নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
ড: ইউনুসের সরকারটা মিলিটারী শাসন থেকে অনেক অনেক ভালো হওয়ার কথা ছিলো; কিন্তু উনার সরকারে কোমলমতিরা স্হান পাওয়ায় জাতি বিভ্রান্ত, এসব পরিচয়হীন সৈনিকরা দেশের সরকারে কেন; এবং কোন পথে এরা সরকারে এলো? এরা সরকারকে টেরোরাইজ করছে বুঝা যাচ্ছে; কিন্তু ইহা কত সময় ধরে চলবে?
পরিচয় লুকানো এই ছেলেগুলোর দল কত বড় উহা নিয়েও জাতি বিভ্রান্ত; এরা শেখ হাসিনার সরকারের পতন ঘটায়েছে মানে ইহারা যে ভালো কিছু তা সঠিক নয়; এরা যেই পরিমাণ এনার্খী সৃষ্টি করেছে, ইহা থেকে জাতি বের হতে পারবে না সহজে। জাতি সব সময় ড: ইউনুসকে নীচু চোখে দেখে এসেছে, কিন্তু নোবেল প্রাপ্তির গুরুত্বটাও বুঝতো; ফলে, ডাকাত ব্যুরোক্রেট ও আওয়ামী সরকারের পর, একটা ভালো শুরুর আশা পোষণ করছিলো।
ড: ইউনুস কিভাবে এলো, ইহাও শুরুতে ধোঁয়াসা ছিলো জাতির কাছে; যদিও বুঝতে অসুবিধা হচ্ছিলো না যে, উনি আমেরিকার উপহার, তবুও অবস্হার পরিপ্রেক্ষিতে মন্দের ভালো হিসেবে মানুষ মেনে নিয়েছিলো; কিন্তু উনি এই পরিচয়হীন ছেলেগুলোকে সরকারে রেখে জাতিকে ভীতির মাঝে রেখেছেন।
সাড়ে ৩ মাসে মানুষ বুঝতে পেরেছে যে, ড: সাহেব আসলে কোন কিছুই সঠিকভাবে করতে পারবে না, সবই ব্যুরোক্রেটদের হাতে। আর ছেলেরা দেশে এনার্খী করে, মানুষকে চাকুরী থেকে বিতাড়িত করে নিজেদের নাম ও পরিচয়হীন লোকদের সেখানে নিয়োগ দিয়ে দেশ দখলে নেমেছে।
মানুষ এখন অনেক ভাগে বিভক্ত; ফলে, এসব ছেলেরা কিছু সময় টেরোরাইজ করে বেড়াবে; তারপর, মানুষের ভয় ভাংগবে এক সময়।
১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:০৬
সোনাগাজী বলেছেন:
ড: ইউনুস আমেরিকার উপহার, কোমলমতিরা রাস্তা দখলের সৈনিক; চোর, ডাকাত ও বিদেশীদের সৈনিকদের কারণে দেশটা পাকিস্তানে পরিণত হয়েছে; আরো নীচের দিকে যাবে।
২| ১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
শিবির হিজবুত ও জঙ্গিদের বর্তমান নাম - কোমলমতি ছাত্র জনতা।
ওরা বার বার কথায় কথায় বলে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ।
আসলে এখন দেশে আগের চেয়ে ১৫০ গুন ফ্যাসিবাদ চলছে।
১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:০৯
সোনাগাজী বলেছেন:
আপনি আগের সাথে তুলনা করছেন কেন? শেখ হাসিনার সরকারের কারণে এরা আসার সুযোগ পেয়েছে। আমার মনে আছে, আপনি কিভাবে শেখ হাসিনার সরকারের গুঙান গাইতেন, এই ধরণের বিপদ যে আসবে, সেটা আওয়ামী লীগের চোরডাকাতরা বুঝতে পারেনি।
এখন এদের থেকে ও মিলিটারী থেকে মুক্তি পেতে জাতির কষ্টের সীমা থাকবে না।
৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:১২
কামাল১৮ বলেছেন: কোমল মতিরাই ইউনুসকে সরকারে স্থান দিয়েছে।ইউনুসই এদের সরদার।ইউনুসের জেল থেকে বাঁচার আর কোন পথ ছিলো না।বাকি জীবন তাকে জেলেই থাকতে হতো।অনেক মামলার রায় এখনো হয়নি।
এবার তাকে ধরবে ভারত।সেই সাথে ট্রাম্পের প্রশাসন।এই বলদ কেনো কোমলমতিদের খপ্পরে পা দিলো।তার পরিনতি খুবই খারাপ।
১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:১৯
সোনাগাজী বলেছেন:
কামাল সাহেব, এসব কোমলমতিরা সুদখোর ইউনুস সাহেবকে পছন্দ করার কথা নয়; আমেরিকার কারণে পছন্দ করছে; আমেরিকান এম্বেসী সেনাবাহিনীকে কন্ট্রোলে নিয়ে গেছে অনেক আগে; ফলে, কোমলমতিরা উনাকে আনার সম্ভাবনা নেই। কোমলমতিরা গত ৮/১০ বছর থেকে প্রস্তুতি নিয়েছে পাকিস্তানের সহায়তায়; আমেরিকা কোমলমতিদের রাস্তার দখলের ভার দিয়েছিলো।
৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:২০
নান্দাইলের ইউনুছ বলেছেন:
বালপাকনাগুলোর কথা শুনলে মনে হয় গলায় দড়ি দিয়ে
১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৩১
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা জাতির স্বাধীনতাকামীদের জন্য যেই বিপদ সৃষ্টি করে গেছে, ইহা থেকে বের হওয়া জাতির জন্য মুশকিল হবে; লেবানন ও গাজা যেভাবে হেজবুল্লাহ ও হামাসের হাতের হাতে আটকা পড়েছে, অবস্হা সেই রকমও হতে পারে।
৫| ১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৩৮
আহরণ বলেছেন: বড় ইচরেপাকা বারবারন্ত কোমলমতিরা ভেবেছিল আল্টিমেটাম দিয়ে দেশ চালানো যায়! প্রথমেই ফারাক্কা বাঁধ সরিয়ে নিতে ভারতকে অবিরাম আল্টিমেটাম দিয়ে বসে!! তারপর দ্রব্যমূল্যের দাম কমাতে ব্যবসায়ীদের প্রতি আল্টিমেটাম। নিঃস্ফল, সব নিঃস্ফল।
যদিও, পরীক্ষা না দিয়ে অটোপাসের আল্টিমেটামে জয়-জয়াকার। চলছে বেশ, বুড়ো ইউনুসের দেশ............ @ দাদা??
১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৪৮
সোনাগাজী বলেছেন:
বাংগালী ছেলেমেয়েরা কলেজ (১২ ক্লাশ )অবধি পড়ছে, তারপর ভালো করছে না; তারা পড়ালেখা করে না, পরীক্ষা দিতে চাহে না; কারণ, ভবিষ্যতও নেই, ভালো সাবজেক্টে চান্সও পায় না। গড়ে ৮/৯ লাখ ছেলেমেয়ে জাতীয় ইউনিভার্সিটিতে যেতে বাধ্য; ওখান থেকে ওরা ফেইসবুকে মাষ্টার হয়।
দেশের মানুষ বিভক্ত; ফলে, নাম ও পরিচয়হীনর কোমলমতিরা জাতিকে টেরোরাইজ করার সুযোগ পেয়েছে; জাতির বিবিধ গ্রুপকে সুবিধা দিয়ে এরা জাতিকে লেবানন বা ইয়েমেনের মতো সমাজে পরিণত করবে।
৬| ১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫১
পারস্যের রাজপুত্র বলেছেন: উহু, বরং কোমলমতিদের কথা না শুনে উনি মানুষের আস্থা হারাচ্ছেন। আপনি উল্টা কথা বলছেন।
১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫৬
সোনাগাজী বলেছেন:
নোবেল প্রাইজ প্রাপ্ত লোকটা আপনার কথায়ও কান নিচ্ছে না নিশ্চয়!
১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫৯
সোনাগাজী বলেছেন:
আপনার ব্লগিং:
পোস্ট করেছি: ২টি
মন্তব্য করেছি: ১৭টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৪ মাস ১ সপ্তাহ
**** ব্লগিং দেখে মনে হচ্ছে, আপনি জ্ঞানী মানুষ; আপনি বেশী জ্ঞানী, নাকি কোমলমতিরা বেশী জ্ঞানী?
৭| ১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩৪
চারাগাছ বলেছেন:
পারস্যের রাজপুত্র আপনার মতের বিপক্ষে লিখলো আর আপনি তার ব্লগিং ডিটেলস হাজির করলেন।
পারস্যের রাজপুত্র ভুল বলেননি। কোমলমতিদের দাবি মানা হচ্ছে না।
১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৬
সোনাগাজী বলেছেন:
১ জন নোবেল প্রাইজ-প্রাপ্ত মানুষ কেন আপনার কথা, পারস্যের রাজপুত্রের কথা ও নাম-পরিচয়হীন কোমলমতিদের কথা শুনতে যাবেন?
৮| ১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৫
সৈয়দ কুতুব বলেছেন: এবারের আন্দোলন বামপন্থী বুদ্ধিজীবী ফরহাদ মজহার, সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা পিনাকী + একটি ইসলামিক রাজনৈতিক দলের বামপন্থী ভাবাদর্শে অনুপ্রাণিত ছাত্র অংশ দ্বারা সংগঠিত হয়েছে। চরমপন্থী ও থাকতে পারে সাথে। ইসলামিক রাজনৈতিক দলটির আমীর বহু বছর পূর্বে জাসদ ছাত্রলীগ করতো। তাই সমন্বয়ক মধ্যে মওলানা ভাসানী প্রীতি বেশি দেখা যাচ্ছে। ইসলামিক রাজনৈতিক দলটির মুখপাত্র হিসাবে সে পত্রিকায় ধারাবাহিক ভাবে মওলানা কে নিয়ে লিখা হয়। অন্তত ১ ডজন বামপন্থী ভাবাদর্শের মানুষ দেখেছি যারা পরবর্তীতে ইসলামিক রাজনীতিতে যোগ দিয়েছেন।
ছাত্ররা ২০১৪ সাল থেকে প্রিপারেশন নিচ্ছিল। ২০০১ সালের পর থেকে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক বানানোর কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা ইহা নিয়ে বিজনেস করিয়া গেলেন, উচিত কাজ না করিয়া।
১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪২
সোনাগাজী বলেছেন:
বামপন্হী বলা হয় "সোস্যালিষ্ট ভাবনার লোকজনদের", কোন বাংগালী সোস্যালিম পুরোপরিভাবে বুঝে না; কারণ, তারা মার্কসের "দাস কয়াপিটেল" বুঝে না। মওলানা ছিলেন স্বাভাবিকভাবে সোস্যালিষ্ট ভাবনার মানুষ, যা একাডেমিক নয়।
যাক, বামদের একাংশ আমাদর স্বাধিনতারও বিরোধীতা করেছে। যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিলো, তারা এবার ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার দুর্নীতির সরকারেরকে পরাজিত করেছে; কিন্তু তারা নিজেরা জাতির জন্য আরো বেশী ভয়ংকর, এরা হামাস, হেজবুল্লার মতো জাতিকে দখল করেছে আপাতত।
৯| ১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১
নতুন বলেছেন: আপনার এই কোমলমতিদের বিরোধীতা আমাদের হাকা ভাই সমর্থন করছেন। হাকা ভাইয়ের সমর্থন এর মানে হইলো এরা ঠিক কাজ গুলি করছে। তার মানে হইলো গিয়ে আপনি ভুল জিনিস সমর্থন করছেন।
১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
সোনাগাজী বলেছেন:
উটের লজিক।
১০| ১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৭
দক্ষিণ মেরু বলেছেন: ছাত্ররা এনার্খী সৃষ্টি করছে না। দিন দিন আগের থেকে ভালো করছে। এরা এখন পর্যন্ত ঠিক পথেই আছে। বুড়োদের মন্ত্রনালয় থেকে ছাত্রদের মন্ত্রণালয়ে কাজের গতি বেশি। এই টেস্ট কেস সফল হলে নতুন জেনারেশনের উপর আস্থা অরো বাড়বে। শুভকামনা ছাত্রদের।
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৮
সোনাগাজী বলেছেন:
গতি তো বেশী হবেই, প্রশ্নফাঁস করতে পারলে স্কুলের পর পড়ালেখা করার দরকার হয় না; মায়ের পেট থেকে বেরিয়ে সরকার চালানো সম্ভব, আর কি দরকার?
১১| ১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০১
রাকু হাসান বলেছেন:
যেখানে বুড়োরা ,নিজের বুদ্ধি বেচে ,তৈলবাজি করে বছরের পর বছর স্বৈরাচার পুষলো ,সেখানে কোমলমতিরা ১ দিনের ১ দফা ঘোষণা দিয়ে ফেলে দিল। তাহলে তো কোমলমতিরাই বেটার। আসলে বুড়োদের সমস্যা হলো তারা নতুনদের বরণ করতে পারে না । যেমন : একজন বলে বসলো ,আবার ।আগে ছেলে চললে দেশ ধ্বংস হয়ে যাবে। অথচ এটা সাধুবাদ জানানো উচিত ছিল বলে মনে করি।
বুড়োদের মন্ত্রনালয় থেকে ছাত্রদের মন্ত্রণালয়ে কাজের গতি বেশি। -বিষয়টি আমিও দেখছি। নতুনের হাতেই বাংলাধেষ ভালো করবে বলে আমার বিশ্বাস ।
আপনার ন্যারাটিভকে অনেকাংশে ইন্ডিয়ান / পশ্চিমা এলিটদের মত লাগছে। আমার ভুলও হতে পারে।যা মনে হলো তাই বললাম ।
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৩
সোনাগাজী বলেছেন:
প্রশ্নফাঁস করতে জ্ঞানের দরকার হয়, সেজন্য আপনাদের মতো তরুণরা বয়স্কদের চেয়ে ভালো করছে। নিজের সাথীকে হত্যা করে সরকার উৎখাত সহজ হয়েছে।
১২| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬
ক্ষণিকের যাত্রী বলেছেন: ইউনুস হলো কোমলমতিদের বাপ্
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৫
সোনাগাজী বলেছেন:
বাপ নিজের নাম ভুলে যাবে সময় আসছে; কিন্তু ক্ষতিগ্রস্ত হবে জাতি।
১৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: উটের লিজক।
হাকা ভাই এর মতন আয়ামীলীগ আর আপনি যেহেতু একটা বিষয়ে একমত এটা অবশ্যই উটের লজিক
১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১
সোনাগাজী বলেছেন:
আপনি সঠিক আছেন, হাসান কালবৈশাখীর ব্লগিং'এর সাথে আমার কোন মিল ছিলো না কোনদিন; সুতরাং আপনার লজিক উটের হলে, সেটাই সঠিক।
১৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২০
নতুন বলেছেন: আপনি আর হাকা ভাই যেহেতু একটা বিষয়ে একমত আছেন তাই আপনার কোমলমতি সম্পর্ককে মতামত বর্তমানে হাকা ভাই লেভেলে পৌছে গেছে।
১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
সোনাগাজী বলেছেন:
আমার সাথে আপনার মতামতের মিল নেই, অন্য কারো সাথে আমার মতের তেমন মিল নেই; আপনি আরবী সমাজে আছেন, আপনার ভাবনার সাথে আমার ভাবনার মিল হবে না।
১৫| ১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
সৈয়দ কুতুব বলেছেন: ২০০৯ সালে সামুতে ছিলেন ? হিজবুত তাহরীর নিয়ে কোন লেখা পড়েছিলেন? পুরাতন বোতলে নতুন মদ সরবরাহ শুরু হয়েছে।
১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
সোনাগাজী বলেছেন:
না, আমি ২০০৯ সালে সামুতে ছিলাম না।
বাংলাদেশে যত তাহেরী ও তেহারী আছে, ওগুলো জামাতের বিবিধ চরমপন্হি শাখা।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: কোমল মতিরা ড: ইউনুসকে সরকারে স্থান দিয়েছেন, বিনিময়ে তিনিও তাঁদেরকে সরকারে স্থান দিয়েছেন। দেশ নিয়ে টেনশন নিয়েন না। এদেশে ভালো কিছু হয় না। ভালো যা হয় তা’ অন্যদেশ গনায় ধরে না।