নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

বিয়ের পর শাশুর-শাশুড়ীকে ও বাবা-মা ডাকতে হয়, বাবা-মার মত শ্রদ্ধা করতে হয়।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩



বিয়ের পর শাশুর-শাশুড়ীকে ও বাবা-মা ডাকতে হয়, বাবা-মার মত শ্রদ্ধা করতে হয়।



*************************************************************

আমাদের মুসলিম সমাজে বিয়ের পর নববধুটি তার শাশুর-শাশুড়ীকে বাবা-মা বলে ডাকে। নিজের বাবা-মায়ের মত শাশুর-শাশুড়ীকে শ্রদ্ধা করে। ঠিক তেমনি ছেলেরা ও বিয়ের পর শাশুর-শাশুড়ীকে বাবা-মা বলে ডাকে। কেউবা লজ্বা পেয়ে কিছুই ডাকে না। একটা মেয়ে যদি তার স্বামীর বাবা-মাকে বাবা-মা ডাকতে পারে তাহলে একটি ছেলে কেন তার শাশুর-শাশুড়ীকে বাবা-মা ডাকতে পারবে না? আধুনিক সমাজের শিক্ষিত ছেলে-মেয়েরা আজকাল শাশুর-শাশুড়ীকে খুব একটা শ্রদ্ধা করে না। বউরা শুধু তাদের স্বামী নিয়ে আলাদা থাকতে চায়। কিন্তু তার স্বামীকে যিনি লালন-পালন করেছেন তার কথা ভুলে যান। কোন একসময় তিনিও সন্তানের মা হবেন। শাশুর-শাশুড়ীকে অবহেলার কারনে একসময় তিনিও অবহেলার শিকার হবেন। তাই বলছিলাম কি নিজের বাবা-মাকে শ্রদ্ধা করুন। তাদেরকে বাবা-মা বলে ডাকুন। বউ বা স্বামীর বাবা-মাকেও বাবা-মা বলে ডাকুন। তাতে করে তারা খুশী হয়ে বেশী বেশী দু'আ করবেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুক। আমিন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

ড. জেকিল বলেছেন: পারিবারিক সম্পর্ককে অস্বীকার করলে আমরা একদিন হয়তো সমাজ থেকেই বিচ্ছিন্ন হয়ে পরবো।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ভাইজান আমারে কিছু কইলেন নাকি?
Click This Link

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

পার্থরূপ বলেছেন: বিয়ের পর শশুর শাশুড়ি কে আব্বা আম্মা ডাকা শরীয়ত পরিপন্থী ,নবিজী হয়রত আবু বকর কে নাম ধরে ডাকতেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.