নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবাহক মশিউর

পেছনে ফেলে আসা দিন চাইলেও ফিরে যাওয়া যায়না যেখানে

mashiur

অধম

mashiur › বিস্তারিত পোস্টঃ

এরশাদ তাহলে মহাজোটেই আছেন?

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

এরশাদ তাহলে নতুন বোতলে পুরাতন মদ ভরে জনগনকে খাওয়াতে চাইছেন? মহাজোট থেকে বেরিয়ে সর্বদলীয় সরকারে যোগদান করায় এমন বিশেষ কি ঘটলো যা আওয়ামীলীগ সরকার থেকে একে আলাদা বলা যায়? দলতো আগে যা ছিলো তা-ই শুধু মন্ত্রীদের চেহারা পরিবর্তন হলো সাথে সংখ্যার হিসেবটা পাল্টালো এই আর কি।আর যদি আসন ভাগাভাগিতে একটু বাড়তি সুবিধা নেওয়া যায় সেটা বাড়তি হিসেবেই থাকবে। গত কয়েকদিন ধরে বাতাসে একটা গুঞ্জন ভাসছে যে নির্বাচনের খরচ হিসেবে সরকারী দলের কাছ থেকে এরশাদ অলরেডী পাঁচ হাজার কোটি টাকা পেয়ে গেছেন এটা তাহলে বিশ্বাস করা যায়? তা না হলে এরশাদই যেখানে বলেছিলেন বি এন পি বিহীন নির্বাচনে অংশগ্রহন করলে তিনি জাতীয় বেঈমানে পরিনত হবেন সে পথে তিনি আগালেন কেন? নাকি ৮৬'র প্রতিদান দিলেন? এসব কাজে এরশাদকেই খুব ভালো মানায় এবংআমার মনে হয় সবকিছু ছাপিয়ে তিনি একজন স্বঘোষিত জাতীয় বেঈমান হিসেবে আত্মপ্রকাশ করলেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

অরিয়ন বলেছেন: এরশাদ সুপ্রতিস্ঠিত বিশ্ব বেহায়া। জনগনের কাছে যার কথার কোন মূল্য নেই।

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

দিশার বলেছেন: অনির্বাচিত লোক জনের চেয়ে , সব দল এর সরকার খারাপ কোথায় ? নির্দলীয় সরকার এর প্রধান কে হবে তা নিয়ে রাজাকার প্রেমী গোলাপী আবার হরতাল দিবে তার গেরান্টি কি ?

৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

অরিয়ন বলেছেন: বাকশালী নেত্রী কিন্তু বলেছিলেন সংবিধান থেকে একচুলও নরবেন না। সংবিধানে সর্বদলীয় সরকার ব্যাবস্থা বলে কিছুই নেই। এখন হাসিনা যা বলে তাইকি সংবিধান।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

ধূর্ত উঁই বলেছেন: মারা যাওয়ার আগে অনেকে ভাল হয়ে যান।এরশাদ সাহেবের সেটি হওয়ার কোন চান্স দেখছি না।দেখছিনা কিছু বয়োজ্যেষ্ঠ নেতার ।এরা পাপিষ্ঠ হয়ে মানুষের ঘৃণা নিয়ে মারা যাওয়ার লাইনে আছেন।৬৫+ থেকে ৮০+।বয়স তবু হুশ নেই।সততার স ও তাদের মধ্যে নেই।

নির্বাচনকালীন সরকার বাহ কি চমৎকার। আক্কাসের মা যা বলে তাই সাংবিধানিক। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.