নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.

সোনালি কাবিন

..

সোনালি কাবিন › বিস্তারিত পোস্টঃ

একদা এক নারী

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০০



একদা এক নারী দুধ-কলা দিয়ে সাপ পুষেছিলো,
কী আশ্চর্য ! সেই সাপের হঠাৎ বোল ফুটেছিলো।
একদিন সে মহিলাকে ছোবল মেরেছিলো,
বিস্মিত জিজ্ঞাসা ভুলের অজুহাতে পার পেয়েছিলো।

এরপর একদা সাপটি বাজারে গিয়েছিলো,
ভরা বাজারে হঠাৎ সে শব্দ বাণ ছুঁড়েছিলো।
সদা মিশুক মহিলাকে সে ক্ষ্যাত বলেছিলো,
শুনে মহিলার হতচকিত হৃদয় ভেঙ্গেছিলো।

সেই বিদীর্ণ হৃদয় আবার জোড়া লেগেছিলো,
সাপ তাতে আবার আসন পেতেছিলো।
আর তাতে অপাত্রে ভালোবাসা পূর্ণতা পেয়েছিলো,
ফাঁকে দিয়ে গোচারণ লেখোয়াড় দুকলম লিখেছিলো।

.

Thanks to Milada Vigerova and Unsplash for allowing free downloading of the pic

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৭

সোনালি কাবিন বলেছেন: ধন্যবাদ অনেক।

২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৪১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পোষা সাপ কেন সবসময় ছোবলই মারতে চায়? কবিতা সুন্দর।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:০৫

সোনালি কাবিন বলেছেন: আপনার প্রশ্ন যেন প্রকৃতির এক সত্য।

ব্লগীয় পরিসরে সাপ রূপকার্থে মানুষ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:


ভিন্নতর ভাবনায় লেখা কবিতা ভালই হয়েছে ।

দুধ কলা দিয়ে সাপ পোষলে সেতো ছুবল দিবেই
বন্যরা বনে সুন্দর তাদেরকে পুষে রাখলে বিপদ।
প্রকৃত সাপ অকারণে কাওকে দেয়না ছুবল
মানুষ দেখলে নীজকে আড়াল করে থাকে গোপন
খোলসধারী সাপ লোক সমাজেই করে বিচরণ
আর নীজ স্বার্থে ছুবল দেয়ার সুযোগ খুঁজে ।

নব বর্ষের শুভেচ্ছা রইল

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৬

সোনালি কাবিন বলেছেন: আপনার মন্তব্যের আয়নায় সত্য ধরা পড়েছে।

আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২১

শায়মা বলেছেন: বাপরে!!

এত সত্য কথনযুক্ত কাব্য শুনে এক কুত্তা সাপকে মনে পড়ে গেলো!!

চেনো মনে হয় সেই কুত্তা সাপকে যে কিনা আমার চোখে নির্বোধ আর বেক্কল নাম্বার ওয়ান।


তবে আবার আসন পাতা!!!

হাহ!!!
এই কবিতার ঐ মহিলাও আরেক বেক্কল নাম্বার ওয়ান!!!


অপা্ত্রে ভালোবাসার পূর্নতা!!! মহিলাকে পেলে কান টেনে ছিড়ে দিতাম গাধামীর জন্য!!! :P

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৯

সোনালি কাবিন বলেছেন: আমার মনে হচ্ছে আমি যা বুঝাতে চেয়েছি আপনি তা ঠিক ধরেছেন।

সে শুধু সাপই না, গাধাও বটে। একই অঙ্গে কত রূপ রে বাবা !

৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৪

শায়মা বলেছেন: তোমারটা বুঝেছি কিন্তু আমার মনে পড়েছিলো আরেকজনের কথা। যাকে হয়ত তুমি চেনো। :)

যাইহোক অপাত্রে ভালোবাসা দিলে পূর্নতা হয় না গাধামীই হয় আর তার শিকার হয় যে দেয় সে...... মরুক সব গাধার দল..... :P

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫০

সোনালি কাবিন বলেছেন: হুম এটা লেখার সময় মনে হচ্ছিল দুজন পুরুষের কথাই যে কারো কাছে মনে হতে পারে ।

থাক, সবাইকে এক উপাধি দিয়েন না । সবচাইতে সুযোগ্য দাবিদার তো একজনই ।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৮

শায়মা বলেছেন: হা হা সোনালী কাবিন ভাইয়ু!!!

কিছুদিন আগে বিজনভাইয়া লিখেছিলো মানুষ কেনো কবিতা লেখে।

আজ আমি লিখবো সোনালী ভাইয়ু কেনো কবিতা লেখে!!! হা হা হা

যাইহোক আমি খুবই ঝামেলায় আছি। অস্ট্রেলিয়া এসেছি কাজে অকাজে এবং একটু আধটু বেড়াতেও। কিন্তু অং বং কাজ করেই যাচ্ছি আর শপিং এ টাকা নষ্ট করছি আর কাজের কাজ কিছুই হচ্ছে না। ৬ তারিখের আগে সব অফিস আদালত স্কুল কলেজ ইউনি বন আছে। :(

একটু পর আবারও অং বং ঘুরে বেড়াবো শপিং মলে। :(

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯

সোনালি কাবিন বলেছেন: বাহ! আপনার কী আনন্দ এখন। ঘুরতে যাওয়া মানেই আনন্দ। তাতে যত কাজ বা কস্টই থাক না কেন।

যে কারও যে কাউকে যত ইচ্ছা খুশি ভালোবাসা বা প্রশ্রয় দেবার অধিকার আছে, কিন্তু কোনো লজিক্যাল পার্সন যদি তার প্রিয় মানুষ থেকে একের পর এক বাক্যবাণ পেয়েও প্রশান্ত হৃদয়ে প্রশ্রয় দিয়ে যায়, তখন মনের মধ্যে এক ক্ষণিকের হাহাকার জন্ম নেয়, সেখানকার কোনো এক চোরাগলি থেকে হয়ত এইসব অং বং লেখা বেরিয়ে আসে ।

Wordsworth কবিতা সম্বন্ধে বলেছিলেন "the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility",

আর আমারটা হলো, the clumsy flow of অং বং feelings

৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন সাপ আমি কখনো পুষতাম না

সুন্দর হইছে

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৪

সোনালি কাবিন বলেছেন: কিন্তু আপনি নাকি সাপকে কেঁচো ভেবে এই আক্রার বাজারে দামী দুধ কলা মাকড়া সবই খাওয়াতেন :P

শায়মা বলেছেন:

আর ফাতেমা ছবি আপুনি তুমি যে সহজ সরল মানুষ। সাপ পুষতে না মানে সাপকে কেঁচো ভেবে দুধকলা পোকা মাকড় সবই খাওয়াতে।

৮| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪

শায়মা বলেছেন: হা হা সোনালী ভাইয়ু!!! ভালো বলেছো। থাক দুস্ক করো না। পৃথিবীতে দুস্কের দাম নাই!

আর ফাতেমা ছবি আপুনি তুমি যে সহজ সরল মানুষ। সাপ পুষতে না মানে সাপকে কেঁচো ভেবে দুধকলা পোকা মাকড় সবই খাওয়াতে। :P

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭

সোনালি কাবিন বলেছেন: ব্লগে আসলে দুঃখ , হতাশা, সুখ, ক্ষোভ, আনন্দ বেদনা বের হবার জন্য আকুলি বিকুলি করে।

৯| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ যে কেন সাপ পুষে এতো ভয়ানক জিনিস। দুধ কলা দিয়ে সাপ পোষা বহুল ব্যবহৃত। কিছু মানুষ আছে উফকারির অপকার করে। তাদের সাপ বলা যেতে পারে।

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮

সোনালি কাবিন বলেছেন: ঠিক বলেছেন।

১০| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আসলে আমি সব মানুষকেই বিশ্বাস করি। ভালোবাসি। অনেক মানুষ চালাক পরে বুঝতে পারি। আগে থেকে এখন আমার বুদ্ধি বাড়ছে এটা বুঝতে পারি। ইদানিং তাসীনের বাপে কত তা কয় আমি চুপ করে শুনি আর কবিতা লিখি হাহাহা

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৬

সোনালি কাবিন বলেছেন: বেশি বিশ্বাস করলে কেন যেন ঠকতেও হয় বেশি।

১১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: এই সাপটা বড় খতরনাক

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১

সোনালি কাবিন বলেছেন: হা হা। যদি আমি আপনি একই সাপ বুঝায়ে থাকি তাহলে তো বলতেই হয় উহা ম্যাচলেস খতরনাক ।

১২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭

মিরোরডডল বলেছেন:




ব্লগাররা সবাই শিক্ষিত এবং যথেষ্ট শার্প।
এই ব্লগে যা কিছু হয়, সবাই সব দেখে জানে বোঝে।
এখানে হাইড এবং সিকের কিছু নেই।
কেউ না বুঝে কিছু করছে না।
যাদেরকে গাধা বলা হচ্ছে, তারা জানে কি করছে এবং কেনো করছে।

মানুষ মাত্র ভুল করে, আবার সেই ভুলের জন্য মানুষ অনুতপ্ত হয়, ক্ষমা চায়।
অনেকে মুখে উচ্চারিত ক্ষমা না চাইলেও আচার ব্যবহারে ভিন্নভাবে সেটা বুঝিয়ে দেয়।
মানুষ ভিন্ন, তাদের আচরণ এক্সপ্রেশন ভিন্ন।

Bottom line is everyone deserves a second chance.
এনিওয়ে সবার সেটা বোঝার এবিলিটি নেই, তাই খুব সহজেই তারা মুখ খারাপ করে।


১৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫

মিরোরডডল বলেছেন:




শায়মা বলেছেন: বাপরে!!

এত সত্য কথনযুক্ত কাব্য শুনে এক কুত্তা সাপকে মনে পড়ে গেলো!!

চেনো মনে হয় সেই কুত্তা সাপকে যে কিনা আমার চোখে নির্বোধ আর বেক্কল নাম্বার ওয়ান।


শায়মাপু একজন স্কুলের শিক্ষিকা, তাও আবার বাচ্চাদের শিক্ষক।
আপুর একটা ইমেজ আছে যাকে রেসপেক্ট করি।
আপুর মুখে 'কুত্তা' বড্ড বেমানান লাগে।


১৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬

বিজন রয় বলেছেন: শায়মা বলেছেন: হা হা সোনালী কাবিন ভাইয়ু!!! কিছুদিন আগে বিজনভাইয়া লিখেছিলো মানুষ কেনো কবিতা লেখে।

হ্যাঁ লিখেছেলাম তো!! সেটা নিয়ে আমার সে পোস্টে অনেক আলোচনা চলছে।
সে আলোচনায় আপনারাও অংশগ্রহণ করুন।

সোনালি কাবিন আমার ডাকে অনেক দিন পর এসে একটি কবিতা লিখে দেখি সমস্ত নারীকূলকে একটা বড়ই ঝাক্কা দিলেন।
বাহ! বাহ!।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪

সোনালি কাবিন বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: মিররমনি আমি যার কথা বলেছি তাকে চেনোনা তুমি। চিনলে আমি যা বলেছি তার থেকেও খারাপ কিছু বললে অবাক হতে না।

যাইহোক সেই .... আর আসে না এখন ব্লগে।

তুমি আমার মুখে যেই শব্দ লাইক করলে না সেটা ড্যাশ ড্যাশ দিয়ে লিখলাম! :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

সোনালি কাবিন বলেছেন: .

১৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

শায়মা বলেছেন: ১২. ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭০

মিরোরডডল বলেছেন:




ব্লগাররা সবাই শিক্ষিত এবং যথেষ্ট শার্প।
এই ব্লগে যা কিছু হয়, সবাই সব দেখে জানে বোঝে।
এখানে হাইড এবং সিকের কিছু নেই।
কেউ না বুঝে কিছু করছে না।
যাদেরকে গাধা বলা হচ্ছে, তারা জানে কি করছে এবং কেনো করছে।


কাদেরকে গাধা বলা হচ্ছে!!!

আমার কাছে গাধা একজনই আছে...... সেই গাধা নিয়ে আমি একদা একটা পোস্ট দিয়েছিলাম পরে মডুর জন্য সরাতে হলো। :(

আরও কোন গাধা এলো রে ...... :( :( :(


সেই গাধা অনুতপ্ত হয়ে মাফ চাবে???

জীবনেও না!!! গাধারা কি মাফ চায়??? তারা কি নিজের ভুল বুঝে???


যাইহোক বুঝা গেলো ইহা অন্য কোনো গাধা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

সোনালি কাবিন বলেছেন: .

১৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

শায়মা বলেছেন: @বিজনভাইয়া এখন খেয়াল করলাম সব কটা মন্তব্যই করেছে এইখানে নারীগন। :P

১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২

সোনালি কাবিন বলেছেন: নাহ, পুরুষরাও আছেন

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩২

মিরোরডডল বলেছেন:




শায়মা বলেছেন:

এই কবিতার ঐ মহিলাও আরেক বেক্কল নাম্বার ওয়ান!!!

অপা্ত্রে ভালোবাসার পূর্নতা!!! মহিলাকে পেলে কান টেনে ছিড়ে দিতাম গাধামীর জন্য!!! :P


তুমিতো কাবিনের এই কবিতা পড়ে বুঝে শুনেই ওপরের কমেন্ট করেছো।
কবিতার নারী কে সেটা নিশ্চয়ই তুমি জানো, যে কেউ বুঝবে কাকে নিয়ে এই লেখা।

তাই তোমার কাছে জানতে চাচ্ছি শায়মাপু, তোমার ভাষায় এই কবিতার বেক্কল নাম্বার ওয়ান মহিলাটা কে???
মহিলাকে পেলে কান টেনে ছিড়ে দিতাম গাধামীর জন্য!!! who's she???

আমি জাস্ট বোঝার চেষ্টা করছি শায়মাপু।
ইদানিং তোমাকে আমি ঠিক চিনতে পারছি না।


১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

সোনালি কাবিন বলেছেন: .

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৯

গোবিন্দলগোবেচারা বলেছেন: চমত্কার ছবি।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪

সোনালি কাবিন বলেছেন: ধন্যবাদ।

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮

শায়মা বলেছেন:
মিররমনি

অনেক বড় ভুল বুঝেছো তুমি আমাকে। :(

তুমিতো কাবিনের এই কবিতা পড়ে বুঝে শুনেই ওপরের কমেন্ট করেছো।
কবিতার নারী কে সেটা নিশ্চয়ই তুমি জানো, যে কেউ বুঝবে কাকে নিয়ে এই লেখা।


হ্যাঁ বুঝেশুনেই করেছি কিন্তু কবিতা পড়ে তার মর্মার্থ বুঝে করেছি কিন্তু কবিতার নারী কে এবং সেটা যে তুমি বা এই ব্লগের আমার প্রিয় মানুষদের কেউ হবে সেটা বুঝে মন্তব্য করিনি।( অপ্রিয়রা হতে পারে) বুঝলে এড়িয়ে যেতাম বা অন্যভাবে কমেন্ট দিতাম। ব্লগ করতে করতে বুড়ি হয়ে গিয়েও এত বড় ভুল করতাম না। খোদার কসম করে বলছি এটাই সত্য। আর কিছু বলার আছে? আমি সত্যিই জানিনা কে এই কবিতার নারী? ( বরং নিজেকেই ভেবেছিলাম) আর যে কেউ বুঝবে কিনা জানিনা বিশ্বাস না হয় আমি কাল রাতে অনেককে জিগাসা করেছি এই কবিতা নিয়ে কি হয়েছে কে এই নারী যে মিররমনি এমন রাগ করলো? যদি চাও তাদের নামও বলতে পারবো। তবে কেউই বলতে পারেনি। কারণ এমন কোনো ঘটনা তারা জানেনা বা দেখেনি। তবে সোনালী কাবিন ভাইয়া কেনো লিখলো আর কাকে লিখলো তাই তো? আমি জানি ভাইয়া এর উত্তর দেবে না। ইনডাইরেক্টলী বলা ছাড়া। তবে হ্যাঁ আবারও খোদার কসম করে বলছি এই কবিতা পড়ে আমার সেই .... ড্যাশ ড্যাশকেই মনে পড়েছিলো কারন সেই ড্যাশ ড্যাশ ইদানিং আমাকে ফেসবুকে নক করে মাফ চাচ্ছিলো তার অনেক আগের করা কৃতকর্মের জন্য। কাজেই এই কবিতার নারী এবং সাপ বলতে আমার নিজেকে এবং সেই ড্যাশ ড্যাশকেই মনে হয়েছিলো সেটা আমি লিখেছিও। যাইহোক সেই কৃতকর্মের কথা ২০১৫/২০১৬ পর্যন্ত যারা ছিলো তারা জানে। ড্যাশ ড্যাশ লিখলাম কারণ তুমি আমার কুত্তা বলা শব্দটা পছন্দ করোনি এই অপছন্দের কারণও আমি মনে করি আমাকে তুমি এমনভাবেই দেখো যেখানে এই সব শব্দ ব্যবহার করলে আমি সম্পর্কে তোমার রেসপেক্ট নষ্ট হবে। তোমাকেও রেসপেক্ট করেই তাই ঐ শব্দ না লিখে আমি ড্যাশ ড্যাশ লিখলাম।

ব্লগ এক পাবলিক প্লেস। এখানে আমরা একে অন্যকে পছন্দ করি অপছন্দও করি এবং চাইনা পছন্দের মানুষ রেসপেক্ট হারাক। তুমিও চাওনি আর আমি এত ভালোমানুষ না বটে তবে তোমার রেসপেক্ট নষ্ট হোক কসম করে বলছি আমি সেটা চাইনা। হ্যাঁ অনেক কথায় কথা হয় অনেক কিছুই বলে ফেলিও আমরা। কথায় কথায় বা দুষ্টামী ফাজলামী করতে গিয়ে আমিও অনেক কিছুই বলি কিন্তু কখনও চাইনা এবং চাইনিও তোমাকে ছোট করতে।

তাই তোমার কাছে জানতে চাচ্ছি শায়মাপু, তোমার ভাষায় এই কবিতার বেক্কল নাম্বার ওয়ান মহিলাটা কে???
মহিলাকে পেলে কান টেনে ছিড়ে দিতাম গাধামীর জন্য!!! who's she???


এই কবিতার মহিলা আমি না হলে যে তাকেই বলতে চেয়েছিলাম। একেবারেই যেমন আমি বলি সেই ওয়েতেই। আর কাউকে মিন করে বলিনি। তুমি যদি মনে করে থাকো তোমাকে মিন করে বলেছি তাহলে সেটা ২০০% ভুল বুঝেছো।

সোনালীকাবিন ভাইয়া যখন বলেছে ভাইয়া যার কথা বলেছে গাধা আমি বুঝেছি কিনা আমি তখন ভাবলাম এটা আমার ড্যাশ ড্যাশ না এই ব্লগে আমি যাকে সবচেয়ে বড় গাধা বলেছিলাম সেই গাধা( সাধে কি বলে গাধা পোস্টে) । তারপর নিজের কাজে চলে গেছি।

আমি জাস্ট বোঝার চেষ্টা করছি শায়মাপু।
ইদানিং তোমাকে আমি ঠিক চিনতে পারছি না।


তুমি ইদানিং নাজুক অবস্থা আছো আমি সেটা আঁচ করতে পারছি। তবে নিশ্চয় আমি বুঝাতে পেরেছি মিররমনি। আমাকে চিনতে পারছো না কেনো ইদানিং সেটাও আমি আঁচ করেছি কারণ তুমি নিজেই বলেছিলে হিরণ ভাইয়ার পোস্টে আমার সন্মতি। কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমার মনে হয়েছিলো বড়র পিরিতী বালির বাঁধ। এটাও মনে হয়েছিলো সখ্যতা কমাতে হবে নিজেকেই মানে বেশি বেশি উল্টা পাল্টা ফান করি সেটা।


যাইহোক আর যাই করো আমাকে ভুল বুঝোনা। হ্যাঁ আমাদের যত পছন্দের মানুষ হই না কেনো আমাদের সব কাজই সমর্থনযোগ্য হবে বা পছন্দের হবে তা না। তবুও আমি এটা মানতে চেষ্টা করি কাউকেই দুঃখ না দেবার। কারণ তোমার জীবন তোমার চলাচল তোমার কর্মকান্ড তোমার সকল কিছুই একান্তই তোমার। সেখানে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। তাই সে সব এভোয়েড করে যাওয়াই ভালো কিন্তু তাই বলে এই না তোমাকে ছোট করতে আমি এই কমেন্ট করেছি।

এত কিছু বললাম কারণ তোমাকে কখনও কষ্ট দিতে চাইনা বলে। এত বিশদ বিশ্লেষন আমি অন্য কেউ হলে করিনা যদি না তারা আমার বিশেষ পছন্দের না হয়।

ভুল বুঝোনা আমাকে। অনেকগুলো দিন ধরে আমি সত্যিই আমার সব লেখাগুলোই লিখেছি তোমাদের কয়েকজনের জন্য। তার মাঝে তুমি একজন। :)

অনেক ভালোবাসা তারপরেও। আমি তোমাকে ভুল বুঝিনি এবং এটাও বুঝেছি তুমি এই ভুল বুঝা থেকে নিশ্চয় বেরিয়ে আসবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮

সোনালি কাবিন বলেছেন: .

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

মিরোরডডল বলেছেন:




It's okay apu, I trust you.
We're friends for last 4 years.
You know that I do like you & respect you.

All good.
ভালো থেকো তুমি।
Enjoy your remaining trip in Australia.


১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮

সোনালি কাবিন বলেছেন: ,

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫

বিজন রয় বলেছেন: কবি বা পোস্টদাতা এখানে তো কোনো নির্দিষ্ট নারীকে মনে করে এই কবিতা লেখেনি, আমি মনে করি তিনি নারীকে প্রতীকী ধরে এই কবিতা লিখেছেন। কবি কোনো নিদিষ্ট নারীকে বোঝাতে এই কবিতা লিখেছেন বলে আমার মনে হয় নি।

শায়মা যদি কাউকে বোঝাতে চায় সেটা আমি বা অনেক আগের যারা তারা কেউ কেউ বলতে পারি।
তবে মিরোডডল নয় নিশ্চয়ই।

অতএব শায়মামিরোডডলের মধ্যে ভুলবোঝাবুঝির কোনো সুযোগ নেই, এটা হতে পারে না।
আশাকরি বোঝাতে পেরেছি।

এই কবিতায় দুটি চরিত্র আছে, একজন নারী আর একটি সাপ
একজন ভালো আর একজন দোষী।

১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৩

সোনালি কাবিন বলেছেন: বিজন রয় বলেছেন:

এই কবিতায় দুটি চরিত্র আছে, একজন নারী আর একটি সাপ।
একজন ভালো আর একজন দোষী।

# ঠিক।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ

১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫১

সোনালি কাবিন বলেছেন: :|

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

কাছের-মানুষ বলেছেন: কবিতাটি পারমাণবিক বোমার মত পরেছে নারী ব্লগারদের উপর!

আপনার হাতে বরকত দিক, আপনি আরো কবিতা লিখুন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

সোনালি কাবিন বলেছেন: সর্বদা দোয়ায় রাইখেন।

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ মিররমনি!
আমি সত্যিই চাইনা তুমি আমার বা কারও থেকেই কষ্ট পাও।

আর কসম করেই বলছি আমি সেই .... কেই মনে করেছিলাম যখন কবিতাটা প্রথমে পড়ি। আমি ভেবেছিলাম সোনালী ভাইয়া তার কথাই বা তার মত কারো কথাই মীন করেছে। সোনালী ভাইয়া নো দ্যা ...... ভেরী ওয়েল।

আমি জানি যখন আমরা নাজুক সময় পার করি তখন প্রিয় মানুষ থেকে যেই ভরষাটা চাই ঠিক তেমনই উল্টোটাও সন্দেহ করি আশানুরুপ সাড়া না পেলে। সবই জেনেছি বুঝেছি দেখেছি এই জীবনে। শুধু চাইনা প্রিয় মানুষেরা আমাকে ভুল বুঝুক বা কষ্ট পাক।
অপ্রিয় মানুষেরা পেলে কোনো দুঃখ নেই।


বিজনভাইয়া
শায়মা যদি কাউকে বোঝাতে চায় সেটা আমি বা অনেক আগের যারা তারা কেউ কেউ বলতে পারি।
তবে মিরোডডল নয় নিশ্চয়ই। <<<<<<<<<< আমি জানি মিররডল তার কথা জানে না। মিররডল ধরেই নিয়েছে আমি অন্য কারো কথা বলেছি কিন্তু আমি সাথে সাথেই ঐ ড্যাশের বাচ্চা ড্যাশকে মনে করেছি। ভাইয়া সেই ড্যাশের বাচ্চা অবশ্য আমাকে অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে। তাই তার কাছে কৃতজ্ঞতা। এই কিছুদিন হলো এসে বলছেন আমি বালো হই গেছি আমালে মাফ কইরা দে। তুমি বলো মাফ চাইলেই কি সব মাফের মাফ হয়!!! তাই তো রাগে বলেছি যদি কেউ কাউকে এইভাবে মাফ করে তার মত বেক্কল কেউ নাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

সোনালি কাবিন বলেছেন: .

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪০

শায়মা বলেছেন: @ছবি আপুনি এখনও জানিনা কিছুই।

আমিও ইয়া মাবুদ হয়ে গেছি! :(

কাছের মানুষ ভাইয়া - একমাত্র সোনালী কাবিন ভাইয়াই বলতে পারে কেনো এই কাব্য লিখেছিলো।

আর মিররমনি বলতে পারে কি কারণে এই কবিতা লেখা হয়েছিলো বলে মনে হয় তার।

কারণ কাল রাত ২/৩ পর্যন্ত গোয়েন্দাগিরি করেও আমি কোনো ক্লু পাইনি রিসেন্ট কোনো ঘটনার যা থেকে মিররমনির এমন মন্তব্য আসতে পারে। ( যদিও আমি জানি এরপর এই সব কমেন্ট নিয়ে কিছু কুচক্রী মানুষ তাদের কু কার্য্য কলাপ শুরু করে দেবে। নো প্রবলেম আমি রেডী)

তবে আমার মতে সকল ভুল বুঝাবুঝি সমস্যার অবসান হতে পারে একমাত্র ওপেন ডিসকাশন দিয়েই।

আমি ফান করে বা কথায় কথায় অনেক কিছুই বলে থাকি যা পরে অন্য রকম হয়ে কেউ ভুল বুঝতেই পারে। যদিও আমি ফান করলেও সাবধান থাকার চেষ্টা করি তবুও আমি চাই এমন কোনো ভুল হলে সেটার ব্যখ্যা দেওয়া যেতেই পারে। বিশেষ করে আপন ভাবি যাদেরকে তাদের কাছে। আর যাদের ভাবি না তারা দূরে গিয়ে মরুক! নো প্রবলেম! :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬

সোনালি কাবিন বলেছেন: .

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট গুলো পড়লাম। শায়মার ২০ আর ২৫ নম্বর কমেন্ট পড়লাম। একেকটা কমেন্ট একটা পোস্টের সমান।এর চেয়ে শায়মা দুটো কবিতা লিখে ফেলতে পারতো সহজে। এক সময় মাহী ফ্লোরা আপু আর শায়মা ছিলেন ব্লগের লিডিং মহিলা কবি।
মিরর ডডল ও কমেন্ট করেছেন। শায়মার কমেন্টের উপরে কমেন্ট। আসলে বলে ফেলা কথা আর ফেরানো যায় না। এজন্য নিরবতা শ্রেয়তরো অস্ত্র।

ঝগড়া স্রষ্টাও অপছন্দ করেন । ঝগড়া কারীদের উপর থেকে ফেরেশতা সরে যায়। এমন কি কাউকে যখন অনর্থক গালমন্দ করা হয় সে নীরবে শ্রবণ করে তার মর্যাদা বেড়ে যায় আর তার জবাব দেয়া বলা শুরুর করার সাথে সাথে ফেরেশতারা তার কাছ থেকে চলে যায়। ঝগড়ার কারণে শবে ক্বদর রাত নির্ধারণ করা হয়নি রসুলের(সঃ)। অথচ আমরা কথায় ঝগড়া জিতে যাওয়া আনন্দের মনে করি গর্বের মনে করি। সময়ের অপচয় মনে করি না। আরও কতো কথা আছে। ভালো লাগার কথা প্রশংসার কথা বিবাদ মেটানোর কথা ভালোবাসার কথা । :)

১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৫

সোনালি কাবিন বলেছেন: :|

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: ঐ সেলিম ভাইয়ু....

কি বলো আবোল তাবোল!!!

ঝগড়া ঝগড়ি বলে ফেলা কথা। কি বলো এই সব???

এইটা হইলো ওপেন ডিসকাশন। যা ভুল বুঝাবুঝির অবসান করে।


যাও তুমি তার থেকে নিজে গিয়ে একখানা কবিতা লেখো....... না না দুইখানা তিন খানা ৩৬৫ খানা লেখো।

খবরদার আমার পোস্ট থেকে ছবি চুরি করবা না।

নিজের ছবি নিজে যত ইচ্ছা তত দাও।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫

সোনালি কাবিন বলেছেন: .

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৪

জুন বলেছেন: আমিও সেলিম আনোয়ার এর সাথে একাত্মতা ঘোষণা করে গেলাম।
কবিতা নিয়ে কিছু বলতে চাইছিলাম কমেন্ট পড়তে পড়তে ভুলে গেছি :(

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪

সোনালি কাবিন বলেছেন: :|

৩০| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫

এম ডি মুসা বলেছেন: আমি মনে করি, একজন মানুষ আস্থা ভাঙে দশজন মানুষের প্রতি আস্থা হারিয়ে যাওয়া উচিত নয়! মানুষ প্রকৃতির ভাবে আলাদা

১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭

সোনালি কাবিন বলেছেন: ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.