![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেহেতু তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধার দূরত্ব ১৫/১৬ কিলোমিটার, তাই প্ল্যান করলাম যে তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা আসা যাওয়া না করে একবারে বাংলাবান্ধা নেমে ঘুরে টুরে তেঁতুলিয়া যাব। ঢাকা থেকে শ্যামলি স্লিপার অনলাইনে ১৮০০ টাকা, কাউন্টার থেকে কেটে জনপ্রতি ২০০ কম পেয়েছি। ফিরতি টিকেট ঢাকা থেকে ফোনালাপের মাধ্যমে কিনে জনপ্রতি ৪০০ করে কম পেয়েছি। তবে দুএকজন বলছিল যে বুড়িমারি বা নিউ ঢাকা এক্সপ্রেসের স্লিপার নাকি কিছুটা বেশি ভালো। এদিকে ট্রেনে করে ঢাকা থেকে পঞ্চগড়ের বীর সিরাজুল ইসলাম রেল স্টেশনে নামা যায়। সেখান থেকে ঘন্টাখানিক লাগে বাসে তেঁতুলিয়া যেতে।
বাসে ঢাকা থেকে রওনা হবার আগে চাঁদের ছবি তোলার কোশেশ করেছিলাম। জুম বেশি হলে ট্রাইপড ছাড়া ছবি তুললে সাব্জেক্ট জেলির মত এদিক ওদিক নড়তে থাকে । নীচের ছবিতে চাঁদ এক সাইডে কাইত হয়ে গেছে। এক্সট্রিম রুল অব থার্ড বলে চালাই দেব নাকি?
তবে বাংলাবান্ধা নামলে অসুবিধা এই যে খাবার হোটেল খুব একটা নেই। নামতে নামতে সকাল দশটা বেজে গেলে ভাত টাত খেতে হবে। তাই অনেকে তেঁতুলিয়া বাজার নেমে যায় । দেশি মুরগি, পেঁয়াজ ভর্তা, আলু ভর্তা, করল্লা ভাজি, শাক সহযোগে তিনজনে বিল হলো ৫০০ টাকা। তারপর গেলাম বাংলাবান্ধা জিরো পয়েন্টে।
পাথরের প্রবল প্রতাপ বাংলাবান্ধায়।
যেতে যেতে পথে চা বাগান আর চা বাগান। বাংলা বান্ধা থেকে ব্যাটারি রিকশা নিয়েছিলাম। সেখান থেকে ১৩/১৪ কিমি দূরে কাজী এন্ড কাজী চা বাগান, মিনি মীনা বাজার, ডেইরি ফার্ম ঘুরিয়ে তারপর তেঁতুলিয়া এসে পুরাতন বাজার, কাঁচা পাতার চায়ের দোকান, হলুদ বাঁশ বাগান, ডাকবাংলো সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঘুরিয়ে ৯০০ টাকা ।
তেঁতুলিয়া ডাক বাংলো থেকে দেখা মহানন্দা নদী।
ভারতের সীমান্তে সন্ধায় জ্বলে উঠেছে লাইট।
তেঁতুলিয়া ডাক বাংলো থেকে কাঞ্চনজংঘাকে দেখার আশায় গুড়ে বালি। গতবছর নভেম্বর মাসে কমবেশি দেখা গেলেও এবার ঘুরতে আসা প্রায় সবাই নাকি আশাহত হচ্ছে।
হায় হায়, তেঁতুলিয়া গেলাম অথচ তেঁতুল গাছের ছবিই তোলা হলো না
আরো কিছু ছবি
১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯
সোনালি কাবিন বলেছেন: আপনার ভ্রমণ আনন্দময় হোক।
২| ১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চা বাগানের ভিতরে প্রবেশ করতে দেয়?
১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫
সোনালি কাবিন বলেছেন: চা বাগান তো বাইরে। কাজী এন্ড কাজী চা বাগানের ভেতরের অংশে সুন্দর কিছু স্থাপনা আছে । গেটে অনুমতি নিয়ে কয়েকজনকে ভেতরে যেতে দেখেছি। আমরা উদ্যোগ নিতে নিতে জুম্মার নামাযের জন্য অনুমতি প্রদান বন্ধ ছিল।
৩| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫১
ঢাবিয়ান বলেছেন: তেতুলিয়া ভ্রমনের ছবি ভাল লাগল। টেকনাফ তু তেতুলিয়া বাক্যটার সাথে বহুল পরিচিত হলেও কখনও যাওয়া হয়নি এই জায়গায়।
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৯
সোনালি কাবিন বলেছেন: যাক, আমার উত্তর আর দক্ষিণ ছোঁয়া হয়ে গেল। অবশ্য তেঁতুলিয়া এর আগে গিয়েছিলাম যখন ঠাকুরগাঁও ছিলাম, বাবার অফিসের পিকনিকে । তখন ক্যামেরা ছিল না, স্মৃতিতে দুচারটি ছবি জমা আছে বৈকি।
৪| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২
মিরোরডডল বলেছেন:
মহানন্দা নদীর অবস্থাতো করুণ মনে হচ্ছে।
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫
সোনালি কাবিন বলেছেন: বিলকুল সহিহ ।
এর আগে ১৯৮৯ সালে ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণের যে আবছা চিত্র মনে গেঁথে আছে, তাতেও স্বাস্থ্যবান মহানন্দার কোন জলছাপ দেখা যাচ্ছে না।
৫| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৪
প্রামানিক বলেছেন: চমৎকার ভ্রমণ কাহিনী। আমি তেতুলিয়া গিয়েছিলাম ১৯৭৬ সালে এর পরে আর যাওয়া হয় নাই।
১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০১
সোনালি কাবিন বলেছেন: আপনি যে সময় তেঁতুলিয়া গিয়েছিলেন, সেসময় আমি পৃথিবীতে এন্ট্রি নিবার পারিনাইক্কা।
৬| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভ্রমণ কথন সহ ছবিগুলো ভালো লাগল।
১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
সোনালি কাবিন বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০১
জটিল ভাই বলেছেন:
সুন্দর পোস্ট। তা বহুদিন পরে মনে হচ্ছে। কেমন আছেন?
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৬
সোনালি কাবিন বলেছেন: ভালো আছি। আশা রাখি, আপনার দিনকালও ভালো চলছে।
৮| ০২ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার সব দৃশ্য ।
০৩ রা মার্চ, ২০২৫ দুপুর ২:২৪
সোনালি কাবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৯| ১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২২
এইচ এন নার্গিস বলেছেন: আপনার তেতুলিয়া ভ্রমণ এবং তার সাথে বাঁশ গাছের থোপ এর দৃশ্য সত্যি প্রশংসনীয় ।
১৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩১
সোনালি কাবিন বলেছেন: অনুপ্রাণিত হলাম অনেক।
১০| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:২৫
শায়মা বলেছেন: ভাইয়া কোনটা তুমি!!!
কালোটা?
সাদাটা?
নীলটা?
নাকি
কমলাটা?
১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩৮
সোনালি কাবিন বলেছেন: আমার ক্যামেরায় তোলা ছবিতে আমি নিজেকে রাখি না।
তাই এখানে আমি কোনটাই নই।
১১| ২০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
নকল কাক বলেছেন: আমি একটি বিজ্ঞান কল্পকাহিনি সিরিজ লিখছি, আপনাকে আমার ব্লগে এটি পড়ার আমন্ত্রণ রইল: অচেনা দিগন্ত (পর্ব-১)
২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:২০
সোনালি কাবিন বলেছেন: এখনি যাচ্ছি পড়তে।
১২| ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৭
নকল কাক বলেছেন: আমার নতুন ছোট গল্প "ধাওয়া" পড়ার জন্য আমন্ত্রন রইল।
০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১:০০
সোনালি কাবিন বলেছেন: পাঠ+মন্তব্য করেছি।
১৩| ০১ লা এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৮
নকল কাক বলেছেন: আমার লেখা বড় গল্প "গনি মিয়ার গুপ্তধন" পড়ার জন্য আমন্ত্রণ রইল।
০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৮
সোনালি কাবিন বলেছেন: পড়ে আনন্দ পেয়েছি।
১৪| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:১৫
নকল কাক বলেছেন: আমার লেখা সাইফাই এ্যকশন গল্প "ক্যু-২" পড়ার জন্য আপনাকে আমন্ত্রন।
০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৬
সোনালি কাবিন বলেছেন: হুম।
০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:০১
সোনালি কাবিন বলেছেন: ওকে।
১৬| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৩
নকল কাক বলেছেন: আমার লেখা ছোটগল্প "এ্যমবুশ" এর ২য় পর্ব "এ্যমবুশ ২" পড়ার জন্য আমন্ত্রণ রইল।
১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৭
সোনালি কাবিন বলেছেন: ওকে।
১৭| ১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩২
নকল কাক বলেছেন: আমার লেখা সিরিজ গল্প "এ্যমবুশ" এর ৩য় পর্ব "এ্যমবুশ ৩" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।
১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:২১
সোনালি কাবিন বলেছেন: ok
১৮| ১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১২
নকল কাক বলেছেন: মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে লেখা ফিকশন সিরিজ গল্প এ্যমবুশের ৫ম পর্ব "এ্যমবুশ ৫" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।
১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:২০
সোনালি কাবিন বলেছেন: Hmm
১৯| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৫২
নকল কাক বলেছেন: মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে লেখা সিরিজ গল্প এ্যমবুশ এর আরেকটি পর্ব " এ্যমবুশ (-২)" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ
২৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৩
সোনালি কাবিন বলেছেন: উক্কে।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৬
রবিন.হুড বলেছেন: বৃহস্পতিবার রাতে বাংলাবান্দার উদ্দেশ্যে পঞ্চগড় এক্সপ্রেস এ রওনা করবো ইনশাল্লাহ।