নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

বউয়ের রান্না খারাপ হতেই পারে। তাই বলে চিল্লাচিল্লি করা, বকা দেয়া, মারধর করা কি উচিত?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

বউয়ের রান্না খারাপ হতেই পারে। তাই বলে চিল্লাচিল্লি করা, বকা দেয়া, মারধর করা কি উচিত?

==============================



প্রতিদিন আমরা খাবার খেয়ে থাকি। জীবন বাঁচাতে আমাদের খাবারের প্রয়োজন আছে। আমাদের পরিবারের মা/বোন/বউ/কাজের বুয়ারা সেই খাবার রান্না করেন। রাধুনীরা সবাই ভাল রান্না খাবার টেবিলে পরিবেশন করার চেষ্টা করেন। তারা পরিবারের সদস্যেদের মুখে খাবারের প্রশংসা শুনতে চান। কিন্ত কিছু কিছু মানুষ খাবারের দোষ ধরেন। খাবার একটু কম মজা হলে অথবা লবণ কম/বেশী হলে চিল্লাচিল্লি শুরু করেন। অনেকে রাগ করে না খেয়ে ফেলে দেন। অনেকে আবার মারধরও করেন। প্রতিদিন মজার মজার রান্না কেউ রাধঁতে পারে না। কোন কারণ বশতঃ রান্না খারাপ হতেই পারে। তাই বলে চিল্লাচিল্লি করা, বকা দেয়া, মারধর করা কি উচিত? প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) আমাদেরকে খাবারের দোষ না ধরার জন্য শিক্ষা দিয়েছেন।



এক হাদীসে আছে----------------



হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, হুজুর (সাঃ) কখনও কোনো খাবারের দোষ ধরেননি। আর কখনো কোন খাবারকে খারাপ বলেন নি। তাঁর যদি ইচ্ছা হতো, তাহলে তিনি খেয়ে নিতেন, ইচ্ছা না হলে রেখে দিতেন। (বুখারী)



আমরা যারা এতদিন খাবারের দোষ ধরে পরিবারের সদস্যদের সাথে অন্যায় আচরণ করেছি তারা যেন মাফ চেয়ে নেয়।





পরিশেষে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক।



সবাই হালাল উপার্জন করুন।

হারাম থেকে দুরে থাকুন।

হালাল খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.