নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
পোষ্ট প্রকাশিত হচ্ছে ও সামনের পাতায় যাচ্ছে, সবাইকে ধন্যবাদ; যাঁরা আমাকে ব্যানমুক্ত করার চেষ্টা করেছন সব সময়, তাঁদের প্রতি কৃতজ্ঞতা রলো।
১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
সোনাগাজী বলেছেন:
আপানর লেখা যদি সামনের পাতয়া না'আসে, কতজন ব্লগার পেছনের পাতায় গিয়ে, খুঁজে আপনার লেখা পড়তে পারেন? আমার লেখা পেছনের পাতায় থাকার পর, আপনার সমানের পাতার পোষ্ট থেকে অনেক বেশী ব্লগার পড়ে আসছেন সব সময়।
২| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
কামাল১৮ বলেছেন: স্বাগতম।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৫
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
অনেক অনেকবার স্বাগতম শুনতে হলো সামুতে। ভালো সম্ভাষণ শুনতে ভালোই লাগে; তবে, অবস্হা এই রকম না'হলে ভালো হতো।
৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনাকে প্রথম পাতায় দেখে ভালো লাগছে। স্বাগতম।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৫
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
দেখি, অভিযোগ শুরু হতে কত সময় লাগে!
৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৭
প্রামানিক বলেছেন: অভিনন্দন
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৯
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
আমার ৭টি নিক ব্যান হওয়ার পর, ও ব্লগিং'এর ৪ ভাগের ১ ভাগ সময় সেমিব্যানে থাকার পরও আমার মনে হয় যে, আমি ব্লগিং'এর কোন ধরণের নিয়ম ভংগ করিনি।
৫| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৪
শায়মা বলেছেন: সামনের পাতায় স্বাগতম!!!
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৮
সোনাগাজী বলেছেন:
ধন্যাবাদ।
দেশের মানুষের দক্ষতা নিয়ে আমি বেশ হতাশ।
৬| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫০
শায়মা বলেছেন: হতাশ হয়ে কি আর করা যাবে?
তোমার হতাশায় কি আর দেশের হতাশা কাটবে ভাইয়ু??
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৩
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষের শিক্ষার মান বিশ্বের তুলনায় নগন্য; ফলে, মানুষক দীর্ঘ সময় ধরে হতাশ হতে হবে।
৭| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৪
আজব লিংকন বলেছেন: আবারো ওয়েলকাম ব্যাক।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০১
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
আশাকরি আর বেশীবার এই সম্ভাষণ করতে হবে না।
৮| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
জনাব, কাল্পনিক ভালোবাসা / জাদিদ সাহেব,
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
গাজী সাহেব,
আশা করি ভালো আছেন। আপনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নেই। আমি নিতান্ত সাধারণ সামান্য একজন মানুষ। তারপরও আপনাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি, আশা করি আপনি এই বিষয়টি মার্জনা করবেন। আপনার প্রতি অনুরোধ যেই সকল পোস্টে মন্তব্য করে আপনি হয়রানি হয়েছেন অপমানিত হয়েছেন লাঞ্চিত হয়েছেন - এখন থেকে সেই সকল পেস্টে আর কখনো মন্তব্য করবেন না। যে কারোও বিষয়ে কটু কথা বলা থেকে বিরত থাকবেন। অযথা অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকবেন।
কারো পোস্টে ২/৩/৪/৫ টি মন্তব্য করে বিশ্রি পরিবেশ করবেন না। আপনি যতোই ভালো মন্তব্য করবেন, পোস্টকারী আপনাকে অপমান করবেন। অপমান করার সুযোগ পাবেন। আপনি ব্লগের সবচেয়ে “দুর্বল ব্লগার” - হলুদ কার্ড ও লাল কার্ড প্রাপ্ত ব্লগার। এই বিষয়টি আপনি মনে রাখবেন। ব্লগ এডমিন আপনাকে ব্যান করে করে চুরান্ত বিরক্ত (আমার ধারনা)।
আপনি আপনার মতো ব্লগিং করুন। দুঃখি পরিবারের মানুষ নিয়ে লিখুন, রাজনীতি নিয়ে লিখুন। যা ইচ্ছে তা লিখুণ। শুধু প্লিজ কারো সাথে অকারণ অযথা তর্কে জড়াবেন না। আপনি জীবনে একজন সফল মানুষ। সফল মানুষ কখনো কারো সাথে তর্কে জড়ায় না।
আপনাকে যারা টিটকারী টিপ্পনি করেন তাদের থেকে দূরে থাকুন। তারা পরিবর্তন হবেন না। পরিবর্তন হতে হলে আপনি পরিবর্তন হোন। নিজেকে পরিবর্তন করুন। আপনি কারোও মতো হওয়ার প্রয়োজন নেই। কেউ আপনার মতো হওয়ার প্রয়োজন নেই। আপনি প্লিজ কারো সাথে তর্কে জড়াবেন না। ঝামেলা শেষ। লাইফটাইম ব্লগ সহ অনলাইন যে কোনো প্লাটফর্মে থাকুন।
ব্লগ এডমিন বরাবর এটিই আমার শেষ অনুরোধ ছিলো। এরপর আমার পক্ষে আপনার জন্য আর অনুরোধ করা সম্ভব হবে না।
আপনি লেখালেখি করতে পছন্দ করেন, আপনি লিখুন। জানুয়ারি, ২০২৫ আমরা সবাই ফ্লোরিডা আসবো, মাস খানেক থাকবো। আপনার জন্য শুভ কামনা রইলো।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১০
সোনাগাজী বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দেখা হবে।
ঠিক আছে, আমি আমার ব্লগিং করবো, অন্যারা নিজের মতো করুক। আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞতা রলো।
৯| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৬
জ্যাকেল বলেছেন: আপনার মত খেয়ে দেয়ে কাজ নেই যে অনলাইনে পড়ে থাকিব সারাদিন রাত। এইসব মানসিক রোগ। ঝাক উলুবনে মুক্তো ছড়িয়ে লাভ নাই, খেমা দিলাম।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৫
সোনাগাজী বলেছেন:
আপনার লেখার মান ও দক্ষতা দেখে বুঝতে পারছি সারাদিন কি কাজকর্ম করছেন!
১০| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪১
সৈয়দ কুতুব বলেছেন: জামাতের আমীর বলেছেন তারা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চায়। আর খোঁচাখুচি করিয়েন না। ইউনাইটেড থাকেন আমাদের সাথে।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৪
সোনাগাজী বলেছেন:
ওদের জন্মই হয়েছে সামজে অপরাধ করার জন্য ও মানবতাকে দলিত করার জন্য।
১১| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২১
ডঃ এম এ আলী বলেছেন:
আমাদের সকলের প্রিয় সামু ব্লগটি বিবিধ কারণে আনেকটা ঝিমিয়ে পড়েছে । আমাদের এই ব্লগটিকে
এর অতিত ঐতিহ্যের আলোকে পুর্বের মত প্রাণবন্ত করে পরস্পরের মধ্য সৌহার্দমুলক মিথক্রিয়া চালু
করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ দিন ধরে বিচরণ কারী আপনাদের মত বিজ্ঞ ব্লগারগন
লেখালেখি ও মন্তব্য ও প্রতিমন্তব্যের ক্ষেত্রে সৌজন্যমুলক ভাষা প্রয়োগে যত্নবান হলে ভাল হয় ।
ঠাকুর মাহমুদের মন্তব্যে থাকা কথামালা অনুসরণ করলে সকলের জন্যই কল্যানকর হবে
বলে মনে করি ।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫০
সোনাগাজী বলেছেন:
সামু আছে বলে আমরা সবাই লিখতে পারছি; ব্লগার জানার জন্য অনেক অনেক শুভ-কামনা রলো।
ব্লগ থাকাতে আমাদের সবার লেখাপড়ার মান নির্ণয় হচ্ছে সহজে ও জাতির কষ্টের কারণ বুঝা কঠিন হচ্ছে না।
১২| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি লক্ষ্য করবেন দেশে বিশাল বিশাল সমস্যা আছে সেইগুলো নিয়ে কারোও চিন্তা নেই।
চাকরি / কর্ম সমস্যা (বেকার বাড়তে বাড়তে দেশে মাদক আর চোর ছেচ্চর বাড়াবে)
পড়ালেখার সমস্যা (অত্যন্ত নিম্নমানের পড়ালেখা)
পরিবেশ দূষণ
বায়ু দূষণ
পানি দূষণ
শব্দ দূষণ
জলবায়ু সমস্যা
খাদ্যে ভেজাল
ঔষধ ভেজাল
চিকিৎসা ব্যবস্থার চুরান্ত অবনতি
রোহিঙ্গা সমস্যা (নাগরিকত্ব, পড়ালেখা - এই বিষয়ে কারো নূন্যতম জ্ঞান নেই)
রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে এদের কাজে লাগানো দরকার ছিলো, টেকনিক্যাল কাজে দক্ষ করে তোলা উচিত ছিলো। রোহিঙ্গা সমস্যা সমাধান করার মতো কাঠামো মনে হয় আর হবে না।
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ২:১২
সোনাগাজী বলেছেন:
দেশী টাকা পাচ্ছে, সেজন্য রোহিংগাদের বসায়ে বসায়ে খাওয়ানোটা হলো ইডিওটিক কাজ; ওদেরকে কাজ দিলে ওরা নিজেদের ভবিষ্যত দেখতো।
আপনি যেসব সমসার কথা বলেছেন, সেগুলোকে সমস্যা হিসেবে বলেননি শেখ, জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা; দেশ পেছনে পড়ে গেছে এসব সমস্যার সমাধান না'করাতে।
১৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রয়োজনীয় একটি শিরোনাম দিয়ে পোস্টটি রাখুন।
এইবার শীতে বাংলাদেশে মানুষের ঘুম প্রায় হারাম হয়ে যাবে (মনে হয়) মাইক লাউড স্পিকারে গান বাজনা ওয়াজ মাহফিল ভিক্ষা সহ সবই উচ্চ শব্দে বাজবে। রাত ২-৩টা পর্যন্ত চলে এই সব বর্বর কাজ।
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ২:১৩
সোনাগাজী বলেছেন:
লিখবো, ধন্যবাদ।
১৪| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৫
জনারণ্যে একজন বলেছেন: @ ঠাকুর মাহমুদ, সমস্যা এখানেই।
সুপারিশ করা আমাদের জাতিগত অভ্যাস, এমনকি যদি সেটা হয় অনৈতিক'ও। ব্যক্তিগত সম্পর্ক থেকে অনুরোধ-উপরোধ, খুবই অস্বাস্থ্যকর একটা চর্চা। এই চর্চা যেন এখানে কন্টিনিউ না করে, ঠিক এজন্যই ব্লগ মডারেটরদের থাকা উচিত এনোনিমাস। কিছু থেকে কিছু হলেই ব্যক্তিগত সম্পর্কের দোহাই দিয়ে মডারেটরকে অনুরোধ করে ফোন, ইমেইল ইত্যাদি ইত্যাদি। কি এক বিরক্তিকর সিচুয়েশন!
দোষ আপনার নয় - দোষ আমাদের যুগ যুগ ধরে চর্চিত কালচার। এবং একারণেই নূন্যতম লজ্জাও বোধকরিনা কাউকে কোনো অনৈতিক অনুরোধ করার ক্ষেত্রে। অনুরোধ রক্ষার পর আবার আগ বাড়িয়ে, বুক ফুলিয়ে ধন্যবাদও জানানো হয়।
প্রত্যাশা রইলো @ সোনাগাজীকে যেন খুব শিগ্রই আবার কোনো "টেস্ট পোস্ট" না করতে হয়।
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ২:১৬
সোনাগাজী বলেছেন:
আমি সতর্ক থাকবো, যাতে একই সমস্যায় আবারো পড়তে না'হয়।
১৫| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৪৯
নান্দাইলের ইউনুছ বলেছেন:
শুভ কামনা রৈল!
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ২:১৭
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
১৬| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৩৪
নান্দাইলের ইউনুছ বলেছেন:
আপনার লেখায় ধার আছে।
কোন পত্রিকায় এমন লেখা থাকলে সেই পত্রিকার বিক্রি বেড়ে যেত।
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৪৫
সোনাগাজী বলেছেন:
দেখি কিভাবে ব মানুষের সাথে আমার ধারণাগুলো শেয়ার করা যায়।
১৭| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:১৭
জনারণ্যে একজন বলেছেন: @ নান্দাইলের ইউনুছ, এই প্লাটফর্মে কোনো কিছু 'ধারে' কাটে না - 'ভারে', আই মিন চাপাবাজি/গলাবাজিতে কাটে।
ব্যক্তিগত জীবনে মনে করুন, আমি ঘাস কেটে জীবিকা নির্বাহ করি। কিন্তু এখানে এসে, টং দোকানে কাঠের বেঞ্চে হাঁটুর উপর লুঙ্গি তুলে, চায়ের কাপে চুমুক দিয়ে বিড়ি ফুঁকতে ফুঁকতে রাজা-উজির মেরে একাকার করে ফেলতে পারি। অজমূর্খ হয়েও বিদগ্ধ-জ্ঞানীজনের ভেক ধরতে পারি। কিচ্ছুটি বলার নেই।
ভার্চুয়াল লাইফের আইরনি এখানেই।
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৪৪
সোনাগাজী বলেছেন:
বাংগালীরা বেশ চাপাবাজ, এটা সঠিক; কিন্তু ব্লগে ইহা তেমন কাজ করে না; কারণ, ব্লগারের লেখা থেকে উনাকে অনুমান করা খুবই সহজ। আমার ধারণা, ৮০/৯০ ভাগ ক্ষেত্রে, লেখা থেকে আমি লেখকের ব্যক্তিত্ব ও আচরণ সম্পর্কে মোটামুটি কিছু ধারণা করতে পারি।
১৮| ১৭ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৩৪
আঁধারের যুবরাজ বলেছেন: ভালো লাগলো দেখে যে আপনি পোস্ট এবং মন্তব্য করতে পারছেন। কর্তৃপক্ষকে ধন্যবাদ।
১৭ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৭
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
আপনি সব সময় চেয়ে আসছিলেন, আমি যেন কমপক্ষে লিখতে পারি।
১৯| ১৭ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাকে স্বাগতম জানাই।
সবাই তো দালালি করে।
আপনার মুখে সত্যবচন শুনতে পাই।
১৭ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:২১
সোনাগাজী বলেছেন:
আপনি খেয়াল করেছেন, "সত্য" শব্দটার মানে বেশীরভাগ বাংগালী বুঝে না!
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
জ্যাকেল বলেছেন: গার্বেজ না লিখলে নিশ্চয়ই ঘুম হই না?