এক করলে হবে না গাজী ভাই। স্বাধীনতার পূর্ব থেকে আজ অবাধ যত ছাত্র আন্দোলন হয়েছিল ,কোনোটাই ক্যাম্পাসের মধ্যেই আবদ্ধ ছিল না। এবারের আন্দোলনের শুরু দিকের কিছু ভিডিও দেখলাম ,যেখানে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে প্রতিবাদরত ছাত্রদের বাধা দিতে দেখা গিয়েছে।

অনেকেই এই আন্দোলনকে এখনো অনুধাবন করতে পারছে না , এই আন্দোলন এখন পথে চলে এসেছে। সাধারণ মানুষ সমর্থন দিচ্ছে।

২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:



যদি ওরা ক্যাম্পাসে থাকতো, ১৪১ জন প্রাণ হারাতো না। কোটার কিছুটা পরিবর্তন হতো।

কোটা এখন ৯৩% সাধারণ ছাত্র; কিন্তু চাকুরীর সংখ্যা ১টি বাড়েনি; কোটা কি সাহা্য্য করবে?

৫| ২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগের পতন হলে গনতন্ত্রের বিকাশ হবে নাকি মৌলবাদের বিকাশ হবে।

২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

সোনাগাজী বলেছেন:



এখুনি আমাদের সমাজকে মৌলাবাদ গ্রাস করেছে। মানুষের চাকুরী নেই, চাকুরী থাকলে ঘুষ খেতে হয়, চুরি করতে হয়। অনেক পরিবারে পুরুষ নেই, এগুলো পরিবার?

দেশ সুদান কিংবা , ইয়েমেনের মতো হয়ে যাবে। জামাতের রাজনীতি হলো, ওরা মরে ও তাদের নেতাদের ফাঁসি হয়।

৬| ২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

নব অভিযান বলেছেন: প্রায় প্রতিটি পোস্টে একই ছবি! নতুনত্ব আশা করি।

২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:০৬

সোনাগাজী বলেছেন:



এটা ছবি নয়, ইহা আমার প্রতীক।

৭| ২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২০

অক্পটে বলেছেন: জামাত শিবিরের নাম বেচে আর কতদিন চলা যাবে। জামাত শিবির এই বাংলায় না থাকলেও হাসিনার নির্লজ্জ গোয়ার্তুমীর কারণে জাতির অনেক ঘৃণা সে কুড়িয়েছে। ছাত্রদের উপর গুলি করার মতো ভুল সে করেছে। কিছু ভুল পদক্ষেপ আছে যার মাশুল তাকে দিতেই হবে।

২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা এই দেশ চালনার পথটা কে রচনা করেছিলো? ওরা ভেবেছিলো, ছাদ ভেংগে দিলে বৃষ্টির পানিও ঘরে পড়তে পারে?

৮| ২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

নতুন বলেছেন: সবাই জামাত শিবির বিএনপি হামলা করছে সেই বুলি আওড়াচ্ছে।

এই বুলি এসেছে বর্তমানের ২০০ মানুষ খুনী দলের কাছ থেকে, যাদের নেতারা কোটি কোটি টাকার দূনিতি করেছে।

ভুতের মুখে রাম নামের মতন লাগে এরা যখন দ্রেশপ্রমের কথা বলে।

ইন্টারনেট আসবে কিন্তু ফেবু, ইউটিউব ব্যবহার করা যাবেনা। =p~ আন্দোলন কারীরা এমন ভাবে আগুন দিয়েছে যে ইন্টারনেট আসলেও ফেসবুক, ইউটিউব ব্লক হয়ে গেছে। B-))

মিথ্যা বলাটা এখন বিরাট একটা স্কিল... যদিও পলকের চোখে প্রথমদিন কিছুটা লজ্জা দেখা যাচ্ছিলো, আশা করি উনিও শিখে গেছেন কিভাবে মিথ্যা বলতে হয়।

প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। আপাতত ঢাকা ও চট্টগ্রামে এই সেবা চালু হবে।
তবে, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন মি. পলক।

২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:১০

সোনাগাজী বলেছেন:




পলক, মলকেরা হচ্ছে আধুনিক বর্গী; ২ লাখ পরিবার বাংলার মানুষের সম্পদ ও সুযোগ দখল করে রেখেছে; জামাত-শিবির ও বিএনপি ওদের জন্য সারের মতো দরকারী গার্বেজ।

৯| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:০৯

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন:যদি ওরা ক্যাম্পাসে থাকতো, ১৪১ জন প্রাণ হারাতো না।

রাস্তায় বেরিয়েছে বলে ছাত্রলীগ দিয়ে নির্মম ভাবে পেটাতে হবে ? পুলিশ লীগ , আনসার লীগ এবং সেনা লীগের পান্ডাদের দিয়ে গুলি করে নির্বিচারে মারতে হবে ? এই দেশ কি শুধু হাসিনা এবং তার খুনিদের ?

২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:



যারা নেতৃত্ব দিয়েছে, তাদের অনেকেই ২০১৮ সালের কোটা আন্দোলনে অংশ নিয়েছিলো; তাদের অভিজ্ঞতা আছে যে, ক্যাম্পাসের বাইরে গেলে সেটা পুলিশের ডোমেইন ও পুলিশের সাথে ছাত্রলীগ থাকবে।

আমার উপর বিশ্বাস রাখেন, চাকুরী যদি না থাকে, এবং চাকুরী যদি বেচাকেনা হয়, সেখানে কোটার কোন মুল্য নেই। ৩০/৪০ ভাগ বিসিএস পায় দলের পরিচিত মুখ, ব্যুরোক্রেটদের ছেলেমেয়ে, সমাজের পরিচিতদের লোকজন; বাকীটা বিক্রয় হয়; এই গার্বেজের জন্য এইভাবে প্রাণ হারানো বুদ্ধিমানের পরিচয় নয়।

১০| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩৩

নূর আলম হিরণ বলেছেন: যে ইস্যুটি খুব সহজেই সমাধান করা যেতো সেটাকে কেনো এত জটিল করে তুললেন শেখ হাসিনা!

২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা কোন কাজটি ঠিক মতো করেছেন? শেখকে জিয়ায় হত্যা না করলে, বাসায় বসে বসে মুরগী পোলাও রান্না করতেন।

আমার মনে হচ্ছে, উনি সুনাম বেগম জিয়ার নীচে এসে গেছে।

১১| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩৪

আঁধারের যুবরাজ বলেছেন: আমার উপর বিশ্বাস রাখেন, চাকুরী যদি না থাকে, এবং চাকুরী যদি বেচাকেনা হয়, সেখানে কোটার কোন মুল্য নেই। ৩০/৪০ ভাগ বিসিএস পায় দলের পরিচিত মুখ, ব্যুরোক্রেটদের ছেলেমেয়ে, সমাজের পরিচিতদের লোকজন; বাকীটা বিক্রয় হয়;

আপনার এই কথা গুলির সাথে আমার দ্বিমত নেই। সেই জন্যইতো ছাত্ররা পথে নেমে এসেছে। দেশে সাম্যতা না থাকলে , বিচার না থাকলে এবং সর্বোপরি গণতন্ত্র না থাকলে , মানুষ ভিন্ন বা বিকল্প পথ বেছে নেয়।

২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:



ছাত্রদের ভাবার দরকার ছিলো, কার সাথে রাস্তায় নামছে? ওদের রাস্তায় নিয়ে ভেঁড়ার ছামড়া-পরা নেকড়েরা।

২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪০

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের ১৯ কোটী লোকের মাঝে, ১৯ জনের নাম বলেন, যারা গণতান্ত্রিক উপায়ে কিছু করেছেন। শেরে বাংলা ব্যতিত কোন বাংগালী গণতন্ত্রের অর্থও বুঝে না।

১২| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫৭

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: শেরে বাংলা ব্যতিত কোন বাংগালী গণতন্ত্রের অর্থও বুঝে না।

তবুও গণতন্ত্রের চর্চা যতটুকুই সম্ভব ,চালিয়ে যেতে হবে।এতো বছরে হয়নি ,আগামী একশো বছর পরে হবে। এতো দিন ৫ বছর পর পর ভোটের মাধ্যমে প্রতিবাদ জানানো যেত ,সেটাওতো বন্ধ করে ফেলেছে।

২৪ শে জুলাই, ২০২৪ রাত ১২:২২

সোনাগাজী বলেছেন:



আমি, আপনি ও ব্লগার অপু যদি গণতন্ত্র বুঝেন, তাতে কোন লাভ নেই; গণতন্ত্র বুঝতে হয় রাজনৈতিক দল; আমাদের রাজনৈতিক দলগুলো ডাকাত। বর্গী।

১৩| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ৯:৩৩

দক্ষিণ মেরু বলেছেন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে ছাত্রদেরকে ক্যাম্পাস ছাড়া করেছে। প্রথমে ছাত্রলীগ দিয়ে পিটিয়েছে হলের রুমে রুমে আর পরে পুলিশ দিয়ে আল্টিমেটাম দিয়ে হল থেকে বের করে দেয়া হয়েছে। প্রথম ১০/১২ দিন এরা ক্যাম্পাসেই ছিলো। এদের ক্যাম্পাস থেকে রাস্তায় নামিয়েছে সরকারই।

২৪ শে জুলাই, ২০২৪ রাত ১২:২৪

সোনাগাজী বলেছেন:



আপনি ওখানে থাকলে ওদেরকে ১ম দিনই রাস্তায় নিয়ে যেতেন।

১৪| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ১০:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


দেশের মানুষ জামাত-শিবির থেকে বেঁচে গিয়েছে, ভাইয়া।

খোদার কাছে অনেক অনেক শুকরিয়া।

আশা করি ভালো আছেন।

২৪ শে জুলাই, ২০২৪ রাত ১২:২৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনি কেমন আছেন? সামুতে এলেন কি করে?

১৫| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৮

শ্রাবণধারা বলেছেন: দেশের সম্পর্কে আপনার মনের বদ্ধমূল ধারণা গুলো লোহার মত শক্ত হয়ে সেখানে মরীচার গাঢ় স্তর পড়েছে। এগুলো সীমাহীন বিরক্তিকর। পঞ্চম শ্রেণীর বালকের মুখস্থ গরুর রচনার চেয়েও বহুগুন নিক্বষ্ট। আবার এই আপনঐ অন্যের পোস্টে গিয়ে তাদের লেখা গরুর রচনা বলে রায় দিচ্ছেন।

গত কয়দিন দেশের এই পরিস্থিতিতে যখন আমাদের হৃদয়ে রক্তপাত হচ্ছে, তখন ব্লগের পাতায় পাতায় আপনার এই গরুর রচনার চেয়েও বহুগুন নিক্বষ্ট লেখাগুলো ছিল আমাদের জন্য একটা বড় শাস্তি।

২৪ শে জুলাই, ২০২৪ রাত ১২:২৬

সোনাগাজী বলেছেন:



আপনি যেগুলোতে শান্তি পান, সেগুলো পড়েন। এই অবস্হায় রূপকথার বই আপনাকে সঝায্য করতে পারে।

১৬| ২৪ শে জুলাই, ২০২৪ রাত ১২:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
জঙ্গি জামাত-শিবিরের সন্ত্রাসীরা যেভাবে ভারি তালা ভাঙ্গার যন্ত্র এবং শিকল কাটার যন্ত্র নিয়ে বিটিভি ভবন এবং কারাগার ও বিভিন্ন সংস্থায় আক্রমণ করেছিল কোন সাধারণ ছাত্র জনতা হতে পারেনা।
রীতিমতো কমান্ডো ট্রেনিং প্রাপ্তদের মত আক্রমণ চালিয়েছিল। সাথে রেখেছিল স্কুল কলেজ ইউনিফর্ম পড়া কয়েকজনকে।
এ কারণে পুলিশ ঠেকাতে পারেনি গুলি করতে পারেনি।
এ কারণে তারা সম্পূর্ণ নির্ভীকচিত্তে ধ্বংসকাণ্ড চালাতে পেরেছে।
এবং পুলিশ পিছুহটে বা ছাদে যেয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছে।
মরিয়া অবস্থা একমাত্র নিজের প্রাণ বাঁচানোর জন্য গুলি করেছিল এ কারণে সামান্য কিছু মানুষ নিহত হয়েছে যার মধ্যে ছাত্র খুবই কম। শেষ পর্যন্ত ছাদ থেকে হেলিকপ্টারে করে পুলিশদের উদ্ধার করতে হয়।
যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে তার তুলনায় মৃত্যু হয়েছে খুবই কম। তবে প্রত্যেকটি ঘটনাটি তদন্ত হবে কেউ বাঁচতে পারবে না।
প্রতিটি লাশের দায় জামাত শিবিরের সন্ত্রাসী জঙ্গি এবং কোটা বিরোধী আন্দোলনের সমর্থক ছাত্রনেতাদেরও নিতে হবে।

এখন লাশ নিয়ে রাজনীতি করবেন না।
এই ধরনের সন্ত্রাসী জঙ্গি কমান্ডো ২০১৩ তেও অনেক তাণ্ডব চালিয়েছিল কিন্তু কোন লাভ হয়নি। পুলিশ সহজে ওইসব জংলি কমান্ডো কে সম্পূর্ণ পরাস্ত করে ফেলেছিল। যেহেতু তখন সাথে কোন স্কুল ইউনিফর্ম ধারী শিশু রাখতে পারেনি।
যারা ভারী শিকলকাটা যন্ত্রপাতি নিয়ে কারাগারে হামলা চালায় জঙ্গিদের উদ্ধার করে তারা কোন ছাত্র হতে পারে না।

২৪ শে জুলাই, ২০২৪ রাত ১:০৫

সোনাগাজী বলেছেন:


সবকিছুর মুলে হচ্ছে, শেখ হাসিনা চাকুরী সৃষ্টির জন্য কোন পদক্ষেপ নেননি; উনার ছেলে আইটি এডভাইজার, মেয়ে অটিজম এক্সপার্ট, শেখ হাসিনার ৫/৭ বৃহত্তম চাকুরী করেন, শেখের গোষ্ঠীর ছাগলও কমপক্ষে এমপি; বাকী নাগরিকদের জন্য আরব ও মালয়েশিয়া।

১৭| ২৪ শে জুলাই, ২০২৪ রাত ১:১৩

কাছের-মানুষ বলেছেন: বাংলাদেশ থেকে অনেক ব্লগারকে দেখা যাচ্ছে আজ! এ কয়দিন ব্লগ মরুভূমির মত খা খা করত!

বাই দ্যা ওয়ে, আপনার পোষ্টে একজন মন্তব্যকারীকে আমি আমেরিকার ব্লগার ভাবতাম! দেশে ইন্টারনেট বন্ধ থাকায় তাকেও ব্লগে ওহ-আহ করতে দেখা যায়নি এতদিন!

ফেইসবুক দেশ থেকে বোধ হয় ভিপিএন ছাড়া ঢুকা যায় না এখনো! ব্লগের কি অবস্থা? সবাই ঢুকতে পারছে ভিপিএন ছাড়া !!!!!

২৪ শে জুলাই, ২০২৪ রাত ১:৫০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ থেকে শুধু ১ জনকে দেখলাম; আমি জানতে চেয়েছিলাম, কেমনে এলেন; উনি উত্তর দেননি।

১৮| ২৪ শে জুলাই, ২০২৪ ভোর ৬:৩৬

মেঠোপথ২৩ বলেছেন: জাতি হিসাবে আমরা আসলেই নিকৃষ্ট।তাইতো আপনার মত স্বজাতির বিরুদ্ধে দাঁড়ানো মানুষের পোস্টেও আমরা কমেন্ট করি!!!! আমরা কেউই আয়নার দিকে তাকাই না। তাকালে সেখানে চুরান্ত স্বার্থপর ভন্ডদের দেখতে পারার কথা।

২৪ শে জুলাই, ২০২৪ সকাল ৭:০১

সোনাগাজী বলেছেন:



আপনি আয়নার সামনে দাঁড়ায়ে দেখেন তো, কি দেখা যায়! মনে হয়, আগাছা দেখতে পাবেন।

২৪ শে জুলাই, ২০২৪ সকাল ৭:০৩

সোনাগাজী বলেছেন:



আপনি বলেছিলেন যে, আন্দোলন আপনার মানসিক অশান্তির সৃষ্টি করেছিলো; এখন স্বাভাবিক?

১৯| ২৪ শে জুলাই, ২০২৪ সকাল ৮:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে।
শেষ পর্যন্ত তো আদালতের মাধ্যমেই ফায়সালা করা হলো। তাহলে এই সমস্ত আন্দোলনের নামে নিরীহ মানুষের উপর আক্রমন, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধন কেন ?


যে জিনিসটা নিয়ে আন্দোলন করা দরকার সেটা তো আজ পর্যন্ত কেউ করছে না।


টপ টু বটম সর্বত্র সীমাহীন দুর্নীতি।
দুর্নীতির বিরুদ্ধে কোন আন্দোলনের নাম নেই ।
মানুষ অবাধে ঘুষ দিয়ে যাচ্ছে।
ঘুষের বিরুদ্ধে কেউ কথা বলে না।

শিক্ষকরা ক্লাসে পড়াশোনা করান না।

বড় বড় নেতা পাতি নেতা থেকে শুরু করে ভ্যানের সবজি বিক্রেতা ও রিক্সাওয়ালারা পর্যন্ত পর্যন্ত এখন দুর্নীতি করে।

২৪ শে জুলাই, ২০২৪ সকাল ৯:০৮

সোনাগাজী বলেছেন:



লিলিপুটিয়ানদের মাথায় আসল সমস্যা ধরা পড়ে না; মুল সমস্যা হলো, ৫৩ বছর এই দেশের সরকারগুলো মানুষের জন্য চাকুরীর সৃষ্টি করেনি; চাকুরী সৃষ্টির ক্যাপিটেলটা লুট করেছে সরকারের লোকেরা ও ব্যবসায়ীরা মিলে।

২০| ২৪ শে জুলাই, ২০২৪ সকাল ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





হাইকোর্টের জিনিস রাজপথে নিয়ে আসা ঠিক হয় নাই

শেষ পর্যন্ত সমাধান তো হাইকোর্টেই হল।
অযথা মানুষের প্রাণহানি।

২৪ শে জুলাই, ২০২৪ সকাল ৯:৩৬

সোনাগাজী বলেছেন:



ইহা ছিলো ভুল বিষয়, অজ্ঞ ও প্রতারক নেতৃত্বের পেছনে রক্তাক্ত আন্দোলন।

২১| ২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার বলেছেন ঘরে টাকা রেখে মরতে যাবে না আওয়ামীলীগের হাতে এখন অনেক টাকা। যদুমদুকদু'র হাতেও কোটি টাকা!!

২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:





শেখ হাসিনা জাতিক সময় ও সুযোগ নষ্ট করেছেন, উনার পতন হবে হায়েনাদের হাতে।

২২| ২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১৬

এস.এম.সাগর বলেছেন: মন্তব্য করার ভাষা খুজে পাচ্ছিনা, আমরা নিজ চোখে দেখি একরকম, মিডিয়া ও রাজনৈতিক কমেডি নেতা ও তাদের পাচাটা দালালদের কাছথেকে শুনি আরএকরকম!

২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১২

সোনাগাজী বলেছেন:




আপনার চোখে যা দেখছেন, উহাকে প্রসেস করার মতো প্রসেসর আপনার মাথায় নেই।

২৩| ২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৪৩

নতুন বলেছেন: এই আন্দোলন ২ ভাগে হয়েছে।

প্রথম ভাবে কোটা আন্দোলন, যেটা শান্তিপূর্ন ছিলো। জনগনের চলাচলে অসুবিধা হচ্ছিলো মাত্র।

ছাত্রলীগের হামলা এটাকে ২য় স্টেজে নিয়েছে। সেটার কারনে ২০০ মানুষের হত্যার দায় সম্র্পন আয়ামীলীগের।

সেই আলোচনা করলো, ঠিকই বিচার ভাগে অনুরোধ করে তারিখ এগিয়ে এনে রায় হলো।

কিন্তু মাঝ থেকে ২০০ মানুষ হত্যা করলো।

২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:



ছাত্রলীগের সৃষ্টি ছিলো শেখ, ছাত্রলীগের কমান্ডার হচ্ছে শেখ হাসিনা

২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:



ছাত্রলীগ এই জাতীর জন্য বর্ঘী ব্যতিত অন্য কিছু নয়।

২৪| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

দক্ষিণ মেরু বলেছেন: আপনি শুরু থেকে বলে আসলেন ছাত্ররা রাস্তায় নামা নিয়ে, কমেন্টে এসেও সেই একই কথা বললেন। যখন বললাম, ছাত্রলীগ দিয়ে পিটিয়েছে হলের রুমে রুমে আর পরে পুলিশ দিয়ে আল্টিমেটাম দিয়ে হল থেকে বের করে দেয়া হয়েছে। প্রথম ১০/১২ দিন এরা ক্যাম্পাসেই ছিলো। এদের ক্যাম্পাস থেকে রাস্তায় নামিয়েছে সরকারই।

তখনই ব্যাক্তি আক্রমণ করলেন উত্তর না দিয়ে! সিরিয়াসলি!

আমি আপনার প্রতিউত্তর চাচ্ছি। ব্যাক্তি আক্রমনের পরে প্রতিউত্তরটাও দিয়েন।

২৪ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪১

সোনাগাজী বলেছেন:


হল থেকে বের করার পরও, ক্যাম্পাসে থাতে পারতো ছাত্ররা; সেটা সম্ভব না'হলে বাড়ী চলে গেলে, এক সময় ক্যাম্পাস খুলতো; যেই কয়জন সাধারণ ছাত্র প্রাণ হারায়েছে, তাদের পরিবারগুলোর অফুরন্ত ক্ষতি হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.