নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.

সোনালি কাবিন

..

সোনালি কাবিন › বিস্তারিত পোস্টঃ

বাইক্কা বিলে বিকেল বেলা

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৩



একদিন এসএসসি’র কিছু বন্ধুরা মিলিয়া স্থির করিলাম যে আমরা শ্রীমংগলে একরাত দুইদিনের সফর দিয়া আসিব ।

এক শুক্রবার ছুটির দিনে গদাইলস্করি চালে রওয়ানা করিয়া শ্রীমঙ্গল পৌঁছাইতে পৌঁছাইতে দুপুর বেলা । আহারাদি সম্পন্ন করিয়া একমত হইলাম যে ঔদিন বাইক্কা বিল দেখা যাইতে পারে, বাকি স্পট পরদিন । শ্রীমঙ্গল থেকে বাইক্কা বিলের দূরত্ব ২০ কিলোমিটার ।

বন্ধুদের একত্রে এই বৈকালিক যাত্রায় এই গানটি ভালো হইবে মনে করিয়া দিলাম ছাড়িয়াঃ

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়।

বাইক্কা বিলে যাইবার পথে পথে





বাইক্কা বিলের নিকটবর্তী হইয়া উহাকে যখন আমাদের খোমা দেখাইবার সময় আসিল, তখন বাইক্কা বিলের এই রূপ । দূর্ভাগ্যজনকভাবে, আমার ডিজিটাল ক্যামেরাটি অত ভাল ছিল না , তাই ছবি তুলিয়া আরাম পাই নাই। জুম করিবার পর পাখিদের আর খুঁজিয়া পাওয়া যায় না ।









বাইক্কার বিলে সন্ধ্যা ঘনাইয়া আসিতেসে ।


“ আমি যাকে ভালোবাসি, তার গল্প শোনাবো
তার কাহিনী শোনাবো
যেমন সন্ধ্যে গল্প শোনায় ক্লান্ত আকাশকে
শোনায় রাত্রির গল্প
আমি যাকে ভালোবাসি তার কাহিনী রাতের মতো
তার নয়ন ছড়ায় শান্তির গান, যেন পরম আদরে ঘুম আসছে
যেন আকাশ আপন মনে ভাসে, চির মমতার সাগর হয়ে” (কবীর সুমন)


ফিরিবার পথে সাতরঙা চা টেস্টু করিলাম । যতটা বিখ্যাত, ততটাই স্বাদহীন ।



মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৮

অপ্‌সরা বলেছেন: বাইক্কা বিল কি বাঁকা! তাই এমন নাম!

যাইহোক সাত রঙ্গা চা খেয়ে আমি তো ওয়াক থু!!

তবে বাড়ি ফিরে ইউটিউব দেখে ওমন চা আমিও বানিয়েছি।

শুধু শুধু মানুষকে ফাকি দিয়ে কি যে খাওয়ায় এরা!!!

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১২

সোনালি কাবিন বলেছেন: গুগল করলাম, পেলাম না বাইক্কা বিলের নামের রহস্য।

তবে আমরা যখন গিয়েছিলাম রাস্তা কিছু আকাবাকা ছিল বটে। এখন ভালো হয়েছে কীনা কে জানে?
সেভেন কালার টি পুরাই ভুয়া।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১০

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবিগুলো।++
আপনাদের দলবেঁধে যাওয়াটাও বেশ মজার।
অপ্সরা আপুর ওয়াক থু পর্বটা মানে ওখানকার চা তাহলে সত্যিই ওয়াক থু??

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪২

সোনালি কাবিন বলেছেন: হুম, বেশ মজা হয়েছিল বৈকি।
চা আসলেই তাই।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৬

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর ছবি ব্লগ! +

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৮

সোনালি কাবিন বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানুন।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৯

অপ্‌সরা বলেছেন: আসলেই সেই চা ওয়াক থু ভাইয়া ! পদাতিকভাইয়া।

আবার ঠান্ডাও। :-P

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২২

সোনালি কাবিন বলেছেন: টাকা কিন্তু কামিয়ে নিচ্ছে বেশ।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: বাইক্কা বিলের বিকেল বেলার বিল বিলাসের বয়ান ভালোই বলিয়াছেন।
ভাবিতেছি বোকা বন্ধুদের বুঝাইয়া বাইক্কা বিলে ভ্রমণ বিলাসে বিকালের বহমান বাতাসে বাবুট, বার্কট, বারিরথ, বোট, বজরা, বহিত্র, বন্ডাল, বহন, ভাসন্ত, ভেলক বা ভেলা ভাসাইবো। ;)

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৫

সোনালি কাবিন বলেছেন: হা হা হা। জটিল মন্তব্য করিয়াছেন।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগিল বর্ণনা ও ছবি। নস্টালজিক হলাম। আমার ছোটোবেলাটা কেটেছে আমাদের আড়িয়াল বিলে।



২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪২

সোনালি কাবিন বলেছেন: ভালো লেগেছে জেনে আমারো খুব ভাল্লাগ্লো।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই বিলে পানি কম মনে হচ্ছে। এটাকে হাওড় কেন বলে না?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৪

সোনালি কাবিন বলেছেন: পানি কমের একটা কারণ হতে পারে আমরা শীতের মাঝামাঝি বা শেষের দিকে গিয়েছিলাম।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বেড়ানো সুন্দর আর উপভোগের বিষয় ।
................................................................
আমার ব্যস্ততা আর বেড়ানো এক সাথেই হয় ।
বেড়ানোর সময় কিভাবে কোন মাধ্যমে যাওয়া হলো, কোথায় কি খরচ হবে
ইত্যাদি থাকলে আরও গুরুত্বপূর্ণ হতো ।
আশাকরি এরপর অই অংশটুকু সংযোজন করবেন ।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৭

সোনালি কাবিন বলেছেন: আপনার পরামর্শটুকু মূল্যবান ।
এর পর চেস্টা থাকবে ।

ওই টুরে মোটামুটি বড় দল ছিল বিধায় আমি খরচাপাতির হিসাবের কস্ট থেকে গা বাঁচিয়ে ছিলাম। আর থোক কত দিয়েছিলাম তাও আজ স্মৃতির হার্ডডিস্ক থেকে মুছে গিয়েছে ।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩১

অপু তানভীর বলেছেন: শ্রীমঙ্গল গিয়েছিলাম বেশ কবছর আগে । যতদুরে যোখ যায় কেবল তাকিয়েই থাকতে ইচ্ছে করে । পরে আরও কয়েকবার চেষ্টা করেও যাওয়া হয় নাই ।

আর খেয়েছি এই সাত রংয়ের চা । জীবন এমন অখাদ্য পানীয় আমি আর কোন দিন খাই নি ।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৮

সোনালি কাবিন বলেছেন: চায়ের ব্যাপারে বিলকুল সহিহ বলেছেন ।

আর শ্রীমঙ্গল আসলেই খুব সুন্দর জায়গা ।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পোষ্ট ভালো লাগলো। বাইক্কার বিলে মুগ্ধ হয়েছিলাম।

পোষ্ট ভালো লাগলো। বাইক্কার বিলে মুগ্ধ হয়েছিলাম।


কোন এক শীতের সকাল। বৃষ্টি হয়ে গেছে বেশ। আলো ফুটতে শুরু করেছে নতুন করে। বৃষ্টি শেষে চারিদিকে সবুজ আরো সজীবতা জড়িয়ে দিয়েছে। আশেপাশের হাজার হাজার পাখির কলরব পরিবেশটাকে করে তুলেছে অপার্থিব সুন্দর । সব কিছু ছবিতে প্রকাশ পায় না। ভীষণ অনুভবের ব্যাপার থাকে ।
সেই অনুভূতি থেকেই ছবিটা ক্যাপচার করেছিলাম।

লোকেশনঃ বাইক্কার বিল । শ্রীমঙ্গল ।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৬

সোনালি কাবিন বলেছেন: হুম পাখির কলতান সত্যিই অপার্থিব ।এটা উল্লেখ করতে ভুলে গেছি। সন্ধ্যায় যখন তাদের সমবেত সংগীত শুনছিলাম তখন মনে হচ্ছিল এ এক অন্য জগত ।

আপনার ছবিটা দারুণ হয়েছে । থ্যাংকস ফর শেয়ারিং।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৮

কামাল৮০ বলেছেন: যতদিন কর্মী ছিলাম এক দিনের জন্যও বেড়াতে যাই নাই।কিন্তু কাজের উপলক্ষে ঘুরেছি অনেক।এখন কাজ নাই কিন্তু ঘুরার মতো শরীর নাই।বাংলাদেশের প্রতিটি জেলা,ভারতের প্রতিটি প্রভিন্স ঘুরা শেষ।আমাদের এলাকা বিল আর হাওড়ের জন্য বিখ্যাত।বন্দুক নিয়ে সারা দিন বিলে বিলে ঘুরে বেড়াতাম পাখী শিকারের জন্য।তখন পাখী শিকার নিষেধ ছিল না।আমিতো পোষ্ট করি না, তাই মন্তব্য আমার পোষ্ট।আপনার লেখা পড়ে ভালো লাগলো।ছবি সুন্দর।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৯

সোনালি কাবিন বলেছেন: ঘুরা যেহেতু শেষ, অবসর সময় থাকলে ব্লগে পোস্ট দিয়ে আমাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল ।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর+++

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৭

সোনালি কাবিন বলেছেন: শুকরিয়া ।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৩

রানার ব্লগ বলেছেন: আপনার ভ্রমন ব্লগ দেখে আমারো যেতে ইচ্ছে হয় কিন্তু আমার বন্ধু গুলা আমার থেকে দশ কাঠি বেশি আলসে । তারা তাদের বৌয়ের আঁচলের তলাটাই বিশ্বের শ্রেষ্ঠ ভ্রমন সপ্ট হিসেবে মেনে নিয়েছে । বৌ গুলাও যেমন সারাক্ষন সন্দেহ আর ফোন কল !!! তাই একা একা যেতে ভাল লাগে না ।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫

সোনালি কাবিন বলেছেন: আমার অফিসের কিছু কলিগ মিলে একটা গ্রুপ আছে ঘুরার । তো ঐ গ্রুপে একজন আছে - সে সুযোগ থাকলেও গিয়ে বসবে মাইক্রোর পিছনে কোনায় । আর দেখি যাত্রা শুরু হইতে না হইতেই গুজুর গুজুর কার সাথে । প্রথম প্রথম আমরা ভাবতাম শালা পরকীয়া করতেসে আর আম্রারে লুকাইতেসে । পরে জানা গেলো, তার বউ ফোন দিয়ে একটু পর পর খোঁজ নেয় । আমাদের যাতে অসুবিধা না হয় তাই সে পিছনে কোণায় গিয়ে বসে ।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর অভিজ্ঞতা।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫১

সোনালি কাবিন বলেছেন: ঠিক বলেছেন ।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রকৃতির সাথে ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর মজাই আলাদা ।
আর তা যদি হয় নিজের দেশে তাহলে তার মজাটাই অন্যরকম।

সাত রংয়ের চা - অনেক শুনেছি , সিলেটে অনেকবার গিয়েছি তবে চেখে দেখার সৌভাগ্য এখনো হয়নি।

সব গুলি ছবিই চমতকার হয়েছে , আর তাই দিয়ে দিলাম আপনাকে ++++++++++++++

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

সোনালি কাবিন বলেছেন: আপনার এত্তগুলো প্লাসের জন্য মেনি মেনি থ্যাংকু ।

আপনি ঠিকই বলেছেন, প্রকৃতির সাথে ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর মজাই আলাদা ।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর বাইক্কা বিল
এটা সিলেটের কোথায়?

২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২১

সোনালি কাবিন বলেছেন: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের হাইল হাওরের পূর্ব পাশে বাইক্কা বিল (Baikka Beel) অবস্থিত। শ্রীমঙ্গল শহর থেকে বাইক্কা বিলের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।





১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাড়ীর এত কাছে তবুও কোথাও ঘুরা হলো না। এবার বাড়ী গেলে বাইক্কা বলে যাবো আল্লহ যদি রিযিকে রাখেন

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪২

সোনালি কাবিন বলেছেন: আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর হয় । বাইক্কা বিলে গেলে একটা ছবি ব্লগের অনুরোধ রইল ।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩০

মিরোরডডল বলেছেন:




নামটা যেন কেমন বাইক্কা বিল #:-S

এখানে যাইনি কিন্তু সিলেটের এরকম একটা বিলে অথবা লেক বলা যায় অনেক লাল শাপলা দেখেছি ।
শ্রীমঙ্গলের অনেক সুন্দর মেমরিজ আছে ।

একবার কিছু ফ্রেন্ডস গিয়েছিলাম, টি-গার্ডেনের একটা বাংলোতে ছিলাম ।
পূর্ণিমায় মধ্যরাতে চা বাগানের মধ্যে দিয়ে ড্রাইভ সে যে কি অদ্ভুত মায়াময় সুন্দর ।
মাঝরাতে শ্রীমঙ্গল টাউনে গিয়ে একটা দোকান খুলে চা পারোটা ডিম ভাজি আর লেইট নাইট আড্ডা ।

বাংলোতে ফিরে এসে সব আলো নিভিয়ে দিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করা ।
সাথে ছিলো দুরের শ্রমিকদের মাদলের শব্দ ।
সে এক অন্যরকম অনুভূতি !


২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২২

সোনালি কাবিন বলেছেন: ওয়াও ! দারুণ অনুভূতির প্রকাশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.