নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.

সোনালি কাবিন

..

সোনালি কাবিন › বিস্তারিত পোস্টঃ

প্রথম পাতায় আঁকাউকির দিনটি যে কারণে স্মরণীয় হয়ে থাকবে

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৯

কারণ ওই দিনটাতেই বাংলার বাঘিনীরা হিমালয়ের বরফ বিদীর্ণ করে ছিনিয়ে এনেছিল বিরল ভালোলাগার এক চিলতে অনুভূতি । ওই দিনটাতেই আমি নিরাপদ বস্তুতে পরিণত হবার সৌভাগ্য অর্জন করেছিলাম । দিনটি তাই মনে পড়বে ।

শহুরে মানুষের কাছে শহুরে প্রতিবেশে এক পশলা বৃস্টির পর মাটির সোঁদা গন্ধের দারুণ অনুভূতিটুকু যেমন সহজলভ্য নয়; তেমনি ১৯-৯-২০২২ তারিখে স্বাগতিক নেপালের মেয়েদের ৩-১ গোলে হারিয়ে বাংলার অদম্য মেয়েদের সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া, হাতে গোণা কিছু সাফল্যের একটি।

নেপালি মেয়েদের ডিফেন্স কিছু সময়ের জন্য বরফের শক্ত প্রাচীর হয়েছিল বটে, কিন্তু বাংলাদেশের মেয়ে ফুটবলারদের সুনিপুণ থাবায় সেই বরফ গলে হয়ে গেছে একাকার, তাই সাফল্যের মনজিলে তারা পৌঁছে গ্যাছে অভাবনীয় দক্ষতায় ।

এই জয়ের পেছনে আমার কাছে পিভট পয়েন্ট মনে হয় ভারতকে ৩-০ গোলে হারাবার ব্যাপারটি। ধারণা করি, সেই জয়ের পর মেয়েদের মানসিক দৃঢ়তা দ্বিগুণ তিনগুণ হয়ে গিয়েছিল ।

আমাদের এই অনেকটা একঘেয়ে জীবনে উল্লাসের উপলক্ষ্য এনে দেবার জন্য হে বিজয়ী বীরেরা, তোমাদের প্রতি কৃতজ্ঞতা ।

(কা_ভা ভাইয়ের উৎসাহে একটি নয়-ছয় লেখার অপচেস্টা)



ছবি কৃতজ্ঞতা ঃ https://bangladeshinfo.com/

মন্তব্য ১৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্মরণীয় দিনে আপনি সেফ হয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪২

সোনালি কাবিন বলেছেন: আমার সৌভাগ্য ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৩

জুল ভার্ন বলেছেন: আমাদের সাফ ওমেনস ফুটবল চ্যাম্পিয়ন মেয়েদের অভিনন্দন। অনেক ভালোবাসা।

আমি আশা করবো, ক্রিকেট জয়ী দলকে যেভাবে সরকার সম্মানীত করছে- সেই ভাবে আমাদের এই মেয়েদেরও সম্মাননা দিবেন। +

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৮

সোনালি কাবিন বলেছেন: দারুণ একটা প্রস্তাব দিয়েছেন । অবশ্যই তাদের ভালো কিছু দিয়ে সম্মানিত করা উচিত ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
এই পথচলা অব্যাহত থাকুক।
শুভকামনা রইলো সোনালি ও বাঘিনীদের জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬

সোনালি কাবিন বলেছেন: আপনাদের শুভকামনা আমার পাথেয় ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সংক্ষেপে ভালো লিখেছেন। অভিনন্দন বাংলার বাঘিনীরা।

আপনাকে অভিনন্দন প্রথম পাতায় স্থান পাওয়ার জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৩

সোনালি কাবিন বলেছেন: আপনার অভিনন্দন আমার জন্য আনন্দের উপলক্ষ্য।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১১

পোড়া বেগুন বলেছেন:
সামুর প্রথম পাতায় স্বাগতম।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১২

সোনালি কাবিন বলেছেন: আপনার শুভেচ্ছা আমার ভালোলাগার ঝুড়িতে রাখলাম।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে তাদের এই গৌরবোজ্জল অর্জন।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৯

সোনালি কাবিন বলেছেন: সুন্দর উপমাময় মন্তব্য।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনাকে অভিনন্দন।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪১

সোনালি কাবিন বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৫

মিরোরডডল বলেছেন:




বাংলার মেয়েরা যে ফুটবল খেলে এটা ভাবতেই আমার ভালো লাগে ।
আর যখন দেখি বাইরে থেকে বিজয়ের শিরোপা নিয়ে আসে, এটাতো অনেক গর্বের।
বেস্ট অভ লাক, সামনে আরও ভালো করুক ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০

সোনালি কাবিন বলেছেন: চমৎকার বলেছেন।

আসলেই ভাবতে খুব ভাল লাগে যে, সেই প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা কী নিবিড় একাগ্রতায় হিমালয়ের চূড়ায় আরোহণ করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.