![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
(এক)
কবি জাহিদ অনিকের ‘বিব্রতবোধ’ কবিতায় মন্তব্য
আপনার সাথে হয়ে সহমত কবি
আমরাও হই সদা ভীষণ বিব্রত
আমাদের ব্যর্থতায় আর অনিয়মে
মনটা মুষড়ে পড়ে এমনটা হয়।
এখানে কোথাও নেই আশা ভরসার
বাস্তবতা কোন ভাবে, সকলি অলিক
কল্পনার চালচিত্র বিরাজিত হয়ে
ভেঙ্গে করে খান খান হতাশ জীবন।
সাফল্যের দেখা যদি কখনো না মিলে
চলতেই থাকে শুধু বিরস কাব্যের
অচল ধারা তখন হতাশা আসেই।
অপারগতা নিত্য এসে ভিড় করে
যদি মন আঙ্গিনায় তখন বিব্রত
বোধের দেখা নামিলে উপায় থাকেনা।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(দুই)
কবি রাবেয়া রাহিমের ‘অবাঞ্চিত-বাঞ্চিত’ কবিতার সারমর্ম
অবাঞ্চিতকে বাঞ্চিত ভাবা তা’ এমন
হয় কখনো সখনো যখন রঙ্গের
ভূবনে মন বিচরে মুগদ্ধতায় ভরে
মনের আঙ্গিনা কোন যাদুকরী স্পর্শে।
সাধারণত মানুষ প্রেমের কাঙ্গাল
হয়ে হন্যে হয়ে ঘুরে প্রেমাস্পদে পেয়ে
জীবনের অলিগলি ফুরফুরে মনে
হাতে হাত ধরে চায় কাটাতে সময়।
মানুষের ইচ্ছেগুলো আবেগের বসে
নিয়মের বাঁধকেটে যখন আকাশে
উড়তে থাকে তখন সে বাঁধন হারা।
কি বাঞ্চিত সে খবর সে রাখেনা নিজ
উম্মাদনায় তখন সে কি অবাঞ্চিত
সেটাও ভুলে বিবশ মনের কারণে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(তিন)
রোহিঙ্গা দায়িত্ব
রোহিঙ্গা নির্যাতনের অপরাধী মগ
আর বাঙ্গালী কাদের দ্বারা নির্যাতীত
হয়েছিল, সে কথাকি ভুলেছি আমরা?
সব জানোয়ার এক, সবাইকে ঘৃণা।
রোহিঙ্গা একা বাঙ্গালী নিবেনা, তাদের
বিশ্বের সবাই নিবে, তাতে বাঙ্গালীর
ভাগে যে ক’জন পড়ে তা’নানিলে পরে
কিছু বলার থাকলে তখন বলবে।
মিয়ানমার জাতির রাখাইন মগ
বিশ্বসেরা অসভ্যের জানোয়ার জাতি
সেটা অকপটে বলি, এ অনস্বীকার্য।
তবে তাদের আঘাতে বিতাড়িতদের
সামলানো আমাদের একার দায়িত্ব
কখনো হতে পারেনা এটাও স্বীকার্য।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(চার)
নীল পরির ‘ভাবিনা সেকথা আর’ কবিতায় মন্তব্য-
মনোমিতার সাক্ষাৎ না পেলেও তার
ভালোবাসার দূর্বার টানেতে চৌকাঠ
পেরোনো সাহসিকতা অনন্য প্রেমের,
এমন কম দৃষ্টান্ত পৃথিবীতে আছে।
মনোমিতার মিতাকে ধন্যবাদ দেব
তার অকুন্ঠ প্রেমের নিবেদনে যাতে
অবারিত আছে শুধু ত্যাগের মহিমা,
মনোমিতার স্যেভাগ্য ঈর্ষনীয় বটে।
দেহ দাহ খুমীমনে মেনে নিয়ে চলা
যাপিত জীবনে এক বিরল দৃষ্টান্ত,
একালের মিতা শুধু খাই খাই করে।
এমন মিতার জন্যে জীবন দানেও
অনেকে প্রস্তত থেকে চাইবে মিতায়
আজীবন কাছেপেতে গভীর প্রেমেতে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(পাঁচ)
কবি বিদ্রোহী ভৃগুর‘ ঈদ খুঁজে নাপাই’ কবিতার সারমর্ম
ঘৃণ্য বিলাসী ব্যায়ের প্রতিযোগীতায়
কোরবানীর পশুরা আত্ম বিলিয়েও
লজ্জায় জিভ কামড়ে প্রতিবাদ করে
তাদের এ আত্মদান অহেতুক বলে।
অত্যাচার অবিচার অনাচার আর
প্রান্তিক জন গোষ্ঠির দারে দারে ফেরা
যাদের জন্য সমাজ কিছুই করেনা,
ঈদের আনন্দ এতে ম্রিয়মাণ হয়।
তথাপি ঈদ থাকছে প্রচলিত ধারা
বজায় রাখতে যাতে প্রকৃত ঈদের
আনন্দ খুঁজতে হয় শুধু কল্পনায়।
সার্বজনীন ঈদের অবয়ব থাকে
ঢাকাপড়ে ঝলমলে চাঁদের আড়ালে
যা হতে পারেনা কারো কাম্য কোনকালে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(ছয়)
চাঁদগাজীর‘গেরিলা যুদ্ধ সম্পর্কে নতুন জেনারেশনের ধারণা পরিস্কার নয়’ পোষ্টে মন্তব্য-
ওরা হয়ত কিঞ্চিত প্রতিশোধ নিতে
শুরু করেছে সামান্য শক্তির আকারে;
সেই সাথে যুক্ত হলে স্বজাতীয় যোদ্ধা
তাতে হায়নার জন্য সমস্যা বাড়বে।
ওরা বেকাপ পাবেনা এমনটা নয়,
অতঃপর একেকটা জানোয়ার মেরে
ওরা উৎসব করে সময় কাটাবে,
আর ওদের কাজের সঠিকতা আছে।
যে চিত্র তৈরী হয়েছে তাতে করাযায়
যা খুশি তেমন কিছু, মরেও মারার
এ উপলক্ষ্য তৈরীতে রয়েছে কারণ।
মিয়ানমারের ক্ষতি যতই বাড়বে
ততই টনক নড়ে হায়না আসবে
পথে, সে দিনের জন্য এটা দরকার।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(সাত)
চাঁদগাজীর ‘গেরিলা যুদ্ধ সম্পর্কে নতুন জেনারেশনের ধারণা পরিস্কার নয়’ পোষ্টে দ্বিতীয় মন্তব্য-
যে অত্যাচার ওদের সইতে হয়েছে
তাতে মেরেও মারার প্রচেষ্টাই ভাল
তবুও মারার শান্তি মিলবে অনেক
আর মরাতো ওদের নিয়ত নিয়তি।
আন্তর্জাতিক যোদ্ধার আগমন হলে
যদি শুরু হয় সেথা নিত্য আত্মঘাতি
হামলা শত্রু নিধনে, মরতে মরতে
তখন হয়ত শত্রু বুঝবে ঘটনা।
ঐ বর্বরদের আর এমনি ছাড়ার
প্রয়োজন আছে বলে কেউকি তেমন
মনে করে? মারাটাই এখানে বিজয়।
সারাবিশ্বে জিহাদের কামনা যাদের
তারা সেখানে যাবেই, আর এভাবেই
শয়তানে শিক্ষাদিতে হবেই এবার।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(আট)
ডঃ এম এ আলীর ‘মাহে রমজান : রহমত, সংযম , দোয়া কবুল , নাজাত ও আত্মশুদ্ধির মাস -
কামনা করি বিশ্ব মুসলিম উম্মার ঐক্য ও মানবজাতির মঙ্গল ও উন্নতি’ পোষ্টে মন্তব্য
প্রথমে চন্দ্র উদয় পরে ক্বোরআন
হেরা পর্বতের গুহা এরপর আসে
একে একে ইসলামী স্থাপনার সব
বিশ্বজোড়া পরিবেশে মনোরম চিত্র ।
প্রতিটি চিত্রের সাথে প্রাঞ্জল ভাষায়
মনমুগ্ধ আলোচনা গ্রন্থিত সুন্দর;
যা পড়ে হৃদয়ে জাগে অপার আনন্দ,
জ্ঞানের প্রভায় ভরে পুলকিত মন।
সময় যেন কি কাটে পাখিদের মতো
উড়ন্ত ডানায় উড়ে বিশ্বচরাচরে
জ্ঞানের সন্ধান করে মোহাবিষ্ঠ হয়ে।
অতঃপর সে জ্ঞানের ভান্ডারের যত
রত্নরাজি দেখে দেখে যত্নকরে তুলে
নিয়ে আসি যতনেতে আপন ভান্ডারে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(নয়)
চাঁদগাজীর ‘গেরিলা যুদ্ধ সম্পর্কে নতুন জেনারেশনের ধারণা পরিস্কার নয়’ পোষ্টে তৃতীয় মন্তব্য-
রোহিঙ্গা জীবন আর বাঁচেনা যখন
তখন বর্গির রক্ত প্রবাহিত করে
সমাধান খুঁজে পেলে তবু ভাল হয়
দস্যুরাতো আপসেতে করেনা কিছুই।
পাকি আর মগেদের মনে মায়া নেই
নতুবা নিরিহ ধরে করে অত্যাচার
ধরায় এমন হলো বিরল দৃষ্টান্ত
এসব পশুর মুন্ডে গোবর ভরানো।
কাঁটায় তুলতে কাঁটা দরকার হয়
অসভ্যের জন্য চাই তারচেয়ে বড়
অসভ্যের আমদানি বদলে স্বভাব।
কে পারে কি পারে সেটা বলবে সময়
অসহায় ক্ষোভে ফুঁসে অনেক সময়
দেখাগেছে তাড়িয়েছে কঠিন দানব।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(দশ)
সুসাহিত্যিক মোহাম্মদ আব্দুলহাকের ‘জনসংখ্যা বেশি হওয়ার কারণ’ পেষ্টে মন্তব্য-
কম সুবিধায় থাকে অনেক সন্তান
নিয়ে গরীব দম্পতি, অথচ অনেক
সুবিধা ভোগের মাঝে ধনাঢ্য দম্পতি
দু’এক অথবা বিনা সন্তানে থাকেন।
বিষয়টা কৌতুহল উদ্দিপক বটে,
যদিও গরীব জেগে ধনীর মন্ত্রতে
তথাপি না পেয়ে কোন সুখের নাগাল
বিস্ময়ে বিমূঢ হয়ে কাটায় জীবন।
যার যেটা মনে হয় সে করে তেমন
নিজ বিবেচনা মতে, সুখ সেতো তার
গতিপথে চলে শেষে ধরা দেয় কভু।
অনেক জীবন থেকে হতাশার ঘোরে
বেগরে সময় পার করে চলে যায়
অবশেষে একদিন শেষ ঠিকানায়।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(এগার)
সনেট কবি টুটুলের ‘একগুচ্ছ কবিতা’ পোষ্টে মন্তব্য-
কিছু ভুল থাকলেও সনেট সুন্দর
হয়েছে সার্বিক ভাবে, সম্ভাবনা তাই
বড় এক কবি হয়ে সাহিত্য আকাশে
উদয়ের সময়টা হয়ত নিকটে।
সব গুলো সনেটের পাঠে মনোযোগে
উন্নতি পড়েছে চোখে ঈর্ষনীয় রূপে
এ ক্ষেত্রে পাঠক দৃষ্টি আকর্ষণে চাই
ব্লগে ব্লগে ঘুরাঘুরি মন্তব্য প্রদান।
উন্নতি করায় চাই গুণী সঙ্গলাভ
তার জন্যে গুণীদের কাছে যেতে হবে
স্বীকৃতির জন্য লাগে বহুল প্রচার।
আশাকরি গতিপথ ঠিক করে চলে
ক্রমাগত চলে নিজ লক্ষ্যপানে দৃঢ়
সাফল্যের ঠিকানাটা পাবেন আনন্দে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(বার)
ডাঃ সুরাইয়া বিথির ‘ফেরা’ পোষ্টে মন্তব্য-
এসেছেন তারপর ফিরে গিয়েছেন
আবার মনের টানে এসেছেন ফিরে
স্বাগতম আপনাকে ফেরায় আবার
এ বেলায় যেন আর ফেরার না হন।
এখানে অনেক আছে বহুগুণে গুণী
তাদের সবার সাথে মত বিনিময়ে
সামুতে সময় কাটে ভালোয় ভালোয়
তবে যদি থাকে সাথে নিজ কিছু গুণ।
আপনি রবেন সদা দারুণ খবর
ব্লগারেরা পাবে এক নতুন সদস্য
দেখা যাক আপনার ভাবনা কেমন?
আশাকরি নিয়মিত কিছু লেখা পাব
আপানার চেতনার নির্জাস মিশ্রিত
যার থেকে ছড়াবেন রতনের রাজি।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(তের)
ঝালকাঠি জেলা
পেয়ারা বাগান আর শীতল পাটির
গৌরবের ঝালকাঠি সুগন্ধার তীরে
অবস্থিত, প্রকৃতির মনমুগ্ধ রূপে
বিলিয়ে দর্শক মনে অপার আনন্দ।
কবি জীবনানন্দের ধানসিঁড়ি নদী
‘আবার আসিব ফিরে’ বলেকবি যেথা
ফিরবেন বলেছেন শঙ্কচিল আর
শালিকের ভেসে হেথা সে নদী প্রবাহে।
কবি কামিনি রায়ের জন্ম ভিটা ধন্য
গামছা শিল্পে সুখ্যাত ঝালকাঠি জেলা
প্রকৃতির অপরূপ রূপে মনোহরী।
বিষখালী গাবখান সুগন্ধা বাসন্ডা
ধানসিঁড়ি পঞ্চনদ পলি দিয়ে গড়া
এ জেলায় বসবাসে পরিবেশ ভাল।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
(চৌদ্দ)
ছায়া
বাবা-মা দু’জনে আজ নেই আর
আমার নিকটে থেকে সাহস যোগাতে
জীবনের সুকঠিন পথের যাত্রায়
বুকের ভিতর যেন খালি খালি লাগে।
তাঁরাতো গেছেন চলে নিজ ঠিকানায়
আমারে একলা ছেড়ে জনারণ্যে হেথা
আমার খাবার যারা কেড়ে নিয়ে যায়
আমিতো তাদের সাথে ভাল আছি বেশ।
এখানে কতক কাঁদে হাসছে কতক
বিপদ আপদ হেথা অহরহ ঘটে
বাবা-মা’র মতো কেউ দেয়নাতো ছায়া।
অবশ্য এখন আমি বাবার স্থানেতে
সন্তানের ভবিষ্যৎ চিন্তায় কাতর
চাই তারা থাকে যেন সুখে ও শান্তিতে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭
সনেট কবি বলেছেন:
কবি জাহিদ অনিকের মন্তব্যে প্রতি মন্তব্য-
কবি তবে এখানেও বিব্রত হলেন
অথচ কি আপনার কাব্য প্রতিভায়
আমরা সকলে মুগ্ধ হয়ে অনিবার
বিচরি আনন্দে সেথা নির্ভার মনেতে।
শিল্পীর মনেতে কেউ কবিতা লেখায়
রঙতুলি নিয়ে যদি কাব্য চিত্র এঁকে
সেথায় ফুটিয়ে তোলে জীবন বৈচিত্র
তবেতা সবার মন ছুঁয়ে ছুঁয়ে যায়।
সর্বত্রে বিব্রত হয়ে ইতস্তত থেঁকে
জীবনটা অহেতুক বিনষ্ট না করে
কিছুক্ষেত্রে প্রত্যয়ের বীজবুনা ভাল।
তার থেকে গজনো এ বিশ্বাসের তরু
‘আমরা করব জয় এক দিন হো হো’
সুফলের দার প্রান্তে নিয়ে যেতে হবে।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন:
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
সনেট কবি বলেছেন:
কবি সেলিম আনোয়ারের মন্তব্যে প্রতি মন্তব্য-
ঈদের শুভেচ্ছা কবি গৃহিত সানন্দে
অনুরুপ আপনাকে ঈদের শুভেচ্ছা
জানাই প্রফুল্ল চিত্তে এক দিন পরে
আত্মীয় বান্ধব আর পরিবার সহ।
ঈদ মোবারক হোক সবার জীবনে
তারপর দিনগুলো মঙ্গলে কাটুক
বিপদ আপদ বালা মছিবত থেকে
নিরাপদ থেকে সবে কাটাক সময়।
রোগ শোক কত কিছু জীবনেতে আসে
সেইসব পার করে আসবে শান্তিতে
কষ্টের সাগর শেষে সুখের বন্দর।
এমন আশায় থাকে মন মিগন
অশান্তি হারিয়ে যাবে আমাজন বনে
শান্তি সুদর্পে তার উড়াবে পতাকা।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক ভাই।।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২
সনেট কবি বলেছেন:
কবি শাহরিয়ার কবিরের মন্তব্যে পতি মন্তব্য-
ঈদ মোবারক হোক এক দিন নয়
চিরদিন তরে চাই মোবারক হয়ে
জীবনটা সকলের সুখে সুখে ভরে
কানায় কানায় সেটি পরিপূর্ণ হোক।
অথচ এ জীবনের বাঁকে বাকে দুঃখ
ফনাতুলে বসে থাকে মারতে ছোবল
নিরিহ মানুষ জনে তেড়ে ফুঁড়ে এসে
বেদনার নীল বিষে প্রবল আক্রোসে।
মানুষ তথাপি থাকে সুখের আশায়
কখনোবা পেয়ে যায় কাঙ্খিত সে সুখ
কখনো হারিয়ে তারে কাঁদে চিৎকারে।
এভাবেই একদিন ইহলিলা শেষে
পরপারে মানুষেরা একা দেয় পাড়ি
তবুও ক্ষনিক কাল মোকারক হোক।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার কবিতাগুলো আমি পড়ে আসছি। পোস্টে এবং মন্তব্যে। আমি বিস্মিত নাকি মুগ্ধ বুঝাতে পারবো না।
শত শত বছর আগে প্রবর্তিত সেই কঠিন ধারাটি আপনি কীভাবে এত সহজে প্রয়োগ করেন, আমি বিস্মিত হই। আপনার প্রচেষ্টা আর একনিষ্ঠতা অনেকের অনুপ্রেরণা হয়ে থাকবে। শুভেচ্ছা থাকলো সনেট কবির প্রতি।
ঈদ মুবারক!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
সনেট কবি বলেছেন:
কবি মাঈন উদ্দিন মইনুল এর মন্তব্যে প্রতিমন্তব্য-
কঠিন কিছুই নয় আল্লাহ সহায়ে
দেখেননা মানুষেরা কত কিযে করে
পৃথিবীটা এসে গেছে হাতের মুঠোয়
সবাই সবার খুব কাছে এসে গেল।
দূরত্বে কোথায় থাকে কে কোথা কিভাবে
কেউতা না জেনে বসে একসাথে সবে
বাতচিৎ করে কত নিকটের মতো
এ বিস্ময় মানুষেতে হয়েছে সম্ভব।
তাই বলি সব কিছু মোমের মতন
গলে যায় যদি সেটা আল্লাহ গলান
যদিও অনেকে তাঁরে দেয়না কৃতিত্ব।
তথাপি আমরা মানি তিনিই সকল
কাজ সব অদৃশ্যের থেকে সম্পাদন
করে সব নিজ হাতে করেন বাস্তব।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনি দেশের সাধারণ মানুষের উপর লিখুন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
সনেট কবি বলেছেন:
চাঁদগাজীর মন্তব্যে প্রতি মন্তব্য-
সাধারণ নিয়ে লেখা বলেছেন বেশ
গুরুবাক্য শীরধার্য্য আশাকরি হবে
আল্লাহ সহায় হলে সকলি সম্ভব
আসমানি ফেলানির কথা আগে ভাবি।
আপনার প্রস্তাবনা থাকলে বলেন
অবশ্য আপনি গল্পে তুলেছেন কিছু
তাদের নিয়েও কিছু লেখা যেতে পারে
সাকুল্যে প্রস্তাব খানি ভাল করেছেন।
নতুন বিষয়ে করে নতুন ভাবনা
কবিতারা এসে গেলে ধরে ধরে সব
পোষ্টেতে ঢুকাতে হবে এক এক করে।
সাদামাটা সাধারণ বঞ্চনায় ভোগে
সনেটে আশ্রয় পেলে ভাল হবে সেটা
সেজন্য ধন্যবাদ এ আপনার প্রাপ্য।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২
ডঃ এম এ আলী বলেছেন: সনেটগুলি পাঠে মুগ্ধ ।
সবগুলিই সনেটই অসধারণ হয়েছে
নীচেরটি সময়ের কবিতা যা সকলের সচেতনতার
জন্য অপরিহার্য বলে হতে পারে বিবেচিত
রোহিঙ্গা দায়িত্ব
রোহিঙ্গা নির্যাতনের অপরাধী মগ
আর বাঙ্গালী কাদের দ্বারা নির্যাতীত
হয়েছিল, সে কথাকি ভুলেছি আমরা?
সব জানোয়ার এক, সবাইকে ঘৃণা।
রোহিঙ্গা একা বাঙ্গালী নিবেনা, তাদের
বিশ্বের সবাই নিবে, তাতে বাঙ্গালীর
ভাগে যে ক’জন পড়ে তা’নানিলে পরে
কিছু বলার থাকলে তখন বলবে।
মিয়ানমার জাতির রাখাইন মগ
বিশ্বসেরা অসভ্যের জানোয়ার জাতি
সেটা অকপটে বলি, এ অনস্বীকার্য।
তবে তাদের আঘাতে বিতাড়িতদের
সামলানো আমাদের একার দায়িত্ব
কখনো হতে পারেনা এটাও স্বীকার্য।
ঈদ শুভেচ্ছা রইল ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৭
সনেট কবি বলেছেন:
ডঃ এম এ আলীর মন্তব্যে প্রতি মন্তব্য-
মহোদয় আপনার মূল্যায়নে বলি
দয়াময় আল্লাহর করুনার দানে
জগতে সকল কিছু সুসম্পন্ন হয়
এর জন্য গুনগান সবটাই তাঁর।
আমারতো শুধু তাঁর দয়া প্রয়োজন
যেন তিনি ক্ষমা করে অধম বান্দায়
নাজাতের বন্দবস্ত করেন সর্বদা
সকলের কাছে শুধু কামনা এ দোয়া।
ঈমানের নেয়ামত নিয়ে যেন বাঁচি
তাই নিয়ে পরপার যাত্রায় প্রত্যাশা
প্রত্যেক ক্ষেত্রতে যেন পাই পরিত্রাণ।
মুছাফির খানা থেকে যেতে হবে চলে
আসল ঠিকানা যেন মনের মতন
পেতেপারি তার জন্য একান্ত কামনা।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১
জাহিদ অনিক বলেছেন: ওরে বাবা ! সনেট কবি !!
আপনি মন্তব্যের উত্তরেও সনেট লিখেছেন। আমি দেখিই নি। নোটিফিকেশন পাই নি।
ব্লগের নোটিফিকেশন ব্যবস্থার জন্য বিব্রতবোধ করছি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪১
সনেট কবি বলেছেন:
কবি জাহিদ অনিকের মন্তব্যে প্রতি মন্তব্য-
সনেট মনের কথা প্রকাশ মাধ্যম
প্রতি মন্তব্যের তাতে অসুবিধা নেই
সেজন্য সময় পেলে তাতেই সাজাই
প্রতি মন্তব্যের সব কথার সমষ্টি।
এখানেও আপনার বিব্রত কথন
এ যেন সেঁটেই আছে আপনার সাথে
কিছুতেই কাছ ছাড়া হতেই পারেনা
নাজানি অন্যেরা এতে বিব্রতই হয়!
স্বাগত আবার এসে মন্তব্য করায়
আপনারা পাশে থেকে উৎসাহ দানে
আমার লেখায় আসে প্রাণের জোয়ার।
সামুতে সবাই মিলে কি চমৎকার
লেখালেখি করে দেখে আমিও তেমন
লিখতে গিয়ে লিখছি এখন সনেট।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈদের শুভেচ্ছা জানবেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩
সনেট কবি বলেছেন:
ঈদ ও মোবারক
ঈদতো এলো অথচ মোবারক আজ
পরপারে, ছেড়ে গেছে পৃথিবীর মায়া
তার মেয়েরা বাবাকে হারানোর ব্যাথা
ভুলতে না পেরে থাকে বিমর্ষ মনেতে।
সে ছিল আমার ছোট জেঠাতো ভাই যে
থাকতো বিদেশে যাতে মেয়েরা ভাবতো
বাবা একদিন এসে তাদের মনের
প্রশান্তি ও আনন্দের খোরাক যোগাবে।
পরপার সেতো হলো এমন ঠিকানা
যেথায় যে যায় আর সেতো সেথা হতে
কোন দিন ফিরবেনা যা জানে সবাই।
ঈদ এলে বেশী বেশী মনে পড়ে যায়
মোবারকের অতীত স্মৃতি কথা গুলো,
যাতে মন বেদনায় অতীতে হারায়।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার লেখায় আবারো মুগ্ধ হ'লাম! কবিতায় অশেষ ভালোলাগা...
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
সনেট কবি বলেছেন:
কবি ও স্বীকৃতি
আপনারা মুগ্ধ হলে মনে শান্তি পাই
আকাঙ্খা জাগে স্বীকৃতি ঝোটার
অতঃপর পুরস্কার কতকি চাওয়া
মনের কোণেতে উঁকি মারে নিত্য।
আপনি লেখেন ভাল মনের মতন
সে লেখায় ভাল লাগা যেনকি শিউলি
ফুলের মতন ঝরে শিশিরেতে ভিজে
মনে দোলা দেয় কত সদা নিরিবিলি।
কবিরা লেখেন নিজ আনমনে ছন্দে
গেঁথে কথা ঝরণার মতো রূপালীর
জল ধারা মুগ্ধতায় উদাস মনেতে।
সেথায় স্বীকৃতি আশা অনুভূত হতে
পারে যে কারো যা নয় অপরাধ কোন
কিন্তু অনেকের সেটি ঝুটেনা কপালে।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
জাহিদ অনিক বলেছেন: আমি সনেট খুব একটা বুঝি না, আম্নে ছন্দটা বুঝি না। তবে ভাবের পরিনতিটা ভাল লেগেছে।
ক্রমধারায় যদি নেমে আশে হতাশার অমানিশা একের পর এক তবে যেন বোধের উদয় হয়। এটুকু অপূর্ব।
আমার কবিতার এমন সনেট উত্তরে আমি কিছুটা মুগ্ধ আবার বিব্রতও। বিব্রত কারণ আমি ভাবি নি আপনি এভাবে সনেট লিখে উত্তর দিবেন। এটা অনেক বড় একটা পাওয়া। এত বড় পাওয়াটার সাথে নিজের স্ব-বৈশিষ্ট্যক মানিয়ে নিতে কিছুটা দ্বিধায় আছি বলেই বিব্রতবোধ করছি।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় সনেট কবি ফরিদ উদ্দিন চৌধুরী।