নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সুলতানা শিরীন সাজি

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২১



কোন এক সুলতানা শিরীন সাজির
ব্লগ বাড়িতে বেড়াতে এসে আনমনে
অনন্য সুন্দর দল হারিয়ে গোপনে
সেথায় ঘুমিয়ে পড়ে কাটায় সময়।
এখানে কবিতা বাগে বৃষ্টি ঝিরঝির
পাতা হতে ঝরে পড়ে সুন্দরের সনে
যেন কথা বলে তারা।সাহিত্য রতনে
প্রাণময় দেখি যারা জড় যেন নয়।

কবিতা ঐশ্বর্য্যে মুগ্ধ পাঠকের দল
অবাক তাকিয়ে থেকে দেখে অপলক
এখানে কোথায় যেন বাজছে মাদল।
তারা পান করে কত পদ্যের আরক
ছন্দ চন্দ্র কণা সব গায়ে মেখে সবে
শান্তির শীতল স্পর্শ সুখ অনুভবে।

ব্লগার সুলতানা শিরীন সাজি

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: বাহ আমাকে নিয়ে সনেট কবিতা?

ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ভালো থাকবেন

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২২

সনেট কবি বলেছেন: আপনার লেখায় প্রাণ আছে।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

বলেছেন: উৎসাহে উদ্দীপনা বাড়ে একজন কবি অন্য কবিকে উৎসাহ প্রদানের মাধ্যমে সামনের দিকে ধাবিত হবে চলবে কলম ধন্যবাদ সম্মানীয় কবি।

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৪

সনেট কবি বলেছেন: আমাদের অনেক উন্নতি করা প্রয়োজন।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

রাফা বলেছেন: স.কবিকে ধন্যবাদ, গুনি ব্লগারদের নিয়ে সনেট রচনা অব্যাহত রাখায়।
সাজি আপু চমৎকার লিখছেন সেই প্রথম থেকেই।

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৫

সনেট কবি বলেছেন: বিষয়টা কিছু দিন আগে আমি খেয়াল করেছি।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগারদের নিয়ে লেখা আপনার সনেটগুলো অনুপ্রেরণাদয়ক.....

চালিয়ে যান..

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: আপনি যাকে নিয়েই সনেট লিখেছেন, সে ব্লগারই অনেক উৎসাহ পেয়েছে ব্লগে।

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৭

সনেট কবি বলেছেন: তাতে আমার কষ্ট অনেকটা লাঘব হয়।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২১

আরোগ্য বলেছেন: শুভ কামনা দুজনকে।

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৮

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: দারুণ!

সাজি এবং আপনাকে শুভকামনা

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৮

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের ব্লগ জীবনটা কি সনেটময় হয়ে যাচ্ছে ?

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৯

সনেট কবি বলেছেন: সনেট কবির সংখ্যা বাড়ছে। এটা ভাল দিক।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:


এই ব্লগারের কোন লেখা পড়া হয়েছে কিনা, মনে পড়ছে না; আশাকরি, উনি ভালো লিখছেন।

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩০

সনেট কবি বলেছেন: তাঁর রুচিবোধ উন্নত বলেই মনে হলো।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল মামা ! শুভ সকাল ! :)

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮

সনেট কবি বলেছেন: মামার আগমন শুভেচ্ছা স্বাগতম।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৭

মিথী_মারজান বলেছেন: খুব অল্প পড়েছি সাজি আপুর লেখা, আর তাতেই তার ভক্ত হয়ে গেছি আমি।
অসম্ভব মায়ায় লেখা সাজি আপুর প্রতিটা পোস্ট।
আপু আবার ব্লগে নিয়মিত হবেন এটাই এখন প্রত্যাশা।
বিজনদা কে অনেক ধন্যবাদ আমাকে সাজি আপুর ব্লগের সাথে পরিচিত করিয়ে দেবার জন্য।
আর আপনাকে তো অবশ্যই ধন্যবাদ আপুকে নিয়ে লেখার জন্য।


সাজি আপু আর আপনি, দুজনের জন্যই শুভেচ্ছা।:)

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভ কামনা রইলো ব্লগার শিরিন সাজির জন্য। আমিও আজকেই দেখলাম মনে হয়

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

নজসু বলেছেন:


ব্লগে আসার অনেক আগে থেকেই আমি উনাকে চিনি।
আমার খুব খুব প্রিয় একজন।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সনেট কবি বলেছেন: তিনি ভাল লেখেন।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

আপনার সনেটটি দেখে আমি কবির কবিতা পড়ে এলাম। সনেটের সঙ্গে ওনার কবিতা ভালো মিলেছে । অভিনন্দন সম্মানীয় কবি কে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি সনেট উপহার দেওয়ার জন্য ।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

শাহাদাত নিরব বলেছেন: ব্লগ বাড়িতে আমন্ত্রনের জন্য ধন্যবাদ
প্রিয় সনেট কবি ।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাতে আমার কষ্ট অনেকটা লাঘব হয়।

অবশ্যই।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় ফরিদ ভাই, উভয়ের জন্য শুভকামনা ভাই।

সনেট ভাল হয়েছে প্লাস+++

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমিন, আপনারও মঙ্গল করুন, ছুম্মা আমীন।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

পবিত্র হোসাইন বলেছেন: আপনার কবিতা পড়লে মন ভাল হয়ে যায়।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.