নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারত সরকার কোনভাবে শেখ হাসিনাকে গদিতে বসাতে আসবে না

১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩



বিশ্বসমাজে ভারত এখন বড় দেশ, ইহা পাকিস্তান নয়; তারা শেখ হাসিনার হয়ে ঢাকাকে নাড়া দেবে না; তাতে ভারতের ইমেইজ নষ্ট হবে; ভারতের মানুষের বড় অংশ রাজনীতি মোটামুটি ভালোই বুঝে, ওরা বিশ্বের বড় গনতন্ত্র; তারা চাইবে না যে, তাদের সরকার ড: ইউনুসের "ছেলেপেলের চড়ুইভাতী সরকার"এর সার্কাস নিয়ে হইহুল্লা করুক।

ভারতের দুতাসবাস আছে ঢাকায়; চড়ুইভাতী সরকার কি করছে, তাদের পিতামাতারা ও ভাইবোনেরা কি করছে, তার রিপোর্ট ভারতে যাচ্ছে প্রতিদিন। ভারত পুরোপুরি জানে কিভাবে ও কি কারণে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে; তারা জানে আমেরিকান দুতাবাসের ভুমিকা কি, আসল ক্ষমতা কার হাতে। তারা আমেরিকার উপর গুরুগিরি করতে আসবে না; এখন তাদের চলাফেরা আমেরিকা ও ইউরোপের বড় দেশগুলোর সাথে; তারা ঢাকার সার্কাসের রিং-মাষ্টার হওয়ার কোন প্রকার চেষ্টার করবে বলে মনে হয় না।

ড: ইউনুসের "ছেলেপেলের চড়ুইভাতী সরকার" নিয়ে ভারত সমতালে নাচছে না; এতে বাংলাদেশের কোন ক্ষতি আপাতত হচ্ছে না; তবে, ব্যুরোক্রেটরা চিন্তিত; কারণ, আমাদের ব্যুরক্রেটরা কোমলমতি নয়, এরা দেশ চালায়; চুরিডাকাতী যা কিছু করতে হয় তারাই করে; কিন্তু সব সরকারকে তারাই চালিয়ে আসছে; তারা জানতো জিয়া, এরশাদেরা ক্যান্টনমেন্টের সস্তা দামের ঘি খায়, কিন্তু মাথায় লেফট-রাইট। এখনো ওরা হাসছে চড়ুইভাতী সরকার নিয়ে, এবং জানে যে, দেশ তাদেরকেই চলাতে হবে; এই সার্কাসের শেষে অন্য আরেক সার্কাস আসবে।

আমাদের ব্যুরোক্রেটরা ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাবে, ভারতও চালিয়ে যাবে। ভারতের মিডিয়া থেকে বাংলাদেশের হিন্দুদের নিয়ে যেসব আওয়াজ আসছে, সেটা আসা সম্ভব; তারা দেখেছে যে, পাকিস্তানে মুসলমানেরা মুসলমান মারে প্রতিদিন, বাংলাদেশও সেই পথে হাঁটছে। ফলে, কিছুটা চিন্তিত; কিন্তু সেজন্য ভারতীয় সৈন্য চট্টগ্রাম অবধি আসবে না। তারা শেখ হাসিনাকে নিয়েও ঢাকা আসবে না; আমাদের সার্কাস আমাদের রিং-মাষ্টারদেরই চালাতে হবে।


মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯

ডার্ক ম্যান বলেছেন: শেখ হাসিনাকে গদিতে বসাবে কিনা জানি না।
তবে বিএনপি-জামায়াত যাতে গদিতে বসতে না পারে তার সবরকম বন্দোবস্ত করতেছে।

১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:



আপনার সাথে ভারত সরকারের লোকজন কাজ করছে নাতো?

২| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৭

ডার্ক ম্যান বলেছেন: আপনার মতো পজিশনে থাকলে হয়তো করতো।

১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:




আমি কোন পজিশনে নেই, কারো সাথে যোগাযোগ নেই; আমি যা বলি, সেটা নিজের অনুমান থেকে। আমি জানতে চেয়েছিলাম, আপনি অনুমান করছেন, নাকি কোন সোর্স থেকে বলছেন!

৩| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০২

সৈয়দ কুতুব বলেছেন: উত্তম সংবাদ।

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

সোনাগাজী বলেছেন:



ইহা কোন ধরণের সংবাদ হয়, ইহা আমার অনুমান।

৪| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার অনুমান নয় ইহাকে অভিজ্ঞতা বলে। জুলাই আন্দোলনের পরে আপনার অনেক অনুমান সঠিক।

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:



সঠিক হলে ভালো, আমি কারো চিন্তা আমার পোষ্টে স্হান দিই না।

৫| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:

কেবল দক্ষিণ এশিয়াতে নয়।
পুরো এশিয়া মহাদেশ বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়াতে ভারত একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ।
সুতরাং আমেরিকা অবশ্যই চাইবে ভারতের সাথে তাদের সুন্দর সম্পর্ক বজায় থাকুক এবং একই কারণে ভারতও চাইবে বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক।

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



ভারত বেশ হতাশ; তারা ভেতরের অনেক কিছু জানে, যা আমরা জানি না।

তারা আসলে শেখ হাসিনাকে নিয়েও বিপদে আছে, শেখ হাসিনা ইন্দিরা গান্ধীর উপহার, উহা যে এত নীচু মানের কাজকর্ম করবে, তা ভারতের লোকজন ভাবেনি।

৬| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

ঊণকৌটী বলেছেন: খুব সম্ভবত বিএনপি এর অনুকূলে যাবে ভারতের সমর্থন, কারণ বর্তমান বাংলাদেশে রাজনীতি করে এই একটিমাত্র দলই বিদ্যমান |

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:




বিএনপি ও জাপা হচ্ছে ক্যান্টনমেন্টের বীজ, উহাদের জন্মের কারণে উহারা মিলিটারীর সন্তান; দেশ এখন মিলিটারীর হাতে; ভারত সরাসরি মিলিটারীর দল, কিংবা আল্লাহের দলকে( জামাত-শিবির ) সাপোর্ট দেবে বলে মনে হয় না।

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:



বিএনপি ও জাপাকে রাজনীতি করতে হয়নি, রাজনীতি বা ডিক্টেটরশীপ যা করতে হয়, করেছে ক্যান্টনমেন্ট; বিএনপি ও জাপা ছিলো সাইনবোর্ড।

৭| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

ঊণকৌটী বলেছেন: ভারত ব্যবসা বাণিজ্য সবই করবে বাংলাদেশের সাথে তবে আওয়ামী সরকার কে যে বিশ্বাস টা করতো তা বিএনপি কে করবে না, আর এই জিনিসটা পাবলিক হাড়ে হাড়ে টের পাবে, খুবই সহসা এই সমস্যা স্বাভাবিক হবেনা |

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে, বাংলাদেশের বড় অংশ মানুষ ভারতকে এটা নিয়ে দোষারোপ করবে; শেখ হাসিনা নিজের থেকে অন্য দেশে না'গেলে, ভারত তাকে যেতে বলবে না; ফলে, ইহা নিয়ে কথা হবে।

ভারত যদি শেখ হাসিনাকে সাহস দিয়ে ঢাকায় পাঠায় বিচারের মুখোমুখি হতে, এতে আওয়ামী লীগ উপকৃত হতো, আওয়ামী লীগ কম সময়ে সংগঠিত হতে পারতো।

৮| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

ঊণকৌটী বলেছেন: বিএনপি ভারত সরকারকে কথা দিয়েছে তাদের সরকারের আমলে কোন উগ্রপন্থী দল বাংলাদেশের জমি ব্যবহার করতে পারবে না, তো মন্দের ভালো বিএনপি, কমপক্ষে দেশটিতে কিছুটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, আওয়ামী কে তাদের ভুল ত্রুটি সমাধান করে ফিরে আসতে সময় দিতে হবে |

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:



বিএনপিতে রাজনীতিবিদ নেই; বিএনপি'র সভাপতি হচ্ছে ডাকাত, লন্ডনে থাকে; ভারত বিএনপি'র কাকে বিশ্বাস করবে? ভারত পাকিস্তানের সরকার নিয়ে মাথা ঘামায় না, যে আসবে আসুক, সবাই সমান; বাংলাদেশ নিয়েও এখন থেকে মাথা ঘামাবে না।

৯| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১১

ঊণকৌটী বলেছেন: ভারত যদি শেখ হাসিনাকে সাহস দিয়ে ঢাকায় পাঠায় বিচারের মুখোমুখি হতে, এতে আওয়ামী লীগ উপকৃত হতো, আওয়ামী লীগ কম সময়ে সংগঠিত হতে পারতো। ভারত শেখ হাসিনা কে আশ্রয় দিয়েছে, কোনদিনও তাকে শত্রুর হাতে তুলে দেবে না, তার জন্য যদি কোন ভয়ঙ্কর শত্রুর সাথে যুদ্ধ করতে হয় তাও করবে কিন্তু তুলে দেবেনা, উদাহরণ দালাই লামা এর কারণেই চিনের সাথে শত্রুতা, যুদ্ধ অব্দি করেছে তাও তুলে দেয়নি | এখন শেখ হাসিনা যদি নিজে অন্য কোন দেশে চলে যান, না এই অবস্থায় বজায় থাকবে |

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা যদি নিজের থেকে বিচারের মুখোমুখী হতে চায়, এবং ভারত যদি আইনী সহায়তা দেয়, শেখ হাসিনাকে অন্যায়ভাবে কেহ কিছু করার সাহস পাবে না।

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:



দলাইলামার ব্যাপারটা আলাদা; ভারত দলাইলামা ও তিব্বতের অনেক মানুষকে গ্রহন করেছে; দলাইলামাকে বিশ্বের সবাই সাপোর্ট করে; শেখ হাসিনাকে বিশ্বের কেহ চেনে না, ভারতই তার জন্য একমাত্র ভরসা।

১০| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

ঊণকৌটী বলেছেন: বাংলাদেশে আওয়ামী ছাড়া একমাত্র গ্রহণযোগ্য দল হচ্ছে বিএনপি, দেশে আওয়ামী কে কেউই পছন্দ করছে না, বিকল্প হিসাবে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, কমপক্ষে দেশ সংবিধানের অনুসারে চলবে, অশান্তি কমবে, ভারত অর্থনৈতিক সাহায্য করবে |

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

সোনাগাজী বলেছেন:




বিএনপি'তে হজনীতিবিদ নেই; মির্জা ছিলেন বেগম জিয়ার নায়েব; ওদের মাঝে ১ জন লোক নেই যেজন এমপি হতে পারবে; তবে, তাদের বাবারা (মিলিটারী ) ক্ষমতায়; দেখা যাক, কি করতে পারে। এখন আওয়ামী লীগ থেকে টাকা পয়সা আয় করছে।

১১| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

নতুন বলেছেন: ভারতের চেয়ে বড় সমস্যা আমাদের দেশের দূনিতিবাজেরা। ধান্দাবাজেরা দেশে অশান্তি করতে এক পায়ে দাড়িয়ে আছে।

ট্রাম্প আর ভারত তো আর শেখ হাসিনাকে গদিতে বসিয়ে দিয়ে যাবেনা।

এখন পিনাকী, ইলিয়াস আর মামুনুলকে উপদেস্টা বানাতে সবাই দাবী জানানো শুরু করবে।

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

সোনাগাজী বলেছেন:



ভারত বাংলাদেশের জন্য কোন সমস্যা ছিলো না; বরং ভারত নিজের জন্য সমস্যা, ওরা মুসলমান নয়।

দেশের জন্য একমাত্র দক্ষ উপদেষ্ঠা হচ্ছে ৩ জন কোমলমতি ছেলে ও হিরো আলম।

১২| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: ভারতের মিডিয়ার লাফালাফি দেখলে মাথাই নষ্ট

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:




ভারতীয় মিডিয়া ভারত সরকারের প্রেস নয়, এগুলো প্রাইভেট ও অনেকগুলোতে বিজেপি'র লোকজন আছে।

১৩| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৭

ঊণকৌটী বলেছেন: স্বাধীনতার শুরু থেকেই identification crisis ভুগছে পাকিস্তান ও আজকের বাংলাদেশ, ভারতীয়রা পাঁচ হাজার বছর আগের ইতিহাস এর গল্প বলে কিন্তু পাকিস্তানি বা বাংলাদেশীরা সেই ইতিহাস শেয়ার করতে পারেন না |সব জাতিরই অতীত আছে, যেমন চাইনিজ সভ্যতা, ইরানি, মিশর, তুর্কি, ইউরোপিয়ান, ভারতীয়রা তাদের অতীত নিয়ে পরিষ্কার ধারণা রাখেন, সমস্যা পাকিস্তানি ও বাংলাদেশী দের অতীত নিয়ে বলতে গেলেই চলে আসবে তার ভারতীয় জিন বশিষ্ট যা তারা স্বীকার করতে চায় না, পরিচয়হীনতাই ভুগতে ভুগতে আরো কট্টর মুসলিম বনে যায় |

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫২

সোনাগাজী বলেছেন:




বাংগালীদের ইতিহাস জানার ইচ্ছা বাংগালীদের নেই; এরা মুক্তিযুদ্ধের "ম" নিয়ে আগ্রহ প্রকাশ করে না; কিন্তু বেদুইনদের মারামারি নিয়ে বদরের যুদ্ধের ওয়াজ করে "নেক যাযা আ্য় করে"।

১৪| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৬

ঊণকৌটী বলেছেন: বাংলাদেশি ও পাকিস্তানের অধিকাংশ মানুষ 920 সালের মানসিকতা নিয়ে চলে, আজকের আধুনিক বিশ্বে ধর্ম অপ্রাসঙ্গিক হয়ে গেছে, অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে বিশ্বে কিছু দেশ এগিয়ে যাচ্ছে এমন কি আরব বিশ্বও আজকের পরিস্থিতি অনুযায়ী নিজেদের সংস্কার করছে, সোজা কথা ধর্ম টাকে নিজের ঘরে রেখে গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে সিরিয়া, ইমেনন,পাকিস্তান হয়তো (বাংলাদেশ)হয়ে যেতে হবে |

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:




পাকিস্তান তাদের "বিপ্লব" বাংলাদেশে সফলভাবে রপ্তানী করেছে। যারা ১৯৭১ সালের স্বাধীনতাকে প্রত্যাখান করেছে, তারা এবার "নতুন স্বাধীনতা" নাকি এনেছে।

১৯৭১ সালের স্বাধীনতা ও এবারের "নতুন স্বাধীনতা" মিলে, ২০২৪ সালে বাংলাদেশ "পুর্ণ স্বাধীনতা" পেলো; মনে হচ্ছে, এখন এই ২ স্বাধীনতার লোকজন মুখোমুখী হবে; দেশের ভেতরে এখন ২ স্বাধীনতার লোকজন বাস করছে।

১৫| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩১

কামাল১৮ বলেছেন: ভারতের বর্তমান সরকার হিন্দুত্ববাদী সরকার।সবার আগে তারা দেখে হিন্দুদের স্বার্থ।
শেখ হাসিনা সেকুলার কথাবার্তা তাদের তাদের ভালো লাগে।কিছুটা হলেও হিন্দুদের জীবনের নিরাপত্তা দেয়।জীবন কেড়ে নিবার ভয় দেখায় না।অন্য দলগুলি নবীর থেকে বড় নবী।তারা চায় দেশ হিন্দুশূন্য হোক।মন্দির থাকলে তাদের নামাজ কবুল হবে না।যেটা করেছে পাকিস্তান ও আফগান।
বাংলাদেশ নিয়ে তাদের মাথা ব্যাথা নেই।কিন্তু হিন্দুদের নিয়ে আছে।ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা ক্ষমতায় গিয়ে ভারতের কিছু অংশ দখল করার ভয় দেখায়।ইউনুস এখনো স্বপ্ন দেখে ইসলামী শাসন কায়েম করে আইএসয়ের সহায়তায় গাজাওয়াতুল হিন্দ কায়েম করার।

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:



ইউএস দুতাবাসের এমবেসেডর বদল হলে, ড: ইউনুস তাড়াহুড়া করে কেটে পড়বেন; উনার শুরুটাতে ভুল হওয়ায় মানুষ উনাকে আর গণনা করছে না।

তবে, দেশে সরকার ছালনার মতো কোন লোক নেই, দেশ মিলিটারী ব্যুরোক্রেটদের হাতে চলে যাবে; বিএনপি থেকে সাইনবোর্ড লাগাতে পারে।

১৬| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

ঊণকৌটী বলেছেন: বাংলাদেশে প্রতি বিপ্লব হোক বাঞ্ছনীয় নয়, দেশের অধিকাংশ মানুষ যেখানে দারিদ্র সীমার নীচে, যত দ্রুত সম্ভব ইলেকশন হোক ও সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক |

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা যেভাবে শেখের বাড়ী পোড়ায়েছে, শেখের মুর্তির উপর পেসাব করেছে ও নীরীহ আওয়ামী লীগারদের যেভাবে হত্যা করেছে, তাতে সমস্যা দানা বেঁধেছে।

১৭| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪০

ঊণকৌটী বলেছেন: ভারত কোনদিনই চায় না তার আশেপাশে ঝামেলা হোক ( পাকিস্তান বিনা) যদি দূর ভবিষ্যতে এই অঞ্চলে বড় ধরণের ঝামেলা সৃষ্টি হয় তবে ইচ্ছে না থাকলেও হস্তক্ষেপ করতে বাধ্য হবে |

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা বিপুল পরিমাণ মানুষকে ভয় লাগিয়ে চাকুরীচ্যুত করেছে, ব্যবসা বাণিজ্য থেকে তাড়ায়েছে, পালিয়ে থাকতে বাধ্য করছে; ইহা নিয়ে সমস্যা হবে।

১৮| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৬

হাসান জামাল গোলাপ বলেছেন: জেলা বুরক্রাট প্রধান একশোর উপরে কমিটি প্রধান, তারা চায় তাঁদের অফিসে একাধিক পিওন চাপরাসি থাকবে, কেউ ব্যাগ ধরবে, কেউ মাথায় ছাতা ধরবে। আমাদের রাজনীতিবিদরাও সেটাই চান। এই দুইয়ে মিলে এই সরকারকে চড়ুইভাতি সরকার করে কিনা দেখার বিষয়।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১:০৯

সোনাগাজী বলেছেন:



এটা অবশ্যই চড়ুউইভাতী সরকার: ছেলে খতগুলো এই সরকারের মাঝে কি করছে? দেশে চালানোর নামে সার্কাস খুলেছে।

১৯| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:





সংস্কার সংস্কার জিকির না করে এখন উচিত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করা।
জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ব্যতীত দেশে পরিস্থিতি সুন্দর হবে না।


১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১৪

সোনাগাজী বলেছেন:




এমবেসেডর ও ডোনাল্ড লু সরে গেলে, নির্বাচন না'চাইতে দিয়ে দিবে ইউনুস সাহেব।

২০| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৯

ডার্ক ম্যান বলেছেন: অনুমান করে বলছি।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১০

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে!

২১| ১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:০৬

আহরণ বলেছেন: ইউনুস আসলে নিজের এজেন্ডা নিয়ে ব্যস্ত। এর আগে তিনি রাজনীতিহীন কিং'স পার্টি করে ক্ষমতার স্বপ্ন দেখেছেন । যেই যাত্রায় ব্যর্থ হয়ে এখন লড়েচড়ে জেকে বসেছে............. @ দাদা?

১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:০৭

সোনাগাজী বলেছেন:



জাতির জন্য কিছু করার অভিপ্রায় তিনি প্রকাশ করেননি; উনাকে চলে যেতে হবে খালি হাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.