নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবাহক মশিউর

পেছনে ফেলে আসা দিন চাইলেও ফিরে যাওয়া যায়না যেখানে

mashiur

অধম

mashiur › বিস্তারিত পোস্টঃ

আমাদের বিজয় উতসব থেমে থাকবে কেন?

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

ডিসেম্বর মাস আমাদের কাছে গৌরবগাঁথায় পুর্ন। এ মাসেই আমরা হানাদারদের পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিলাম, এ মাসেই হয়েছে নয় বছরের স্বৈরশাসনের অবসান।আমার জন্ম স্বাধীনতার পরে তাই ১৬ ডিসেম্বর ১৯৭১ এর দিনটি কেমন ছিলো আমি জানিনা।তবে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী এরশাদের পতনের দিনে সারাদেশের মানুষকে যতটা আনন্দে ভাসতে দেখেছি তা নিশ্চয়ই বিজয়ের আনন্দের তুলনায় অনেক কম।এরশাদের পতনের পর প্রতি বছর ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস পালন করে আসছে রাজনৈতিক দলগুলো। আর দুদিন পরেই ৬ ডিসেম্বর। এবারের পরিস্থিতি একটু ভিন্ন। বি এন পি বা অন্য রাজনৈতিক দলগুলো এ দিনটি পালন করলেও সরকারী দলের ব্যাপারে একটু সন্দেহ আছে।কারন একবার সংসদে একটি প্রসঙ্গে এরশাদ বলেছিলেন তাকে স্বৈরাচার বললে তিনি মনে খুব কষ্ট পান আর তার প্রতি উত্তরে তোফায়েল আহমেদ সংসদে দাঁড়িয়ে সবাইকে আহবান করেছিলেন এরশাদকে স্বৈরাচার না বলার জন্য, তার দিলে কষ্ট না দেওয়ার জন্য।কারন তিনি আওয়ামীলীগের পার্টনার। তাছাড়া তিনি গনতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্র কিভাবে কায়েম করতে হয় তার প্রধান কারিগর।নির্বাচনের নামে গনতন্ত্রের নামে শেখ হাসিনার গনতন্ত্রের সাথে এরশাদের স্বৈরতন্ত্রের মিশেলে এখন দেশে চলছে গনস্বৈরতন্ত্র।এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারন সোনায় খাদ না মিশালে যেমন অলংকার হয় না কিংবা ছানায় ভেজাল না দিলে যেমন মিষ্টি হয়না তেমনি গনতন্ত্রের সাথে কিছুটা স্বৈরতন্ত্র না মিশালে গনতন্ত্র উপভোগ (ফায়দা হাসিল) করা যায় না (সেটা অবশ্য জনগনের জন্য না হয়ে সরকারী দলের লোকজনের জন্য)। তাছাড়া গনতন্ত্রে আছে কথায় কথায় রাস্তায় নামার অধিকার আর স্বৈরতন্ত্রে আছে মিছিল দেখলেই গুলি চালানোর অর্ডার। তাই ফায়দা হাসিলের স্বার্থে গনস্বৈরতন্ত্রকে পাকাপোক্ত করতে হাসিনার সাথে এরশাদের মিলন আমার কাছে যুক্তিযুক্তই বটে।তার জন্য আমাদের বিজয় উতসব থেমে থাকবে কেন?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

রাহুল বলেছেন: কাগু তো আবার লম্ফ দিছে...........। লে হালুয়া।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

mashiur বলেছেন: বিশ্বাস করতে মন চায় কিন্তু কেন যেন পারিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.