![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের মন্ত্রীসভার বৈঠকে জাপার মন্ত্রীরা যোগ দেননি ।জাপার মন্ত্রীরা পদত্যাগ কোরটে চেয়েচিলেন কিন্তু পারেননি। তবে যেটা করতে পারতেন তাও করেননি মানে মনোনয়নপত্রগুলো প্রত্যাহার করে নিতে পারতেন কিন্তু করেননি।মনোনয়ন প্রত্যাহার না করার এই সুবাদে শেয়ারের দামের চেয়েও লাফিয়ে লাফিয়ে বাড়ছে এরশাদের দাম।বলা যায় সার্কিট ব্রেকার টাচ করছে প্রতিদিন।নানামুখী ততপরতায় এরশাদকে কিভাবে খুশী করা যায় তাই নিয়ে মরিয়া এখন সরকারী দল।বিভিন্ন সময়ে দেওয়া গোপন প্রতিশ্রুতির সাথে রাজনীতির নিলামে এরশাদের মুল্য এখন ১০০ আসনে গিয়ে ঠেকেছে ! যেহেতু এখনও ১৩ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের আশায় আছেন সেহেতু ধরা যায় এই কাজটা করার আগেও সরকার তাকে আটকে দেবে। সুতরাং অবস্থাদৃষ্টে মনে হচ্ছে রাজনীতির নিলামে খুব চড়া দামেই বিকোচ্ছেন তিনি।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
ভোরের সূর্য বলেছেন: ১০০আসনের ব্যাপারটা মনে হয় ঠিক না কারন জাপা ২৯৯আসনে মনোনয়োন দিলেও নমিনেশন সাবমিট করেছে ২৪৮জন। এরশাদ ঘোষনা দেয়ার পর অলরেডি অনেকেই নমিনেশন পেপার প্রত্যাহার করে নিয়েছেন তাই চাইলেও ১০০আসন দেয়া যাবেনা।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
শরিফ নজমুল বলেছেন: এরশাদ এখন গণতন্ত্রের প্রাণ-ভোমরা!!!