নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবাহক মশিউর

পেছনে ফেলে আসা দিন চাইলেও ফিরে যাওয়া যায়না যেখানে

mashiur

অধম

mashiur › বিস্তারিত পোস্টঃ

এরশাদের কাবিননামা

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

উলটা পালটা কথা বলে অনেকের কাছেই এরশাদ এখন ফুল টাইম বিনোদনের উপাদানে পরিনত হয়েছেন।তারপরও গত কয়েকদিনের ঘটনায় মনে হচ্ছে এখনো তিনি পুরোপুরি অপ্রকৃতিস্থ হয়ে যাননি। তিনি বুঝতে পারছেন তাকে রেফারি বানিয়ে চমতকার একটা খেলা খেলে যাচ্ছে সরকারী দল। এ খেলার ইতি টেনে একটি অন্য রকম ইতিহাস তৈরীতে তিনি গত কয়েকদিন যাবত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু প্রধানমন্ত্রী সাক্ষাতের সুযোগ দিচ্ছেন না বলে পদত্যাগ করতে পারছে না জাতীয় পার্টির উপদেষ্টা ও মন্ত্রীরা ! (আসলেই কি তাই?) মনে হচ্ছে এরশাদ সরকারী দলের বিয়ে করা বউ ।প্রয়োজন হলে সরকারী দলই শুধু এরশাদকে ডিভোর্স করতে পারবে বলে কাবিন নামায় লেখা আছে যেখানে সরকারী দলকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা এরশাদকে দেওয়া হয়নি।দেখা যাক প্রধানমন্ত্রী আর এরশাদের এই ইঁদুর বিড়াল খেলা কবে শেষ হয়।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: এরশাদ জিন্দাবাদ ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

mashiur বলেছেন: কার্টুনটা খুব চমতকার , ধন্যবাদ

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন:

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

mashiur বলেছেন: কার্টুনটা খুব চমতকার , ধন্যবাদ

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন:

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

mashiur বলেছেন: আপনার কালেকশনের প্রশংসা না করে পারছি না। জ টি---ল।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ভোরের সূর্য বলেছেন: আজকে এরশাদের একটি সাক্ষাতকার ছাপা হয়েছে প্রথম আলোতে।সুযোগ পেলে পুরা সাক্ষাতকারটা পড়ে নিয়েন। সাক্ষাতকার
সাক্ষাৎকটি পড়ে বেশ ভাল লাগলো। এরশাদ অনেক কথাই অকপটে স্বীকার করেছেন এবং বাংলাদেশের রাজণীতি বিষয়ে অনেক যৌক্তিক মন্তব্য করেছেন যা কিনা আমাদের রাজণীতিকরা বলেন না বা নিজেদের ভুল গুলো স্বীকার করেন না। এরশাদ উল্টা পালটা কিছু বলেননি সেই সাক্ষাতকারে। তার বক্তব্য ছিল বেশ গোছানো।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

mashiur বলেছেন: সাক্ষাতকারটি পড়েছি। এজন্যই বলেছি একটি ইতিহাস তৈরীতে গত কয়েকদিন ধরে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তাছাড়া এর আগে আরেকটি লেখায় আমি বলেছিলাম দুই নেত্রীর উপর আমজনতা যেভাবে বিরক্ত তাতে একটু স্থির হয়ে থাকতে পারলে পাবলিক তাকেই হয়তো সমর্থন করতো। সেক্ষেত্রে তিনিই তিনি নবাব হতে পারতেন । ধন্যবাদ

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

ভোরের সূর্য বলেছেন: গত কয়েকদিনে ওনার কান্ড কারখানা দেখে মেজাজ গরম হয়ে গিয়েছিল।কালকের সাক্ষাতকারটা পড়ে আমি রিয়েলি ইম্প্রেসড। উনি যেসব কথা সাক্ষাতকারে বলেছেন একদম সঠিক।তাছারা উনি নিজের কিছু দোষও স্বীকার করেছেন। কিন্তু সবচেয়ে বড় পজেটিভ যে বিষয়টা হল ওনার কাজ কারবারের সাথে কথার কিন্তু মিল নাই।উনি একজন পরিপক্ক ম্যাচিউরড রাজণীতিবিদের মতন কথা বলেছেন।বয়স ৯০ এর কম বেশি কিন্তু কথা কিন্তু উল্টাপাল্টা বলেন নাই।একজন সমঝদার ব্যাক্তির মতন কথা বলেছেন।
আসলে ওনার কুইক ডিসিশান চেঞ্জ করা বিষয়ে ওনার চেয়ে বরং ওনার আসে পাশে যারা থাকে তারাই বেশি দ্বায়ী।ওনাকে ভয় দেখিয়ে বা উল্টা পাল্টা বলে পাজেলড করে দেয় যার ফলে উনি এসব উল্টা পাল্টা ডিসিশান নেন।তবে সত্য কথা হল জাতীয় পার্টি বলতে কিন্তু এরশাদ।এরশাদ ছাড়া জাতীয় পার্টির কোন অস্তিত্ব নাই।অতীতে জাতীয় পার্টি থেকে বের হয়ে যেয়ে যারা অন্য জাতীয় পার্টি করেছে তাদের কিন্তু আসলে কোন অস্তিত্ব নাই বা ইলেকশনে জেতার মতন ক্ষমতা নাই।আনোয়ার হোসেন মঞ্জু কি করতে পেরেছে আলাদা হয়ে যেয়ে?এমপি হওয়ার ক্ষমতা আছে? বা হতে পেরেছেন? আন্দালিব রহমান যে জাতীয় পার্টির আরেকটি অংশ(নাজিউর রহমান মঞ্জুর ছেলে)সেও কি কিছু করতে পেরেছে?হ্যা,এমপি হয়েছে কিন্তু সেটা ধানের শীষ নিয়ে।লাঙ্গল প্রতীক নিয়ে নয়। আপনি আমাকে মন্তব্যের যে রিপ্লাই দিয়েছেন সেটা সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.