![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
মোহাম্মদ বেলাল হোছাইন
সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম, মার্চ ০৮ : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ঢাকা ইড়েন মহিলা কলেজের ছাত্রীবাহী পিকনিক বাসের সাথে মিনি ট্রাক ও সিএনজি টেক্সির ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের চালক নিহত ও অপর ১৪জন আহত হয়েছে।
আজ ৯ মার্চ রবিবার ভোর ৬টার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের সামনে সড়কের গতি রোধক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
আমার কথাঃ
(পিকনিকের বাস দুর্ঘটনার খবর নতুন নয়। চালকরে অসকর্তকার কারনে দুর্ঘটনা বেশী ঘটে। ঢাকার বিভিন্ন রোড়ে যিনি গাড়ী চালান তিনি কিভাবে বান্দরবন অথবা রাঙামাটি রোড়ে গাড়ী চালাবে। এই সব রোডে রাস্তাগুলো উচু-নিচু। পাহাড়ী এলাকায় গাড়ী চালাতে হলে আগে থেকে সেই রোড়ের অভিজ্ঞতা থাকতে হবে। তাদের কি সেই অভিজ্ঞতা আছে। পিকনিককারীদের আনন্দে ড্রাইভারের মন ও আনন্দে নাচতে থাকে। এক সময় অন্যমনস্ক হয়ে পড়লে দুর্ঘটনায় পতিত হয়। মারা যায় যায় অনেক ছাত্র-ছাত্রী। তাই আমাদের উচিত যে এলাকায় যাবেন সেই এলাকার গাড়ী ভাড়া করা। তা হলে দুর্ঘটনা ঘটতেই থাকবে।)
২| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৫
বেলা শেষে বলেছেন: ....slow & slowlly we have to understand what is learning?
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২০
বাগসবানি বলেছেন: অভিজ্ঞতা বলতে আপনি কি বোঝান ? অসর্তকতাই বা কি? একটা ড্রাইভারও কি দিতে পারবেন যে ড্রাইভিং নিয়মকানুন মেনে চলে?