![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল আর্জেনটিনা বনাম ইরানের খেলা দেখলাম।প্রথমার্ধ খুব নিস্প্রান ছিলো।অতি মাত্রায় রক্ষনাত্মক খেলা খেলতে গিয়েই এ অবস্থা তৈরী হয়েছে। আমার মতে ক্রিকেট খেলাকে উপভোগ্য ও প্রানবন্ত করতে যেমন পাওয়ার প্লে এর ব্যাবস্থা রয়েছে, যেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিন জনের বেশী খেলোয়াড় সীমানার কাছাকাছি থাকতে পারবেন না। যাতে করে রান ও হবে খেলাটাও উপভোগ্য হয়। সে রকমই ফুটবলে কেউ যদি রক্ষনাত্মক খেলতে চায় তবে তার গোলের সামনে সর্বাধিক কতজন খেলোয়াড় থাকতে পারবেন তার সংখ্যা নির্ধারন করে দেওয়া উচিত। না হলে পুরো টীমের ১১ জন খেলোয়াড়ই গোল বার আগলে থাকবেন আর আমরা এ ধরনের বস্তা পচা খেলা দেখার জন্য পুরো ৯০ মিনিট পার করে দেবো। যাতে না থাকবে আনন্দ না থাকবে সাস্পেন্স।বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের ভেবে দেখা দরকার।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ রাত ১০:৫৯
রাজিব বলেছেন: ভাই নিজেও আর্জেন্টিনার সমর্থক সেই ১৯৮২ সাল থেকে। তবে স্মৃতি যদি প্রতারনা না ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাও কালকের ইরানের মত রক্ষনাত্বক খেলে ফাইনাল পর্যন্ত গিয়েছিল।