নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.

সোনালি কাবিন

..

সোনালি কাবিন › বিস্তারিত পোস্টঃ

মটোরোলা রেজর_২০২০ ফ্লিপ মোবাইলে তোলা বাংলার পিরামিড, বাংলার তাজমহলের ছবি

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩২



ছুটির দিন শুক্রবার কাচপুর ব্রীজ হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে বড়পা নামক স্থানে পৌঁছে তারপর দু/তিন কিলোমিটার এগিয়ে বাংলার তাজমহল ও পিরামিড দেখার দূরত্ব শূন্যে নিয়ে আসলাম। পেরাব, সোনারগাঁওয়ে অবস্থিত প্রকৃত তাজমহল ও পিরামিডের প্রতিরূপ হল বাংলার তাজমহল ও পিরামিড।



জানা যায়, তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে (বাংলার তাজমহল ও পিরামিডের মালিক) প্রকৃত তাজমহলের মেধাস্বত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে।
এই দুই প্রতিরূপ ঘোরার জন্য একটাই টিকেট। দাম ১৫০ টাকা। টিকেটের দুটি অংশ – দুই স্থানের জন্য। পাঁচ বছরের নীচে হলে টিকেট ফ্রি।
পিরামিডের ভেতর মমির প্রতিরূপ রয়েছে, রয়েছে বিভিন্ন জিনিসের প্রতিরূপ।


সেখান থেকে বেরিয়ে দেখলাম রঙ্গিন মাছেদের কিছু কালেকশন।




পাখিদের একটা ঘর রয়েছে যেখানে খাবার কিনে পাত্রে রাখলে পাখিরা ছুটে আসে।
বেহুলা লক্ষিন্দরের বাসর ও ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ।




পুরানো দিনের ছায়াছবি দেখানোর সরঞ্জাম।


আছে চলচ্চিত্র দেখার ব্যবস্থা।


বাংলার তাজমহলের ছবি।


এখান থেকে সোনারগাঁয়ে গিয়েছিলাম লোককারুশিল্প মেলায়। মানুষ আর মানুষ । চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।








আরো ছবি







মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

মিরোরডডল বলেছেন:




কাবিন এর আগে পোষ্টে করা মন্তব্যের রিপ্লাই করেনি।
তাই এই পোষ্ট পড়ে গেলাম, কিন্তু কোন মন্তব্য করবো না :|


১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

সোনালি কাবিন বলেছেন: উক্ত পোস্টে আপনার করা মন্তব্য দেখে মনে হচ্ছিল যে ঝড় আসন্ন। তাই নীরব ছিলাম। আর পরে তো মন্তব্যের সুনামি হলো। আমি তীরে দাঁড়িয়ে ছিলাম একা।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪

মিরোরডডল বলেছেন:




No one knows but you knew that I knew what you wrote about.
And you knew what I said it's true, cause that exactly you meant.

আর পরে তো মন্তব্যের সুনামি হলো। আমি তীরে দাঁড়িয়ে ছিলাম একা।

হা হা হা ...... এই প্রতিমন্তব্যের পর আর কি বলবো!!!
Sorry I shouldn't but now you made me laugh :)


১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮

সোনালি কাবিন বলেছেন: আমি একটু ক্যারফাতেই ছিলাম। এমনকি বিজন রয়ের ইন্টারপ্রিটেশনেও প্রাথমিক ভাবে সহমত বা দ্বিমত করিনি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১

সোনালি কাবিন বলেছেন: এই মুহূর্তে আমার মাধ্যমিকে পড়া the arrow and the song কবিতার কথা মনে পড়ছে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০

মিরোরডডল বলেছেন:




so now you admit.
Even though if you don't for your limitations, but I understood.

যা কে নিয়ে পোষ্ট লেখা হয়, সে সেটা ঠিকই বোঝে।
এটুকু সামান্য বুদ্ধি মনে হয় ব্লগে আসা সকল ব্লগারেরই আছে।

এনিওয়ে, আজ লেখা ভালো হয়েছে।
ভালো থাকবে কাবিন।


১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৪

সোনালি কাবিন বলেছেন: মিরোরডডল বলেছেন: And you knew what I said it's true, cause that exactly you meant.

# কবিতা নিয়ে আপনার সাথে ভুল বুঝাবুঝির অবকাশ নাই। কারণ এখানে মূল চরিত্রের বার বার আঘাত পাবার কথা বলা হয়েছে।
সাপকে (যেটা পুরুষবাচক) মন্তব্যে আমি গাধাও অভিহিত করি। আমার গাধা কনসেপ্ট (সিংগুলার) আর প্লুরাল গাধা কনসেপ্ট বা অন্যদেরটা আলাদা হবারই কথা।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৫

ঢাবিয়ান বলেছেন: পিরামিডের ছবি দেখতো খাবি খেলাম !! সেই সাথে বাংলার তাজমহল দেখেও :`> বাদবাকি ছবিগুলো ভাল লেগেছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৬

সোনালি কাবিন বলেছেন: পিরামিডের ছবিতে আমিও রঙ চড়ায় দেওনের কথা ভাবতে আছিলাম। কিন্তুক আমি তো এইসব কারিকুরি পারি না।

পিরামিড আর তাজমহলের অন্য ছবি দিলাম।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৮

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার ক্লিক।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১

সোনালি কাবিন বলেছেন: কৃতজ্ঞতা।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর সব ছবি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

সোনালি কাবিন বলেছেন: সবুজ সতেজ ধনেপাতা আপনার জন্য।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬

আরইউ বলেছেন:




বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে (বাংলার তাজমহল ও পিরামিডের মালিক) প্রকৃত তাজমহলের মেধাস্বত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে।


কিন্তু আপনার ছবি দেখে যতটুকু বুঝলাম উহাতো অবিকল তাজমহল দূরে থাক “বিকল” তাজমহলও হয়নি!!

মাঝে মাঝে ঘুরতে যাওয়া ভালো।

ভালো থাকুন, সোনালী!

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫১

সোনালি কাবিন বলেছেন: আমরাও যে কিঞ্চিত হতাশ হইনাই তা নয়।

ব্লগার ঢাবিয়ান তো আগের দেওয়া ছবি দেখে ভিরমি খেয়েছেন। তাই ছবি বদলে দিলাম । সুবিধা হচ্ছে না তাতে।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯

আরইউ বলেছেন:



সোনালি,
আপনার ছবি ভালো এসেছে। কিন্তু এটা আসলে তাজমহলের কাছাকাছি কিছুও হয়নি তাই অবাক হয়েছি ভারতীয় দূতাবাসের মেধাস্বত্ব বিষয়ক অভিযোগটা পড়ে। যদি অবিকল তাজমহলের রেপ্লিকা তৈরী করতো তাহলে অভিযোগের বিষয়টা বুঝতাম। আমি অবশ্য স্থাপনার মেধাস্বত্ব বা তাজমহলের মেধাস্বত্ব আইন কী বলে তা জানিনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৭

সোনালি কাবিন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পুনরায় এসে মন্তব্যের জন্য। আমার যেটা মনে হয়, এটা তৈরির প্রাথমিক পর্যায়ে যে হাইপ তৈরি করা হয়েছিল, সেটা দেখে ইন্ডিয়া মনে করেছিল কী না কী ! পরে বোধহয় আসল বস্তুটা দেখে ইন্ডিয়া পিছন দিয়ে কেটে পড়ে।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭

করুণাধারা বলেছেন: ছবি সবগুলো সুন্দর হয়েছে। কিন্তু নদী তীরে গ্রামের ছবির মাজেজা বুঝলাম না? আপনার আঁকা?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩১

সোনালি কাবিন বলেছেন: বাংলার পিরামিড এলাকায় দেয়ালে দেয়ালে কিছু পেইন্টিং ছিল । এটা ভালো লাগাতে ছবি তুলে নিয়েছিলাম। বর্ডার ক্রপ করে দিয়েছি। তাই শুধু ছবিটা দৃশ্যমান।

১০| ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২৫

শায়মা বলেছেন: বাংলার পিরামিডও আছে নাকি??

তাজমহলটা দেখেছিলাম অনেক আগে পিরামিড তো জানতামই না!!! :-/

০৪ ঠা মে, ২০২৪ রাত ২:২২

সোনালি কাবিন বলেছেন: আছে।আছে।

তাজমহল থেকে বের হয়ে কিছুদূর এগোলেই.......

আর ছবি দেখে তো বুঝতেই পারছেন মাশাল্লাহ ক্যামন :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.